নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

পদ্ম-পাতার নীরবতা

০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৫



পদ্ম-পাতার মত করে
নীরবতার নীরব ধ্যানে
নিজেকে কেন রেখেছো লুকিয়ে?
ওহে লাজুক লতা; পদ্মপাতা।
তোমায় দেখি শুধু মুগ্ধতার নয়নে
জানিনা তোমার হৃদয় পিঞ্জরে
কি আছে লুকিয়ে?

তুমিও কি আমার মত সময়ের কাছে
হেরে গিয়ে, ঝরা পাতার মত ঝরে গিয়ে,
শুকনো পাতার মত আগুনের খড়ি হয়ে,
জ্বলে পুড়ে যাচ্ছ কি নীরবে, দাউ দাউ করে ?
ওহে লাজুক লতা; পদ্মপাতা।
এসো সব ভুলে ধূসর পান্ডুলিপি ছিঁড়ে
জীবনের পথে নেমে;
নতুন পৃথিবীর সন্ধানে
দেখি দুনিয়ার অশেষ স্বাদ কোথায়,
কিসে কোথায় আছে লুকিয়ে?


ছবিঃ নেট।

মন্তব্য ৯৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০২

বিজন রয় বলেছেন: সব শেষেরই একটি নতুন শুরু আছে। কবিতা পড়ে আমার তাই মনে হলো।

শুভ সন্ধ্যা।

০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা ..... ঠিক ধরেছেন ।
অনেক দিন পরে আপনাকে ব্লগে পেয়ে খুব ভালো লাগলো।
ভালো আছেন নিশ্চয় ।

ধন্যবাদ দাদা।

২| ০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় ভালোলাগা রেখে গেলাম

০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় .......

৩| ০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

উম্মে সায়মা বলেছেন: ভালো লাগল কবিতা শাহরিয়ার কবীর ভাই।

০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় .......

৪| ০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: যারা কবিতা লেখে তাদের সব সময় আমার ভীন গ্রহের মানুষ মনে হয়। কিভাবে এত সুন্দর ছন্দ মেলায়। ওহে লাজুক লতা; পদ্মপাতা। অসাধারণ।

০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: ভাইজান আমার শখের লেখালেখি ; কবি মানে তো বিশাল কিছু, এ কারনে নিজে কখনোই কবি ভাবতে পারি না আর সে যোগ্যতাও আমার নেই । আপনার উপলব্ধি ঠিক এবং আমার কাছেও তাই মনে হয় । ভীন গ্রহের মানুষ
পড়েছেন জেনে খুব ভালো লাগলো ।
ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময়...।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো প্রিয় কবি। খুব সুন্দর লিখেছেন।
কবিতায় ও কবির প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে গেলাম।

০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়ে ভালো লেগেছে জেনে ভালো লাগলো......।
ধন্যবাদ ।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:


"পদ্ম-পাতার মত করে
নীরবতার নীরব ধ্যানে
নিজেকে কেন রেখেছো লুকিয়ে?
ওহে লাজুক লতা; পদ্মপাতা।
তোমায় দেখি শুধু মুগ্ধতার নয়নে
জানিনা তোমার হৃদয় পিঞ্জরে
কি আছে লুকিয়ে?" অনেক গভীর ভালোবাসার কথা গুলো, আবার একটা আন্তরিক জিজ্ঞাসাও রয়েছে। খুব ভালো লাগলো ভাই। সম্পূর্ণ কবিতাই যথেষ্ট পরিপাটি সাজানো গুছানো। অনেক অনেক ভালোবাসা রইল ভাই।

০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতার গভীরতা আছে কিনা জানি না ,তবে আপনাদের ভালোবাসায় পেয়ে লেখার চেষ্টা করে যাই মাত্র
এবং আপনাকে সব সময় আমার পাশে পাই দেখে বিষয়টা ভালো লাগে ।
আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময়...

