নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

নির্বাসিত কবিতারা

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪৫



জীবনের এই পথে কি আর আছে তাতে ;
হয়তো খানিক আশা,নয়তো খানিক নিরাশা।
অজানা দূর হতে আসা আবার মহাকালের পথে ফিরে যাওয়ার
এ কৃতদাস সুখের হাসি দিতে ভুলে গেছে সে কবেই ।
আজ দুনিয়ার ভিন্ন ভিন্ন রঙের সাধু সন্ন্যাসীর ভীড়ে
এ কবিকে যেন বড্ড বেশি বেমানান লাগে!
কবির দিবা-নিশি যাচ্ছে যেন শুধু আঁধার দর্শনে ।

আজ আমরণ যন্ত্রণার মাঝে কিছু কবিতার মৃত্যু হবে
কবিতাগুলো হারিয়ে যাবে কালের গহ্বরে ।
কবি আর কবিতা লিখবে না, সে সকল ধূসর প্রেম কাহিনীর
ইতিহাস হবে না, কোথাও কোন সমুদ্র, জলের গভীর তলেও
কয়েক শতাব্দী ধরে একে অপরের দিকে নিষ্ঠুর দৃষ্টিতে তাকিয়ে থেকে
স্বপ্নেরা স্বেচ্ছায় চলে যাচ্ছে নির্বাসনে ।

কবিতা যেন কবির এক মহাপ্রাণ; এ প্রাণকে ছেড়ে
সকল কবি ও কবিতার কাছে ক্ষমা চেয়ে কবি একদিন চলে যাবে নীরবে ।
হয়তো কোন মন্দিরে, নয়তো কোন মসজিদে,
কবি কি যেন এক আজন্ম পাপের পাপী হয়ে আছে ;
সে পাপ কি তারে পারে এ জন্মে এপারে মোচন করতে?


ছবিঃ নেট।

মন্তব্য ১০৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০৭

ওমেরা বলেছেন: ওমা গো কি কঠিন ভাষা ! এ কবিতা বুঝার সাধ্য আমার নাই ।

১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
না বুঝলে এবার আপাতত মুখস্ত করুন ! পরের বার দেখি আপনাদের সামনে কি হাজির করতে পারি । B-)

ধন্যবাদ ।

২| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: উদাহরণ শব্দটা কাটা যাবে, তাই এ মন্ত্যটি রেখে ১ নং মন্তব্যটি মুছে দেয়ার জন্য সবিনয় অনুরোধ থাকল ।
সুন্দর কবিতা

কবিতা যেন কবির এক মহাপ্রাণ; এ প্রাণকে ছেড়ে
সকল কবি ও কবিতার কাছে ক্ষমা চেয়ে কবি একদিন চলে যাবে নীরবে ।
হয়তো কোন মন্দিরে, নয়তো কোন মসজিদে,

জাতীয় কবি কাজী নজরূল, সব কিছু ছেড়ে হয়েছিলেন নির্বাক নিষ্চুপ,
তবে নির্বাক হওয়ার পুর্বে বলেছিলেন , নদী হতে ঘড়া ঘড়া জল এনে দেখলাম তাতে
পিপিসা মিটেনা, তাই চললাম অনন্ত অসীমের ধ্যানে ।

ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য ।

১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন:
নিরন্তর ভাবে ভেবে দেখা হয়নি এখনও জীবন কি? জীবনের মানে খুজতেই যদি জীবনের অনেকটা খুইয়ে ফেলি। তাহলে এ জীবনের অর্থ কি? আমি অতি অধম যা লিখছি তার অর্থই বুঝি কি না নিশ্চিত নই। একটু জীবনে বোধের কবিতা লেখার চেষ্টা করেছি মাত্র ।

আর আপনার প্রথম মন্তব্যটি মুছে দিয়েছি ভাই ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৪

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে তবে এর ব্যাখ্যা দিতে গেলে আমি পারব না।
কবিতা লিখি ভাল লাগে তাই কি পাব , না পাব না এই নিয়ে ভাবি না।
কবিরা মনে হয় প্রত্যাশা করে না কিছু। কিজানি করে কিনা প্রত্যাশা।
তবে আমার মনে হয় কিছু প্রত্যাশা না করায় ভাল।
লিখে যান শাহরিয়ার ভাই। কবিদের কোন আলাদা পরিচয় নেই কবিরা কবিই।

