নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যের পথে, সংস্কৃতির রথে

কবি আব্দুল্লাহ আল মাহমুদ

কবিতা এবং সাহিত্যের ছাত্র

কবি আব্দুল্লাহ আল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

চকবাজার জ্বলেনা; জ্বলানো হয়

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০২



লাশগুলো সরিয়ে দেখুন; সেখানে আপনার-আমার কাফনে নিরাপত্তার অগ্নিদাহ সফল হয়েছে।
আকাশ বৃষ্টি নামাতে ভুলে যায় না; মানুষ অসময়ে তার প্রত্যাশা করে; তারা উপন্যাস ভাবনায় হৃদয় চুবিয়ে রাখার প্রশান্তিতে বাস্তব দুর্ঘটনাগুলো এড়িয়ে যায়।
দু’ফোটা অশ্রু আপনার চোখে বাসা বাঁধার পূর্বেই সেখানে সহস্র জলে জ্বলে উঠেছিল ভালোবাসা;ভয়;আতঙ্ক;মৃত্যুর অন্তিম অপ্রত্যাশিত যাত্রার গতিপথ।
নর্দমার পানিতেও বোধহয় তখন নিরাপত্তা ছিল; অথচ আধুনিক সুবিধার আবিষ্কারগুলো তাকে বেরিয়ে আসতে দেয়নি; তারা বুঝতে পারেনি যে, কিছু অযাচিত বিষয় কখনো কখনো সমাধান হয়, যা প্রযুক্তির লালসায় হেরে যায়; মানুষ জড়িয়ে যায় নিত্য নতুন সমস্যায়।
ভাগ্য ততটা জটিল, যতটা মানুষের কর্মসমূহ তাকে বানিয়ে রাখে। নিজস্ব কপালের আয়তন সমগ্র মানবকুলের আয়তনে বিস্তার করানো সম্ভব নয়; রঙ্গের সৃজনশীলতা নানাবিধ তৃপ্তি বহন করলেও রকমারি সমাধান সেখানে পৌছতে পারে না

হয়ত; আগুন লাগার পূর্বে কেউ একজন অপরজনকে বলছিল-
কাজল রেখো হৃদয়ে; অদেখা সে পৃথিবীর মহৎ ভাবে সকলি যাক ভিজে। কিন্তু বাস্তবতা হয়ত সে উপদেশ দাতাকেও ভেজাতে পারেনি; ভস্ম আত্মার ক্রন্দন, সতৃষ্ণায় গ্রহণ করেছে স্বকীয়তার পরিণতি।
-
অভ্যন্তরে লালিত শয়তানের ইচ্ছাগুলো কখনো কখনো নিজের জন্য আবশ্যক হয়ে যায়। সভ্যতার মেরুকরণে নগরায়নের সে অসম কাঠামো হয়ত তেমন কোন ফলাফল চাপিয়ে দিচ্ছে জনে জনে।
দুই-একজন প্রকৃতি প্রেমির সুষ্ঠু সমাধানে-
সমতা বাধা দিলেও, সমাজ গঠিত উল্টা-পাল্টা প্রবিধানমালা সেগুলোকে সফল করেই ছাড়ছে।
মাঝে শয়তান জিতে; জিতে যায় উল্টা-পাল্টা শৃঙ্খল। আমার আমি সেই মিশ্রণে স্বপ্ন দেখি; লাড্ডু খাই।
শেষে হয় বাঁচি; নয়ত নিজস্ব ফাঁদে বেঁধে যাই; মরে যাই।


ছবি: উবাইদুল্লাহ আল-মামুন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২২

রাজীব নুর বলেছেন: মানুষকে ভালো ভাবতে হবে নিজের ভালোর জন্যই । নিজের ভেতরের শ্রেষ্ঠ বৃত্তিগুলিকে সক্রিয় রাখবার এই একমাত্র উপায় । ভয় ও সন্দেহ জীবনের পক্ষে মারাত্মক, বিশ্বাস না থাকলে জীবন অসুন্দর হয়ে পড়ে । খোশমেজাজ ও বহাল তবিয়ত নষ্ট হয় । আর তা নষ্ট হলে মানুষের ভালো কাজেরও মূল্য দেওয়া যায় না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.