![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(উৎসর্গ সহব্লগার কষ্টের রাণী )
আকাশটা মেঘের চাদরে ঢাকা থাকনা যতই...
রবির আলো আসবে সেখানে আগের মতই।
নীরবে নিভৃতে সে আলো রাঙ্গাবে সবার মনের ঘর
বেশিদিন দূরে নয় যখন মনের মানুষ হবে না পর।
আবেগে নির্জনে কাছে থাকাই জীবন নয় ....
মানুষ মানুষে, আপন হতে আপনার হয়।
এসো সব ভুলে আমরা একি গানের সুর হই ...
চুল খুলে পথে নেমে জীবনের স্বাদ বুঝে নেই।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪২
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ মিন্টু ভাই।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮
জনম দাসী বলেছেন: +++++++++
আবেগে নির্জনে কাছে থাকাই জীবন নয়...
মানুষ মানুষে, আপন হতে আপনার হয়।
চার দিকে জ্ঞান আজ, পুরানো জ্ঞানের মত নয়;
চারি দিকে বোধ কন?- আমি তার পাই আলো,
যেই সময়েরে আর আনিবে না অসীম সময়,
অগাধ অতীতে যার সমুদ্রের সীমানা হারাল;
আমি একা বসে আছি আজ সেই সাগরের পারে;
সব চেয়ে বেশি আলো সব চেয়ে গভীর আঁধারে
সেই খানে মিশে যায়- সেই খানে সব শেষ হয়-
তারপর, হে শাহ , তোমার আকাশে কেন ভিন জনের তরে
কবরে যাদের হাড় আজ আর ওঠে নাকো নরে- তার কবরে আলো জ্বালো;;;
বুজায়ে রাখিতে চাই যা বুঝায়েছি, যা জানায়াছি...
আহারে যে ব্যথা কথিতে দিয়াছি, ভাবি নায় এমন বিস্ময়-
জানায়ে যাবে ঈশানের মেঘের মতন করে নিশিতে সময়।
সে এক অবাক, অবাক বিস্ময়...
ভাল থাকুন কবি সব সময়...
২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দরী তুমি সুখতারা সুদুর শৈলশিখরান্তে
সর্বরি হয়ে যবে তুমি দর্শন দিও দিকভ্রান্তে..............
কষ্ঠ করে সুন্দর মন্তব্য ও পরবার জন্য অসংখ্য ধন্যবাদ বোন.....
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০
নেক্সাস বলেছেন: কষ্ঠের রাণী না কষ্টের রাণী ? কিবোর্ড এরর টা ঠিক করে দিন ভাইজান।
তৃতীয় লাইনে নীরবে শব্দটা আমার মতে বাহুল্য।
নিচের দুই লাইনে আপনি তাল ধরে রাখতে পারেন নি।
স্বাধ নয় স্বাদ । এখানেও কি বোর্ড এরর ঠিক করে নিন
ধন্যবাদ ভাইয়া
২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন: উনডোজ ১০ এ বাংলা লেখা বড়ই সমস্যা। ভুলগুলো ধরে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৯
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ সুমন ভাই
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬
বাইনোকুলা বলেছেন: ভালো হয়েছে
২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩১
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই
৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
গেম চেঞ্জার বলেছেন: চিরায়ত কবিতায় ভাললাগা ও +
২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই
৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১
প্রামানিক বলেছেন: আবেগে নির্জনে কাছে থাকাই জীবন নয় ....
মানুষ মানুষে, আপন হতে আপনার হয়।
অল্প কথায় অনেক সুন্দর একটি কবিতা। অনেক ভাল লাগল। ধন্যবাদ।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২
শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রামাণিক ভাই।
৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: এসো সব ভুলে আমরা একি গানের সুর হই ...
চুল খুলে পথে নেমে জীবনের স্বাদ বুঝে নেই।
ভালো লাগলো ।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ
৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৫
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৮
মাহবুবুল আজাদ বলেছেন: খুবই ভাল লাগল
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০১
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ মাহবুবুল ভাই।
১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৩৯
রুদ্র জাহেদ বলেছেন: আসালেই...বেঁচে থাকার নামই জীবন নয়!আবার বেঁচে থাকার নামই এখন জীবন
কবিতা ভালো লেগেছে
+
২৬ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৪১
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ জাহেদ ভাই
১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৯
এমডি এআর মুবিন বলেছেন: চমৎকার হয়েছে।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই
১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০০
চ্যাং বলেছেন: এসো সব ভুলে আমরা একি গানের সুর হই ...
