নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিগত ৮ মাস ২ সপ্তাহ যাবৎ সামু ব্লগে আছি আর পোস্ট করেছেন: ১৩৫টি, মন্তব্য করেছি ৩১৮টি আর মন্তব্য পেয়েছি: ৯৩১টি ব্লগটি মোট ১৬৬০৯ বার দেখা হয়েছে। কিন্তু বড়ই পরিতাপের বিষয় সামুর ব্লগাররা গঠনমূলক, সমাজ সচেতনামূলক লেখা থেকে পাঠকরা হাল্কা চটুল পোষ্ট বেশী পছন্দ করে। একজন লেখক অনেক যত্ম করে তার লেখাগুলো তৈরী করে, উদ্দেশ্য থাকে সমাজকে সচেতন করা, কোন অন্যায় ও অনিয়মকে গোচরীভূত করে তার থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করা।বিশেষ বিশেষ দিনে গুণীজনদের জন্ম-মৃত্যুদিনে মনিষীদের সম্পর্কে অজানা তথ্য উপাস্থাপন ও বিশ্বেব চিত্র বিচিত্র অনেক ঘটনা পাঠকদের সাথে তুলে ধরা। অনেক সময় স্বাস্থ্য বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে পাঠকদের সচেতন করে তোলা। এটা সামাজিক দ্বায়বদ্ধতার পাশা পাশি বিনোদন ও বটে। তবে বিনোদনের প্রকৃতি ব্যক্তি-মানুষের নিজস্ব রুচি নির্ভর। এই রুচি যেমন শিক্ষা, কর্ম, পেশা, বয়স, অভিজ্ঞতা এসবকিছু দ্বারা প্রভাবিত হয়, তেমনি সময়, যুগ বা কালও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এছাড়া আরো অনেক অনেক অনুঘটকও এতে বিদ্যমান থাকতে পারে। এরকম অনেককিছুর বিন্যাস ও সমাবেশের মাধ্যমেই একেকজন ব্যক্তিমানুষের রুচিবোধ গড়ে ওঠে। তাই বিনোদন চাওয়া আর পাওয়ার প্রকৃতি যে প্রতিটা ব্যক্তিমানুষের জন্য ভিন্ন ভিন্ন হবে তা বলার অপেক্ষা রাখে না।
আমি দীর্ঘদিন যাবত লক্ষ্য করছি বিজ্ঞ পাঠকরা তথ্যনির্ভর গঠনমূলক, সচেতনামূলক লেখা থেকে হাল্কা চটুল ও বিতর্কিত লেথা বেশী পছন্দ করে। তা ছাড়া কিছু কিছু পাঠক ও ব্লগার একটা সিণ্ডিকেটের আওতায় বহু ভাগে বিভক্ত হয়ে দলীয় লেখকের পোস্টে মন্তব্য করে থাকে। তবে সেই মন্তব্যের ব্যাপারেও আমি হতাশ। অনেক মন্তব্যকারীই ২/১টি ফুল পাতা কিংবা ইমোকটিন ব্যবহার করে তার হাজিরা নিশ্চিত করে। তবে সবচেয়ে গভীর বেদনা দুঃখের পর্যবেক্ষন এই যে, অনেক ব্লগাররাই নিজেদের সবজান্তা শমসের মনে করে, কিছু বুঝুক বা না বুঝুক একটা মন্তব্য করতে হবে বলেই মন্তব্য করে নিজের বিদ্যার জাহির করে। অনেক সময় তা কোন গঠন মূলক কাজেতো আসেই না বরঞ্চ তা অন্যের অপছন্দের কারণ হয়। তোয়াজের অতি কথনে জড়িয়ে পড়ে ব্যাক্তিগত আক্রোশে। কো্ন কোন সময় অশ্লীল কথাবার্তাও চলতে থাকে যা অনেককেই বিব্রত করে।
এখানে কেউ কেউ ভাঁড়ামো করেও ব্যাপক আনন্দ পান। এই ভাঁড়ামো দেখে আবার অন্য অনেকে তা থেকে প্রচুর বিনোদন সংগ্রহ করেন। আবার এই ভাঁড়ামো থেকে অন্যদের আনন্দ কুড়ানোর উপায় বা প্রক্রিয়া পর্যবেক্ষণ করেও কেউ কেউ বিনোদন পান বৈ কি। আসলে চারদিকে আমাদের কথায়-কাজে-আচারে-বিচারে এতো বেশি অসংগতি ও বৈকল্য ছড়িয়ে ছিটিয়ে থাকে যে, একটু গভীরভাবে দেখলে এগুলোর মধ্যে প্রচুর ভাঁড়ামোর উপাদান যেমন চোখে পড়বে, বিনোদন হিসেবেও তা কিন্তু ফেলনা নয়। আর চাইলে জীবনের নশ্বরতাটুকুও হয়তো তা থেকে খুঁজে পেতে পারেন। তবে বহতা নদীর মতো অবিরল ঘটে যাওয়া এই ঘটনাগুলো চলমান, অস্থির। এখন যা আছে, একটু পর সেটা আর থাকছে না। নতুন ঘটনা ঘটছে। নতুন কিছু হয়ে