৭| ০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:



"তুমিও কি আমার মত সময়ের কাছে
হেরে গিয়ে, ঝরা পাতার মত ঝরে গিয়ে,
শুকনো পাতার মত আগুনের খড়ি হয়ে,
জ্বলে পুড়ে যাচ্ছ কি নীরবে, দাউ দাউ করে ?" অনেক বিরহানলে জ্বলন্ত হৃদয়ের প্রকাশ। খুব ভালো লাগা রইল। কবি মনের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনারও প্রতি রইল আমার অশেষ ভালোবাসা ...............
আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৮| ০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
"ওহে লাজুক লতা; পদ্মপাতা।
এসো সব ভুলে ধূসর পান্ডুলিপি ছিঁড়ে
জীবনের পথে নেমে;
নতুন পৃথিবীর সন্ধানে
দেখি দুনিয়ার অশেষ স্বাদ কোথায়,
কিসে কোথায় আছে লুকিয়ে?"

অনেক ভালো আহ্বান করে গেছেন ভাই। পুরাতন সব ব্যর্থতা ভুলে নতুনত্ব খুঁজে বেড়ানোই আমাদের লক্ষ্য হওয়া উচিৎ। দারুণ ভালো লাগা রইল ভাই কবিতায়। অনেক ভালোবাসা জানবেন

০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১০

শাহরিয়ার কবীর বলেছেন: অনেক ভালো আহ্বান করে গেছেন ভাই। পুরাতন সব ব্যর্থতা ভুলে নতুনত্ব খুঁজে বেড়ানোই আমাদের লক্ষ্য হওয়া উচিৎ।

এ মাসে তার সাথে নববর্ষের দিনে হালখাতা করলে কেমন হয় !!! যদি আমার ডাকে সে সারা দেয় ..... B-)

আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুপ্রিয় কবি।

৯| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০১

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,



লাজুক লতা; পদ্মপাতাকে নিয়ে এই কবিতার ছবিটি যেন ঠিক মতো হয়নি বলে আমার কাছে মনে হলো ।
তবে এই চার লাইন খুব ভালো লেগেছে ----
" তুমিও কি আমার মত সময়ের কাছে
হেরে গিয়ে, ঝরা পাতার মত ঝরে গিয়ে,
শুকনো পাতার মত আগুনের খড়ি হয়ে,
জ্বলে পুড়ে যাচ্ছ কি নীরবে, দাউ দাউ করে ?"

শেষে, জীবনের আরেকটা পথ সন্ধানের আহ্বান জানিয়েছেন যা লতানো পাতাকে সতেজ - সবুজ করে তুলতে পারে ।

০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:
ভাইজান,
প্রথমে নিচের এই ছবি দিতে চেয়েছিলাম কিন্তু পরে কেন জানি তা দেওয়া হয়নি ; দয়া করে যদি আপনি একটা ছবি পছন্দ করে দিতেন,তাহলে সে ছবিই এডিট করে দিতাম ।।



১০| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৭

সিনবাদ জাহাজি বলেছেন: তুমিও কি আমার মত সময়ের কাছে
হেরে গিয়ে, ঝরা পাতার মত ঝরে গিয়ে,
শুকনো পাতার মত আগুনের খড়ি হয়ে,
জ্বলে পুড়ে যাচ্ছ কি নীরবে, দাউ দাউ করে

বোধয় সময় এর কাছে হেরে যায় সবাই।
অনেক ভালো লাগল কবিতা

০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২২

শাহরিয়ার কবীর বলেছেন:
সময়ের সাথে সাথে নতুন সম্পর্কের তৈরী হয় ঠিকই কিন্তু কোন কিছু হারিয়ে গেলে তার স্মৃতি হারিয়ে যায় না। কোন ব্যক্তি বা বস্তু হারিয়ে যায় কিন্তু তার স্মৃতি হারায় না । এই তো আমাদের জীবন প্রবাহ ।

পড়েছেন জেনে খুব ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধঘন্যবাদ ।
ভালো থাকুন সবসময়.....

