নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন কথা

কবি মাছুম

স্বপ্ন দেখেত ভালবাসি । ভীষণ রকম অভিমনী হয়ে যাই মাঝে মাঝে,যদি কেউ স্বপ্নের ঘরে আঘাত করে ।

কবি মাছুম › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নটা হরর !

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৬

কি ভীষণ ,কী ভীষণ

কি নরকীয় কি পৈচাশিক

কি হিংস্র , যেন নরপশু ।

যাহ ! এটা বাস্তব নয় ।

এটা যেন হরর স্বপ্নের মতো ।

সত্যিই তাই ভাবি যাই

এটা যদি সে রকম হতো ,

আমি আশায় বুক বাধি

প্রত্যাশার প্রহর গুনি

সব কিছু বিলীন হয়ে

কানে কেবলই বাজে আশাহতের ধ্বণি ।



একটা নয় ,দুটা নয়, কয়েকটা

এক অংক দুই অংক

তার পর ছড়ায় তা তিন অংকে ।

আমরা আর অংক শিখতে চাই না ,

শান্তি চাই বাঁচতে চাই

প্রশান্তির ছায়াতলে চাই আশ্রয় ,

কে দেবে ? সম্মুখ জুড়েই কেবল

ঘোরতর অমানিশার অন্ধকার ।

তবু্ও আশায় মরে যাই

আশায় বেঁচে উঠি ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৭

কবি মাছুম বলেছেন: কেমন হয়েছে জানতে চাই ।

২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৬

স্বপনবাজ বলেছেন: ভালো হয়েছে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.