১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কবির মনে কখনো চাওয়া-পাওয়া হিসাব থাকে না ! কবি সব সময় প্রকৃতিকে আপন করে পেতে চায় এবং তার মাঝে বেঁচে থাকতে চায়। জীবন থেকে কবিতা হয় কিন্তু কবিতা থেকে জীবন নয় ! কিন্তু আজকাল নিজেকে বড্ড বেশি স্বার্থপর এবং ছলনাময়ী কবি কবি লাগে ।

ধন্যবাদ ।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৮

বিলিয়ার রহমান বলেছেন: কবি কবিতা লিখতে চাননি তবুও সুন্দর একটা কবিতা হয়ে গেল!:)


প্লাস!:)

১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতাগুলো ছুটি দিতে চাই ......এখন থেকে অবসারপ্রাপ্ত একজন কবি ।


সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৯

করুণাধারা বলেছেন: জীবনের এই পথে কি আর আছে তাতে ;
হয়তো খানিক আশা,নয়তো খানিক নিরাশা।
অজানা দূর হতে আসা আবার মহাকালের পথে ফিরে যাওয়ার
এ কৃতদাস সুখের হাসি দিতে ভুলে গেছে সে কবেই ।


প্রথম চার লাইন পড়েই মন ভরে গেল।++++

১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
একটু জীবনে বোধের কবিতা লেখার চেষ্টা করেছি মাত্র.....


আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২১

বিলিয়ার রহমান বলেছেন: ইদানিং কবিতাগুলো বড্ডবেশি বিরহী হয়ে যাচ্ছে!!


কাহিনীটা কি???

১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন:
তাহলে, কবিতাগুলোর ময়না তদন্ত করা দরকার ! B-)

৭| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫০

ধ্রুবক আলো বলেছেন: এবারের কবিতা বেশ কঠিন হয়ে গেলো কিন্তু ভালো ছিলো +++++

১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
বলেন কি ভাই ! সহজ করে একটা কবিতা লিখলাম ! সবার এক অভিযোগ কঠিন । ভাবছিলাম বৃদ্ধ বয়সে এ কবিতাটা লিখব কিন্তু কিছু অজ্ঞাত কারণে এখনি লিখতে হল।

আপনাকে ধন্যবাদ ।

৮| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: কবিতাগুলো ছুটি দিতে চাই ......এখন থেকে অবসারপ্রাপ্ত একজন কবি ।


সিরিয়াসলি?????

১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার দিয়ে আর যাইহোক না কেন কিন্তু আমার পক্ষে কবি হওয়া সম্ভব না । কারণ, কবি হতে গেলে অধিক জ্ঞনের প্রয়োজন হয়.......।
তাই সময় থাকতে পদত্যাগ করা উচিৎ বলে মনে করি ।

ধন্যবাদ ।

৯| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৫

বিলিয়ার রহমান বলেছেন: আমি কিন্তু চাই আপনি কবিতা লেখা চালিয়ে যান!!!


আর আমার কন্ঠে কন্ঠ মেলানো লোকের সংখ্যা নেহাত কম হবে না! সিউর!

১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার শ্রদ্ধেয় ব্লগার খায়রুল আহসান সাহেব ..... ওনার একটা কবিতায় লিখেছিলেন ,, কেউ ব্যথা পেয়ে কবি হয়,
কেউ শখ করে কবি হয়ে ব্যথা পায়।


কথাটার গভীরতা অনেক...... বুঝলাম শখ করে কবিতা লিখতে গিয়ে ।

ধন্যবাদ ।

১০| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৪

জুন বলেছেন: আজ দুনিয়ার ভিন্ন ভিন্ন রঙের সাধু সন্ন্যাসীর ভীড়ে
এ কবিকে যেন বড্ড বেশি বেমানান লাগে!

