নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

আত্মার অশ্রুহীন ক্রন্দনে

১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩০



-আত্মার অশ্রুহীন ক্রন্দনে ভারী এ প্রাণ;
হৃদয়ের স্পন্দন খানিক থেমে গিয়ে,
আজ হৃদয় আর্তচিৎকার দিয়ে,গুমরে গুমরে কাঁদে
কি যেন এক ব্যথার ছলে ?
একতরফা ভালোবাসার পদতলে পিষ্ট হয়ে,
তার হৃদয়ের প্রত্যাশিত ছলনার ফাঁদে পড়ে,
এ হৃদয় পড়েছিল অপ্রত্যাশিত ঝড়ের কবলে।

শতাব্দীর পরে আরো কয়েক শতাব্দী ধরে
অব্যর্থ চেষ্টার পরেও অতৃপ্ত হৃদয়ে,
জরাজীর্ণ এ পৃথিবীতে, একদিন আহত
এ আত্মাকে রেখে যাব,
দুটি হৃদয়ে হৃদয়ে মিলন না ঘটার অপরাধে।
এ আত্মার নিথর দেহ ক্ষত-বিক্ষত হতে হতে অসহ্য যন্ত্রণাতে
ময়না তদন্তের নামে চলবে তাতে অনন্তকাল ধরে,
পাহাড়-পর্বতের পাশে পড়ে থাকা কোন এক হিমঘরে !


ছবিঃ নেট ।





মন্তব্য ৬৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৫

বিজন রয় বলেছেন: আত্নার অশ্রুহীন কন্দনে[/sb]

আত্মার,
কন্দনটা কি ক্রন্দন হবে?

আশাহত মন অনাদিকাল হিমঘরে থাকে!!

বেরিয়ে আসা চাই।

সুন্দর।

১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০১

শাহরিয়ার কবীর বলেছেন:
দাদা, এবার পড়ে দেখুন ঠিক আছে কিনা।

২| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৩

ধ্রুবক আলো বলেছেন: -এ আত্নার নিথর দেহ ক্ষত-বিক্ষত হতে হতে অসহ্য যন্ত্রণাতে
-ময়না তদন্তের নামে চলবে তাতে অনন্তকাল ধরে,
-পাহাড়-পর্বতের পাশে পড়ে থাকা কোন এক হিমঘরে !


খুব ব্যতিক্রম ধরণে কথা, আত্মার ময়নাতদন্ত!!
মন খুব কঠিন জিনিস ধরিয়া বাঁধিয়া আটকে রাখা যায় না!!

১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:


খুব ব্যতিক্রম ধরণে কথা, আত্মার ময়নাতদন্ত!!
মন খুব কঠিন জিনিস ধরিয়া বাঁধিয়া আটকে রাখা যায় না!!
B-) ধরিয়া বাঁধিয়া আটকে রাখা যায় না...।হা হা হা...

আপনার মন্তব্য পড়ে আমি হাসতে হাসতে শেষ ... B-)



নববর্ষের অনেক শুভেচ্ছা।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩০

ধ্রুবক আলো বলেছেন: কারও খুব দুঃখের সময় হাসাতে পারাতেওঁ সার্থকতা আছে! B-)

১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
এটা আমার সীমাহীন দুঃখ বললে ভুল ; কারণ সুইসাইড মার্কা কবিতা, নিজে নিজে কষ্ট পাওয়া। শুধু শুধু আমার কল্পনায় রঙ ছাড়া রঙ লাগানোর দুঃখ পাওয়া মাত্র ! কষ্টে রঙ নাকি নীল হয় কিন্তু কল্পনার কষ্টের রঙ কি হয় !!

