নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর

আমি সত্য জানতে চাই

কোবিদ

আমি লেখালেখি করি

কোবিদ › বিস্তারিত পোস্টঃ

বাংলা গদ্য সাহিত্যের বিশিষ্ট লেখক মীর মশাররফ হোসেনের জন্মদিন আজঃ বহুমুখী প্রতিভার এই মনীষীর জন্মদিনে শুভেচ্ছা

১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:১২



মুসলিম রচিত আধুনিক বাংলা সাহিত্যের সমন্বয়ধর্মী ধারার প্রবর্তক বাংলা গদ্য সাহিত্যের বিশিষ্ট লেখক মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামের সম্ভান্ত ও ধনাঢ্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মীর মোয়াজ্জম হোনেন।মীর মোয়াজ্জম হোনেন ছিলেন বিপুল ভূ-সম্পত্তির অধীকারী। মীর মশাররফ হোসেনের শিক্ষা জীবন শুরু হয় স্বগৃহে মুন্সির কাছে। মুন্সির কাছে তিনি আরবী-ফারসি এবং পাঠশালায় পণ্ডিতের কাছে বাংলা। তাঁর লেখাপড়ার জীবন কাটে প্রথমে কুষ্টিয়ায়, পরে ফরিদপুরের পদমদীতে ও শেষে কৃষ্ণনগরের বিভিন্ন বিদ্যালয়ে। কৃষ্ণনগরের কলেজিয়েট স্কুলে তিনি পঞ্চম শ্রেনী পর্যন্ত লেখা-পড়া করেন। এর পরে তিনি তাঁর পিতৃবন্ধু আলীপুর আদালতের আমীন নাদির হোসেনের আশ্রয়ে কলকাতায় কালীঘাট স্কুলে ভর্তি হন, কিন্তু লেখাপড়ায় বেশীদূর অগ্রসর হতে পারিননি। তিনি তাই লেখাপড়া ছেড়ে দিয়ে নাহিনীপাড়ায় এসে পিতৃসম্পত্তি দেখাশুনা করতে থাকেন।



মাত্র আঠার বছরে বয়সে (১৯ মে' ১৮৬৫) তাঁর পিতৃবন্ধু আলীপুর আদালতের আমিন নাদির হোসেনের সুন্দরী কন্যা লতিফুননেসার সাথে মীর মশারফ হোসেনের বিবাহ স্থির হয়। কিন্তু বিবাহ-অনুষ্ঠানে নাদির হোসেন প্রবঞ্চনাপূর্বক তার তার কুরূপা ও বুদ্ধিহীনা কন্যা আজিজুননেসাকে মীর মোশাররফ হোসেনের সাথে বিবাহ প্রদান করা হয়। এই বিবাহে মীর মোশাররফ হোসেন সুখী হতে পারেননি। তাই বিবি কুলসুম তার দ্বিতীয় স্ত্রী রূপে গ্রহণ করেন।



তাঁর জীবনের অধিকাংশ সময় ব্যয় হয় ফরিদপুরের নবাব এস্টেটে চাকরি করে। ১৮৮৫ সালে দেলদুয়ার এস্টেটের ম্যানেজার হয়ে তিনি টাঙ্গাইলে আসেন। কিন্তু জমিদার পরিবারের সাথে মনোমালিন্য এবং স্থানীয় লোক ও কর্মচারীদের সাথে বিবাদের কারণে টাঙ্গাইল ছেড়ে লাহিনীপাড়ায় প্রত্যাবর্তন করেন। এর পরে ভাগ্যান্বেষণে বগুড়া, কলকাতা এবং শেষে পদমীতে যাতায়াত করেন।