ঠিক আমার অবস্থা শাহরিয়ার কবীর :)
তবে মন্দির মসজিদে যান অসুবিধা নেই তাতে কবিতা লেখা ছাড়তে হবে কেন বুঝলাম্না :-*
সাথে থাকুন আর কবিতা লিখতে থাকুন সেই প্রত্যাশায় :)
+

১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
কি যে বলেন না আপু ,
আপনার মত একজন গুনী ব্লগার যদি এই কথা বলে। তাহলে তো আমার কোন কথা বলার অপশন থাকে না। B-)

এ কবিতা নিজেকে বুড়া বয়সের কেউ কল্পনা করে লেখা এবং তা ব্লগে পোষ্ট দিয়েছি ..... ;) একদিন সবার ছুটি হবে, ছুটি হওয়ার আগে নিয়মিত ক্লাস পরিক্ষা, না দিলে কি আর পাশ করা যাবে ।একারণে, জীবন প্রবাহ আসলে কেমন এ ভেবে ভেবে, একটু জীবনে বোধের কবিতা লেখার চেষ্টা চালিয়েছি মাত্র ।

আপনি সবসময় পাশে থেকে উৎসাহ দেন, বলে কিছু লেখার সাহস পাই ....

আপনাকে অসংখ্য ধন্যবাদ,
ভালো থাকুন সবসময়।

১১| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৫

বিলিয়ার রহমান বলেছেন: কেউ কি আবার কবি বলে গালি দিয়েছে নাকি???


আপনার লেখা আমার কাছে ভালোলাগে!


তাই আমি চাই আপনি অবশ্যই কবিতা লিখে যাবেন!

১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কবি বলে কেউ গালি দেয়নি কখনো ............ আমি কবিতা লিখি শখের বশে এবং শুধুমাত্র সামু ব্লগে। আমার পরিচিতরা কেউ কখনো তা জানেও না ।

ধন্যবাদ।

১২| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৮

সুমন কর বলেছেন: ইদানিং লেখা আরো ভালো হচ্ছে। +।

১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনি সবসময় সবার পাশে থেকে উৎসাহ দেন, বলে কিছু লেখার সাহস পাই ,,,, দাদা ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ
ভালো থাকুন।

১৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৫

জুন বলেছেন: পেনশনে যাওয়া কবি #:-S
B-) B-)

১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:
পেনশনে যাওয়ার আগেই কবির মনে টেনশন ! ;)

এ কবির জীবন তো মাত্র শুরু , দেখতে থাকি এ জীবন নামক লোকাল বাসে চড়ে কত দূর যাওয়া যায় । B-)

আবারও আপনাকে ধন্যবাদ ।

১৪| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে কবিতা

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

১৫| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২০

নীলপরি বলেছেন: বাহ , অপূর্ব লাগলো ।
++++++

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিদি।

১৬| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৫

ধ্রুবক আলো বলেছেন: আরে ভাই, এটা অভিযোগ না, এটা ভালোবাসা।

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম, বুঝতে পেরেছি তো ! সবার ভালোবাসা আমার প্রতি আছে জন্য একটু লেখার চেষ্টা করি ।

আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

১৭| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,




কবির অভিমান !
কিন্তু কবি জানে কি , তার প্রকাশ আছে অনেক অসমাপ্ত ? ভালো-মন্দ, স্পষ্ট-অস্পষ্ট, খ্যাত অখ্যাত ? যে কবিতা কবির মহাপ্রাণ তাদের ছেড়ে কোথা যাবে কবি ? কোন নির্বাসনে ?

বরং কবি ফিরে আসুক এই ব্লগধরায়, যেথায় অঙ্কুরিছে, মুকুলিছে, মুঞ্জরিছে প্রান শতেক সহস্র রূপে, গুঞ্জরিছে গান ..........।

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৬

শাহরিয়ার কবীর বলেছেন:
লিওনার্দো দা ভিঞ্চি বিখ্যাত ছবি মোনালিসা যেদিন প্রকাশ পেয়েছিল, তার কিছুদিন পরে খুব সম্ভবত লিওনার্দো মারা যান, তারপরে ঘটানা সবার জানা। কালে, কালে এ ছবিটার খ্যাতি ছড়িয়ে পড়ে চারিদিকে। আজও ছবিটাকে ঘিরে নানান জনের নানান প্রশ্ন মনে, এটা কি যেন এক রহস্য চাদরে মোড়ানো।। B-) আমার তেমন কোন বাস্তবে রহস্য নেই কিন্তু কল্পনায় অনেক অনেক রহস্যের জট পাকিয়ে রয়েছে , হতো পারো আমার কল্পনার ভুলের মাধ্যে আছে, নয়তো ঠিক আছে । দ্বিধাদ্বন্দ্বে ভুগছিও বলা যেতে পারে ।যেহুতু সময়কে আটকানো যায় না, একারণে আর পিছনে গিয়ে কোন চিন্তা করতে চাই না। বর্তমান বয়স থেকে আরো অনেকখানি সামনে গিয়ে চিন্তা করে, নিজে বুড়ো বয়সের কল্পনা করে, তখনকার কি অনুভুতি হতে পারে ? বর্তমান ও ভবিষৎ নিয়েও একটু চিন্তার প্রতিফলন এ কবিতায় লুকিয়ে আছে । যদিও ভাষা বা শব্দ চয়নে আমি খুব বেশি ভালো না, তবুও একটু জীবনে বোধের কবিতা লেখার চেষ্টা চালিয়েছি, তাও বলা যে পারে ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান।

