![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখে তন্দ্রা, মনে বিষন্নতা, ঘুম বড়ই স্বার্থপর,
অসীম শূন্যতা ঘিরে বসবাস।
রঙিন অতীত তুমি বড়ই কষ্টের ইতিহাস__
আবেগপ্রবণ মনে বসস্ত এসেছিল
বৈশাখী ঝড়ে তা কেরে নিলো, কল্পনায় কতছবি এঁকেছিনু মনে।
কত দিবা-নিশিতে দেখেছি, ঐ নয়নের আলো
নয়নে-নয়নে পড়েনি পলক, পৃথিক যেন আজ দিশেহারা এক বালক !!
অবেলার শেষ ট্রেনে চলে গেল সে কোন দূরে।
ইট-কাঠ শহরের ব্যস্ততার নগরে
মানুষ গুলোর ভীড়ে, কোথায় যে গেল সে হারিয়ে !!
আজও আকাশ পানে উড়ো চিঠি লিখি রোজ রোজ__;
আবার ফিরে আসবে বলে , এই বোকা বালকের পানে।
ছবিঃ নেট
১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।
২| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪৩
ইমরান আল হাদী বলেছেন: ভাল লাগা রেখে যাই কবিতায় +++
১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।
৩| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪৭
সামিয়া বলেছেন: অসাধারন।
১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।
৪| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৫
অরুনি মায়া অনু বলেছেন: হারিয়ে যাওয়া অতীত আর যে ফিরে আসেনা
১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: আমার চাওয়া ছিল সামান্য কিন্তু
এই সামান্য , কখন যে অসামান্য
হয়ে গিয়েছিল ঠিক বুঝতে পারিনি।।
তাই কিছু স্মৃতি আর অসীম শূন্যতা নিয়ে বসবাস।
ভালো থাকুন।
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।
৫| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১৬
কানিজ ফাতেমা বলেছেন: প্রারম্ভিক ভঙ্গিমাটা দারুন !
১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২০
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।
৬| ১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
সিগনেচার নসিব বলেছেন: বাহ ! চমৎকার লাগল কবিতা
মুগ্ধতা রেখে গেলাম ++++
১৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:১১
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।
৭| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫০
খায়রুল আহসান বলেছেন: রঙিন অতীত তুমি বড়ই কষ্টের ইতিহাস - অতীত রঙিন হয়েও যদি বর্তমান ধূসর হয়, তা বেশ কষ্টের বটে।
আজও আকাশ পানে উড়ো চিঠি লিখি রোজ রোজ__;
আবার ফিরে আসবে বলে , এই বোকা বালকের পানে - বেদনার রেশ রেখে গেলো।
কবিতা বেশ ভালো লেগেছে। "লাইক' দিলাম।
১৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৭
শাহরিয়ার কবীর বলেছেন: কি আর বলি বলেন, প্রেম-পিরিতি তো মানব দেহের হরমনের খেলামাত্র।।
যাকিনা, নেশার মত বলা চলে।। যাহোক,
আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল। ধন্যবাদ
ভাল থাকুন।
৮| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৮
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: নয়নে-নয়নে পড়েনি পলক, পৃথিক যেন আজ দিশেহারা এক বালক !!
কি অসাধারণ লেখা। দেরীতে হাজিরার জন্য লজ্জিত।
১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: দেরি হোক আর পরে হোক আসলেই আমি ধন্য।।।
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।
৯| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৫
সামিয়া বলেছেন: অসাধারন
১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১২
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।
১০| ২৫ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০৭
অতৃপ্তচোখ বলেছেন: বিষন্নতায় ভরা সময়গুলোর অসাধারণ প্রকাশ। ভালো লাগলো বস___
'চোখে তন্দ্রা, মনে বিষন্নতা, ঘুম বড়ই স্বার্থপর,
অসীম শূন্যতা গিরে বসবাস।
রঙিন অতীত তুমি বড়ই কষ্টের ইতিহাস__'
অনেক কথা লুকানো এই লাইন তিনটিতে।
২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২৬
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।
১১| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৭
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ভাল লাগা
২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।
১২| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
ওমেরা বলেছেন: এই ব্লগে তো দেখি সব ছ্যাকা খাওয়া পোলাপাইন !!
