নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

ভুল ভালোবাসা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৮




মিছে মায়ার বন্ধনে জড়িয়ে গিয়ে ,
বারবার নিজেকে ভুলে যাই, আমি কে ?
তোমায় ভুল করে ভালোবেসে
দিয়ে গেলে অবশেষে
চিতার অনল হৃদয়ে।

তুমি ছিলে ভূল বানানের এক বিরাট ভুল;
সুন্দর গানের একটি অসুন্দর সুর,
তবুও হৃদয় বীণা বেজেঁ উঠেছিল কি সুমধুর।

আজ নিঃসঙ্গ পৃথিবী আমার,অব্যক্ত যত কথা,
রঙিন ভালোবাসা, প্রত্যশা যত ছিল সবি আমার,
হৃদয়ের গভীর থেকে গভীরে
হয়েছে যত হৃদয়ের ক্ষত ক্রমাগত, সবি আমার ।


ছবিঃ নেট ।


মন্তব্য ১১২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৬

শায়মা বলেছেন: এটা কি গান???

আর ভুলে ভরা ভালোবাসার কবিতার ছবিতা কি তুমি এঁকেছো!!!!!!!!!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: আপু
গান নাকি কবিতা
আমি নিজেও তা জানি না......
পড়ে আপনিই বলে ফেলুন ,,,,,
আর
আমি ছবি আঁকতে পারি না, নেট থেকে নেওয়া। B-)

ধন্যবাদ।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৪

আহা রুবন বলেছেন: কবিতা

















কবিতায় আরেকটু এগিয়েছেন মন হয়। ভাল লাগা রইল।







০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাদের ভালোবাসা থকতে আর কিভাবে ভুল ভালোবাসার দিকে যাই .......... B-)

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫১

শায়মা বলেছেন: পারিবোনা এ কথাটি বলিওনা আর!!!!!!!!!!!!!!!










একবার না পারিলে দেখো শতবার!!!!!!!!!!!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:
কবি কথা বলে গেলেন ,,,,,,,,,,,

যদি আমি বলি, একবার না পাড়িলে কেন চেষ্ট করিবো নিরানব্বই বার............. B-)



ধন্যবাদ ।


৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৩

উম্মে সায়মা বলেছেন: ভালো লাগল....

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৬

জুন বলেছেন: ভুল করে এসেছিলে! ভুলে ভালোবেসেছিলে!
ভুল ভেংগে গেছে তাই যেতেছো চলিয়া!


আবার ফিরে যেতে হয় সেই রবীন্দ্রনাথের কাছে শাহরিয়ার কবির।
মনে হয় কবিতার নাম ব্যর্থ প্রেম।
আপনার কবিতাটিও সুখপাঠ্য।
+

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
আপু,
পড়ে আপনার মূল্যবান মন্তব্য রেখে যাওয়ার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০২

রাতুল_শাহ বলেছেন: মনে হচ্ছে লিরিক্স ।

পড়তে দারুণ লাগলো ........

সুর দিয়ে সুন্দর গান বানিয়ে ফেলেন ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা লিখতে গিয়ে
গানের লিরিক্স এর মত হয়ে গেছে ....
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০২

রিপন মল্লিক বলেছেন: খুব ভাল লিখেছেন এই কথাগুলো অনেকের জীবনের কথা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
জীবন থেকেই কবিতা ও গান হয়....

আপনাকে আমার ব্লগে স্বাগতম এবং অসংখ্য ধন্যবাদ ।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

ধ্রুবক আলো বলেছেন: গানটা শুনেন নি শাহরিয়ার ভাই
'ভুল সবই ভুল'
ভুল না করলে আসলটার খোজ পাওয়া যায় না....!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম, গানটা অসাধারণ .....

কিছু কিছু ক্ষেত্রে সময়ের কাছেও হার মানতে হয় !!! ভুলের মধ্যেই তো আছি ....!!!!

