নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যের পথে, সংস্কৃতির রথে

কবি আব্দুল্লাহ আল মাহমুদ

কবিতা এবং সাহিত্যের ছাত্র

কবি আব্দুল্লাহ আল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

রূপার কৌটায় তুমি-আমি

১৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২২

রূপার কৌটায় জমা রাখা হাজার বছরের অভিমান,
জমা থাকুক; যতদিন ব্যথার সুখে হৃদয় স্পন্দিত হবে।
কবিতা ভেঙ্গে গেলে,
যৌবনের রং ধূসর হলে,
অবিকল এসো গদ্যের নির্ঝরে; বকবক করবে; শুনব।

জনমের অধিকার ততদিন রেখো যতদিন বোধ আছে।
বোধহীন শর্ত দিয়ে কাজ নেই।
হারিয়ে গেলে,
মৃত্যু হলে,
তুমিও অন্য কোথাও সুখ খুজে নিও।
মৃতের শোক মৃত পর্যন্ত পৌছায় না;
তুমি বরং জীবনেই জীবন খুজো।

দুর্বল হাত বহন করো না।
সমাজের বিচিত্র ধারায়,
পাষাণের সংসারে পাষাণ থেকো !
কোমল স্পর্শের চেয়ে তুমি বরং নিঠুর হয়ো;
নিঠুর সোহাগে, কোনো ক্ষতি হয় না।

শত্রুরা তোমাকে খুঁজেছে বহুকাল,
আমার অন্তরের অন্ধকারে, যেখানে আমি থাকি না।
মিটিমিটি তোমার আয়োজনে তারা অস্পষ্ট হলেও
দুর্বলতার সন্ধানে,
বিদ্রোহীর বিদ্রোহ ভাঙতে,
তারা তোমাকে ভেঙ্গে ফেল্লেও, তুমি ভেঙ্গো না।
সত্য ভেঙ্গে গেলেও সে সত্য;
স্রষ্টার উপর ভরসা রেখে মৃত্যুর মতো অনঢ় থেকো!

মৃত্যু সমান তুমি,
কারও জন্য জন্মিবে না জানি।
অথচ তারা কলঙ্ক চায়;
সমাজের জন্য একটা গল্প তাদের লাগবে।
তুমি তো গল্প নও, তুমি রটনাও নও;
তুমি সমগ্র পৃথিবীর আড়ালে, আমার বহিঃপ্রকাশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.