১১| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২০

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২১

শাহরিয়ার কবীর বলেছেন: পড়েছেন জেনে খুব ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময়...

১২| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১৩

মানবী বলেছেন: বাহ্! পদ্মপাতার সাথে নীরব আলাপন! :-)
কবিতা আর সেই সাথে পদ্মপাতা দেখে কবি মনের ভাবনা খুব ভালো লেগেছে পড়ে।


ধন্যবাদ শাহরিয়ার কবীর।

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময়......

১৩| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:২৭

খায়রুল আহসান বলেছেন: প্রেমিক আর নীরব পদ্মপাতা নিয়ে এই আলাপন ভাল লেগেছে।
কোন ব্যক্তি বা বস্তু হারিয়ে যায় কিন্তু তার স্মৃতি হারায় না । এই তো আমাদের জীবন প্রবাহ -- ১০ নং প্রতিমন্তব্যের এই কথাগুলোও ভাল লাগলো।

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময়......

১৪| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৮

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে শাহরিয়ার ভাই।

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময়......

১৫| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০২

কানিজ ফাতেমা বলেছেন: ////এসো সব ভুলে ধূসর পান্ডুলিপি ছিঁড়ে
জীবনের পথে নেমে;
নতুন পৃথিবীর সন্ধানে ////// কবিতায় একরাশ মুগ্ধতা
শুভেচ্ছা এবং শুভ কামনা রইল ।

০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময়......

১৬| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২০

কে এম মাহাদী হাসান বলেছেন: hweuhu n jlqwhhwlksadiowijq wqiqwijdiwoiwqwqkdwdw. Fuel saving tips

০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ ।

১৭| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫০

অবনি মণি বলেছেন: মিও কি আমার মত সময়ের কাছে
হেরে গিয়ে, ঝরা পাতার মত ঝরে গিয়ে,
শুকনো পাতার মত আগুনের খড়ি হয়ে,
জ্বলে পুড়ে যাচ্ছ কি নীরবে, দাউ দাউ করে ?

০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:

আপনাকে অসংখ্য ধন্যবাদ । B-)

১৮| ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৩

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।

শুভকামনা ।

০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময়......

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩১

ওমেরা বলেছেন: কবিতাটা সুন্দর হয়েছে ,অল্প কথা তবে অর্থপূর্ণ । ধন্যবাদ ভাইয়া

০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময়......

২০| ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৯

গেম চেঞ্জার বলেছেন: B-) এইতো লাইনে চলে আসছেন।

০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম, লাইন একটা কিন্তু তার দুই দিক......... এক দিকে যায় আর আরেক দিকে দিয়ে আসে । B-)


পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময়......

২১| ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৮

বুরহানউদ্দীন শামস বলেছেন: কবিতায় ভাললাগা রইল ।

০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:

আমার ব্লগে আপনাকে স্বাগতম !
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময়......

২২| ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪১

মুহাম্মদ তাজরিয়ান আলম আয়াজ বলেছেন: শুকনো পাতার মত আগুনের খড়ি হয়ে,
জ্বলে পুড়ে যাচ্ছ কি নীরবে, দাউ দাউ করে ?

লাইন দুটো অসাধারণ লাগল

০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার ব্লগে আপনাকে স্বাগতম !
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময়......

২৩| ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৫

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার কবিতা , ভাল লাগা রইল ।

০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ,খালামুনি ।
ভালো থাকুন সবসময়......

২৪| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি চমৎকার হয়েছে। পাঠে মন্তব্য প্রয়োজন তবে এতা সুন্দর করে কি লিখবো কবিতার বিনীময়। ভাল লেগেছে হয়তো কবির কাছে একটু কমি হবে। তারপরেও ভাল লাগাটুকুই।

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
ভালো থাকুন সবসময়......