সবসময় পাশে পাই .....।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

পলাশমিঞা বলেছেন: ভালোবাসা আর ভালো বাসার কারণ যত সমস্যা শুরু হয়।

ভালোবাসর প্রয়োজন। ভালোবেসে আলাভোলা হলে সর্বনাশ হয়।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:

হুম, এ ক্ষেত্রে একটু চালক-চতুর হতে হয় । B-)

আপনাকে অসংখ্য ধন্যাদ ভাই ।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৯

সুমন কর বলেছেন: হুম, ভালো হয়েছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩২

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ।

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৪

মুশি-১৯৯৪ বলেছেন: খুব ভাল লিখেছেন শাহরিয়ার ভাই। আপনার কবিতা থেকে অনুপ্রানিত হয়ে আজ একটি কবিতা লিখলাম..।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার লেখা পড়ে অনুপ্রাণিত হয়েছেন জেনে খুব অবাক হলাম, আমিও আবার লেখক । ;)
যাহোক, আপনার কবিতা পড়ে মন্তব্য রেখে এসেছি এবং আপনি খুব সুন্দর লিখেনে।
আমার ব্লগে আপনাকে স্বাগতম ।
আশা করি, সবসময় আপনাকে পাশে পাবো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৩

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,




ভালোবাসাটা ভুল নয় । ভুল হলো ভালোবাসাকে বুঝতে না পারাটা । তাই যতো বিচ্ছেদ, যতো হাহাকার এই ভালোবাসাকে ঘিরে ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: শ্রদ্ধেয় আহমেদ জি এস ভাই,

আপনি ঠিক কথা বলেছেন।
ভালোবাসা সাময়িক সুখ দেয় , অনেকে তা ধরে রাখতে পারে আবার অনেকে দীর্ঘ সময় ধরে বিষ পান করার মত অবস্থা হয়, এ বিষের যন্ত্রণায় কেউ ভাগ্যগুনে বেচেঁ যায় আবার কেউ মারা যায় ....
যদি বলি এর নাম ভালোবাসা, তাহলে কি ভুল হয় !!


আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৬

নিয়াজ সুমন বলেছেন: ভুলের মাঝে শুদ্ধুতা লুকিয়ে আছে...
শুভ কামনা কবি...
প্রতশ্যা বানান টা একটু দেখবেন?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০১

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম, ভুল সবই ভুল গানটার মত ..
বানান ঠিক করে দিয়েছি ....

আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৬

বিলিয়ার রহমান বলেছেন: আজ নিঃসঙ্গ পৃথিবী আমার,অব্যক্ত যত কথা,
রঙিন ভালোবাসা, প্রত্যাশা যত ছিল সবি আমার,
হৃদয়ের গভীর থেকে গভীরে
হয়েছে যত হৃদয়ের ক্ষত ক্রমাগত, সবি আমার ।


সুন্দর লিখেছেন!:)

লাইক!:)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

ANIKAT KAMAL বলেছেন: ‌ চির সত্য সুন্দ‌রের একান্ত উচ্চারণ খুব ভা‌লো লাগল বন্ধু ভা‌লো থাক‌বেন অাজীবন

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনিও ভালো থাকুন সবসময় ।

১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

সামিয়া বলেছেন: বরাবরের মতই অসাধারণ।।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৩

এফ.কে আশিক বলেছেন: ভুল গুলো ভুলে যান ভাইয়া।

কবিতায় ভালো লাগা...
আগামী দিন গুলো আলোকিত হক কবিতায় কবিতায়...

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
ভুলতে না চাইলেও ভুলতে হবে.....
ধন্যবাদ।

১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:০৬

গেম চেঞ্জার বলেছেন: এইসব ছাড়েন! জীবন উদযাপনে নেমে পড়েন মিয়াসাব! 8-|

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
হাল ছেড়ে দিমু B-) ভাইসাব বিয়ে করছেনি, না মানে ভাবীর ছোট বহিন আছেনি ক্যান? কথা দিলাম তো ভালো হয়ে যামু ......... =p~


ধন্যবাদ ।

২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:০৮

বিলিয়ার রহমান বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: এইসব ছাড়েন! জীবন উদযাপনে নেমে পড়েন মিয়াসাব! :):)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম, ভালো হয়ে যামু ................ =p~


ধন্যবাদ ।

২১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:



ব্যাথাতুর কবির ব্যাথাতুর প্রেম আর ক্ষত সব পাঠকের!