যাচ্ছে। নতুন আরেক বিনোদন বা এর উৎস সৃষ্টি হয়ে যাচ্ছে। লেখালেখির জগতেও এসব উপাদানের কমতি নেই। এক্ষেত্রে বড় সুবিধাটা হলো, এগুলো লিখিত থাকে বলে অক্ষরগুলো সহজে ধুয়ে মুছে হারিয়ে যায় না। নমুনাগুলো দীর্ঘকাল থেকে যায়। তবে বহমান ঘটনা বা পলে পলে পাল্টে যাওয়া প্রেক্ষিতগুলোর বৈচিত্র্য বলি আর মোহই বলি, এর মাজেজাই আলাদা। নতুন বছরের প্রথম দিন থেকে অদ্যাবধি বিজ্ঞ ব্লগারদের অসংখ্য লেখা প্রকাশিত হয়েছে তার মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ লেখা স্থান পেয়েছে। যা সমাজের নানা অসংগতি ও রাজনৈতিক, অর্থনৈতিক ও স্বাস্থ্য বিষয়ক পোস্ট। তবে উক্ত পোস্টে পাঠক ও ব্লগারদের মন্তব্যের সংখ্যা দেখে হতাশ হয়েছি। এর সাথে বেশ কিছু অনাবশ্যক ও কম গুরুত্বপূর্ণ পোস্টও প্রকাশিত হয়ছে যথারীতি। আমার বিশ্বাস এখানে যারা লেখালেখি করেন বা পাঠক হিসেবে লেখাগুলো পাঠ করেন তারা সকলেই সুশিক্ষিত ও সমাজ সচেতন। তারা গত ১৫দিনে প্রথম আলো ব্লগের সংশ্লিষ্ট পোস্টগুলি পর্যবেক্ষণ করলে বুঝতে সক্ষম হবেন যে কোন পোস্টটি কতটুকু গুরুত্ব রাখে এখানে প্রকাশের জন্য। কষ্টকরে গত ১৫ দিনের পোষ্টগুলো ভিজিট করলে আপনিও আমার কথার যথার্থতা বুঝতে সক্ষম হবেন বলে আমার বিশ্বাস। আমি কাউকে হেয় করার জন্য নয় বরং শুধুমাত্র সচেতন ও আত্মসমালোচনার জন্য বিনীত ভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
আমার আজকের "সামু ব্লগে পাঠক ও মন্তব্যবারীদের সম্পর্কে আমার পর্যবেক্ষণঃ" পোস্টের যুক্তির পক্ষে প্রমাণ দাড় করাতে এই হালকা, চটুল বলতে পারেন ফালতু পোষ্টটি দিলাম। আমার বিশ্বাস আমার এই পোস্ট প্রমাণ করবে, " ব্লগাররা গঠনমূলক, সমাজ সচেতনামূলক বা গুরুত্বপূর্ণ লেখা থেকে হাল্কা চটুল পোষ্ট বেশী পছন্দ করে"।
বিঃদ্রঃ ব্লগ সকল ব্লগারের স্বাধীন মতামত প্রকাশের উন্মুক্ত প্লাটফর্ম। তাই আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝছে ততটুকু প্রকাশ করলাম। আমার এই পোস্ট কাউকে হেয় প্রতিপন্ন কিংবা উদ্দেশ্যমূলকভাবে কারো অনুভূতিতে আঘাতের জন্য নয়। আমার অনুরোধ থাকবে ব্লগারের কোন পোস্ট গোচরে আসলে অথবা পাঠ করলে তাতে আপনার স্বাধীন মত প্রকাশ করুন। আপনাদের গঠনমূলক মন্তব্য সমালোচনা লেখকে পরিশুদ্ধ করবে। তার ভুলত্রুটি বুঝতে পারবে। কাউকে খুশি করা কিংবা তোয়াজ করতে যেয়ে এমন মন্তব্য করবেন না যাতে লেখকের অহমিকা বেড়ে গিয়ে তার লেখার মান খারাপ হয়ে যায়। উপদেশের বাড়াবাড়ি হলে নিজ গুণে ক্ষমা করে দিবেন কারণ ক্ষমা মহৎজনেরাই করে আমার মতো নাদানরা না।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫
শের শায়রী বলেছেন: সহমত। তবে আপনি আপনার লেখা চালিয়ে যান। লেখায় যদি শক্তি থাকে, আন্তরিকতা থাকে, আপনি যে উদ্দেশ্যে লিখছেন তা সফল হবেই, এটা আমার ব্যক্তিগত পর্যাবেক্ষন। আপনি বেশ ভাল লেখেন।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫
তামিম ইবনে আমান বলেছেন: নাহ! আপনার পোস্ট টা বেশ ভারীই হয়েছে দেখা যাচ্ছে।
যাই হোক, ব্লগারদের সাথে ইন্টারেকশন ( কমেন্ট করবেন বেশি করে) না বাড়ালে সামুতে বেইল পাবেন না
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