আপনাকে ধন্যবাদ।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:


-শতাব্দীর পরে আরো কয়েক শতাব্দী ধরে
-অব্যর্থ চেষ্টার পরেও অতৃপ্তি হৃদয়ে,
-জরাজীর্ণ এ পৃথিবীতে, একদিন আহত
-এ আত্নাকে রেখে যাব,
-দুটি হৃদয়ে হৃদয়ে মিলন না ঘটার অপরাধে।" অসাধারণ ভাই। পুরোটা কবিতা জুড়ে বিস্ময়কর বিরহ আর শব্দে সাজানো অনেক যতনে মনের ভাবটুকু ভরে রেখেছেন। সত্যই অসাধারণ ভাই। কবিতা পড়তে পড়তে ভেসে গেলাম কোন অজনায় কল্পনায় চড়ে।

অনেক অনেক মুগ্ধতা ভাই।
শুভকামনা রইল সবসময়

১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কল্পনার জগৎ নাকি অসীম সীমানার অধিকারী ; তাই আমার প্রিয় কবি হারিয়ে গেলে খুঁজে পাওয়া কঠিন, তখন আপনার কবিতা পড়া হবে না। কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো ।

নববর্ষের শুভেচ্ছা রইলো।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৩

বিজন রয় বলেছেন: আত্নার< আত্মার।

১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
ইংলিশ কিবোডে বাংলা লিখতে বানান অনেক ভুল হয় ...... ভুলগুলো ধরিয়ে দেওয়া জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, দাদা।

৬| ১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: -জরাজীর্ণ এ পৃথিবীতে, একদিন আহত
-এ আত্মাকে রেখে যাব,
-দুটি হৃদয়ে হৃদয়ে মিলন না ঘটার অপরাধে।
তবে কি আত্মা রেখে দেহটাই চলে যাবে?

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতায় আত্মার পুর্ণতার অশেষ স্বাদ গ্রহণে বার বার ব্যর্থতার কথা বলা হয়েছে। একারণে একটু অভিমানও বলা যেতে পারে ।



কবিতা পড়েছেন জেনে ভালো লাগলো ভাই,

নববর্ষের শুভেচ্ছা রইলো।

৭| ১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

সুমন কর বলেছেন: আত্মার অশ্রুহীন ক্রন্দন বেশ কষ্টকর। কবিতা ভালো লেগেছে।
+।

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
পৃথিবীতে বোবা কান্নারগুলো যে কত কষ্টের হয়; তা কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছি ।

কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো, দাদা।

নববর্ষের শুভেচ্ছা রইলো।

৮| ১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

ধ্রুবক আলো বলেছেন: কল্পনার রং ভিন্ন।

আমি শত সমস্যায় থেকেও হাসি,
রাগ উঠে মন খারাপ হয় তবুও হাসি খুশি থাকার চেষ্টা করি।

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০২

শাহরিয়ার কবীর বলেছেন:
আমিও সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করি ।

আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৯| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৯

উম্মে সায়মা বলেছেন: আত্মার অশ্রুহীন ক্রন্দন.....
ভালো লেগেছে।

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো ..
আপনাকে অসংখ্য ধন্যবা......

নববর্ষের শুভেচ্ছা রইলো।

১০| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩০

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,




" অশ্রুহীন ক্রন্দনে
দু'টি আত্মার অবন্ধনে,
হিমঘরে পড়ে থাকা
ভালোবাসাহীন একা ।"

"অব্যর্থ চেষ্টার পরেও অতৃপ্তি হৃদয়ে" এখানে " অতৃপ্ত " করে দিন ।

ভালো লাগলো ।

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক করে দিয়েছি ভাই ।
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো ..
আপনাকে অসংখ্য ধন্যবাদ......

১১| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫০

কলিমুদ্দি দফাদার বলেছেন: কবিতা আমি বুঝি না। তাই এসে ভাললাগা জানিয়ে দিয়ে গেলাম।

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কষ্ট করে পড়েছেন জেনে তাতেই খুশি ভাই ..
আপনাকে অসংখ্য ধন্যবাদ......

