নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের প্রথম গীতি-কবি হিসেবে সুপরিচিত এবং 'ভোরের পাখি' বলে খ্যাত কবি বিহারীলাল চক্রবর্তী। আধুনিক রোমান্টিক কবিতা নিয়ে তিনি বাংলা সাহিত্যের জগতে হাজির হয়েছিলেন যখন বাংলা সাহিত্যে চলছিল মহাকাব্যের ঘনঘটা। অতি অল্পকালের ভিতরে তিনি বাংলা কবিতার প্রচলিত ধারার পরিবর্তন ঘটিয়ে নিবিড় অনুভূতি প্রকাশের মাধ্যমে গীতিকবিতার ধারা চালু করেন। প্রথাগত ধারার বাইরে কোন কাজ করলে শুরুতে সমাজে তার গ্রহনযোগ্যতা থাকেনা। এটাই সমাজের নিয়ম। এই বিশুদ্ধ কবিও পরেছিলেন এমনই বিপাকে। তার রচিত সারদামঙ্গল, প্রেমপ্রবাহিণী, বঙ্গসুন্দরী প্রভৃতি কবিতার বই বাংলা কবিতাকে নতুন ধারায় প্রবাহিত করে । তার আবেগের ঘনমেঘে আচ্ছন্ন হয় পাঠকও। এগুলো প্রথাগত ধারার সঙ্গে যায় না । তিনি হয়ে ওঠেন বাংলা ভাষার প্রথম খাপ-না-খাওয়া কবি।নিজের অজান্তেই তিনি শুরু করেছিলেন আধুনিক গীতিকবিতার নবযুগ। ভোরের পাখি খ্যাত গীতি-কবি বিহারীলাল চক্রবর্তীর আজ ১৮০তম জন্মবার্ষিকী। ১৮৩৫ সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। জন্মদিনে কবিকে ফুলেল শুভেচ্ছা।
গীতি কবি বিহারীলাল সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
২| ২১ শে মে, ২০১৫ রাত ৯:২৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: লিংকের ভেতরে গিয়ে পড়ে আসলাম, নূরু ভাই।
আপনার লেখায় কীর্তিমানদের জীবনীতে তারা যেন আবার জীবন্ত হয়ে ওঠে।
৩| ২৩ শে মে, ২০১৫ সকাল ৮:৫৪
Sabuj SB বলেছেন: ভালো লাগল লেখাটা
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০১৫ রাত ৮:০১
জ্বিনল্যান্ডের জ্বিন বলেছেন: :-* :-* হুমমমমম ভাই আসলেই!!!