| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃশব্দে নীরবে
আলো আঁধারিতে ঘোরে !
কয়েক শতাব্দী ধরে যন্ত্রণা দিয়ে যাচ্ছে সে নীরবে,
শঙ্খচিলের মত করে দূর দিগন্তের ওপার হতে
সে তো, সে কবে কোথায় মিশে গেছে সবুজ সমাধিতে,
ঐ মহাকালের পথটি ধরে ।
তবুও কেন ফিরে আসে তার ছায়া-মায়া এ পার্থিব জগতে ?
একাল-সেকাল নয়, সে বহু কাল ধরে,
কি যেন এক ছায়াতে, কি যেন এক মায়াতে বন্দী হয়ে আছি
মুক্তি পথ হারিয়ে, জীবনের আলো-আঁধারির ঘোরে।।
ছবিঃ নেট।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১২
কবীর বলেছেন:
জীবন যুদ্ধে কখনো হতাশ হওয়া উচিৎ নয় .....
কোথাও না, কোথাও অতীতের হতাশার গল্পগুলোর জয় বর্তমানে লুকিয়ে আছে ।
আপনাকে সবসময় পাশে পাই বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
২|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার মতো রহস্যময় কাব্য আমি কেন লিখতে পারিনা !!! অনেক অনেক ভালো লাগা রইল ভাই ♥♥♥♥♥
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৪
কবীর বলেছেন:
আমার লেখাতে কি এমন রহস্য আছে !!
আপনি লিখতে থাকুন আর লেখতে লেখতে ভালো মানের লেখক হয়ে যাবেন ।
শুধু কামনা রইল ।
ধন্যবাদ ।
৩|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৮
ভাবুক কবি বলেছেন: ভাল লাগে সর্বদাই কবিতা পড়ে
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৯
কবীর বলেছেন:
পড়ে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৪|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০০
কবীর বলেছেন:
পড়েছেন জেনে ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৫|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৭
নাগরিক কবি বলেছেন: জাগতিক সব মায়া থেকে মুক্তি পেলেই জীবন এর আসল মানে মনে হয় বুজতে পারব।
আপনার কবিতা ভাল লেগেছে
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২২
কবীর বলেছেন:
নিজেকে সবসময় জীবন যুদ্ধে পরাজিত সৈনিক মনে হয়, হৃদয় শীতল হওয়ার মত কোন কিছু খুজে পাই না ।। মুক্তির পথ যে আর কত দূর? তারই বা কি জানি ।
পড়েছেন জেনে ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৬|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১১
বিজন রয় বলেছেন: শংঙ্গচিলের ???/
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪১
কবীর বলেছেন:
শঙ্খচিল হবে, বানান টা ভুল হয়েছিল,,
এবার পড়ে দেখুন ।
ধন্যবাদ ।
৭|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪০
নাগরিক কবি বলেছেন: পরাজয় বলতে কিছু নেই। যেখানে শেষ সেখান থেকেই শুরু।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৫
কবীর বলেছেন:
কোন কিছুর শুরু করতে পারি কিন্তু শেষ করতে পারি না .... বিষয়টা বুঝলাম না, কেন এমন হয়? বারে, বারে মাঝ পথেই পরাজয় । তাহলে কি শনির দশা লেগেছে নাকি ..
হুম ভাই,পরাজয় বলে কিছু নাই ।
ধন্যবাদ ।
৮|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০০
কানিজ ফাতেমা বলেছেন: কবিতা এবং মাকড়সা শিল্পের ছবি দু'টাতেই ভাল লাগা । শুভ কামনা রইল ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৭
কবীর বলেছেন:
কবিতা ও ছবি আপনার কাছে ভালো লেগেছে
জেনে আমার ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ভালো থাকুন ।
৯|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৫
রুরু বলেছেন: সত্যি সবাই কি যেন এক মায়াতে বন্দি আছি।
ভালো লাগলো।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪২
কবীর বলেছেন:
দুনিয়াটাই যে মায়াময়, একারণে থাকাটাই স্বভাবিক ।।
পড়ে ভালো লেগেছে জেনে ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
১০|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২
উম্মে সায়মা বলেছেন: সুন্দর লিখেছেন....
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৮
কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।
১১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৫
বিজন রয় বলেছেন: পড়েছি তো আগেই।
এবার বানানটি ঠিক আছে।
কি যেন এক মায়াতে বন্দী হয়ে আছি
জীবনটা অনেক ছোট, এই জন্য মানুষের এত মায়া।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
কবীর বলেছেন:
ঠিক বলেছেন দাদা !!