দুর্দান্ত কাব্যপথ্য!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কেমনে ? সব দায় লেখকের সুপ্রিয় কবি ।]
ধন্যবাদ ।

২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

জেন রসি বলেছেন: সবই ভ্রম! ;)

গেম ভাইয়ের পরামর্শটা মাথায় রাখতে পারেন। :P



০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক বলেছেন ভাই ।
গুনী কয়েছেন ..........8-|
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

২৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪২

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ।

২৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

টুটুল বলেছেন: মন্দ নয়। শুভকামনা রইলো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ।

২৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যিই ভাই, আপনার প্রতিটি কবিতা আমাকে মুগ্ধ করে।
মনে হয় আমার মনের কথাগুলোই লিখে যান।
ভুল ভালোবাসায় ভাই আমারও জীবনে কিছুটা দীর্ঘশ্বাস।
আমিও আমার থেকে হারিয়ে যাই দূর কোনো অজানায়।
আপনার আন্তরিক ভালোবাসাপূর্ণ মন্তব্য আমাকে সবসময় উৎসাহিত করে ভাই।
ভালোবাসা জানবেন। কবিতায়++++++++++


গান বানাতে চেয়েছি, সুর করতে পারিনা।

তোর পিরিতে আমি মরা
দেহ অন্তর আমার পুড়া।।
জীবন গেল দুঃখ সয়ে
সুখের দেখা নাই।
আমার মতো রইলাম আমি
দিবানিশি শুধুই ভাবি।
কিসের সুখে তোর আশাতে
এই জীবন কাটাই।।
পাইলাম শুধু প্রেমের ছলনা।।

আকাশ কান্দে, বাতাস কান্দে
ভাসিস'রে তুই প্রেম-তরঙ্গে।
আমার ব্যথা বোঝার কেহ নাই।।
দুঃখ আমার গলার মালা
দিন-রজনী বাড়ায় জ্বালা।
কি সুখ পাইলে আমারে কান্দাই।।

কত দিনের কত কথা
বাড়ায় কেবল বুকের ব্যথা।
ভুলতে গিয়েও ভুলতে নাহি পাই।।
নিশি জেগে স্মৃতির পাতা
তোর প্রেমেরি ছোঁয়ায় ভরা।
আমার মাঝে আমি এখন নাই।।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: আমার মাঝে এখন আমি নাই।।
তোর প্রেমে পড়ে অন্তর আমার গেছে পুড়ে ভিতরে বাহিরে
জীবন আমার গেল দুঃখ সয়ে
তবুও সুখের দেখা পাইলাম নারে।

এখন শুধু দিবানিশি ভাবি।
কিসের সুখে তোর আশাতে
এ জীবন কাটাই।।
পাইলাম শুধু প্রেমের ছলনা।।

আকাশ কান্দে, বাতাস কান্দে
ভাসিস'রে তুই প্রেম-তরঙ্গে।
আমার ব্যথা বোঝার কেহ নাই।।
আমার মাঝে আমি এখন নাই।।
দুঃখ আমার গলার মালা
দিন-রজনী বাড়ায় জ্বালা।
কি সুখ পাইলে আমারে কান্দাই।।

কত দিনের যত কথা
বাড়ায় কেবল বুকের ব্যথা।
ভুলতে গিয়েও ভুলতে না পারিরে।।
নিশি জেগে স্মৃতির পাতা
তোর প্রেমেরি ছোঁয়ায় ভরা।
আমার মাঝে আমি এখন নাই।।

গানটা এভাবে হলে কেমন হয় ?

২৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৭

অরুনি মায়া অনু বলেছেন: হায়রে হাহাকার করতে করতে কবির জীবন গেল। কেন যে কবিতায় একটু সুখ খুঁজে পাইনা!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৬

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা,মন্দ বলেননি । আমার লেখাগুলো বেশির ভাগ কষ্টের কথা লেখা .... B:-/
পড়েছেন জেনে খুব ভালো লাগলো !
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
ভালো থাকুন।

২৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার গানটাও সাজানো হয়েছে চমৎকার।



আপনার আন্তরিকতায় মুগ্ধ হলাম ভাই।
ভালোবাসা জানবেন, শুভকামনা সবসময়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
যারা সুর করে, যাদের কাজ থেকে আরো ভালো সাজিয়ে নিবেন ............