মীর মশাররফ হোসেন তাঁর বহুমুখী প্রতিভার মাধ্যমে উপন্যাস, নাটক, প্রহসন, কাব্য ও প্রবন্ধ রচনা করে আধুনিক যুগে মুসলিম রচিত বাংলা সাহিত্যে সমৃদ্ধ ধারার প্রবর্তন করেন। কাঙ্গাল হরিনাথ ছিলেন তাঁর সাহিত্য গুরু। সাহিত্যরস সমৃদ্ধ গ্রন্থ রচনায় তিনি বিশেষ কৃতিত্ব দেখান। কারবালার বিষাদময় ঘটনা নিয়ে লেখা উপন্যাস "বিষাদসিন্ধু" তাঁর শ্রেষ্ঠ রচনা। তাঁর সৃষ্টিকর্ম বাংলার মুসলমান সমাজে আধুনিক সাহিত্য ধারার সূচনা করে।



রত্নবতী, গোরাই-ব্রিজ অথবা গৌরী-সেতু ,বসন্তকুমারী নাটক, জমীদার দর্পণ নাটক,

এর উপায় কি? প্রহসন, বিষাদ সিন্ধু মহরম পর্ব উপন্যাস, বিষাদ সিন্ধু উদ্ধার পর্ব উপন্যাস,

বিষাদ সিন্ধু এজিদ-বধ পর্ব উপন্যাস, ঙ্গীত লহরী, ১ম খন্ড গান, গো-জীবন প্রবন্ধ,

বেহুলা গীতাভিনয় নাটক গদ্যে পদ্যে রচিত, উদাসীন পথিকের মনের কথা উপন্যাস,

তহমিনা উপন্যাস, টালা অভিনয় প্রহসন 'হাফেজ' পত্রিকার মার্চ-এপ্রিল সংখ্যায় প্রকাশিত হয়

নিয়তি কি অবনতি নাটক, গাজী মিয়াঁর বস্তানী নক্সা , ভাই ভাই এইত চাই প্রহসন, ফাস কাগজ প্রহসন ,এ কি? প্রহসন, পঞ্চনারী পদ্য কবিতা, প্রেম পারিজাত গদ্য রচনা,

রাজিয়া খাতুন গদ্য রচনা, বাঁধা খাতা প্রহসন, মৌলুদ শরীফ ধর্ম বিষয়ক গদ্যে-পদ্যে রচিত ধর্ম্মোপদেশ, মুসলমানের বাংলা শিক্ষা, ১ম ভাগ স্কুল পাঠ্য ,বিবি খোদেজার বিবাহ কাব্য,

হজরত ওমরের ধর্ম্মজীবন লাভ কাব্য, হজরত বেলালের বেলালের জীবনী কাব্য,

হজরত আমীর হামজার ধর্ম্মজীবন লাভ কাব্য, মদিনার গৌরব কাব্য, মোসলেম বীরত্ব কাব্য, এসলামের জয় গদ্য রচনা, সলমানের বাংলা শিক্ষা, ২য় ভাগ স্কুল পাঠ্য, বাজীমাৎ নক্সা কবিতায় রচিত নক্সা, আমার জীবনী, ১ম খন্ড আত্মজীবনী, হজরত ইউসোফ গল্প, আমার জীবনীর প্রথম খন্ডে যন্ত্রস্থ বলে বিজ্ঞাপিত হয়েছে। খোতবা গদ্য রচনা, কুলসুম-জীবনী, আত্মজীবনী ইত্যাদ্যি তাঁর বিস্ময়কর সৃষ্টি।



মহররমের বিষাদময় ঐতিহাসিক কাহিনী অবলম্বনে তাঁর রচিত মহাকাব্যধর্মী উপন্যাস "বিষাদ-সিন্ধু" বাংলা সাহিত্যের এক স্থায়ী ও অমূল্য সম্পদ। বাংলার মুসলমান সমাজের দীর্ঘৃ অর্ধ শতাব্দীর জড়তা দূর করে আধুনিক ধারায় ও রীতিতে সাহিত্য চর্চার সূত্রপাত ঘটে তাঁর শিল্পকমের মাধ্যমে।

বাংলা গদ্য সাহিত্যের এই কালজয়ী লেখক ও বিশিষ্ট মনীষী মীর মোশাররফ ১৯১২ সালের ১৯ ডিসেম্বর দেলদুয়ার এস্টেটে ম্যানেজার থাকাকাল পরলোকগমন করেন।