১২| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৪

আহা রুবন বলেছেন: শতাব্দীর পরে আরো কয়েক শতাব্দী ধরে
অব্যর্থ চেষ্টার পরেও অতৃপ্ত হৃদয়ে,
জরাজীর্ণ এ পৃথিবীতে, একদিন আহত
এ আত্মাকে রেখে যাব,


বেশ গুরু-গম্ভীর কবিতা। চমৎকার হয়েছে। পিষ্ঠ<পিষ্ট হবে। মোগাম্বু খুশ্ হুয়া =p~

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:
কেন জানি এ কবিতায় বানান ভুলের জ্বালায় মরছি !

কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো ..
আপনাকে অসংখ্য ধন্যবাদ......

১৩| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৫

ক্লে ডল বলেছেন: ভাল লাগল। :)

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো ..
আপনাকে অসংখ্য ধন্যবাদ......

১৪| ১৬ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:



শতাব্দীর পরে আরো কয়েক শতাব্দী ধরে
অব্যর্থ চেষ্টার পরেও অতৃপ্ত হৃদয়ে,
জরাজীর্ণ এ পৃথিবীতে, একদিন আহত
এ আত্মাকে রেখে যাব,


সেই আত্মার জন্য তখন স্মৃতিসৌধ গড়া হবে
প্রতি বছর তাতে দলে দলে জানাবে শ্রন্ধাঞ্জলী ।

ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য ।

১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা...... ভাই আপনার আইডিয়াটা কিন্তু মন্দ নয় ! B-)

কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো ..
আপনাকে অসংখ্য ধন্যবাদ..

১৫| ১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৭

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা। শুভ কামনা কবি।

১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো ..
আপনাকে অসংখ্য ধন্যবাদ..

১৬| ১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৫

মানবী বলেছেন: এই কবিতাটি পড়ে ভীষণ চমকে গিয়েছিলাম।
অন্য কোথাও ,অন্য কোন ভাষায় কবিতা টাইপেরই কিছু লেখার কয়েক মিনিট পরই এটা পড়া হয়!
একতরফার ব্যাপারটা ছাড়া আর প্রায় পুরোটার মাঝেই প্রচন্ড মিল!

আমার লেখার মাঝে যেহেতু সাহিত্যমান নেই, তাই অত্যন্ত উঁচু দরের একজন কবির কবিতার সাথে এমন কাকতালীয় মিল দেখে ভালো লেগেছে :-)

মন ছুঁয়ে যাওয়া চমৎকার কবিতার জন্য ধন্যবাদ শাহরিয়ার কবীর।

১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি বলেছেন অন্য কোথাও, অন্য ভাষায় এমন ভাবে লেখা হয় । জানার জন্য প্রশ্ন করা, কোন খানে, কোন ভাষার কথা বলেছেন , আমি ঠিক বুঝিনি ! কোন কবির সাথে কবিতার মিল ছিল তাও বুঝিনি .... যদি আবার একটু বিস্তারিত বিষয়টা ক্লিয়ার করতেন, তাহলে সে ভাষা ও কবির সমন্ধে জানতাম এবং ভালো লাগতো । এ কবিতা ছিল আমার কল্পনা প্রতিফলন মাত্র।। আর আমার পেশা বা পড়ালেখা সাহিত্য নিয়ে কোন বিষয়ে উপরে না। আমি মূলত শখের বশে কবিতা লিখি ।

আপনাকে ধন্যবাদ ।

১৭| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৫

অভিজিৎ সমদ্দার বলেছেন: কবিতাটি পরে মুগ্ধ হলাম।

১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো ..
আপনাকে অসংখ্য ধন্যবাদ.