আপনার সব গুলো না হলেও অনেক গুলো কবিতা পড়লাম খুব ভাল লিখেন আপনি । আমি কবিতা পছন্দ করি না বা বুঝি ও আপনার কবিতা গুলি খুবই চমৎকার লেগেছে ।যদিও প্রতিটা কবিতায় ছ্যাকা খাওয়া ব্যা ব্যা করেছেন তবু অনেক ভাল লেগেছে ।
পুরুষ মানুষকে কি এত সহজে ভেংগে পড়লে হয় । এক টুনটুনি গিয়েছে আরেক টুনচুনি আসবে । অবশ্য টুনটুনিরে ধন্যবাদ দিতেই হয় সে না যাইলে তো আমরা এত সুন্দর সুন্দর কবিতা গুলো পেতাম না ।
কামনা রইল সুখে থাকেন ভাল থাকেন ।
২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
শাহরিয়ার কবীর বলেছেন:
বিপদে পড়িলে .... কে যেন লাফ পারে । আমার সব কবিতা কাল্পনিক পড়ে মনে হতে পারে বাস্তবিক ।
ধন্যবাদ কবিতা না বুঝেও যে পড়েছে তাতে কম কিসের ।
২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনি সেই গুরু কষ্টে রানী কিনা ?
১৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
ওমেরা বলেছেন:
আপনি সেই গুরু কষ্টে রানী কিনা ? কি বল্লেন ঠিক বুঝলাম না !!
২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন:
একজন ব্লগার ছিল কষ্টের রাণী .............. সে আমার শ্রদ্ধেয় ব্লগার ছিলেন ,মাঝে মাঝে তাকে ভীষণ মিস করি।যদিও তার অনেকগুলো নিক। এ কারণে প্রশ্ন করা ।
ধন্যবাদ।
১৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২০
ওমেরা বলেছেন: জী না আমি কষ্টের রানী না সুখের রানী হি হি হি হি ------------
আর কোন নিক নেই , আমি লুকোচুরি পছন্দ করি না তাই নিজের নামেই নিক নিয়েছি যতদিন থাকব এই নামেই থাকব ।
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
ওহ আচ্ছা ,,, তাই বুঝি !!!! তোমার হাসিটা লক্ষ টাহার সমান ..... মনে ধরেছে ।
তুমি কি বিদেশে থাকো ? বিদেশে যাইতে মন চায় কিন্তু টাহা নাই !!!
যাহোক ..
অকবির কবিতা পড়ছো জেনে তাতে আমি মহা খুশি ।
ধন্যবাদ ।
১৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৫
ওমেরা বলেছেন: বিদেশ ই আমার দেশ দেশই আমার বিদেশ ! অবশ্য আমার ও বিদেশ যেতে মন চায় না ।সেখানে সৎ মা আর বাবা ছারা কেউ নেই ।
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন:
ওহ আচ্ছা ...জন্মসূত্রে নি ক্যান ..এ দেশ এখন বিদেশ !!! আমারও ভালা লাগে না ....। না মানে ..গভীর রাতেও তোমায় ব্লগে দেখি .. এ কারণে বলা ও মজা করছিলাম ।
কি সৌভাগ্য তোমার দু মা ............
এখন একটু বাহিরে যাব ভালো থাকো ।
১৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৬
ওমেরা বলেছেন: আরে দুই মা হবে কেন !! আমার মা মারা গিয়েছে । আর আমি ৯ বছর বয়সে ভাইয়া ভাবীর সাথে এখানে এসেছি । ওকে আল্লাহ আপনাকে ও ভাল রাখুন ।
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন:
সরি সরি .... বুঝতে পারিনি........
১৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৮
ধ্রুবক আলো বলেছেন: অপেক্ষা অনেক কঠিন জিনিস!
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০১
শাহরিয়ার কবীর বলেছেন:
কি ভাইয়া বুঝিনি .............।
১৮| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫০
ওমেরা বলেছেন: কি বুঝেন নাই । বলেছি আমার আমার দুই মা হবে কেন আমার আম্মু মারা গিয়েছে এর পর আমার আব্বু আবার বিয়ে করেছে ।আর আমার যখন ৯ বছর বয়স তখন আমার ভাইয়া ভাবী সাথে সুইডেন এসেছি । ভাইয়া আপনি আমার মাকে নিয়ে লিখাটা পড়িয়েন তাহলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ।
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন:
প্রতিউত্তরে ...... আমি বোঝাতে চেয়েছি ........ ১৫. নাম্বার মন্তব্যর প্রতিউত্তরের জন্য সরি বলেছি । আর আপনার মাকে নিয়ে লেখা পড়িনি........ আপনি তো লেখা ক্লিয়ার করেছিলেন ।আমার না বোঝার কি ছিল । আবারো সরি।
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন: ফিরছি ....
গোসল এবং খাওয়া পরে ...... (এ প্রতিউত্তর ডিলিট হবে.......)
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৭
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
কবিতায়++++++++++++