ধন্যবাদ ।
শুভ কামনা রইল ।

২৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৯

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভালই লাগল। কেমন আছেন ভাই?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ....
আমি ভালো আছি ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
শুভ কামনা রইল ।
ভালো থাকুন।

২৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৯

বিলিয়ার রহমান বলেছেন: আমার লেখাগুলো চুরি হয়ে যাচ্ছে!! উপদেশ পরামর্শ থেকে থাকলে সাহায্য করুন
বিস্তারিত দেখুন

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার পোষ্টে মন্তব্য রেখে এসেছি .........
ধন্যবাদ ।

৩০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৫

অবনি মণি বলেছেন: যতই শাহরিয়ার কবীর এর পোস্ট দেখি ততবারই আমার শাহরিয়ার কবির কে মনে পড়ে যায় মাঝে মাঝে চিন্তা করি এই ব্লগার কে আর দেখবনা কিন্তু এতো সুন্দর লেখা কি করে মিস করি!! সাত বছর হয়ে গেলো আমার শাহরিয়ার কবির হারিয়ে যাবার কিন্তু আজও পারিনি ভুলতে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কোন কিছু হারিয়ে গেলে তার স্মৃতি হারিয়ে যায় না ......... সত্যিই আপনার প্রিয় মানুষটি হারিয়ে গেছে শুনে, আমি আপনাকে যে কি বলে সান্তনা দিব, সে ভাষা হারিয়ে ফেললাম । আমার ব্লগে আসবেন. পড়বেন এবং মন্তব্য করবেন। আর আশা করি অন্তঃপক্ষে সুন্দর একটি জীবনের জন্য হলেও সে সব স্মৃতি ভুলে যাওয়ার চেষ্ট করবেন । সুন্দর হোক আপনার আগামী, সে কামনা করি ।
ভালো থাকুন ।

৩১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:
সুন্দর সাবলিল।

ভালোলাগা +

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
শুভ কামনা রইল ।
ভালো থাকুন।

৩২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪১

অতৃপ্তচোখ বলেছেন: দারুণ লাগলো ভাই।


ভালোবাসা জানবেন সবসময়

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
শুভ কামনা রইল ।
ভালো থাকুন।

৩৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪১

খায়রুল আহসান বলেছেন: কবিতার কষ্ট স্পর্শ করে গেল!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে ভালো লাগলো......
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
শুভ কামনা রইল ।
ভালো থাকুন।

৩৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

পলাশমিঞা বলেছেন: অন্তত নতুন কিছু দৈনিক পরিবেশ করতে হয়। B-)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আজ্ঞে,
ঠিক কথা বলিয়াছেন জনাব B-)

৩৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

পলাশমিঞা বলেছেন: আজ আমি "শেষ বিশ্রামস্থল" নামে কিছু একটা লিখতে বসে চার লাইন লিখেছি।

সদল হলে নিশ্চয় ভালো কিছু করা যায়।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
আরো বড় করে লিখে ফেলুন ।
আপনি ভাই, লেখক এবং গায়ক দুইটাই। সমস্যা নাই পাশে আছি, পাঠক হিসাবে না হয়,
আপনার লেখা মান বিচার করা যাবে ।

৩৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৮

পলাশমিঞা বলেছেন: অদ্য নতুন উপন্যাসে কাজ করছি। জীবেন আমি অনেক লিখেছি কিন্তু নতুটার মত এত জবরজং কিছু আমি আগে লিখনি। আরও ৬০ পৃষ্ট লিখতে হবে, ৭০ হয়েছি। আজ যে কয় লাইন লিখেছি তা আসলে চারটা শব্দ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি এখন আর কবিতা লেখিনা।

আপনাদের মতামতে সত্যি উপকৃত হই। উপন্যসার ১৩ টা প্রকাশ করেছি, দুই একটা পড় মন্তব্য করলে খুশি হব।

গান আমি মজা করার জন্য গাই। নিজে সব কাজ করি। আমি কিন্তু গায়ক নয়। কাজ জানলে কী করা যায় তা প্রমাণ করার জন্য গায়কদের সাথে মজা করি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২০

শাহরিয়ার কবীর বলেছেন: উপন্যসার ১৩ টা প্রকাশ করেছি, দুই একটা পড় মন্তব্য করলে খুশি হব।
সময় করে অবশ্যই পড়বো, আপনার লেখাটা কোথায় প্রকাশ করেছেন ব্লগে, নাকি বইয়ে ?

