![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছিলে জ্যোতিকার জ্যোতি তুমি
আমার নেই আলো
উদ্ভাসিত নক্ষত্র, হয়ে গেল এলোমেলো।
ভাবনায় ভেবে যাই সেকি মৌলিক, নাকি কাল্পনিক?
যে চুরুটটি জ্বলছে হৃদয়ের বিভাজনে__
উন্মাদের অব্যক্ত কথাগুলো বলা হয়নি ব্যাকরণের নিয়মে।
জানিনা ঐ নয়নের দীপ্তিতে চম্বুকের কি আকর্ষণে টেনেছিলো
অন্ধ মোহে পড়েছিলাম ,তাই মেলেনি তাতে মুক্তি।
গগন পানে তাকিয়ে ভাবি সেকি আসবে এ অন্ধের ধরনীতে
অবজ্ঞায় অবহেলায় হারিয়েছি জানিনা কোন কুয়াশায়।
ছবিঃ নেট
২৭ শে মে, ২০১৬ দুপুর ১:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।ভাই
২| ২৭ শে মে, ২০১৬ দুপুর ১:২২
সুমন কর বলেছেন: ভালো লাগল।
২৭ শে মে, ২০১৬ দুপুর ১:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল । দাদা
৩| ২৭ শে মে, ২০১৬ দুপুর ২:৩৫
অর্কমানিক বলেছেন: জীবন যেখানে থুমকে যায় আবার সেখান থেকে শুরু করতে হয় তাহলেই ভুল এর অবসান ।.........................
১১ ই জুন, ২০১৬ বিকাল ৫:২৩
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।
৪| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৩:১৮
লক্ষ্মীছেলে বলেছেন: ভালো কবিতা, ভালো থাকুন।
২৭ শে মে, ২০১৬ রাত ১০:০৪
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।
৫| ২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো ।
২৭ শে মে, ২০১৬ রাত ১০:০৪
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।
৬| ২৮ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৩
পবন সরকার বলেছেন: চমৎকার কবিতা।
২৯ শে মে, ২০১৬ রাত ১:১২
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।
৭| ৩০ শে মে, ২০১৬ সকাল ১১:৩৪
অবনি মণি বলেছেন: ভালো লাগলো।
১১ ই জুন, ২০১৬ বিকাল ৫:২৩
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।
৮| ১২ ই জুন, ২০১৬ দুপুর ২:১৮
খায়রুল আহসান বলেছেন: ভাবের কবিতা, তাই ভালো লাগলো। ছবিটাও সুন্দর।
কিন্তু বেশ কয়েকটা ভুল বানান সুন্দর কবিতাটির সৌন্দর্য ম্লান করে দিচ্ছে। তাই একটু সময় করে সম্পাদনা করে নেবেন।
জ্যেতি তুমি<জ্যোতি তুমি
কাল্পণিক<কাল্পনিক
ব্যকারণের নিয়মে<ব্যাকরণের নিয়মে
চম্বুকের<চুম্বকের
আকষণে<আকর্ষণে
১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক করে দিয়েছি। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।
৯| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৯
বিজন রয় বলেছেন: ছিলে জ্যোতিকার জ্যেতি তুমি
জানিনা ঐ নয়নের দীপ্তিতে চম্বুকের কি আকষণে টেনেছিলো
আলোহীন উন্মাদনায় ভরে উঠলাম।
++++
১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক করে দিয়েছি। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৬ দুপুর ১:১২
কল্লোল পথিক বলেছেন:
সুন্দর কবিতা।