দূরে থাকা মেঘ বলেছেন: এখানে হয়তো সবকিছু আপাতত হালকা করে নেওয়াটাই চলে,তবে সেটা তো ঠিক যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে ঐ চটুল ব্যপারটি চলে যাবে,আর ধীরে ধীরে একটু গঠনমূলক ব্যাখ্যার দিকেও যাওয়া হবে।
কারণ আমি এই প্রথম ব্লগ লিখছি,আর আপাতত হালকা ধরণের কথাই লিখবো,পরে আমার আপাত চিন্তাই লিখবো।
এখানে আমার অনেক জানা হবে,না,ভাড়ামো থেকে না,এই আপনার লেখার মতো আরো অনেক লেখা থেকে।
আশির্বাদ করবেন।
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০
আসাদুজ্জামান আসাদ বলেছেন: ভাল লিখেছেন। আশা করি একদিন ব্লগে ব্লগীয় পরিবেশ ফিরে আসবে।
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
এসএমফারুক৮৮ বলেছেন: একদিন না একদিন ভাল লেখার মূল্যায়ন হবে।
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮
জুলকারনাইনসাবাহ বলেছেন: ভাল পোস্ট--আমাদের সবারই মন্তব্যের ক্ষেত্রে সচেতন হতে হবে যে, লেখা আমার পছন্দ না হলেও যুক্তি দিয়েই তা খণ্ডাতে হবে কিন্তু গালাগাল তবু নয়।
অনেকেই দেখি--অপ্রাসঙ্গিক মন্তব্যের বন্যা বইয়ে দিয়ে লেখকের প্রতি অবিচার করেন।
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০
রাইসুল নয়ন বলেছেন: আপনার ব্লগে আজই আমি প্রথম, আপনার পোস্ট ভালো লাগলো তবে কি আমরা আসলে যারা ব্লগিং করি তাদের বয়সের পার্থক্যের কারণে লেখায় এবং পোস্ট মূল্যায়নে ভিন্নতা থাকে ।
এখানে আমরা এক এক জন একেক বিষয়ে লিখি ,
কেউকেই ছোটো করে দেখা ঠিক না আমার মনে হয় , এভাবে বলার জন্য দুঃখিত ।।
কিন্তু বড়ই পরিতাপের বিষয় সামুর ব্লগাররা গঠনমূলক, সমাজ সচেতনামূলক লেখা থেকে পাঠকরা হাল্কা চটুল পোষ্ট বেশী পছন্দ করে
আপনার এই কথাটা আমাকে নাড়া দিলো!!
পাঠক কি পড়বে না পড়বে তা তো পাঠকের রুচি।।
তাই নয় কি?
ভালো লেখার অবশ্যই মূল্যায়ন হয় ।।
আমি যদি ভুল বলে থাকি তার জন্য ক্ষমা চাচ্ছি ।।
ভালো থাকুন ।।
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
আরজু পনি বলেছেন:
যারা ভালো লেখেন তারা যদি মনে করেন যে, তাদের পোস্ট সবাই পড়বে আর তাদের অন্যের পোস্টে মন্তব্য দ্ওেয়ার দরকার নেই, তেমনটি কিন্তু ঠিক নয়। বেশ ভালো লিখেন এমন কাউকে কাউকে কিন্তু মন্তব্য খুবই কম করতে দেখা যায়। এতেও কিন্তু তার পোস্টে মন্তব্য কম হ্ওয়ার একটা কারণ হতে পারে।
প্রিন্টেড বই বা এধরনের কিছুর সাথে কমিউনিটি ব্লগের এখানেই পার্থক্য।
তবে আপনার পোস্টের কথার সাথে সহমতই জানাচ্ছি।
সচেতনতা কাম্য।
১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
নেক্সাস বলেছেন: আপনার লিখা অনেক ভালো।
তবে আমি তামিম সাথে একমত যে আপনাকে ইন্টারেকশান বাড়াতে হবে।
এখানে অনেক ব্লগার আছে যারা শুধু কমেন্ট আশা করে কিন্তু নিজে অন্যের ব্লগে যায়না।
এদের কেউ কেউ হুদাই ইগো তে ভূগে আবার কেউ কেউ সেলিব্রেটি হয়ে যায় বলে ইগোতে ভুগে
১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
শেরজা তপন বলেছেন: ব্লগার দুরে থাকা মেঘ ও রাইসুল নয়ন বেশ ভাল বলেছোন ওদের যুক্তিও গ্রহনযোগ্য। ব্লগ সন্মন্ধে আপনার আটমাসের পর্যালোচনা বেশ যুক্তিযুক্ত!