চুল খুলে পথে নেমে জীবনের স্বাদ বুঝে নেই।
ওয়াহ ওয়াহ
২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই
১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৬
বাইনোকুলা বলেছেন:
মন, বড় অবাধ্য তুমি। বলি, বইয়ের পাতায় মনোযোগ দাও, তুমি কিনা আকাশ দেখো। জোৎনায় এত লোভ কিসের..!!!!
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন:
কোথাও অমৃত থাকলে পিড়েড়র অভাব হয় না ভাই????
ধন্যবাদ বাইনোকুলা ভাই
১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬
কিরমানী লিটন বলেছেন: এসো সব ভুলে আমরা একি গানের সুর হই ...
চুল খুলে পথে নেমে জীবনের স্বাদ বুঝে নেই। - অসাধারণ !!!
অভিবাদন প্রিয় সুন্দরের সারথি- শাহরিয়ার কবীর ভাইয়া, অনেক শুভকামনা রইলো ...।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: আমার কাছে মনে হয়-----
জীবনের সকল রং রস নিংড়ে সাবার করে বেচেঁ থাকাই বরং জীবনে মানে !!
ধন্যবাদ লিটন ভাই
১৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৫
কল্লোল পথিক বলেছেন: দারুন কবিতা+++
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই
১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৯
রূপক বিধৌত সাধু বলেছেন: "আকাশটা মেঘের চাদরে ঢাকা থাকনা যতই...
রবির আলো আসবে সেখানে আগের মতই।
নীরবে নিভৃতে সে আলো রাঙ্গাবে সবার মনের ঘর
বেশিদিন নয় দুরে যখন মনের মানুষ হবে না পর।" এমন হলে কতোই না ভালো হতো! লেখা ভালো লেগেছে ।
১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১২
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই
১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগল।
দুরে-- দূরে
১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগছে জেনে আমারও ভাল লাগলো ধন্যবাদ।
দুরে-- দূরে ?
১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০
তার আর পর নেই… বলেছেন: বেশি ভাল লাগেনি। প্রথমে উৎসর্গ করলেন কাকে? কষ্টের রানীকে। সে মেয়ে।
শেষে লিখলেন, চুল খুলে পথে নেমে …ভাই, আপনার কি লম্বা চুল? (মজা করলাম)
২০| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা ভাল লাগলো ,মাগার কষ্টের রাণী টা কিডা ?
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩০
শাহরিয়ার কবীর বলেছেন: কষ্টের রাণী আসছে কিন্তু ঢাকার জ্যমে পড়েছে..............
২১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: দুরে মনে হয় হবে না। ওটা দূরে হবে।
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৮
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই
২২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২
জনম দাসী বলেছেন: কে সেই কষ্টের রানী ... আহা, কেউ কি দেখেছে তাকে !!
অন্তচক্ষু মেলে পড়েছে কি তাকে কেউ!!
ঠিকানা টা দেন তো ধইরা নিয়াসি... আননেরে এত কষ্ট দেয়...
ভাল থাকুন ভাই সাহেব সব সময়...
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩১
শাহরিয়ার কবীর বলেছেন: আসছে কিন্তু ঢাকার জ্যমে পড়েছে...............
২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৯
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩০
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই
২৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
জনম দাসী বলেছেন: আপনার কষ্টের রানির ঢাকার জ্যম ছাড়ল কি।
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন: এখনো বুঝে ওঠতে পারিনি। অপেক্ষায় থাকুন বিস্তারিত জানানো হবে। ভাল থাকুন
২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮
জনম দাসী বলেছেন: জি রইলাম জানার অপেক্ষায়...
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫০
শাহরিয়ার কবীর বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ
২৬| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪
নুরএমডিচৌধূরী বলেছেন: সুন্দর লিখনী
শুভেচ্ছা অনিঃশেষ
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪০
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই
২৭| ২১ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
ভালো উপলদ্ধি, মানুষ মানুষকে বুঝুক
২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই
২৮| ২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
প্রামানিক বলেছেন: আবেগে নির্জনে কাছে থাকাই জীবন নয় ....