২৫| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অতৃপ্ত মনের সুখ খুঁজে ফেরার সুন্দর প্রকাশ।

০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো, ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
ভালো থাকুন সবসময়......

২৬| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০২

বিলিয়ার রহমান বলেছেন: ভালোলাগা!:)


পিলাচ!:)

০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
ভালো থাকুন সবসময়......

২৭| ০৯ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা ও ছবিটা দু’টোই বেশ মনে ধরেছে।

০৯ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
ভালো থাকুন সবসময়......

২৮| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৬

বিলিয়ার রহমান বলেছেন:





সুখবর




০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
মারহাবা ............. আমি ভীষণ খুশি X((

২৯| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৬

বিলিয়ার রহমান বলেছেন: আরো আছে!!

সার্চ করেন!:)


০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
বলেন কি ! আরও কতজন চোর যে এ কবিতা চুরি করে ।তার হিসাব কে জানে; সত্যিই দুঃখ জনক । একটা কবিতা লিখতে গেলে ; কত যে ভেবে চিন্তে লিখতে হয়,তা শুধুমাত্র কবি জানে । :|

৩০| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪১

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: অনেক সুন্দর ,ভালো লাগলো পড়ে ।

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
ভালো থাকুন সবসময়....

৩১| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৭

শারমিন আক্তার কৃষ্ণকাঠি বলেছেন: খুব সুন্দর হয়েছে ++++

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার ব্লগে স্বাগতম ।
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
ভালো থাকুন সবসময়....

৩২| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৬

অরুনি মায়া অনু বলেছেন: বেশ সুন্দর করে ব্যক্ত করেছেন মনের অনুভূতি।

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
ভালো থাকুন সবসময়....

৩৩| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৮

মো নিয়াজ হোসেন বলেছেন: ভালো লাগল কবিতা

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
ভালো থাকুন সবসময়....

৩৪| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৩

সুমন চ্যাটার্জী বলেছেন: অতৃপ্ত মনের সুখ খুঁজে ফেরার সুন্দর প্রকাশ।

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার ব্লগে আপনাকে স্বাগতম !
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো দাদা,
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
ভালো থাকুন সবসময়....

৩৫| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৬

অভিজিৎ সমদ্দার বলেছেন: ভালো লাগল কবিতা

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২২

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার ব্লগে আপনাকে স্বাগতম !
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো দাদা,
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
ভালো থাকুন সবসময়..

৩৬| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৫

এনায়েত হোসাইন বলেছেন: খুব ভালো লাগলো ।

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার ব্লগে আপনাকে স্বাগতম !
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো দাদা,
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
ভালো থাকুন সবসময়..

৩৭| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৬

বিজন রয় বলেছেন: দেখি দুনিয়ার অশেষ স্বাদ কোথায়,
কিসে কোথায় আছে লুকিয়ে?


দুনিয়ার অশেষ স্বাদ মৃত্যুতে।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: হুম,, হয়তো সবকিছুতে মাফ পাওয়া যেতে পারে, কিন্তু মৃত্যুর কাছে কোন মাফ নেই ।



ভালো থাকুন দাদা।

৩৮| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩০

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর কবিতা
পদ্ম-পাতার মত করে
নীরবতার নীরব ধ্যানে
নিজেকে কেন রেখেছো লুকিয়ে?

অনেক ভাল লেগেছে ।

শুভেচ্ছা রইল ।

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ,
ভালো থাকুন সবসময়..

৩৯| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আবার দেখতে এলাম পদ্ম পাতার নিরবতা। যেহেতু বার বার দেখতে ইচ্ছে করছে তার থেকে বুঝে নিতে পারেন ঘটনা আসলে কি হতে পারে?

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
সকল প্রশ্নের উত্তর হয় না, মনে হয় ।

আবার আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ,
ভালো থাকুন সবসময়.

