![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে যাবার চলে যায় হায়
তবুও নির্লজ্জ মন নাহি মানিতে চায়।
তুমি ছিলে মোর প্রতিটি প্রশ্বাসের অক্সিজেন
তুমি বিহনে বিষাক্ত জীবনে, প্রতিটি নিঃশ্বাসে মোর
হাইড্রোজেনের মত কিছু একটা অনুভব করিতে পায়।
নিঃশ্বাস চলে গেলে কেহ কি আর বাঁচিতে পায় ?
তুমি কেন চলে গেলে হায়, নাহি আর বাঁচিতে মন চায়।
অভিশপ্ত জীবন আমার, বিষাক্ত মন আমার
হৃদয়ের ক্ষতটা ক্রমাগত বেড়ে চলে যায়।
তবুও তোমায় দিবো নাকো কোন অভিশাপ,
তোমার প্রতি রইল মোর পূর্ণ আশির্বাদ।
এই হৃদয় থেকে সরে গিয়ে, পেয়েছি যে শিক্ষা
তা কখনও ভুলবার নয়, সুখে থেকো অন্যর ঘরনী হয়ে।
জীবন নামক জেলখানার আসামী হয়ে দেখবো আজীবন।
ছবিঃ নেট
০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৩
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৬
বিজন রয় বলেছেন: কারো মন যেন বিষাক্ত না হয়।
সুন্দর কবিতা।
++++
০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৯
শাহরিয়ার কবীর বলেছেন:
মন হল ছলনাময়ী নারীর মত কখন যে হাসে আবার কখন যে কাদেঁ, ঠিক বুঝতে পারিনা।
ধন্যবাদ দাদা
৩| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৬
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: তবুও তোমায় দিবো নাকো কোন অভিশাপ,
তোমার প্রতি রইল মোর পূর্ণ আশির্বাদ।
ভাল লাগ রেখে গেলাম।
০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই
৪| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩১
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল
০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই।
৫| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩২
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই
৬| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৯
কানিজ রিনা বলেছেন: ইশ্শিরে বাই আপনে বুজি পেমে পরেছেলেন।
আমনেরে। একডা বুদ্দি কমু নব্বই ভাগ
পুরুষ ফোলা এক পেমে বিশ্বাস করেনা
অহন আমনেরে কমু বহু পেম কইরেন।
এক পেম ফলাইছে তয় কি ওইছে।
আজকাল বাজার গাডে কত ডিস্ক মাইয়ার
গোরন ফেরন ডিস্ক না ওইলে পেমে মজা
নাই।
০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: তিশ পার হলে যেমন সরকারি চাকরি হয় না, তেমনি ভাল চাকরি বা টাকা পয়সা না থাকলে কোন মেয়ে তার হৃদয় দেয় না। (একমত নাও হতে পাড়েন) তাহলে ডিস্ক মাইয়ার কেমনে দেয়? কোন সময়ই কোন মেয়েকে পাত্তা দিতাম না আর এখন কিনা নিজেই পাত্তা হীনতায় ভুগছি। এখন বুড়া বয়সে কি ভাবে প্রেম করি বলেন? বাল্য প্রেম যেমন অপরাধ তেমনি বুড়া বয়সের প্রেমও অপরাধ। সবাইকে এক দাড়ি পাল্লা মাপ দিলে চলে । পৃথিবী বদলাতে পারে কিন্তু আমি বদলাতে পাড়ি নাই । জীবনে অনেক সুন্দর দেখেছি কিন্তু তার গুনের অভাব ছিল আবার গুন ছিল কিন্তু সুন্দরের অভাব ছিল। রুপ গুন দুটাই ছিল কিন্তু চরিত্র টা খারাপ ছিল। রূপ গুন ও চরিত্র ছিল দুঃখের বিষয় সে অন্য কারো ছিল। তাহলে কাকে আমার মন টা দিতাম বলেন? মন কি সত্যি একটা সস্তা বস্তু আপনার কাছে মনে হয়? মনে রাখবেন ,জীবন থেকে কবিতা কিন্তু কবিতা থেকে জীবন নয়! আপনাদের শহরে রঙিন আলো থাকতে পারে কিন্তু আমার টাতে নাই।
৭| ০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগা রইলো।
০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই।
৮| ০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
শামিমা রিমা বলেছেন: ভালো লাগা না লাগা ত তোমার জন্য ,এমন কবিতা পড়তে পেরে ভালো লাগল/ ধন্যবাদ আরো এমন কবিতা পড়তে চাই
০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০০
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ............।
৯| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৬
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
০৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই
১০| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১:৩০
প্রামানিক বলেছেন: তবুও তোমায় দিবো নাকো কোন অভিশাপ,
তোমার প্রতি রইল মোর পূর্ণ আশির্বাদ।
চমৎকার কবিতা। ধন্যবাদ
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ প্রামাণিক ভাই
১১| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৩
কল্লোল পথিক বলেছেন: এই হৃদয় থেকে সরে গিয়ে, পেয়েছি যে শিক্ষা
তা কখনও ভুলবার নয়, সুখে থেকো অন্যর ঘরনী হয়ে।
জীবন নামক জেলখানার আসামী হয়ে দেখবো আজীবন।
চমৎকার কবিতা।
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৪
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই
১২| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪১
মিজানুর রহমান মিরান বলেছেন: বিরহ!
ভালো লাগলো কবিতা।
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই
১৩| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ২:০৯
আরকিস মল্লিক বলেছেন: ভালো হইসে।তবে কবিতাটা পড়ে মনটা একটু ক্যামন করসে যেন;একজনরে বড় মনে পরতেসে।
১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৫
শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৩
কাবিল বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।