![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোনালিসাকে সবাই পেতে চায়, সে তো এক বিস্ময় !!!
তোমার হৃদয়ের কেন্দ্রবিন্দুতে আজ বাসা বেঁধেছে কে?
আবেগ প্রবণ মনে বসন্ত এসেছিল
কাল বৈশাখীর ঝড়ে তা কেরে নিলো
ফের দেখা হবে কিনা__
জীবনের প্রবাহ ক্ষণিকের সুখের আর দীর্ঘমেয়াদী দুঃখের,
বসে আছি অবজ্ঞার বেরি পায়ে অন্ধকার কারাগারে__
কতকিছু চাওয়াতে কতকিছু পাওয়াতে জীবনের পূণতা মিলে ?
একখানা স্বচ্ছ দর্পণের সামনে দাঁড়িয়ে প্রশ্ন জাগে মনে,
কেন প্রতিনিয়ত ভাগ্য অন্ধের সাথে কাঁনামাছি খেলে যায় নীরবে
জীবনের কাছে হার মানা যে পথিক, খুঁজে যায় নীল রঙের আসল মানে।
তবুও মনে হয় ভূল আমারি, ভূল আমারি,
ক্ষমা করিও, ক্ষমা করিও মোরে এতটুকু আকুতি রেখো।
ছবিঃ নেট
২৬ শে মে, ২০১৬ রাত ১২:০১
শাহরিয়ার কবীর বলেছেন: আই র কি ল্যংগুয়েচ গত ফপলেননি। প্রশ্ন করেছি আমি, উত্তর দিবেন আপনি? কিতা বলেন ভাইসাব
২| ২৬ শে মে, ২০১৬ রাত ১২:০৬
ঘটক কাজী সাহেব বলেছেন: গত ফপলেননি কি এ্যা মিয়া ভাই আননে আরে ফ্রশ্ন করছুইন ক্যারে
২৬ শে মে, ২০১৬ রাত ১২:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: আর ফারি নো । মোরে পাত্রীর সন্ধান দেন । মেলা টেহা ওলা
৩| ২৬ শে মে, ২০১৬ রাত ১২:০৮
ঘটক কাজী সাহেব বলেছেন: কাল্পনিক ভালুবাসা বাসি রাইক্ষা আসল ভালুবাসা করুইন। কন তো মাইয়ার খোঁজ লাগাই
২৬ শে মে, ২০১৬ রাত ১২:১৬
শাহরিয়ার কবীর বলেছেন: কাল্পনিক করিতে করিতেই বাস্তব হবে..
৪| ২৬ শে মে, ২০১৬ রাত ১২:২০
ঘটক কাজী সাহেব বলেছেন: ক্যারে টেহা ওয়ালা ক্যা? যৌতুক
ফহিরনি অইলে চইলত না
এই কানা বোবা লুলা, খালি এক পেমের লাই জীবন কাটাইব
২৬ শে মে, ২০১৬ রাত ১২:২৪
শাহরিয়ার কবীর বলেছেন: আনহের মত ঘটক আইর দরকার নাই। নতুন কুনু প্রেমের সন্ধান দেন না কেরে।
৫| ২৬ শে মে, ২০১৬ রাত ১২:৩৪
ঘটক কাজী সাহেব বলেছেন: ফের চিপা খাইতে নতুন ফেমের সন্ধান দিমু মিয়া পাইছুইন ডা কি এ্যা
২৬ শে মে, ২০১৬ রাত ১২:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: কিছু নগদ টেহা দিমুনে ভাউ ...কাজ হরেন
৬| ২৬ শে মে, ২০১৬ রাত ১২:৫৭
ঘটক কাজী সাহেব বলেছেন: ওকে ভালো থাকুন। গিয়েছিলেন ওখানে।
২৬ শে মে, ২০১৬ রাত ১:০০
শাহরিয়ার কবীর বলেছেন: হুম গিয়েছিলাম মাইরা বাপেরা বাধা দিছে। মাইয় বিয়া দিবে না। আপনিও ভাল থাকুন
৭| ২৬ শে মে, ২০১৬ রাত ১:০০
কবি হাফেজ আহমেদ বলেছেন: অঅসাধারন লেখনি।
২৬ শে মে, ২০১৬ রাত ১:০১
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ, ভাল থাকুন।
৮| ২৬ শে মে, ২০১৬ রাত ১:০৫
গেম চেঞ্জার বলেছেন: ভাল লাগলো!!