আমার মনে হয়; সবকিছুর-ই প্রয়োজন আছে।
১২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর মানান সই মতামত
পাঠক যদি একটু বুঝে
কিছু ভাল লেখা তৈরি করি
ভাল তথ্য উপাথ্য খুজে ।
ভবিষ্যৎ প্রজন্ম যেন
আমাদের রেখে যাওয়া কথন দেখে
অনেক কিছু অজানা শেখে
শুভকামনা
১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০
নেক্সাস বলেছেন: আবার আরেকটা বিষয় আপনার মধ্যে আছে যেটা হল আপনি আপনার ব্লগে কমেন্টের আলোচনায় না গিয়ে ( উত্তর দেওয়া) নতুন করে আরেকটি পোষ্ট দিয়ে ফেলেন। এটা পাঠক কে নিরুৎসাহীত করে।
১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
দেবদাস. বলেছেন: খুব ভাল লিখেছেন ।
আপনার পোস্টের কথার প্রতিটি শব্দের সাথেই সহমত জানাচ্ছি।
সচেতনতা কাম্য । আসলেই ।
১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
সিডির দোকান বলেছেন: পোস্টের টপিক
ভালা অইছে রে...
১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
কোবিদ বলেছেন: আমার অদ্যকার এই পোস্টে শেষ দিকের প্যারাতে লিখেছিলাম
"আমার আজকের "সামু ব্লগে পাঠক ও মন্তব্যবারীদের সম্পর্কে আমার পর্যবেক্ষণঃ" পোস্টের যুক্তির পক্ষে প্রমাণ দাড় করাতে এই হালকা, চটুল বলতে পারেন ফালতু পোষ্টটি দিলাম। আমার বিশ্বাস আমার এই পোস্ট প্রমাণ করবে, " ব্লগাররা গঠনমূলক, সমাজ সচেতনামূলক বা গুরুত্বপূর্ণ লেখা থেকে হাল্কা চটুল পোষ্ট বেশী পছন্দ করে"।
আমার ধারণা আমার সেই কথার যথেষ্ট প্রমান আজকের পাঠকদের এই সতস্ফূত অসংখ্য মন্তব্য।
১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭
রাইসুল নয়ন বলেছেন: " ব্লগাররা গঠনমূলক, সমাজ সচেতনামূলক বা গুরুত্বপূর্ণ লেখা থেকে হাল্কা চটুল পোষ্ট বেশী পছন্দ করে"।
আমার ধারণা আমার সেই কথার যথেষ্ট প্রমান আজকের পাঠকদের এই সতস্ফূত অসংখ্য মন্তব্য।
আপনার ব্লগে আমার অপমানিত হবার জন্য যথেষ্ট ।।
যথা বিহিত সম্মান পূর্বক-
এই জন্যেই হেভিওয়েট ব্লগারদের ব্লগে জাইনা !!
আপনি কি পাঠক পর্যবেক্ষণ এর জন্য সামুতে আসছেন ?
আপনার মন্তব্য থেকে বোঝা যায় আপনি বিশাল জানেওয়ালা আর আমরা সবাই হাদারাম, এই ধরণের মন্তব্য করে আপনি ব্লগারদের রুচি নিয়ে কথা বলছেন যার কোনও অধিকার আপনাকে দেয়া হয়নি,!
কার কি ভালো লাগে না লাগে তা তার ব্যাপার,
আমাদের রুচি বোধ নিয়ে আপনি মন্তব্য করছেন কেনও?
১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
কোবিদ বলেছেন: আমার প্রদত্ত আলোচিত ফালতু পোস্টে অসংখ্য মন্তব্য পেয়ে আমি কৃতজ্ঞ
১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
সিদ্ধার্থ. বলেছেন: আপনার সাথে সহমত ।
তবে কমেন্ট এর উত্তর না পাওয়াটাও একজন কমেন্টকারীর কাছে হতাশা জনক বিষয় ।
সামাজিক বা ভার্চুয়াল লাইফ ইন্টারঅ্যাকশন না রাখলে কল্কে পাওয়া যায় না ।
২০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
নিয়েল ( হিমু ) বলেছেন: হুমম
ভারামোর ব্যাপারটা সর্বপরি পুরা পোষ্টের সাথেই সহমত ।
২১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
কোবিদ বলেছেন: আমি আমার আজকের পোস্টে মন্তব্যকারীদের কাছে কৃতজ্ঞ। তবে এই পোস্টে আমি আলাদা করে কোন উত্তর দিতে শংকিত আবারনা বিতর্কে জড়িয়ে পড়ি।
২২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ৎ
+++++++++++++++++++++++++
২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
কোবিদ ভাই, প্রথমেই বলি,
"আমার বিশ্বাস আমার এই পোস্ট প্রমাণ করবে, " ব্লগাররা গঠনমূলক, সমাজ সচেতনামূলক বা গুরুত্বপূর্ণ লেখা থেকে হাল্কা চটুল পোষ্ট বেশী পছন্দ করে"।
