![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয়, ভুল করে পেয়েছিনু তারে
হঠাৎ করে হারিয়েছি , কোন এক ঝড়ে।
সুতোয় বাঁধিনি তারে বেধেছিনু পরাণে
পরাণ পাখিটা আজ, পরাণের শূন্যতা দিয়ে,
হৃদয়ের ক্ষত টা ক্রমাগত বাড়ে
উড়ে গিয়েছে সে বহু দূরে।
ভালবেসেছিনু তারে, অন্ধ বালকের মত করে
এ হৃদয়ের ডাক খানি, শুনেও শুনতে পাইনি সে
বধির বালিকার মত করে।
চলে গিয়েছে সে আজ বহু দূরে,
রেখে গেছে শুধু এই পাগল টারে।
ছবিঃ নেট
১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:০১
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল দাদা
২| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:০০
তোমার আমার এইতো প্রেম ছোট গল্প বলেছেন:
বধির বালিকার মত করে।
চলে গিয়েছে সে আজ বহু দূরে,
রেখে গেছে শুধু এই পাগল টারে।
আছে কি আর সেই হাসি মাখা দিন,
আছে কি সেই আনন্দ আর মনে;
বেদনা আর লজ্জারা যেখানে
দিন রাত হৃদয়ের গহনে আনাগোনা করে...
না হয় ঠিক ঠিক হাসিতাম খিল খিল করে
শাহ এর কবিতার শেষ লাইনটি পড়ে ...
ভালো থাকা হোক সব সময়...
১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:১০
শাহরিয়ার কবীর বলেছেন:
সেই গানের কথা মনে পড়ে গেল।
আমার লাইন হয়ে যায় আঁকাবাকা ভাল না হাতের লেখা।
থাকেন হাসিতে হাসিতে ,
দুঃখ আসে নাকো সবার ঘরে
যে জন জনম দুঃখি
ভাঙ্গে তাহার মন।
একখানা কথা বলিতে চাই
ঢাকা টু পাবনা বেশি দূরে নয়।
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ভাই
৩| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:০২
অগ্নি কল্লোল বলেছেন: ভালো।
১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:১০
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ভাই
৪| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৭
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: হৃদয়ের ক্ষত টা ক্রমাগত বাড়ে
উড়ে গিয়েছে সে বহু দূরে।
++++++
১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:২০
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল
৫| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:২১
রুদ্র জাহেদ বলেছেন: চলে গিয়েছে সে আজ বহু দূরে,
রেখে গেছে শুধু এই পাগল টারে।
থেকে যায় কিছু স্মৃতি সঙ্গে করে।
সুন্দর+
১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৬
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল
৬| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:২২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার কবিতা খুবই ভাল লাগল।ধন্যবাদ।
১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৭
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল দাদা
৭| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৯
খায়রুল আহসান বলেছেন: দুঃখভাবে ভারাক্রান্ত কবিতা।
১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ভাই
৮| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৭
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৫
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ভাই
৯| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৩
মিজানুর রহমান মিরান বলেছেন: পাগলটা যেন আর একটা পাখিকে পরানে বাঁধতে পারে! এই আশায়...
১৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন: কে আর এই পাগলরে হৃদয় দিবে?
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ভাই
১০| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৫
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: গতকাল রাতে আপনার মন্তব্যের উত্তরে যা লিখেছিলাম তা আবারও দিলাম। শুধু আপনার জন্য লেখা :-
গেছে চলে-যায়নি বলে,
চলে যাওয়ার কারণ।
ভালোবাসি বলতে 'আমায়,
কে করেছে বারণ?
এমন ভেবে মনটা শুধু
করেন কেন ভার?
যে গিয়েছে কখনো সে,
ছিলোনা আপনার।
আপনি যাকে হারিয়েছেন
সে ভাসতো না ভালো,
সে হারালো এমন জনা
যে দিয়েছে আলো!
আপনি তাকে হারিয়েছেন
এমন ভাবা ক্ষয়,
বুঝতে হবে ভালোবাসার
যোগ্য সেতো নয়।
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৯
শাহরিয়ার কবীর বলেছেন: যে যাবার চলে যায় হায়
তবুও নির্লজ্জ মন নাহি মানিতে চায়।
সে ছিলে মোর প্রতিটি নিঃশ্বাসের অক্সিজেন
সে বিহনে বিষাক্ত জীবনে, প্রতিটি নিঃশ্বাসে মোর
হাইড্রোজেনের মত কিছু একটা অনুভব করিতে পায়।
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ভাই
১১| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৯
মাহবুবুল আজাদ বলেছেন: বিষাদময় দারুণ কবিতা।
ভাল লাগল, আন্তরিক শুভ কামনা রইল।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ভাই
১২| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৯
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
কবিতায়+++++++++++++
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৬
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ভাই
১৩| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২০
নীল প্রজাপ্রতি বলেছেন: অসাধারণ, দেহ মনে বয়ে গেল ভাললাগার শিহরণ...
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন: অতি লোভে তা ক্ষোভে পরিণিত হয়।তাই সাবধান।
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল
১৪| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১১
অঘ্রান প্রান্তরে বলেছেন: বলেছেন: যে যাবার চলে যায় হায়
তবুও নির্লজ্জ মন নাহি মানিতে চায়।
সে ছিলে মোর প্রতিটি নিঃশ্বাসের অক্সিজেন
সে বিহনে বিষাক্ত জীবনে, প্রতিটি নিঃশ্বাসে মোর
হাইড্রোজেনের মত কিছু একটা অনুভব করিতে পায়।
হতাশ হইও না বৎস, আসিবে সে ফের ফিরে
একবুক জ্বালাতন আর কিছু হারানোর বেদনা বুকে বয়ে...
দেয়ার কি তার কিছু ছিল বলো!!
অসময়ে যে মাটির বুকে ঘুমায়ে পড়িল;
জীবনের ঋণ জীবনে শোধাইও, মরনেতে শোধাতে এসে
অশ্রুজল না ফেলিও, কবরে গোলাপ রেখে মিছে শান্তনা না বহিও...
এর চেয়ে বহুত ভালো ওই রুপোলী চাঁদের জোছনা শান্ত স্বাধীন মনে মাখিও______;
হতাশ বালক কাহা গিয়া তুম, হাম তো ইধার হে, কাহা ডুনরাহিহে হামে কো তুম.........।।
১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৫
শাহরিয়ার কবীর বলেছেন:
অশ্রুজল না ফেলিও, কবরে গোলাপ রেখে মিছে শান্তনা না বহিও...
এর চেয়ে বহুত ভালো ওই রুপোলী চাঁদের জোছনা শান্ত স্বাধীন মনে মাখিও
আপনি কি নিজে মনে প্রানে বিশ্বাস করেন?
চরিত্র খানা কাল্পনিক টাকা পয়সা না থাকিলে,কেউ তার হৃদয় দেয় না।
জীবন চলে গেল দুই পনেরর বছরের পার_
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল......।
১৫| ০১ লা জুলাই, ২০১৬ রাত ৯:২৪
অতৃপ্তচোখ বলেছেন: দারুণ লিখেছেন ভাই। ভালো লাগলো বিরহ কথন।
ভুল তো সেখানেই হয়, পরাণে না বেঁধে হাতে বাঁধলেই বুঝি নারী জাতি তুষ্ট রয়!
অনুসারিত হলাম
২৬ শে জুলাই, ২০১৬ রাত ২:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:০০
বিজন রয় বলেছেন: কবিতা পড়ে আমিও বধির।
অসাম।
+++