২৬ শে মে, ২০১৬ রাত ১:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ, ভাল থাকুন।
৯| ২৬ শে মে, ২০১৬ রাত ১:০৫
ঘটক কাজী সাহেব বলেছেন: আর বুঝিতে বাকি নাই গো দাদা
২৬ শে মে, ২০১৬ রাত ১:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা
১০| ২৬ শে মে, ২০১৬ রাত ১:১১
ঘটক কাজী সাহেব বলেছেন: টেহার কতা কন ক্যারে মিয়া এ্যা।
টেহা কি আর কম আছেনি।
আই খালি একজনার লাই অখন ঘটকালী করুম। হেরপর হেরা মিলে গেলি ফরা আর আরে কেউ খুঁজি ফাইত না।
২৬ শে মে, ২০১৬ রাত ২:০১
শাহরিয়ার কবীর বলেছেন: সে আমি ঠিক না । আর টাকা দিয়া ছাতা কিনে দিবো...........
১১| ২৬ শে মে, ২০১৬ রাত ১:৩২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল।
২৬ শে মে, ২০১৬ রাত ১:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ, ভাল থাকুন।
১২| ২৬ শে মে, ২০১৬ রাত ২:২৪
রুদ্র জাহেদ বলেছেন: বেশ ভালো লাগল
২৬ শে মে, ২০১৬ রাত ২:৪২
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ, ভাল থাকুন।
কেমন আছেন?
১৩| ২৬ শে মে, ২০১৬ রাত ২:৩৯
বাংলা গান শুনুন বলেছেন: প্রত্যাশা এবং প্রাপ্তিতেই মিলে জীবনের পূর্ণতা।
২৬ শে মে, ২০১৬ রাত ২:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন: প্রাপ্তি যেন অপ্রাপ্তিতেই রয়ে গেল।
আর হবে সেই ছলনাময়ীর দেখা।
আন্তরিক ধন্যবাদ, ভাল থাকুন।
১৪| ২৬ শে মে, ২০১৬ রাত ২:৫৪
আহমেদ রাতুল বলেছেন: নিস্তব্ধ অন্ধকার চারিদিক কুড়ে কুড়ে খাচ্ছে আমায়,জ্বলন্ত সিগারেটে ধোয়াটে পরিবেশ......
২৬ শে মে, ২০১৬ রাত ৩:২০
শাহরিয়ার কবীর বলেছেন: প্রাপ্তি যেন অপ্রাপ্তিতেই রয়ে গেল।আন্তরিক ধন্যবাদ, ভাল থাকুন।
১৫| ২৬ শে মে, ২০১৬ দুপুর ২:২৬
সুমন কর বলেছেন: এটা মোটামুটি লাগল !
কিছু টাইপো আছে।
২৬ শে মে, ২০১৬ দুপুর ২:২৮
শাহরিয়ার কবীর বলেছেন: আচ্ছা আচ্ছা দাদা।
ঠিক করে নিবো।
আন্তরিক ধন্যবাদ, ভাল থাকুন।
১৬| ২৬ শে মে, ২০১৬ বিকাল ৪:২৪
কল্লোল পথিক বলেছেন:
সুন্দর কবিতা।
ভীষণ ভালো লেগেছে।
২৬ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ, ভাল থাকুন।
১৭| ২৬ শে মে, ২০১৬ রাত ১১:০৪
নীলপরি বলেছেন: ভালো লাগলো।
২৬ শে মে, ২০১৬ রাত ১১:২৮
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ, ভাল থাকুন।
১৮| ০৩ রা আগস্ট, ২০১৬ ভোর ৪:৩৭
টাইম টিউনার বলেছেন: ভল্লাগছে ভীষণ। দারুন লিখেছেন।
০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:১১
শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৬ রাত ১১:৫৮
ঘটক কাজী সাহেব বলেছেন: নীল রঙের আসল মানি কি গো ভাইইইই, কইবাইন নি,