মানুষ মানুষে, আপন হতে আপনার হয়।
চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ
২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রামাণিক ভাই।
২৯| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৭
নাজমুস সাকিব রহমান বলেছেন: শেষ লাইনে এসে জেমস্ ভাইয়ের ছায়া খুঁজে পেলাম। এসো চুল খুলে পথে নামি . দুঃখিনী দুঃখ করো না!
ভালো থাকুন।
২৮ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:১৭
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই
৩০| ২৮ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:০৬
☺ বলেছেন: কষ্টের রাণী যেন হয়ে যান সুখের রাণী। উনার এবং আপনার মুখে ফুটুক হাসি।
২৮ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ
৩১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৮
নুরএমডিচৌধূরী বলেছেন: আকাশটা মেঘের চাদরে ঢাকা থাকনা যতই...
রবির আলো আসবে সেখানে আগের মতই।
নীরবে নিভৃতে সে আলো রাঙ্গাবে সবার মনের ঘর
বেশিদিন দূরে নয় যখন মনের মানুষ হবে না পর।
আবেগে নির্জনে কাছে থাকাই জীবন নয় ....
মানুষ মানুষে, আপন হতে আপনার হয়।
এসো সব ভুলে আমরা একি গানের সুর হই ...
চুল খুলে পথে নেমে জীবনের স্বাদ বুঝে নেই।
=====================
সারথক কবি আপনার লিখা
কারন যে চেয়েছিলেন তাই হয়েছে
ভাললাগা জানবেন
শুভেচ্ছা অনিঃশেষ
++++
২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই
৩২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৬
আবু শাকিল বলেছেন: কষ্টের রাণী আপনার এই আহ্নবান অগ্রাহ্য করতে পারবে না-
"এসো সব ভুলে আমরা একি গানের সুর হই ...
চুল খুলে পথে নেমে জীবনের স্বাদ বুঝে নেই।"
৩৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮
জনম দাসী বলেছেন: কবির ভাই কে বা কারা আমার নামে আর একটি আইডি খুলেছে। দয়া করে আপনারা দ্রুত ব্যাবস্থা নিবেন প্লিজ।
৩৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫
এম.এ.জি তালুকদার বলেছেন: সিগারেটের নয়,বিড়ির শেষ টানের মতো ভালো ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২১
শাহরিয়ার কবীর বলেছেন: আহা কি সুখ । ধন্যবাদ
৩৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১
বিজন রয় বলেছেন: সুন্দর শিরোণামে অর্থপূর্ণ কবিতা।
+++
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্য হল আমার ব্লগে আপনাকে পেয়ে।ধন্যবাদ দাদা
৩৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক শুভকামনা ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ
৩৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৭
এম.এ.জি তালুকদার বলেছেন: জীবন মানেই তো যন্ত্রনা-------- বেঁচে থাকতে বুঝি শেষ হবেনা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২১
শাহরিয়ার কবীর বলেছেন: গান টা আমার খুব পছন্দ।ধন্যবাদ
৩৮| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৫০
বাইনোকুলা বলেছেন: ভালোই সময় চলছে আপনার.......
১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৫২
শাহরিয়ার কবীর বলেছেন:
সবি আপনাদের মেহরবানি ...।
ধন্যবাদ !
৩৯| ১৭ ই মে, ২০১৭ রাত ১:১৫
ওমেরা বলেছেন: এমন করে ডাকলেন তবু এল না আপনার কষ্টের রানী ! খুবই দুঃখের কথা ।
১৭ ই মে, ২০১৭ রাত ১:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন:
কষ্টের রাণী যিনি ছিলেন তিনি অতি শ্রদ্ধাভাজন কেউ ছিলেন ! বিষয়টা কিভাবে নিয়েছেন জানি না।
ধন্যবাদ ।
৪০| ১৭ ই মে, ২০১৭ রাত ২:১২
ওমেরা বলেছেন: আমি যে ভাবেই নেই তাতে কি কিছু আসে যায় !!
১৭ ই মে, ২০১৭ রাত ২:১৪
শাহরিয়ার কবীর বলেছেন:
আচ্ছা, বুঝলাম .....
ধন্যবাদ ।
৪১| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪১
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা খুবই ইন্সপায়ারিং। মন ভাল করে দেয়া কবিতা! + +
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮
আমি মিন্টু বলেছেন: ভালো লাগলো কথাগুলো ।