৩৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩১

পলাশমিঞা বলেছেন: আমার সাইটে ই-বই আছে। হার্ডকপি কিনতে চাইলে আমাজন থেকে কিনতে হবে।

ফেইসবুকে গ্রুপ এবং পেইজ আছে।

আমার সাইট
আমাজন

ফেইসবুক পেইজ
ফেইসবুক গ্রুপ

সদলে কাজ করলে, কষ্ট সফল হবে।
অনেক সময় দিয়েছি, টাকার কথা না-ই-বা বললাম।

তবে এবছর আমি সফল হয়েছি। এখন আমি নিজেক প্রকাশক বলতে পারব। আমার প্রকাশিত বই লন্ডন থেকে দেশে গিয়েছে। দেশের এক প্রকাশনি কিনি নিয়েছে ৪০ কপি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
সময় করে সবগুলো বই পড়ার চেষ্টা করবো এবং সংগ্রহ করার চেষ্টা করবো !
আপনার আরো সাফল্য কামনা করি।
ধন্যবাদ ভাই ।

৩৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৮

পলাশমিঞা বলেছেন: পরমাত্মীয় ২৪ বছরে শেষ করেছি।
মতামত দিলে সত্যি উপকৃত হব।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি কিছু দিন ধরে একটু ব্যস্ত, ফ্রি হলেই পড়ে জানাবো ।
ধন্যবাদ ভাই।

৩৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৫

আমিই মিসির আলী বলেছেন: তুমি ছিলে ভূল বানানের এক বিরাট ভুল;
সুন্দর গানের একটি অসুন্দর সুর,
তবুও হৃদয় বীণা বেজেঁ উঠেছিল কি সুমধুর।



বেশ চমৎকার ছিলো লাইনগুলা।
ভুল মানুষকে নিয়াই আমার সবচেয়ে সুন্দর স্বপ্নে মেতে উঠি।
+++

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো ভাই ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
শুভ কামনা রইল ।
ভালো থাকুন।

৪০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১০

শামীম সরদার নিশু বলেছেন: ছন্দের তালে তালে পাঠের কিছু সময় নাচছিলাম।
ভালো লাগা রেখে গেলাম।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো ভাই ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
শুভ কামনা রইল ।
ভালো থাকুন।

৪১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাললাগার কবিতা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো ভাই ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
শুভ কামনা রইল ।
ভালো থাকুন।

৪২| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:২৫

ধ্রুবক আলো বলেছেন: ভালোবাসাটা কারও ভুল, কারও বা সঠিক হয়। মানে কারো পৌষ মাস কারো সর্বনাশ।

যাই হোক, ভাই কেমন আছেন? অনেকদিন পর আপনার লেখা পড়লাম। অনেক সমস্যায় ছিল। তাই কন্টিনিউ করতে পারিনি।

০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি ভালো আছি ..।
আপনি নিশ্চয় ভালো আছেন ..।
আর আপনার সমস্যাগুলো কি এখন কাটিয়ে উঠতে পেরেছেন?

৪৩| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:২২

ধ্রুবক আলো বলেছেন: এখনো পুরোপুরি সমস্যা সমাধান হয়নি, তবে লেখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আর এমনিতে ব্যস্ততায় ভালোই আছি। জীবনে অনেক সমস্যা আসেই কিন্তু যবন থেকে থাকেনা।

০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
মানুষের জীবনে প্রতিটি সমস্যা সাময়িক ,এ কারণে মন খারাপ করবেন ।ধৈর্য্য ধরে সমস্যা কে কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে যান ।
শুভ কামনা রইল ।

৪৪| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল

০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
শুভ কামনা রইল ।
ভালো থাকুন।

৪৫| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১০

অতঃপর হৃদয় বলেছেন: হৃদয় ছুঁয়ে যাওয়ার মত কবিতা। ভালো লাগা রইলো।

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৪৬| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২৯