আমার ধারণা আমার সেই কথার যথেষ্ট প্রমান আজকের পাঠকদের এই সতস্ফূত অসংখ্য মন্তব্য। " -এই কথাটার মাধ্যমে আপনি অনাকাঙ্খিত ভাবে হলেও আপনার ব্লগে আসা ব্লগারদের অপমান করলেন। হয়তোবা আপনার ইনটেনশন এরকম কিছু ছিলনা, তবুও হয়ে গেল!! যাইহোক, আশা করছি ব্যাপারটা নিয়ে ভেবে দেখবেন।
এই পোষ্টে অনেক সিনিয়র ও বিজ্ঞ ব্লগার তাদের মতামত ব্যক্ত করেছেন। যেগুলোর বেশীর ভাগের সাথেই আমি একমত। তবে একটা ব্যাপারে বিনীত ভাবে দ্বিমত পোষন করতে চাই। এখানে অনেকেই ব্লগারদের সাথেই ইন্টারাকশনের ব্যাপারটাকে জোর দিয়েছেন। ব্যাপারটা আমি নিঃসন্দেহে গুরত্বপূর্ন একটা ফ্যাক্ট বলেই মনে করি। এটার দরকার আছে!!! কিন্তু সামুতে আমি যতটুকু দেখেছি তাতে মনে হয়েছে এখানে বাস্তবতা কিছুটা ভিন্ন। এখানে বেশীরভাগ সমমনা ব্লগারদের মাঝে ইন্টারাকশনের ফলে তাদের পোষ্টে গঠনমূলক আলোচনা-সমালোচনার পরিবর্তে পিঠ চুলকাচুলকির আধিক্য বেশী দেখেছি। ফলাফল সেসব ব্লগারদের একেকটা পোষ্ট একেকটা চ্যাটরুমে রূপান্তরিত হয়ে গেছে!!! এই পরিস্থিতির পুরোপুরি অবসান হয়তোবা হবেনা, তবে ব্লগারদের সচেতনতা এটাকে অনেকাংশে কাটিয়ে দিতে পারে!! আমি ব্যক্তিগত ভাবে আশা করি, ব্লগাররা পোষ্ট পড়বে তাদের রূচির উপর নির্ভর করে, পোষ্টের কন্টেন্টের উপর নির্ভর করে!! ব্লগারদের নিক দেখে বা তাদের সাথে ইন্টারাকশনের উপর ভিত্তি করে নয়!!
যাইহোক, পোষ্টের জন্য ধন্যবাদ। আর আপনি এই পোষ্টকে "হাল্কা চটুল পোষ্ট" হিসেবে আখ্যায়িত করে নিজের প্রতি নিজেই অবিচার করলেন বলে মনে হল!!! ভালো থাকবেন আশা করছি!!!
২৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
কোবিদ বলেছেন: আমি আমার এই পোস্ট স্বর্নিবন্ধ অনুরোধ জানিয়ে বলেছিলাম যে আমার এই পোস্ট কাউকে হেয় প্রতিপন্ন কিংবা উদ্দেশ্যমূলকভাবে কারো অনুভূতিতে আঘাতের জন্য নয়। শুধুমাত্র বাস্তবতা তুলে ধরাই আমার উদ্দেশ্য ছিলো। পোস্টের বিষয়বস্তু বাস্তবতার সাথে মিলে যাওয়াতে যদি কোন ত্রুটি হয়ে যায় তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। আশা করি ভুল বুঝবেন না। আমি সকল সিনিয়র ও জুনিয়র ব্লগারদের প্রতি কৃতজ্ঞ যারা তাদের স্বাধীন মত প্রকাশ করেছেন। ।ভালো থাকবেন সবাই
২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬
অরণ্যের রোদন বলেছেন: আপনি তো দেখি বরই চমৎকার মানুষ ভাল লেখেন ভাল লাগলো আপনার লেখা।
২৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আরজুপনি বলেছেন:
যারা ভালো লেখেন তারা যদি মনে করেন যে, তাদের পোস্ট সবাই পড়বে আর তাদের অন্যের পোস্টে মন্তব্য দ্ওেয়ার দরকার নেই, তেমনটি কিন্তু ঠিক নয়। বেশ ভালো লিখেন এমন কাউকে কাউকে কিন্তু মন্তব্য খুবই কম করতে দেখা যায়। এতেও কিন্তু তার পোস্টে মন্তব্য কম হ্ওয়ার একটা কারণ হতে পারে।
প্রিন্টেড বই বা এধরনের কিছুর সাথে কমিউনিটি ব্লগের এখানেই পার্থক্য।
তবে আপনার পোস্টের কথার সাথে সহমতই জানাচ্ছি।
সচেতনতা কাম্য।
সহমত
২৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: নিঃ সন্দেহে মন্তব্য লেখককে উদ্বুদ্ধ করে। মন্তব্য করার জন্য পাঠক দায়বদ্ধ নয়। কোন একটা লেখায় যেমন মন্তব্য সংখ্যা আসে তেমনি পাঠক সংখ্যাও আসে। লেখাটি কতজন পাঠ করছে এটাও লেখকের জন্য অত্যান্ত মূল্যবান অনুপ্রেরণা। এমন অনেক লেখা আছে যেখানে “একমত/সহমত” ”ধন্যবাদ” অথবা আপনার মতে “২/১টি ফুল পাতা কিংবা ইমোকটিন ব্যবহার করে তার হাজিরা নিশ্চিত করে” ইত্যাতি মন্তব্য দেয়া হয়। এধরনের মন্তব্য লেখার বিষয় বিষ্লেষনে কোন ভুমিকা রাখে বলে মনে করি না। অনেক পাঠক আছেন যারা লেখার পক্ষে বা বিপক্ষে ভিন্ন কোন মত থাকলে তা মন্তব্য হিসাবে লিখেন অন্যথায় মন্তব্য করেন না। যেমন - আজ কোন একজন মনিষীর জন্ম দিন..... এই পেষ্টে কোন একজন মনিষীর কৃতকর্মের বর্ণনা থাকবে, এখানে পাঠকের কি’ই বা বলার আছে। কাজেই মন্তব্য না গুনে পাঠক সংখ্যা গুনলে ভালো করবেন।
লেখক হিসাবে পাঠক বা অন্য কোন লেখক সম্পর্কে “অনেক ব্লগাররাই নিজেদের সবজান্তা শমসের মনে করে, কিছু বুঝুক বা না বুঝুক একটা মন্তব্য করতে হবে বলেই মন্তব্য করে নিজের বিদ্যার জাহির করে” ধরনের মন্তব্য আপনার ক্ষোভেরই বহি:প্রকাশ এটা শালীনতার মধ্যে পড়ে বলে মনে করি না।
আপনি আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে তথ্য দিয়ে সামু’কে ইন্টারনেটকে সমৃদ্ধ করতে থাকুন, যারা উপকৃত হবে তারা ধন্যবাদ দিয়ে অথবা মন্তব্য দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করবে। আর যদি কোন মন্তব্য না পেয়ে থাকেন তাহলে ধরে নেবেন আপনার লেখা পাঠককে নাড়া দেয়নি।
ধন্যবাদ, লিখতে থাকুন।
২৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
কোবিদ বলেছেন: আমি বিনীত ভাবে আমার নিম্নের লিংক গুলো দেখতে অনুরোধ জানাচ্ছি যাতে করে আপনাদের সকল বিভ্রান্তির অবসান হবে আর আমার কথার যথার্থতা খুঁজে পাবেন।
১। ২০২০ সালের মধ্যে মৃত্যু এবং শারীরিক প্রতিবন্ধকতার প্রধান কারণ হবে ধুমপানঃ ২ টি মন্তব্য
২। খ্যাতনামা পল্লীগীতি শিল্পী ও সুরকার আব্বাসউদ্দিন আহমদের মৃত্যুবার্ষিকী ১টি মন্তব্য
৩। চটকদার বিজ্ঞাপনে উচ্চ শিক্ষার নামে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রতারণাঃ ১টি মন্তব্য
৪। ধর্ষণকারীদের অভায়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশঃ ২টি মন্তব্য
৫। উপেক্ষিত মানবাধিকার, নিরাপত্তাহীনতায় মানুষঃ ৫টি মন্তব
২৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা আপনার জন্য~
ভালো থাকবেন।
৩০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮
ৎঁৎঁৎঁ বলেছেন: সামুর একটা সৌন্দর্য কিন্তু এটা যে এটা একদম গনমানুষের প্ল্যাটফর্ম, শুধু সিরিয়াস, ভাবুক, বা সাহিত্য- জ্ঞান প্রেমীরা এখানে আসেনা, সব ধরনের মানুষ আসে। আমার ব্লগিং এর বয়স অনেক কম, পড়ি আরও কিছুদিন আগে থেকে- আমার তো তাই মনে হল। তো চটুল বিষয়ে জনপ্রিয়তার পাল্লা বরাবরই একটু বেশী থাকে।
পোস্টে সবার মন্তব্য মিলিয়ে আলোচনাটা ভালো হইসে। আমিও মন্তব্য করে আপনার পর্যবেক্ষনকে সঠিক প্রমান করলাম।
যার যেটা ভালো লাগে সে সেখানে যাবে, পড়বে, মন্তব্য করবে। এইখানে রুচির বিচার করতে বসা মূর্খামী।
ভালো থাকবেন।
৩১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
ইনকগনিটো বলেছেন: প্রতিটা লেখক তার মুল্য চায়। সে চায়, তার লেখা সবাই অন্তত একবার পড়ুক। কেউ খুব ভালো পোস্ট লিখলে এবং খুব কম মানুষ সেটা পড়লে হতাশা আসবে এটাই স্বাভাবিক। তবে আপনি যদি সত্যি সত্যিই লেখার জন্য লিখেন, তাহলে কে পড়লো , কিংবা কে পড়লো না সেটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনার কাজ আপনি করে যান।
আর যদি আপনি মন্তব্য পাওয়ার জন্য লিখেন তাহলে অবশ্য আলাদা কথা।
আরজুপনি বলেছেন:
"যারা ভালো লেখেন তারা যদি মনে করেন যে, তাদের পোস্ট সবাই পড়বে আর তাদের অন্যের পোস্টে মন্তব্য দ্ওেয়ার দরকার নেই, তেমনটি কিন্তু ঠিক নয়। বেশ ভালো লিখেন এমন কাউকে কাউকে কিন্তু মন্তব্য খুবই কম করতে দেখা যায়। এতেও কিন্তু তার পোস্টে মন্তব্য কম হ্ওয়ার একটা কারণ হতে পারে।"
