![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাতাসেই ওড়ে সমস্ত সম্পর্কগুলো,
স্বার্থের অনুরোণন প্রকম্পিত হয়-রেডিমেট ভালবাসার ময়দানে।
জানি একদিন খেলা শেষ হবে,
শেষ খেলার অনিবার্য লগ্নে- আশ্রয়ের মিছিল নিয়ে,
নীড়ে ফিরবে ক্লান্ত পাখি-ঝরা পালকের অতীত ঘ্রানে।
আমার জলপাই পাতার মত,
মৌনতার দরবার বসাবো-স্বার্থের নাগরিক সময়ে।।
০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: পড়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই
২| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪০
আহা রুবন বলেছেন: যুগের বাতাস না কি কামনার বাতাস? মৌনতার দরবারে, সার্থপর নাগরিক না হয়ে কবি হবেন, আশা করি।
১৫ ই মার্চ, ২০১৬ রাত ১:২৫
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৮
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগা রইল
১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২
কল্লোল পথিক বলেছেন: আমার জলপাই পাতার মত,
মৌনতার দরবার বসাবো-স্বার্থের নাগরিক সময়ে।।
১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯
মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: ভাল লাগল।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই।
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৩
বিলিয়ার রহমান বলেছেন: স্বার্থের অনুরোণন প্রকম্পিত হয়-রেডিমেট ভালবাসার ময়দানে।
অনন্য তুলনা!
ভালোলাগা!
লাইক!
প্লাস!
২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ!
৭| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: শুধু্ ধইন্না দিলে হইবো না ভাই!
আরো কিছু দেন!
২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন:
সাথে উত্তর বঙ্গের কন কন শীতের শুভেচ্ছা রইল
৮| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: সাথে গ্রীনল্যান্ডের পশমী জ্যাকেটের উষ্ণতা দিলে আরো ভাল হইত ভাই!
২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৮
শাহরিয়ার কবীর বলেছেন:
গবীরে স্বপ্ন শুধু ভোর হওয়ার একটু আগে!!! এতো দামী জিনিষ নাম এই প্রথম শুনলাম বলে আন্তরিক সরি!
৯| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৭
বিলিয়ার রহমান বলেছেন: গ্রীনল্যান্ডের পশমী জ্যাকট সত্যিই কি অনেক দামি! আমার নিজেরও নেই ভাই!! তাই আমিও জানি না!
তবে ছবির বাচ্চাটাকে জিজ্ঞেস করে দেখতে পারেন!
২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০০
শাহরিয়ার কবীর বলেছেন:
হুম জিগায় দেখি কত দাম
১০| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১০
বিলিয়ার রহমান বলেছেন: সাদা মনের মানুষ(কামাল ভাই) -এর পক্ষ থেকে!
২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৪
শাহরিয়ার কবীর বলেছেন:
দুধ চা খাওয়ার যোগ্যতা রাখিনা
লাল চা থাকলে দেন।
১১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৮
বিলিয়ার রহমান বলেছেন:
পু
২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৩
শাহরিয়ার কবীর বলেছেন:
হারবাল চা হলে আরো ভালো হতো !!!
১২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৯
বিলিয়ার রহমান বলেছেন: এক্কেবারে হোমমেড হারবাল টি ভাই!
২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন:
হুম,
খেয়ে নিলাম এক চুমুকে ।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:০৯
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