![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
র্নিঘুম রাতের প্রহরী হয়ে
আমিও জেগে আছি,
এই শহরের মত করে।
পুরনো কিছু স্মৃতি বুকে নিয়ে !!!
কেন অবেলায় এসেছিলে
কেনই বা অবেলাই হারিয়ে গেলে?
ফিরে এসো, চল ভালবাসি।
ডিজিটাল নয় প্রাচীন ধারায়
আধুনিকতার স্রোতে তো আবার,
মিলিয়ে দিবে প্রাচীনতায়।
আমরা না হয় একটু আগে পৌঁছালাম।
২৮ শে জুন, ২০১৬ রাত ১২:৫৫
কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল দাদা
২| ২৮ শে জুন, ২০১৬ রাত ১২:৪৫
ঘটক কাজী সাহেব বলেছেন: ক্যারে কবির ডিজিটালে কি আগুন লাগছে নি; প্রাচীনে তো যৌতুক দেয়া ধনী মাইয়া পাইতাছিনা।
২৮ শে জুন, ২০১৬ রাত ১২:৫১
কবীর বলেছেন: ঘটক সাব উল্টা-পাল্টা কথা কইবেন না, মুই কিন্তু মাইন্ড করছি!!!
৩| ২৮ শে জুন, ২০১৬ রাত ১২:৪৭
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার হয়েছে।
২৮ শে জুন, ২০১৬ রাত ১২:৫৫
কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।
৪| ২৮ শে জুন, ২০১৬ রাত ১২:৪৮
ঘটক কাজী সাহেব বলেছেন: ছ্যাঁক খাইছুইন নি যে এমুন বইসা আছুইন।
২৮ শে জুন, ২০১৬ রাত ১২:৫৩
কবীর বলেছেন: আমারে এক “এনজেল মর্জিনা” ছ্যাঁকা দিয়েছে গো ঘটক সাব।
৫| ২৮ শে জুন, ২০১৬ রাত ১:০৯
অশ্রুকারিগর বলেছেন: ভালো লেগেছে। পুস্টে পিলাচ আর আপনার উনি ফিরে আসুক
২৮ শে জুন, ২০১৬ রাত ১:১৯
কবীর বলেছেন: বহুগামী হৃদয় যাহাদের তারা কি আর তাদের হৃদয় দিয়ে ভালোবাসে ??? ফিরে আসার নয় সে!!!
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।
৬| ২৮ শে জুন, ২০১৬ রাত ১:২৫
অশ্রুকারিগর বলেছেন: আহারে, কষ্ট। সকল ভালোবাসা সুখী হোক।
২৮ শে জুন, ২০১৬ রাত ১:২৮
কবীর বলেছেন: কষ্টের কলিংবেল কি আর সবার দরজায় বাঁজে বলেন? সকল ভালোবাসা ফরমালিন মুক্ত হক।
৭| ২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:৪৭
সিগনেচার নসিব বলেছেন: ভাল লাগছে
২৮ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৮
কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল
৮| ২৯ শে জুন, ২০১৬ রাত ১:৪৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাহ, চমৎকার একটা অনুকাব্য।
বেশ ভালো লাগলো।।
২৯ শে জুন, ২০১৬ রাত ১:৫৪
কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল
৯| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১০:১৪
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: দূর্দান্ত হয়েছে।
ডিজিটাল নয় প্রাচীর ধারায় <প্রাচীন ধারায় হবে কি?
২৯ শে জুন, ২০১৬ রাত ১০:১৫
কবীর বলেছেন: ঠিক করে নিচ্ছি। ধন্যবাদ
১০| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:১১
অতৃপ্তচোখ বলেছেন: খুব সুন্দর লিখেছন ভাই। আসলে, ডিজিটাল ধারায় যে প্রেম তাতে ভালোবাসার অংশীদারি খুবই কম। প্রাচীন ধারায় ভালোবসাটা অক্ষয় ও আন্তরিক।
দারুণ লেখেন ভাই। ভালো লাগলো।
০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:৫০
কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল
১১| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৮
নীলপরি বলেছেন: ডিজিটাল নয় প্রাচীন ধারায়
আধুনিকতার স্রোতে তো আবার,
মিলিয়ে দিবে প্রাচীনতায়।
ভালো লাগলো ।
১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৬ রাত ১২:৩৯
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।