৪০| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৮

অতঃপর হৃদয় বলেছেন: আমি যদি কবিতা লিখতে পারতাম অনেক ভালো লাগতো। অনেক কবিতা পড়ি কিন্তু লিখতে পারিনা। কবিতা সবাই লিখতে পারেনা। লেখালেখি টা আসে ভেতর থেকে, যার মধ্যে কিছু কবিতা লেখার প্রতিভা থাকবে তাকে কেউ আটকাতে পারবে না। আপনার লেখাটি অনেক ভালো লাগলো। শুভ কামনা রইলো আপনার জন্য, আরো লিখুন অনেক অনেক লিখুন। সারা বাংলায় আলোড়ন তৈরি করে ফেলুন।

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা লেখার চেষ্টা করুন দেখবেন আপনিও পারবেন । আমি আর কি এমন লিখি ..... যা লিখি আপনার পড়েন বলে লেখার সাহস পাই এবং সবসময় পাশে পাই বলে ভালো লাগে ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ,
ভালো থাকুন সবসময়.

৪১| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৮

আহা রুবন বলেছেন: লুকিয়ে রাখে বলেই তো কবি আকৃষ্ট হয়, মুগ্ধ হয়! কবি কিছু সৃষ্টি করতে পারে। আমাদের শাহরিয়ার ভাই কবিতা লেখে ;)
ভাললাগা.............

১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কবি মনে করে আর লজ্জা দিয়েন না ; আপনি হলেন গল্পের যাদু। তারচেয়ে আরো ভালো কবিতা লিখেন ।

শুভ নববর্ষ !
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৪২| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২০

ডঃ এম এ আলী বলেছেন:

১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১০

শাহরিয়ার কবীর বলেছেন:

শুভ নববর্ষ ,,,,,,,,,,,,,,,,,,




৪৩| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বৈশাখী শুভেচ্ছা রইল ভাই
শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:

৪৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৪

মৌমুমু বলেছেন:

অনেকদিন পর আজ ছবি একেছি আর আপনার এই লিখাটা পড়ে মনে হলো আপনার কবিতার সাথে আমার আঁকা শেয়ার
করি। কারন আপনার কবিতার শিরোনামের সাথে আঁকাটার খুব মিল!
সুন্দর লিখেছেন।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
এতো দিনে জ্ঞান বুদ্ধি হল .... না মানে, আমার ব্লগে ছবি দিলেন যে । অনেক আগে আপনার তো দেওয়ার কথা ছিল । আপনি বলেছিলেন একটা ছবি দিবেন .........

খুব সুন্দর হয়েছে ।

ধন্যবাদ

৪৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪২

মৌমুমু বলেছেন: হাহাহাহাহ!!!
আপনার ডিলিট করে দেয়া কমেন্টার জন্য কোন ইমো খুঁজে পেলামনা।:)
ছবি ভালো লাগার জন্য ধন্যবাদ।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: লেখার ভুল হয়েছিল, একারণে ডিলিট করে দিয়েছি ........
আবারও আপনাকে ধন্যবাদ ।

৪৬| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:

দারুণ আহব্বান!

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন:
হয় দিলাম ......................আর কি ! কিন্তু কে শুনে কার কথা .......


নতুন একটা পোষ্ট দিয়েছি ........

ধন্যবাদ ।

৪৭| ০১ লা মে, ২০১৭ দুপুর ১:০০

ফকির জসীম উদ্দীন বলেছেন: যেন পাঠে মিশে গিয়েছিলাম।

০১ লা মে, ২০১৭ দুপুর ১:০২

শাহরিয়ার কবীর বলেছেন:
হা ,হা ,হা
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো.....
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় .....

৪৮| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫১

রওশন_মনি বলেছেন: আপনার অনেক লেখাই পড়লাম। সবগুলোই অনেক সুন্দর, আকর্ষনীয়,আবেগপূর্ণ। বেশ ভাল লেগেছে।

২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় .....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.