নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্তপিন্ডের কোমলীয় দেহ বেড়ে উঠছে
চামড়া জড়িয়ে যাওয়া বৃদ্ধ দেহ, কাপছে!
চলমান রয়েছে দু’টি মেরু
কারো হল প্রারম্ভ, কারো জীবন পথ হচ্ছে সরু।
শিশুর মাংশে মরনাপন্ন বৃদ্ধের রক্তকণিকাগুলো নড়ছে !
আমি মৃত শরীরের ভিতর মানুষ,
তোমার শরীরে আমার ইন্দ্রিয়গুলো সুগঠিত হচ্ছে।
অল্প অল্প বয়স, আর জীবন কার বাকি ?
শিশুর প্রশ্বাসেও ছন্দিত হয় মৃত্যুর প্রতিধ্বনি।
মুহূর্তগুলো জলে চুবিয়েও নতুন হয়না
ফ্যাকাসে ভবিষ্যতে শুধুই মৃত্যু ক্ষুধা,
সব কিছুর পাওয়া শেষে কবর ছাড়া আর কিছু যেন অর্জিত হয়না।
নতুন সে নবীন এগিয়ে আসে প্রবিণ দেহের টানে
চির উন্মুক্ত জোয়াড় বহমান, ভেসে যায় বয়স বানে।
শক্ত এবং অতি কঠিন আঙ্গুলের ছোয়ায় বেড়ে ওঠে জীবন
শিশু হয় পক্ক, বৃদ্ধ হয় দক্ষ
যোগ হয় সুত্রের নতুন প্রজন্ম, বাস্তব এবং সরল ত্রিধন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৮
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: মতামত উপস্থাপনের জন্য ধন্যবাদ
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৬
রাজীব নুর বলেছেন: বেশ ভালো।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৮
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: মতামত উপস্থাপনের জন্য সাধুবাদ!
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৬
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার থিম চমৎকার!