দুনিয়ায় মায়া ছাড়া জীবন চলে না ।
আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ ।
১২|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০০
আরণ্যক রাখাল বলেছেন: জীবনানন্দের প্রভাব আপনার উপর খুব বেশি মনে হচ্ছে।
ভাল লেগেছে কবিতাটা
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
কবীর বলেছেন:
ভাই বলেন কি ,,এতো বড় কবির প্রভাব যদি আমার উপরে এসে পরে,তাহলে কি সে ভার সহ্য করতে পারবো !! থাক ও সব কথা ।
আমার লেখা আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ।
আপনাকে অসংধ্য ধন্যবাদ ।
১৩|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
সুমন কর বলেছেন: হুম, আপনার লেখা চমৎকার একটি কবিতা। +।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪২
কবীর বলেছেন:
সবসময় আপনাকে পাশে পাই বলে,
এ বিষয়টাও আমার কাছে অনেক ভালো লাগে ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ।
ভালো থাকুন ।
১৪|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৭
আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,
ছিমছাম কবিতা ।
জীবনকে আলো-আঁধারির ঘোরের মাঝে মায়াময় বলেই মনে হয় ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭
কবীর বলেছেন:
পড়ে আপনার মুল্যবান মন্তব্য রেখে যাওয়া জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভাই।
ভালো থাকুন সবসময় ।
১৫|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব সুন্দর কবিতা ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১০
কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ভালো থাকুন সবসময়।
১৬|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাব যখন স্পষ্ট হয় পাঠকের জিজ্ঞাসারা আরো জাগ্রত হয় । আপনার কবিতার ভাব সেত জীবনেরি একটি অংশ মনের আধারে দৃশ্যমান আলো পোছানো কি কোন সৃষ্টির পক্ষে সম্ভব? ভাল থাকা নিজে নিজে থাকা যায়না ভাল রাখতে হয়।
ভাল লাগল কবিতাখানি। ভাল যেন রাখেন আপনাকে সেই কামনা করি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৭
কবীর বলেছেন:
হুম, যেখানে ধোয়াশা আছে, সেখানে আগুন নিশ্চয় লেগেছিল !!! কি স্পষ্টতা আর কিছু অস্পষ্টা নিয়ে লেখা, জানি না পড়ে সত্যিই কেমন লেগেছে !
আপনিও ভালো থাকুন সবসময়, এ কামনা করি ।
ধন্যবাদ।
১৭|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৬
আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর ! ![]()
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২২
কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৮|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১২
মুশি-১৯৯৪ বলেছেন:
বেশ কিছুদিন পর কবিতা দিলেন, আশা করি সুস্থ ছিলেন।
আপনার মত আমিও কি যেন এক মায়াতে বন্দি হয়ে আছি । প্রিয়তে নিলাম ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৪
কবীর বলেছেন:
হা হা হা ,,, আর বন্দী না থেকে এবার বের হয়ে আসার চেষ্টা করুন । তাতে নিজেরই মঙ্গল ।
আমি বেশ কিছুদিন ধরে একটু ব্যস্ত ছিলাম, এ কারণে ব্লগে কম এসেছি । আর আমি ভালো আছি ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময়।
১৯|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৯
অরুনি মায়া অনু বলেছেন: বাহ বেশ সুন্দর লিখেছেন।ভাল লাগল।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৬
কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময় ।
২০|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৯
কামরুন নাহার বীথি বলেছেন:
তবুও কেন ফিরে আসে তার ছায়া-মায়া এ পার্থিব জগতে ?
একাল-সেকাল নয়, সে বহু কাল ধরে,
কি যেন এক ছায়াতে, কি যেন এক মায়াতে বন্দী হয়ে আছি
মুক্তি পথ হারিয়ে, জীবনের আলো-আঁধারির ঘোরে।।
-----
কবিতায় অশেষ ভালোলাগা রেখে গেলাম!!!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৫
কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
৬ ষ্ঠ লাইকে আর ২০ নাম্বার মন্তব্যের জন্য
অশেষ কৃতজ্ঞতা জানবেন !!
ভালো থাকুন সবসময়।
২১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৪
আহা রুবন বলেছেন: আগের কবিতাগুলোকে অতিক্রম করে যাচ্ছে দেখে ভাললাগছে। খুব সুন্দর হয়েছে! ভাললাগা জানবেন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৯
কবীর বলেছেন:
সবসময় পাশে থেকে উৎসাহ দেন বলেই তো, কিছু লেখার সাহস পাই।
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ভালো থাকুন সবসময় ।
২২|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৭
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর । ভাল থাকুন সারাবেলা , সারাক্ষন ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৭
কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনিও ভালো থাকুন সবসময় ।
২৩|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৮
নীলপরি বলেছেন: তবুও কেন ফিরে আসে তার ছায়া-মায়া এ পার্থিব জগতে ?
