![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখেত ভালবাসি । ভীষণ রকম অভিমনী হয়ে যাই মাঝে মাঝে,যদি কেউ স্বপ্নের ঘরে আঘাত করে ।
বুনো হাসের ডানায় তোমার হাসি
কি যেন চেনা মনে হয়
ঐ দূরে , দৃষ্টি সীমার মাঝে
কে তবে ? তুমি !
আমি অবাক হই ।
তুমি আকাশ দেখ ?
মেঘেদের ভেসে বেড়ানো
আর বকেদের ওড়া্ওড়ি ?
তবে কি তুমি !
তোমার মন !
এসো , হাতটা ধর আমার
নিশ্চিন্তে, একান্ত আপন হয়ে ,
তুমি , তুমি শুধূই আমার
আমার আকাশটা দিলে ফিরিয়ে ।
পাঠিয়ে দেব ঐ আকাশে
বুনো হাসের ডানায় তোমার হাসি
যেখানে আমার স্বপ্ন আছে
আমি ভালোবাসি , শুধুই ভালবাসি ।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৪৬
মায়াবী ছায়া বলেছেন: বাহ্ সুন্দর ।।