১৮| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩০

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার লিখেছেন ।

১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:
খালামুনি, কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো ..
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন ।

১৯| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা ভাল লাগল
শুভেচ্ছা

১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো ..
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন ।

২০| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০২

কানিজ ফাতেমা বলেছেন: একটু যেন ভিন্নরকম মনে হয়েছে । ভাল লাগা রইল ++++

শুভ কামনা ।

১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আপু, কবিতায় একটু ভিন্নতা দানের চেষ্টা করেছি কিন্তু তা হয়েছে কিনা জানি না।

কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো ....
আপনাকে অসংখ্য ধন্যবাদ.....
ভালো থাকুন ।

২১| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৫

সামিয়া বলেছেন: আত্মার অশ্রুহীন ক্রন্দন চমৎকার প্রকাশ।

১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো ....
আপনাকে অসংখ্য ধন্যবাদ.....
ভালো থাকুন ।

২২| ১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

জুন বলেছেন: শতাব্দীর পরে আরো কয়েক শতাব্দী ধরে
অব্যর্থ চেষ্টার পরেও অতৃপ্ত হৃদয়ে,
জরাজীর্ণ এ পৃথিবীতে, একদিন আহত
এ আত্মাকে রেখে যাব,


ড: এম আলীর মত স্মৃতিসৌধ বা তাজমহল গড়ার কথা বলতে চাই না শাহরিয়ার কবির । আমার ভীতু ভীতু মন বলছে তখন আবার না প্রেতাত্মা হয়ে পরে সেই দুই অতৃপ্ত আত্মা :-&
অনেক ভালোলাগা রইলো কবিতায় :)
+

১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: আপু ,
এই সুজন দেখিয়া তবুও কেহ প্রেমে পড়িল না , একারণে স্মৃতিসৌধ বা তাজমহল কিছুই হওয়ার সম্ভবনা নেই । আমাদের কাল্পনিক প্রেম কাহিনী নিয়ে হরর কোন ফিল্ম বানানো যায় । B-)তবে যদি কোন পরিচালকের দয়া হয় ...................


কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো ....
আপনাকে অসংখ্য ধন্যবাদ.....
ভালো থাকুন ।

২৩| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২২

বিলিয়ার রহমান বলেছেন: শতাব্দীর পরে আরো কয়েক শতাব্দী ধরে
অব্যর্থ চেষ্টার পরেও অতৃপ্ত হৃদয়ে,
জরাজীর্ণ এ পৃথিবীতে, একদিন আহত
এ আত্মাকে রেখে যাব,
দুটি হৃদয়ে হৃদয়ে মিলন না ঘটার অপরাধে



প্লাস!:)

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো ....
আপনাকে অসংখ্য ধন্যবাদ.....
ভালো থাকুন ।

২৪| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: ১৯ থেকে ২৩ সহ প্রায় মন্তব্যের প্রতি উত্তরে

কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো ....
আপনাকে অসংখ্য ধন্যবাদ.....
ভালো থাকুন ।


উপরের অংশটুকু রেখেছেন দেখে ভালোলাগলো!:)

ভালোথাকুন!:)

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: সবাইকে একরমক প্রতিউত্তর দিয়ে ..........


আপনাকে আবারও কৃতজ্ঞতা জানালাম !


কেমন আছেন ?????????????

২৫| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫০

বিলিয়ার রহমান বলেছেন: হু খুব ভালা!!!


বাসায় একা!!!


ব্লগিং করার জন্য মাঠ পুরাই ফাঁকা!;)

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:
চেয়ারম্যান সাব কি বাপের বাড়ী ? ঠিক আছে; এখন আপনার ঘরে আপনি মেম্বার হয়ে থাকুন । B-)

২৬| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় দুঃখের প্লেভারটা বেশি হয়ে গেল নাহ !! তবে কবিতা কড়া হয়েছে ।

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
দুঃখে যাহার জীবন গড়া তাহার আবার কিসের দুঃখ ! B-) যদিও আমি কবি না,তারপরেও একটু এ কবিতায় অল্প কথায় ভিন্নতা দানের চেষ্টা করেছি !

কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো ....
আপনাকে অসংখ্য ধন্যবাদ.....
ভালো থাকুন ।

২৭| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: হু আমার ঘরে আমি কেবলই একজন মেম্বার! #:-S

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০০

শাহরিয়ার কবীর বলেছেন:

ভুতের কবিতা পড়ে গেলেন আবার আপনার উপরে যেন ভুত ভর না করে , সাবধান !!! B-)

২৮| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৩৯

সিনবাদ জাহাজি বলেছেন: কবিতা ভালো লাগলো অনেক

১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো ....
আপনাকে অসংখ্য ধন্যবাদ.....
ভালো থাকুন ।

২৯| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৫৫

মানবী বলেছেন: "লেখক বলেছেন:
প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি বলেছেন অন্য কোথাও, অন্য ভাষায় এমন ভাবে লেখা হয় "

- লেখা হয় বলিনি, লিখেছি বুঝিয়েছি। নিচের এই লাইনটি মনে হয় তা স্পষ্ট করে..
"আমার লেখার মাঝে যেহেতু সাহিত্যমান নেই, তাই অত্যন্ত উঁচু দরের একজন কবির কবিতার সাথে এমন কাকতালীয় মিল দেখে ভালো লেগেছে :-)"

ভাষাটা ইংরেজী এবং সঙ্গত কারনেই তার লিংক শেয়ার সম্ভব হলোনা বলে দুঃখিত!

আপনি শখের বশে লিখলেও আপনার কবিতার মান আমার কাছে অনেক উঁচু মনে হয়।
ভালো থাকুন শাহরিয়ার কবীর।

১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার হয়তো বুঝতে কোথাও ভুল হয়েছিল। আমি ভিন্ন জায়গায় কবিতা পড়ি এবং কবিরা কেমনে কবিতা লেখেন সে অনুযায়ী লেখার চেষ্টা করি । কোন জায়গায় হুবাহুব মিল নেই কিন্তু কিছু শব্দের মিল পড়ে যেতে পারে। আর আমার কবিতাগুলো কাল্পনিক কিন্তু পাঠক পড়ে যেন মনে করেন, কারো জীবনের বাস্তবিক কোন ঘটনার আলোকে লেখা । যদিও আমার কবিতায় ছন্দ কম থাকলেও কবিতাগুলো পড়ে যেন মনে হয় মৌলিক ।

আবারও কষ্ট করে মন্তব্য করার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় ।

৩০| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাতের লেখা কবিতা টাইপ করছি। প্রথম ডায়েরি বার করে আবার লুকিয়ে রেখেছি। বউয়ে দেখলে খবর আছে। :((

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: আহারে,,,,,,, ঠিক বলেছেন ; এ এক মাহা বিপদ সংকতের আরেক নাম বউ !


লিখে ফেলুন তারাতারি !

ধন্যবাদ ভাই ।

৩১| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৫

খায়রুল আহসান বলেছেন: অব্যর্থ চেষ্টার পরেও অতৃপ্ত হৃদয়ে,
জরাজীর্ণ এ পৃথিবীতে, একদিন আহত
এ আত্মাকে রেখে যাব,
দুটি হৃদয়ে হৃদয়ে মিলন না ঘটার অপরাধে
-- ভীষণ কষ্টের কবিতা! আশাকরি, অচিরেই এই কষ্টের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারবেন। অন্ততঃ কবিতায়।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো !
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় .....

৩২| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৮

খায়রুল আহসান বলেছেন: @মানবী,
আপনার লেখা ইংরেজী কবিতাটা পড়তে চাই।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আমিও চেয়েছিলাম .... আশা করি, মানবী আপু আপনাকে প্রতিউত্তর দিবেন ।

৩৩| ০১ লা মে, ২০১৭ দুপুর ১২:৫৭

ফকির জসীম উদ্দীন বলেছেন: ভালো লাগা রেখে গেলাম

০১ লা মে, ২০১৭ দুপুর ১:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো....
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় .....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.