একাল-সেকাল নয়, সে বহু কাল ধরে,
কি যেন এক ছায়াতে, কি যেন এক মায়াতে বন্দী হয়ে আছি
মুক্তি পথ হারিয়ে, জীবনের আলো-আঁধারির ঘোরে।।
খুব ভালো লাগলো ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৭
কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময় ।
২৪|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৬
নিয়াজ সুমন বলেছেন: ‘‘কি যেন এক ছায়াতে, কি যেন এক মায়াতে বন্দী হয়ে আছি ’’
বাহ ! বেশ হয়েছে
শুভ কামনা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৮
কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময় ।
২৫|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২০
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর
কবিতাই+
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১০
কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময় ।
২৬|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৬
বিলিয়ার রহমান বলেছেন: শঙ্খচিলের মত করে দূর দিগন্তের ওপার হতে
সে তো, সে কবে কোথায় মিশে গেছে সবুজ সমাধিতে,
ঐ মহাকালের পথটি ধরে ।
হে কবি সম্ভবত যে স্মৃতি, যে ভালোলাগা, যে অপূর্ণতার কামনা তিনি আপনাকে দিয়ে গেছেন তা আপনি ভুলতে পারছেন না!
এ কারনেই তিনি বারে বারে ফিরে ফিরে আসছেন!
তার এরকম ফিরে আসায় আপনার অনুভূতি কেমন হয় তা নিয়ে কিছু বলব না ! তবে আমার মত পাঠকদের অবশ্যই ভালোলাগে !
কারন আমরা যে এতে দারুন দারুন নতুন সব কবিতা পাব!![]()
লাইক!![]()
প্লাস!![]()
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৮
কবীর বলেছেন:
হুম, কোন কিছু হারিয়ে গেলে তার স্মৃতি হারিয়ে যায় না, সে স্মৃতিগুলো ফিরে আসে বারে বারে ...
সবসময় পাশে থেকে উৎসাহ দেন বলেই তো, কিছু লেখার সাহস পাই।
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময় ।
২৭|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০০
ওমেরা বলেছেন: অতীতকে ভুলে যান ভবিষ্যতকে নিয়ে স্বপ্ন দেখেন ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৩
কবীর বলেছেন:
হুম,কখনো কখনো অতীতের স্মৃতি ঘিরে ভবিষ্যতের ইমারত গড়ে ওঠে ।। খারাপ স্মৃতিকে ভুলে যাওয়া বুদ্ধিমানের কাজ...।
আমার ব্লগে আপনাকে স্বাগতম !!
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময় ।
২৮|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২২
ফারিয়া আলম বলেছেন: অসাধারণ লিখেছে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪
কবীর বলেছেন:
আমার ব্লগে আপনাকে স্বাগতম !!
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময় ।
২৯|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২২
সামিয়া বলেছেন: সব সময়ের মতই ভালো হয়েছে কবি।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৪
কবীর বলেছেন:
সবসময় পাশে থেকে উৎসাহ দেন বলেই তো, কিছু লেখার সাহস পাই।
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময় ।
৩০|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩২
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
খুব সুন্দর কবিতা ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৪
কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময় ।
৩১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
প্রথমকথা বলেছেন: খুব সুন্দর পরিছন্ন লেখা। ভাল লাগল।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৮
কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সব সময় ।
৩২|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৬
টুনটুনি০৪ বলেছেন: ভালো লিখেছেন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৩
কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সব সময় ।
৩৩|
০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:২৯
সিফটিপিন বলেছেন: কবিতা পরে মজা পাইছি।
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:১২
কবীর বলেছেন:
মজা পাওয়ার কারণগুলো যদি একটু বলিতেন ?
ধন্যবাদ।
৩৪|
০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে । শুভেচ্ছা সতত
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৪
কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সব সময় ।
৩৫|
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৬
দীপংকর চন্দ বলেছেন: অল্প পরিসরে গভীর বেদনার নান্দনিক প্রকাশ।
শুভকামনা কবি।
অনেক ভালো থাকবেন। সবসময়।
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১২
কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সব সময় ।
৩৬|
০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: শিরোনামহীন নয় লেখা চোর পার্টি আমারে কইছে আপনারে যেন বলি শিরোনাম সহ কবিতা পোস্ট করার জন্য!![]()
এতোগুলা শিরোনামহীন দেখে ওরা নাকি কনফিউজ!!!![]()
![]()
০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৩
কবীর বলেছেন:
বলেন কি গো ভাইসাব
আমার ব্লগ বাড়ি চুরি নয় ডাকাতি দিলেও আমার কোন সমস্যা নেই ।।।
চোরেরা আমার মেয়ে জামাইর মামা শ্বশুড় ......
তাহলে, চোর আর আমার সম্পর্ক কি ?
বলত পারবেন কি ?