ওমেরা বলেছেন: আচ্ছা সেই ভুল মানুষটা কে বলেন আমরা ধরে নিয়ে আসি আপনার চিতার অনল নিবাতে হবে না , না হলে তো আপনি পুড়ে মরে যাবেন ।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:
কল্পনা আর বাস্তবের মিল কতখানি ? শতাব্দীর ব্যবধাণ এখানে আছে, নায়িকার চরিত্র হ্যলুসিনেশন বলতে পারেন। অলীক কিছু... নতুন অথিতি ক্ষণিকের জন্য এসেছিল আবার চলে গেছে । সে বর্তমানে আধঁরে বন্দী আছে ।ভালোবাসা জোড়া করে হয় না ... কপাল গুনেও হয়ে থাকে ... যদিও স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক ফারাক আছে । এখন আপনার প্রশ্নের উত্তর আপনি মিলিয়ে নিন ?

৪৭| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪৪

ওমেরা বলেছেন: কি জানি আপনারা কি বলেন আমি কিছু বুঝি না আসলে আমি খুব বোকা ।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন:
ইশ ফুলিশ ! B-) ঘুমান্ত মানুষকে জাগ্রত করা যায়, কিন্তু জাগ্রত মানুষকে কি জাগ্রত করা যায় ? বেশি করে ভিটামিন খান ...... চালাক হয়ে যাবেন । চালাক হওয়ার জন্য
শুভ কামনা রইল !

৪৮| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫০

ওমেরা বলেছেন: কি ভিটামিন নামটা যদি বলেন খেয়ে দেখব ।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
ট্যবলেটঃ ছ্যকা মাইছিন !
০+১+১
(চলবে ) B-)

২ মাস পরে দেখা করবেন ।

৪৯| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০০

ওমেরা বলেছেন: কোন দোকানে পাওয়া যাবে ?

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:
৪২০ ভূতের গলি,ঢাকা ১০০০।


৫০| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০৮

ওমেরা বলেছেন: তাহলে আপনি একটু কষ্ট করে পোষ্টে পাঠিয়ে দিতে পারবেন ?

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি কার জন্য .... খামাখা কুলির কাজ করে যাবো ,,,, আমার কি দায় পড়েছে ! B-)

৫১| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১৬

ওমেরা বলেছেন: আপনি কুলিলহবেন কেন ,কুলিরা টাকার বিনিময়ে কাজ করে আমি তো আপনাকে টাকা দিব না ।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
এ জগতে হায়, টাকা ছাড়া চিড়া ভেজানো কথার কোন দাম নেই ! B-)
নগদ দিতে হাতে
ওষুধু পাবেন সাথে সাথে ............ B-)

৫২| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৯

ওমেরা বলেছেন: আমার লাগবে না আপনি খান বেশী করে ।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:
অাফা মাইন্ড করলেন নি ক্যান ? B-) ভাইরে ভাই এই ওষধ না খাওয়া ভালো ...... কি যতনা বিষে বুঝবি..... B-)

৫৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:২৭

ওমেরা বলেছেন: না ভাইজান মাইন্ড করি নাই ।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
সবার সাথে একটু মজা করতে ভালো লাগে ! সবসময় হাসিখুশি থাকতে চাই B-)

৫৪| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৩৪

ওমেরা বলেছেন: আমার ও । আমি সব সময় হাসি খুশী থাকি আমার আশে পাশে যারা থাকে তাদেরকে ও হাসি খুশী রাখি ।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
এ কথায় একশত বস্তা লাইক !!! এই যে দুনিয়া কিসের লাগিয়া !!!! কোন কাজে কর্মে সিরিয়াস হতে মন চায় না। তারপরেও আল্লাহ ভালো রাখছেন ।

৫৫| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৪৯

ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ !

আমি কখনো হতাশ হই না সব সময় আল্লাহর উপর ভরষা করি ।আলহামদুল্লিলাহ আল্লাহ ভাল রেখেছেন ।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:
জেনে ভালো লাগলো ।

৫৬| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৫৫

ওমেরা বলেছেন: আল্লাহ আপনাকে ভাল রাখুন । আল্লাহ হাফেজ । আমার ঘুম পাচ্ছে ।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
অনেক গল্প হল ... আমি একটু গল্প প্রিয় মানুষ ।
আপনিও ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.