নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বিদ্রোহীর গর্জন

কবি ও কাব্য

একজন বিদ্রোহী বলছি ঃ যেখানে দেখিবে কোন অন্যায় অত্যাচার সেইখানে পাইবে শুনিতে আমার হুংকার সময় এসেছে সাথিরা সব অন্যায়ের বিরুদ্ধে আবার নতুন করে গর্জে উঠার।

কবি ও কাব্য › বিস্তারিত পোস্টঃ

অমিতাভ কায়সার এর কণ্ঠের জনপ্রিয় দুটি গানের mp3 অনলাইনে সর্বপ্রথম প্রকাশ করলো 'RaDiO bg24 '

১৯ শে মে, ২০১২ দুপুর ২:৪৬

প্রিয় বন্ধুরা গত ৯০ দশকের একেবারে শেষ প্রান্তে বাংলাদেশের টেলিফিল্ম ও মিউজিক ভিডিও পরিচালক হিসেবে রিঙ্গো ( শমী কায়সার এর প্রাক্তন স্বামী) বেশ আলচিত হয়েছিলেন তাঁর ব্যতিক্রমধর্মী নির্মাণ শৈলীর কারনে। বলা যায় সেই থেকে বাংলাদেশের মিউজিক ভিডিও তে একটি বিপ্লব ঘটে সেই সময় যা আমাদের আজো মনে পড়ে। রিঙ্গো মুলত আলোচনায় আসেন প্রতিষ্ঠিত সব ব্যান্ড এর জনপ্রিয় গানগুলোর চমৎকার সব মিউজিক ভিডিও নির্মাণ করার কারনে। সেই সময়ের বাংলাদেশ টেলিভিশন ও একুশে টেলিভিশনে যেগুলো নিয়মিত প্রচার করা হতো। সেই রিঙ্গোর টেলিফিল্ম ''স্বপ্ন'' তে একটি দুর্দান্ত ও চমৎকার গান '' দূরে ছিলে ছিল তাই অনেক ভালো ' তে কণ্ঠ দিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার এর একমাত্র ভাই অমিতাভ কায়সার। গানটি সেই সময় যারা শুনেছিলেন তাঁরা আজো গানটির কথা ভুলতে পারেনি। কিন্তু দুঃখের বিষয় হলো যে গানটির কোন অডিও কারো কোথাও ছিল না এমনকি অনলাইনে শুধুমাত্র ইউটিউবে গানটির ভিডিও পাওয়া যেতো। এবার সেই গানটি সহ টেলিফিল্ম 'আরিয়ানা' তে ব্যবহৃত অমিতাভ কায়সার এর ' যত দূরে চোখ যায়' গানটিরও অডিও/ mp3 অনালাইনে সর্বপ্রথম প্রকাশ করে আপনাদের অনেকদিনের চাওয়া পূরণ করে দিলো আপনাদের প্রিয় 'RaDiO bg24 ' । তো এবার আর চিন্তা কি? শুনুন বহুদিন পর পাওয়া অমিতাভ কায়সার এর কণ্ঠের সেই দুর্দান্ত গান '' দূরে ছিলে'' গানটি।

দূরে ছিলে - অমিতাভ কায়সার (টেলিফিল্ম - স্বপ্ন, পরিচালক - রিঙ্গো)

যত দূরে চোখ যায় - অমিতাভ কায়সার ( আরিয়ানা - রিঙ্গো)

গান দুটির ভিডিও -









এমন সব আকর্ষণীয় , দুর্লভ ও সেরা কিছু পেতে আপনাকে সবসময় আসতেই হবে এখানে - একটি শিক্ষিত রেডিও

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১২ বিকাল ৩:০০

জলন্ত-বিশ্ব বলেছেন: মিডিয়াফায়ারে আপলোড করলে খুব ভালো হয়।

২| ১৯ শে মে, ২০১২ বিকাল ৩:০২

কবি ও কাব্য বলেছেন: কিছুদিনের মধ্যই আমাদের নিজস্ব ওয়েবসাইট চালু করবো। তাই মিডিয়াফায়ার এ আপলোড করিনা কখনও।

৩| ১৯ শে মে, ২০১২ বিকাল ৩:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভিডিও দুটো ডাউনলোড করে নিলাম। ধন্যবাদ।

৪| ১৯ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:০৬

তন্ময় ফেরদৌস বলেছেন: +++++++

৫| ১৯ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:১৫

লিন্‌কিন পার্ক বলেছেন: পোস্টে +

৬| ১৯ শে মে, ২০১২ রাত ১১:৫৪

তুহিন সরকার বলেছেন: ধন্যবাদ।

৭| ২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৩৪

জ্যামিতিবক্স বলেছেন: আমি অনেকদিন ধরে শৈশবে দেখে মুগ্ধ হওয়া "স্বপ্ন" টেলিফিল্মটার ডাউনলোড লিঙ্ক/সিডি ডিভিডি খুঁজছি। কিন্তু কোথাও পাচ্ছি না। কেউ যদি দয়া করে ডাউনলোড লিঙ্ক দেন অথবা কোথায়, কীভাবে পেতে পারি জানাতেন, তবে খুব কৃতজ্ঞ হতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.