৩৭|
০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: আপনার মেয়ে জামাইয়ের মামা শ্বশুড় আপনার (বয়সে বড় ধরে) সুমুন্দি!!!!![]()
![]()
আপনি সম্ভবত এটা শুনতে চাননি!! তাই না!![]()
![]()
![]()
০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫১
কবীর বলেছেন:
কি লজ্জা
কি লজ্জা
চোরেরা সব আমার শালাবাবু ,,,,,,,,,,,,,,,,,
৩৮|
০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৪
মোঃ গাউছুল আজম বলেছেন: সুন্দর
০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৭
কবীর বলেছেন: আমার ব্লগে স্বাগতম !
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সব সময় ।
৩৯|
০৯ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৪
প্রামানিক বলেছেন: ভালো লাগল।
০৯ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৬
কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ভালো থাকুন সব সময় ।
৪০|
০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৬
মোঃ কাওছার ইসলাম বলেছেন: খুব সুন্দর কবিতা ।
০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৬
কবীর বলেছেন:
আমার ব্লগে স্বাগতম !
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সব সময় ।
৪১|
১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেমন আছেন শাহরিয়ার ভাই ?
আশা করি ভালই আছেন।
শুভকামনা। ব্লগে কম আসি এখন। যখন ঢুকি তখন প্রিয়দের ব্লগবাড়ি ঘুরে যাই।
২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫৮
কবীর বলেছেন:
আমি ভালো আছি । তবে বেশ কিছুদিন ধরে একটু ব্যস্ত ছিলাম ।
আপনি কেমন আছেন ?
৪২|
২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১৪
বিলিয়ার রহমান বলেছেন: নতুন পিকটা কিন্তু সেই হইছে ভাই!!![]()
২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২১
কবীর বলেছেন:
হুম, বুড়া হয়ে গেলাম কিন্তু বিবি পেলাম না ; নিজেকে আর লুকিয়ে রাখতে পারলাম না । ![]()
৪৩|
২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৭
বিলিয়ার রহমান বলেছেন: লুকিয়ে থাকলে তো বিবি পাওয়াও যাবে না ভাই!!
ফিল্ডে আসেন! প্রোফাইল পিকের যে লুক তাতে দুই চারটা বিবি জোগাড় করে ফেলা তেমন ব্যাপার নাহ! ![]()
২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৩
কবীর বলেছেন:
হায় হায় বলেন কি কিন্তু এ অসুন্দর আলী অসুন্দর ছবি দিয়েও হবে না ।
তা ভাইসাব ছবি দিয়ে কয় টা ..মানে মানে এই আর কি ? ![]()
৪৪|
২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫০
বিলিয়ার রহমান বলেছেন: বুঝছি!!!
তয় সবার তো ছবির দরকার পরে না; তাই না!![]()
২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৫
কবীর বলেছেন:
আজ্ঞে উল্টা বুঝলে করার কিছু নাই ................
এইমাত্র একটা কবিতা পোষ্ট করলাম কষ্ট করে দেখতে পারেন । ধন্যবাদ ।
৪৫|
১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫২
খায়রুল আহসান বলেছেন: একাল-সেকাল নয়, সে বহু কাল ধরে,
কি যেন এক ছায়াতে, কি যেন এক মায়াতে বন্দী হয়ে আছি
মুক্তি পথ হারিয়ে, জীবনের আলো-আঁধারির ঘোরে।। -- কবিতার সমাপ্তিটা খুব সুন্দর হয়েছে।
কবিতায় ভাল লাগা + +
১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৪৬
কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
ভালো থাকুন সবসময়....
৪৬|
১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৯
করুণাধারা বলেছেন:
আশাকরি শিরোনাম চুরির অপবাদ দেবেন না। আপনার এই অপূর্ব কবিতাটি পড়িনি আগে। তাই না জানেই শিরোনামহীন নামে আজ পোস্ট দিয়েছি। আন্তরিক দুঃখিত।
কবিতায় ভাল লাগা।+++
১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩১
কবীর বলেছেন:
হা হা হা ,,,,,, আপনার কথা শুনে খানিক হেসে নিলাম
যাহোক ।
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
ভালো থাকুন সবসময়....
৪৭|
০৫ ই মে, ২০১৭ রাত ১২:০৫
ফকির জসীম উদ্দীন বলেছেন: সবুজ সমাধিতে মিশে গেছে মহাকালের পথটি ধরে সেই ক'বে, না কবি, মিশে গেছে কবিত্বের সত্তায়।
০৫ ই মে, ২০১৭ রাত ১২:১২
কবীর বলেছেন:
বলেন কি ... দারুন বলেছেন !! হতে পারে কবির ভাবনা .....
আপনাকে অসংখ্য ভাই ।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, মুক্তি পথ হারিয়ে দিশেহারা নিঃসঙ্গতা আমাকেও পুড়ায়, জ্বালায়, মাঝেমধ্যে শিরোনামহীন করে তুলে এই জীবন।