মুসলিম রচিত আধুনিক বাংলা সাহিত্যের সমন্বয়ধর্মী ধারার প্রবর্তক বাংলা গদ্য সাহিত্যের বিশিষ্ট লেখক মীর মশাররফ হোসেন এর জন্মদিনে আমাদের শুভেচ্ছা।



সূত্রঃ

১। বিশ্বতারিখ অভিধান, মাহবুবুল হক

২। চরিতাভিধান, বাংলাএকাডেমী

৩। ছবি নেটথেকে প্রাপ্ত

মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন কাব্য শৈলীতে বাংলা ভাষা ফুটায়ে
মহাকাব্য লিখল কবি
ঐতিহাসিক কবির জন্মদিন হোক
প্রতি ভোরের উজ্জ্বল রবি

১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩২

কোবিদ বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু
আপনার কাব্যিক মন্তব্য আমাকে
পুলকিত করেছে। ভালো থাকবেন

২| ১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৩৭

কাউসার রুশো বলেছেন: মহান এই সাহিত্যিকের প্রতি বিনম্র শ্রদ্ধা

১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩০

কোবিদ বলেছেন:
ধন্যবাদ রুশো ভাই
বহুমুখী প্রতিভার এই মনীষীর জন্মদিনে শুভেচ্ছা

৩| ১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৪৭

কাজী শািহন মাহমুদ বলেছেন: বহুমুখী প্রতিভার এই মনীষীর জন্মদিনে শুভেচ্ছা । যাদের প্রচেষ্টায় আজকে বাংলা গদ্য পেয়েছে পূর্ণতা তাদের কে বাদ দিয়ে আমরা মেতে আছি হুমায়ূন আহমেদ কে নিয়ে। বলা বাহুল্য আজকে হুমায়ূন আহমেদ এর ও জন্মদিন।পত্রিকা,টিভি,ব্লগ সবখানেই হুমায়ূন আহমেদ।

আমাদের দৃষ্টিভঙির সংকীর্নতা দুর হোক,আপনাকে শুভ কামনা।

১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৫৬

কোবিদ বলেছেন:

শত মানুষের জন্মদিনে রঙিন হোক পৃথিবী ক্ষতি নাই,
বাদ যেন না পড়ে খেটে খাওয়া অথবা রাস্তার ধারের দিগম্বর
ছেলের জন্মদিনের আনন্দ। তাই বলে মহতী মহাজন ও মনীষীদের
জন্মদিন অন্য কারো জন্মদিনের রঙিন বাতির ঝলকানিতে আধারে
না ঢাকে সেদিকে দৃষ্টি দেওয়া আবশ্যক।
কাউকে অসম্মান করা নয় বরং সকলকে শ্রদ্ধায় স্মরণ হোক আমাদের
সকলের অহংকার সেই প্রত্যাশায়। ধন্যবাদ মাহমুদ আপনাকে

৪| ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: শুভ জন্মদিন এই মহান লেখককে :)

১৪ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:৪৯

কোবিদ বলেছেন:
আপনাকেও শুভেচ্ছা,
আপনার জন্মদিনও হয়ে উঠুক
আনন্দ ঝলমলে

৫| ১৩ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩৭

আমি বাঁধনহারা বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

ভালো লাগল++++

১৪ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:৫০

কোবিদ বলেছেন:
বাঁধনহারা ভাই আপনাকে
অনেক অনেক ধন্যবাদ।
ভালো লেগেছে যেনে খুশি হয়েছি

৬| ১৪ ই নভেম্বর, ২০১২ রাত ২:১২

নুর ফ্য়জুর রেজা বলেছেন: বাংলা সাহিত্যের এমন একজন কিংবদন্তী সম্পর্কে জেনে ভালো লাগল। প্লাস এবং প্রিয়তে।

১৪ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:৫১

কোবিদ বলেছেন:
রেজা ভাই
বহুমুখী প্রতিভার এই মনীষীর জন্মদিনে
আপনাকেও শুভেচ্ছা, প্রিয়তে নেবার জন্য
আনন্দিত হয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.