![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসন্তের মাতাল হাওয়ায় টুনটুনি আসবে ঘরে
রাঙ্গিয়ে দুপা নুপূর পায়ে টুন টুন শব্দ করে।
আমার ভাঙ্গা ঘরে চাঁদের আলোয়, আলকিত হবে টুনটুনির আগমনে।
হৃদয়ে হৃদয়ে লাগবে পরশ ,নয়নে নয়নে পরবে পলক
অজানা অচেনা তারে চিনিবো আমি গভীর রাগ-অনুরাগে।
অক্সিজেেনর মত শীতল হয়ে রবে মোর পাশে আজীবন।
বহু বছরের আগে কল্পনাতে এঁকেছিলুম তারে
তবুও স্বপ্নের বীজ বুনিয়াছি আছি আমি, দেখিব তারে নয়ন ভরে
......................................................................(কাল্পনিক)
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭
শাহরিয়ার কবীর বলেছেন: রোজ করি কিন্তু
কোন টুনটুনি আসলো না মোর ঘরে।
কেমন আছেন?
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৮
সুমন কর বলেছেন: আগমন হয়ে যাবে......
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: তাহলে কি ভাই, ৬৭ বছরের পরেও হলেও আগমন হতে পারে কি বলেন? কি আশায় বাধিঁ খেলা ঘর........
আপনি কেমন আছেন?
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০২
কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯
শাহরিয়ার কবীর বলেছেন: কেমন আছে ভাই ? ধন্যবাদ
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২১
উল্টা দূরবীন বলেছেন: সত্যি হয় যেন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬
শাহরিয়ার কবীর বলেছেন: সত্যি হলে বড়ই ভাল,
তা না হলে, আমার ঘর আধাঁর কালো।
কেমন আছেন ভাই?
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩
রানার ব্লগ বলেছেন:
টুনটুনি টুনটুনি,
ছুটে যায় রিনিঝিন,
ছোট পায়ে টুকটুক,
পরে যায়, নেই দুঃখ,
ফিক করে হাসি দেয়,
আলোকিত ঘড়ময়,
ছুটে যায় টুনটুনি,
আমাদের জাদুমনি।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন: এখানে নাহি কোন টুনটুনি
তাই করে নাকো টুনটুন।
এই ভেবে আমর হৃদয় মাঝে করিতেছে ঘূন ঘূন
এই জনমে আর পাবো কি তারে।
তাদের আকাশ আজ ভিন্ন জনের তরে...........
কেমন আছেন ভাই?
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮
রাইসুল ইসলাম রাণা বলেছেন: বেশ ভালো লাগলো কল্পনাগুলা। টুনটুনিরে আমিও খুঁজি....
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন: পেলাম পেলাম, আমার পথের পথিক
কেমন আছেন?
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯
মিজানুর রহমান মিরান বলেছেন: প্রত্যাশা দারুন ভাবে ফুটে উঠেছে! ধন্যবাদ নিবেন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬
শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: দোয়া করি,তাড়াতাড়ি টুনটুনি টোনার সংসারে আসুক। যাতে আমরা শুধুমাত্র টুনটুনির পরিবর্তে খুব শিগগিরই আরও সুন্দর একটা কবিতা পেয়ে যাই।
আর সেটার শিরোনাম হবে 'টুনা টুনি'।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন:
টুনা টুনি'
যদি আসে টুনি
থ্কবে সুখে টুনা-টুনি।
টুনি ভালবাসায় পগল হয়ে
টুনা আর যাবে না স্বপ্নপুরী।
মন্তব্যর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
কেমন আছেন ভাই?
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১
নুরএমডিচৌধূরী বলেছেন: বসন্তের মাতাল হাওয়ায় টুনটুনি আসবে ঘরে
রাঙ্গিয়ে দুপা নুপূর পায়ে টুন টুন শব্দ করে।
আমার ভাঙ্গা ঘরে চাঁদের আলোয়, আলকিত হবে টুনটুনির আগমনে।
হৃদয়ে হৃদয়ে লাগবে পরশ ,নয়নে নয়নে পরবে পলক
অজানা অচেনা তারে চিনিবো আমি গভীর রাগ-অনুরাগে।
অক্সিজেেনর মত শীতল হয়ে রবে মোর পাশে আজীবন।
বহু বছরের আগে কল্পনাতে এঁকেছিলুম তারে
তবুও স্বপ্নের বীজ বুনিয়াছি আছি আমি, দেখিব তারে নয়ন ভরে
কবিতা জোড়ে ভাল লাগা
++++++++++++
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২
শাহরিয়ার কবীর বলেছেন: পাঠে ও মন্তব্যর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
কেমন আছেন ভাই?
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আলহামদুলিল্লাহ, আমি টুনিকে নিয়ে আপনাদের দোয়ায় ভালোই আছি।
দুঃখ শুধু একটাই, টুনটুনির সংসার একেবারে ফাঁকা।
টুনির কোলের দিকে তাকালে বুকটা ভেউ ভেউ করে কেঁদে উঠে।
তবে আপনাদের দোয়ায় মনে হয় খুব শিগ্রই টুনির কোলে কোলাহল করার জন্য কেউ একজন এসে যাচ্ছে।
কুশল জিজ্ঞাসায় কৃতজ্ঞতা।
আপনারটা আর জিজ্ঞেস করলাম না, কারণ কবিতায় সব বুঝে নিয়েছি।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: খুশির খবর তাও আবার খালি মুখে!!
তবুও, নতুন অতিথির আগমন হোক
শুভ কামনা।
১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কাল্পনিক হলেও আপনার ঘরে টুনটুনির আগমন ঘটুক, সেটাই প্রত্যাশা করি.....
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২
শাহরিয়ার কবীর বলেছেন: পাঠে ও মন্তব্যর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
কেমন আছেন ভাই?
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: প্রতীক্ষার অবসান হোক.........। অনেক শুভকামনা থাকলো।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন: পাঠে ও মন্তব্য তে আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
কেমন আছেন ?
১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
নয়ন তাহারে দেখিতে পাক।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: নয়নে নয়নে পলক পড়ুক
তাহা আমিও চাই।
যাহা দেখিতে মন ব্যকুল
যদি পাই সেই কুল।
কেমন আছেন?
১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল আছি ভাই।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল আছেন জেনে
ভাল লাগলো।
ধন্যবাদ
১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১১
শাহরিয়ার কবীর বলেছেন: পাঠে ও মন্তব্য তে আপনাকে অসংখ্য ধন্যবাদ ।প্রামাণিক ভাই
১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯
আমি মিন্টু বলেছেন: ভালো লাগলো ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪২
শাহরিয়ার কবীর বলেছেন: অনেক দিন পর আমার ব্লগে, আপনাকে পেয়ে আমারও ভাল লাগলো।ধন্যবাদ
১৭| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৩
অবনি মণি বলেছেন: রাঙিয়ে দিয়ে যাক টুনটুনি এসে!!
০৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন:
সম্ভবনা ছিল কিন্তু টুনটুনি কি বুঝে
যে চলে গেল ,এখনো তা নাহি জানা গেল।
আপনার সাথে আমার মনে হয় আগে কথা হয়েছিল।মনে আছে কি আর আপনি কেমন আছেন?
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯
বিজন রয় বলেছেন: টুনটুনির প্রত্যাশা।
++++