ঠিক তাই। যদি পাঠক সংখ্যা বাড়াতে চান, তাহলে এরকম খুঁটিনাটি আরও অনেক কিছুই লক্ষ্য করে ব্লগিং করতে হয়।
হ্যাপি ব্লগিং। হতাশ হলেন, তো হেরে গেলেন।
৩২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩
জাহিদ হাসান বলেছেন: কিন্তু বড়ই পরিতাপের বিষয় সামুর ব্লগাররা গঠনমূলক, সমাজ সচেতনামূলক লেখা থেকে পাঠকরা হাল্কা চটুল পোষ্ট বেশী পছন্দ করে।
একেবারে সঠিক পর্যবেক্ষন । আমিও তাই মনে করি । ব্লগারদের এরকম মনমানুসিকতা থেকে বেরিয়ে আসা দরকার ।
৩৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬
মোঃ জয়নাল আবেদীন বলেছেন: সম্মানিত ব্লগার ভাই বোনদের কাছ থেকে আরো বেশি গঠনমূলক লেখা প্রত্যাশা করি । সকলের সুস্বাস্থ্য কামনা করি ।
৩৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮
সজিব তৌহিদ বলেছেন: আমার এক বড় ভাই ব্লগার আছে তিনি লেখা না পড়েই দেধারেছে কমেন্ট করতে পটু। এবং সেটি করেন অত্যন্ত দক্ষতার সাথে। সে কমেন্টকারী সামুতে দিনে বাড়ছে। আপনার কথা সত্য ভা্ই। আমিও মাঝে মোঝে ভালো লেখা পোস্ট করে সারা না পেয়ে হালকা চটুল লেখা দিয়ে মজা দেখি....। খুব ভালো লাগে তখন।
৩৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
আবু মান্নাফ খান বলেছেন: আপনি প্রথম আলো ব্লগ এর কথা বলেছেন। আমার মনে হয়না তারা সব সময় সমাজ সচেতনতা বিষয়ের দিকে খুব নজর দেয়। আমার মনে হয় তারা গা বাচানোর মত করে চলে। যাতে বিতর্কিত না হতে হয়। একটা উদাহরন দেইএখানে ক্লিক করুন
আমার এ লেখাটি সামুতে বেশ আলোচিত ছিল প্রতম আলো ব্লগ এ পোস্ট করেছিলাম ছাপেনি। কেন ছাপেনি পরিষ্কার ছিল না আমার কাছে। আমি ব্লগ সঞ্চালক বরাবর আবেদন করি। কোন উত্তর আসেনি।
পরে কোন একদিন কি মনে করে শুধু সেই লেখাটির শিরনামে সাম্প্রদায়িকতা শব্দ টি বাদ দিয়ে আবার পোস্ট করি। তখন ছাপে। এ থেকে কি বুঝা যায়?
হ্যা আপনার সাথে এক বিষয়ে একমত যে এখন অপ্রজনীয় বা লেজুর বৃত্তির পোস্ট বেশি আসে। সে ক্ষেত্রে সাধারন ব্লগার রা আমার মনে হয় সচেতন। কেননা সেসব পোস্ট এ শুধু তাদের কমিউনিটির মন্তব্য দেখতে পাবেন।
আর একটা কথা এখানে অনেকেই বলেছে দেখলাম কমেন্টস না করার কারনে ভাল লেখক অনেক সময় মন্তব্য পায় না। হতে পারে ব্যাপারটা এরকম। কিন্তু আমি এমন এক পেশায় নিয়িজিত যে আমি ইচ্ছা করলেও দীর্ঘক্ষন নেট এর মাঝে থাকতে পারি না। এরকম অনেকেই আছে যারা ইচ্ছা থাকা সত্তেও মন্তব্য করতে পারেন না। তাদের দিক্টা সবাই ক্ষ্মা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি ।
৩৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনি ভালো পোষ্ট দেন কিন্তু আপনার ব্লগে অন্যরা কমেন্ট করেন না! আচ্ছা, আপনি ভেবে দেখেন তো আপনি অন্যের কয়টা ভালো পোষ্টে কমেন্ট করেছেন?
ব্লগ একটা মিডিয়াম অব এক্সচেঞ্জ! আপনি অন্যের পোষ্টে কমেন্ট করলেই না অন্যের কমেন্ট আশা করতে পারেন। কিছু ব্লগার আছেন, ওনারা অনেক ভালো পোষ্ট দেন কিন্তু অন্যের পোষ্টে তেমন কমেন্ট করেন না! তাই অনেক ক্ষেত্রেই দেখেছি ওনাদের পোষ্টে তেমন কমেন্ট পড়ে না। হয়তো ওনারা অন্যের কমেন্ট আশাও করেন না সেভাবে।
আপনার ক্ষেত্রেও এমনটা হওয়া উচিত, অন্যের কমেন্ট আশা না করা বা অন্যদের পোষ্টে সমানভাবে কমেন্ট করে কমেন্টের প্রতাশ্যা করা।
শুভ কামনা রইল।
৩৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: ..
