নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জলে জলে স্নিগ্ধ পরশ, কোমল বারির মহল,
তলে তলে তার গহীন আরশ, উর্ধ্বতায় ক্ষুদ্র ঢেউ টলমল।
স্থির মন, ক্ষান্ত স্বভাবের তিয়াস
ঝলমল এত জল, তবু মিটেনা হায় পিয়াস।
সিন্ধু যেন এপার-ওপার, চৈাকিতে মেঘমালাদের আসর
নিম্ন টানে তার যোগ পরিচয়, নিচেতেই সাজায় বাসর।
দরিয়ার কোমল ধারায় জন্ম তব কঠিন কঠিন শিলা
ডুবিবার সাধ নেই, সৃষ্ট হয় দ্বীপ-উপদ্বীপ আরো শত শত টিলা।
ভেসে যাওয়া ভ্রমে ধ্বংশ হল কর্মবাদী সব ময়লা
অস্তিত্ব যার শুধ্য হয়না, তার পরিচয় হয় কয়লা।
মৃত্তি জলের মিলনে
জল মোহের ত্রিধনে
গঠিত হল কত শত আবীরের সৃজন!
শুধু তিথীর কালে তার সর্বাঙ্গে মরিল সহস্র মৌল যৌবন।
পদ্মা, মেঘনা, যমুনার স্রত গড়মিল করেছে শ্রদ্ধায়
আবাসন চায় যেন তারা সেন্ট হেলেনায়!
আমি তুমি ভাসছি অশ্রুতে, কাঁদছে তারা জল ভাবনায়।
ছবি আর্ট: উবাইদুল্লাহ আল- মামুন
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: সুন্দর মতামত উপস্থাপনে, ধন্যবাদ !
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: ধন্যবাদ লেখক মহোদয়!
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০২
ভ্রমরের ডানা বলেছেন:
ভাল প্রচেষ্টা! শুভেচ্ছা!
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১২
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ চমৎকার লিখেছেন