![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ হৃদয় শূন্য করে রেখেছি!
অনন্তকাল থাকবে তা এ ভাবেই পড়ে।
কোন এক ক্ষণে কল্পনায় এঁকেছিলাম তারে,
মনের জানালা ভেঙ্গে চলে গেল
অবেলায়, কোন দূর অজানায় ।
যতবার আমি তাকে বুঝতে গিয়েছি
ততবার আমি মূর্খ হয়েছি।
এ ব্যর্থতা যে আমারি, এ দুঃখও যে আমারি
কত দিবা-নিশি উন্মদের মত কেঁদেছি
তবুও তাতে নাই অভিমান তার প্রতি__;
দিবো নাকো তাকে অভিশাপ, তার
প্রতি রইল আমার পূর্ণ আর্শিবাদ।
ছবিঃ নেট
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২২
শাহরিয়ার কবীর বলেছেন:
এক কাপ আপনার আর বাকি কাপ ভাবীর জন্য !!
ভাবী ব্লগার না বলে, চা পবেনা তা কিন্তু হবেনা
২| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪০
রুদ্র রবি বলেছেন: ভালো লাগলো
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ
ভালো থাকুন।
৩| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০০
সুমন কর বলেছেন: ভালোই লাগল।
দূর, পূর্ণ....
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৪
শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক করে নিয়েছি ।
ধন্যবাদ, দাদা ।
৪| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৪
মেহেদী রবিন বলেছেন: ভাই , আবার বিরহে ভাসালেন। দুঃখ নিপাত যাক।
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: দুঃখের ভরা জীবন যাহার তাহার কিসের দুঃখ ???
সবার দুঃখ নিপাত যাক কিন্তু আমার টা সীমাহীন হোক।
৫| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ২:১৫
আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবির,
এরই নাম - প্রেম । সুন্দর ।
যতবার আমি তাকে বুঝছে গিয়েছি ...... এখান বুঝতে শব্দটি হবে মনে হয় ।
১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক করে নিয়েছি ।
ধন্যবাদ,
৬| ১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:২৪
টাইম টিউনার বলেছেন: উফ হৃদয় ছুঁয়ে গেলো কবির ভাই। প্লাস।
কোন দুর অজানায়-- আমি সিওর না দূর মনে হয়।
তাকে বুঝছে গিয়েছি -- বুঝতে
১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক করে নিয়েছি ।
ধন্যবাদ,
৭| ১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: দিবো নাকো তাকে অভিশাপ, তার
প্রতি রইল আমার পূর্ণ আর্শিবাদ।" সে-ই ভালো ।
১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ,ভাই
৮| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩২
দীপংকর চন্দ বলেছেন: আশীর্বাদই থাক।
অনেক অনেক শুভকামনা।
ভালো থাকবেন ভাই। সবসময়।
১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ দাদা,
অনেক দিন পড়ে পেলাম আপনাকে ।
৯| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
এখনো মূর্খ আমি।
১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৩
শাহরিয়ার কবীর বলেছেন: আমি তো মনে করেছি, আপনি অনেক সিনিয়র।
এ বিষয়ে, এ কথা আপনার মুখে মানায় না ।
১০| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৩
অরুনি মায়া অনু বলেছেন: ক্ষমাই যদি করেছেন তবে কেন আজ হাহাকার?
সিদ্ধান্ত নিয়েই যখন ফেলেছেন তবে কেন আর বিষণ্ণতা?
২০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৭
শাহরিয়ার কবীর বলেছেন:
জীবনের, এ পথ পাড়ি দিতে হবে অনেক বহু দূর !!
নিঃসঙ্গ এই জীবনের বিষন্নতাই সঙ্গী।
১১| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩২
অরুনি মায়া অনু বলেছেন: জীবনে ভাল থাকাটা খুব জরুরি। সে ভাল আছে। আপনিও ভাল থাকুন।বলছিনা অন্য কাউকে ভালবাসতে। তবে ভাল থাকার চেষ্টা করা দোষের কিছু নয়।
২০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৪০
শাহরিয়ার কবীর বলেছেন:
মনে হয়না পাড়বো, এই উন্মদারে হাত ধরার মত কেউ আছে কি ? থাকলেও তাকে খুঁজে পাইনা ।
১২| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫২
অরুনি মায়া অনু বলেছেন: ভাল থাকার ভিন্ন পথ বেছে নিন।মানুষ মানুষকে ভাল থাকতে দেয়না।
২০ শে আগস্ট, ২০১৬ রাত ১:০১
শাহরিয়ার কবীর বলেছেন: এ বিষয় অভিজ্ঞতা নাই ।। তবে চেষ্টায় আছি ..
১৩| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫২
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
২০ শে আগস্ট, ২০১৬ রাত ১:০০
শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
১৪| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১:১৭
অরুনি মায়া অনু বলেছেন: শুভ শুভ শুভ জন্মদিন নাতি।
২০ শে আগস্ট, ২০১৬ রাত ১:১৮
শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ নানী।
১৫| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সিনিয়র! হা হা হা।
তাই হয়তো মূর্খ এখনো।
২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন: জি ভাই,
আমার মত তো আর আপনি ললিপপ খান না।।
এতটুকু সাহসের সাথে বলতে পারি !!
১৬| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অচেনায় এত সাহস কি ঠিক?
২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: কাউকে চিনতে চাইলে তার ভাষা কপি করো ।।তাহলে আপনাকে না চেনার কি আছে?
আর কিছু বলতে চাচ্ছিনা
১৭| ২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছো
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৪
শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ
১৮| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩২
খায়রুল আহসান বলেছেন: যতবার আমি তাকে বুঝতে গিয়েছি
ততবার আমি মূর্খ হয়েছি - কেউ শেষাবধি মূর্খ থাকেনা।
২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন: দিন যত যাবে বাস্তাব অভিজ্ঞতা তত বাড়বে............
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৯| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০২
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: দারুন হয়েছে।
২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১২
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৪
প্রামানিক বলেছেন: প্রথম হলাম। চা কই - - -