ভালো, পরিচ্ছন্ন. সাবলীল ও মোটামুটি গোছানো লেখা।
তবে, এডমিন/মডারেশান প্যানেল সম্পর্কে কোন কথা নেই কেন?
না-কি ভয় পান? কিংবা তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ নয়, এমন মনে করেন। না-কি আপনিও ওদের একজন, তলে তলে?
৩৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
পাকা খোকা বলেছেন: যদিও আংশিক সত্য তুলে ধরেছেন-তবুও মন্দ হয়নাই।
৩৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২
রেজোওয়ানা বলেছেন: আমি আপনার মতের সাথে পুরোপুরি একমত হতে পারলাম না, আমি দেখেছি ব্লগের অনেক জ্ঞানী ও গবেষনা মূলক পোস্টেই (আপনার ভাষায়) প্রচুর কমেন্ট, প্রচুর হিট!
আপনি সম্ভব ম্যাভেরিক ভাইয়ের পোস্ট গুলো দেখেননি! তাঁর সকল পোস্টই গানিতিক থিওরী বিষয়ক পোস্ট, গল্পের ভাষায় লেখা! সেখানে কমেন্ট বা হিটের কোন কমতি ছিল না! বা জুলভার্ন ভাইয়ের পোস্টের কথাও বলা যায় এজ এক্সেম্পল।
ব্লগ একটা পারস্পারিক কম্যুনিকেশনের জায়গা, এখানে আপনার লেখায় কমেন্ট কেমন হবে সেটা অনেকাংশেই নির্ভর করে আপনার নিজের এক্টিভিটির উপর.......আপনি কতটা অন্য ব্লগারদের সাথে কম্যুনিকেশন করছেন, কতটা অংশ গ্রহন করছেন তার উপর।
আবার অনেক ব্লগার আছেন, যারা লিখেই তৃপ্ত থাকেন! হিট কত হলো, কমেন্ট কি হলো সেটা ধার্তব্যে ধরেন না, যেমন প্রয়াত ইমন জুবায়ের ভাই। যেটা যদি মূল মটো হয়, তাহলে নিজের মত করেই লিখে যান!
আর যদি চান আপনার পোস্টেও অনেক কমেন্ট হবে........অবশ্যই আপনার ব্লগিয় ইন্টার্যেকশন বাড়াতে হবে, একদম সরল ভাষায়।
৪০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬
রেজোওয়ানা বলেছেন: বাই দ্যা ওয়ে, কমেন্টের উত্তর না দেওয়াটা পাঠকে বিরক্ত করে, বিব্রত করে......এবং যে সব ব্লগার কমেন্টের উত্তর দেয়া না সেখানে পরবর্তীতে কমেন্ট করতে নিরুৎসাহিত হয়।
আশাকরি বুঝতে পেরেছেন।
৪১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
আবু মান্নাফ খান বলেছেন: সহমত রেজোওয়ানা
৪২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৩
অনন্ত আরেফিন বলেছেন: আপনার পোস্টের সাথে পুরোপুরি একমত না। আপনার কিছু পোস্টে মন্তব্য পড়েনি তাই ব্লগের পাঠকরা কিসসু জানেনা কিসসু বোঝেনা এহেন জ্ঞান করা বোকামি। সহজবোধ্য এবং আলোচনাযোগ্য হলে এই ব্লগের পাঠকরা মন্তব্য করতে যে দ্বিধা করেননা তার অনেক উদাহরণ রয়েছে। আমার নিজের ব্লগেও মন্তব্যের প্রাচুর্য নাই তবে আমি সেটা আমার লেখার সীমাবদ্ধতা হিসেবেই ধরে নিয়েছি। আফটার অল সবাইকে দিয়ে তো আর সবকিছু হয়না!! লেখা দিয়ে পাঠক্কে আকর্ষণ করার জন্য পাঠক সহজে বুঝে এমনভাবে লেখা ভালো। এক্ষেত্রে তন্ময় ফেরদৌসের বিজ্ঞাপন নিয়ে লেখা সিরিজটা দেখতে পারেন।
আপ্নে আপনার ৫টি পোস্টের উদাহরণ দিলেন। সাধারণ জ্ঞান টাইপ পোস্ট, কিংবা বিখ্যাত কারো জন্ম মৃত্যু সংক্রান্ত পোস্টে এম্নিতেও মন্তব্য কম হয়।
রেজোওয়ানা বলেছেন: বাই দ্যা ওয়ে, কমেন্টের উত্তর না দেওয়াটা পাঠকে বিরক্ত করে, বিব্রত করে......এবং যে সব ব্লগার কমেন্টের উত্তর দেয়া না সেখানে পরবর্তীতে কমেন্ট করতে নিরুৎসাহিত হয়।
আশাকরি বুঝতে পেরেছেন
যাই হোক, আমি কোন হিট ব্লগার না হয়েও অনেক কথা বলে ফেললাম! দোষ ক্রুটি নিজগুণে ক্ষমা করবেন!
৪৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১
তুষার আহাসান বলেছেন: ভাল লিখেছেন।
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩
কেতকী বলেছেন: আপনার পোস্টগুলো বেশ ভালো হয়।