১৮| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৯

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,





একজন কবির কোনও বয়েস নেই । কবি যেমন পশ্চাতে চলতে জানেন , তেমনি জানেন কি করে করতে হয় আগামীর আবাহন । কবি অন্তর্ভেদী , মর্মভেদী । কবি অতীতের ছবি যেমন ফুটিয়ে তোলেন তেমনি আঁকেন ভবিষ্যতের ছবিও ।

কল্পনায় বুড়ো বয়সের ছবি আঁকবেন , ভালো ; তাই বলে ফেলে আসা দিনগুলির ছবির কথা ভাবতেও চাইবেন না ?
এ তো জীবনের কাছ থেকে পালানো !

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কিছু কিছু অতীত বর্তমানে তা, রঙিন ইতিহাস হলেও, আবার কষ্টের কোন ইতিহাসও হয় বটে । কিছু ক্ষেত্রে অসাধ্য সাধান কখনো হয় না। নিজের ইচ্ছা থাকা সও্বে ।কল্পনার আলপনায় সব ছবি সুন্দর হলেও কিন্তু বাস্তবতার দুয়ারে তা রঙিন হয় না। এ যেন এক আলো আধারির ঘোর অন্ধকার ।এ ব্যথা থাকবে হয়তো, আজীবন তা হৃদয়ে জমে থাকবে খানিক অতৃপ্তি আর হাহাকারের । এখানে স্বপরের মত পালিয়ে বেড়ানো ছাড়া আর এ পথে মুক্তির পথ নেই । যেহুতু, জীবন আমি তুমিতে সীমাবদ্ধ নয়, একারণে অন্যদের কথা ভেবে নিজেকে স্বর্থপরের খাতায় নাম লিখে পালায়ন করার চেষ্টা ।

আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইজান।

১৯| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিরা বেঁচে থাকে অনন্তকাল নাকি কবির কতিতারা। কবি কে কে কদর করে করে তো কবিতাকে। যদি তাই না হবে কবি নজরুল ইসলাম কেন লিখতে গেল "আমায় নহে গো – ভালবাস শুধু ভালবাস মোর গান।
বনের পাখিরে কে চিনে রাখে গান হ’লে অবসান।"
আপনি ও তারি ইঙ্গীত দিচ্ছেন কোথাও
"কবিতা যেন কবির এক মহাপ্রাণ; এ প্রাণকে ছেড়ে
সকল কবি ও কবিতার কাছে ক্ষমা চেয়ে কবি একদিন চলে যাবে নীরবে ।
"

কবি গুরু রবীন্দ্রনাথের একি সঙ্কা ছিল
"মনে রবে কি না রবে আমারে সে আমার মনে নাই, মনে নাই।। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই।"

যদি তাই হবে কেন এতো আয়োজন!

যাক কবি রবে নিরবে সবার তরে।

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবি বেচে থাকে চিরকাল তার কবিতার মাঝে এবং কবির মনে কখনো চাওয়া-পাওয়া হিসাব থাকে না ! কবি সব সময় প্রকৃতিকে আপন করে পেতে চায় এবং তার মাঝে বেঁচে থাকতে চায়। জীবন থেকে কবিতা হয় কিন্তু কবিতা থেকে জীবন নয় ! আজকাল কেন জানি নিজেকে বড্ড বেশি স্বার্থপর কবি কবি লাগে ।। কাউকে কিছু দিতে পারবো না কিন্তু কল্পনায় তাকে নিয়ে স্বপ্ন দেখি ও দেখাই যা হবার নয় । চাইলেও সম্ভব নয়, চিন্তার খানিক ব্যতিক্রম চাওয়া। একারণে নিজের প্রতি নিজের অভিমান ।


আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

২০| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৯

উম্মে সায়মা বলেছেন: কেন এত অভিমান হে কবি?
মান অভিমান সব সমুদ্রজলে ভেসে যাক।
কবিতারা বেঁচে থাকুক আজীবন কবির কলমে, ফিরে আসুক নির্বাসন হতে।
অভিমানী হলেও লিখেছেন খুব সুন্দর।

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০১

শাহরিয়ার কবীর বলেছেন:
যার জন্য তাজমহল গড়ি, সেই সৌন্দর্য যদি সে, না অনুভব করে ! তাহলে এ তাজমহলে গড়ার স্বার্থকতা কি ? মানে, আমার কল্পনার রাণীর প্রতি অভিমান, ক্ষণিকের জন্যও হলেও সে আমাকে ভালোবাসে না বিন্দুমাত্র ... B-)
দূরে দূরে থাকতে চায়, তার এক চোখে আমি অনন্ত প্রেম দেখতে পাই কিন্তু আরেক চোখে আগ্রসী মনোভাবে ! শত চেষ্টা সত্ত্বে.... একারণে, নিজের প্রতি নিজের অভিমান , তার প্রতি বিন্দুমাত্র অভিমান নেই আমার । B-)

কবিতারা বেঁচে থাকুক আজীবন কবির কলমে, কবিতার পিছনের গল্প যাইহোক কেন ?
আপনার এ কথাটা খুব ভালো লাগলো।

খুব সুন্দর মন্তব্য করেছেন ।

ধন্যবাদ ।

২১| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৯

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
খালামুনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২২| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১২

চিন্তক মাস্টারদা বলেছেন: শুভকামনার সাথে রইলো...

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ........

২৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:

কবিদের সমুদ্র জলে এত উছলে পড়া প্রেম, একদিন কবিতা ফিরে আসবেই!

চমৎকার!

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা আফা বোঝেনা সে বোঝেনা B-)ডানা ভাই ।
যাক আপনি যে, এতো দিন পরে ফিরেছেন, এটা আমাদের পরম সৌভাগ্য ।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

২৪| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, অনেক অভিমান জমা হয়ে আছে মনে, তা স্পষ্টত কবিতায়। কতটা কষ্ট জমা হলে কেউ নিজেকে নির্বাসিত করতে চায়, হারিয়ে যেতে চায় অজানায়!!!!

অনেক ভালো লাগা রেখে গেলাম প্রিয় কবির কবিতায়।
শুভকামনা সবসময়

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
এ বৈশাখে সমস্ত মান অভিমানের হালখাতা সেরে ফেলতে চাই ! কি বলেন !


ভালো লাগলো সবসময় আপনাকে পাশে পাই বলে ।

ধন্যবাদ ভাই।

২৫| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৪

খায়রুল আহসান বলেছেন: আজ আমরণ যন্ত্রণার মাঝে কিছু কবিতার মৃত্যু হবে
কবিতাগুলো হারিয়ে যাবে কালের গহ্বরে
-- খুবই বিষাদময় একটা অভিব্যক্তি!
স্বপ্নেরা স্বেচ্ছায় চলে যাচ্ছে নির্বাসনে -- সুগভীর অনুভূতি থেকে উঠে আসা একটি ভাবনা। ভাল লেগেছে।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার লেখা একটা কবিতার দু লাইন .......
কেউ ব্যথা পেয়ে কবি হয়,
কেউ শখ করে কবি হয়ে ব্যথা পায়।


আমি শখের বশে কবিতা লিখতে গিয়ে উপলব্ধি করেছি যে আসলে বিরহ যন্ত্রণাটা কি ! বাস্তবে নানান ব্যস্ততা কারণে, যদি ঐ অর্থে কারো রিলেশন করতে পারিনি। আমার যত কবিতা আছে সব কাল্পনিক কিন্তু এই কল্পনায় নিজেকে মাঝে মাঝে হারিয়ে ফেলি । আর একটু নিজে বুড়ো বয়সের কল্পনা করে, তখনকার কি অনুভুতি হতে পারে ? বর্তমান ও ভবিষৎ নিয়েও একটু চিন্তার প্রতিফলন এ কবিতায় লুকিয়ে আছে । যদিও আমি ভাষা বা শব্দ চয়নে খুব বেশি ভালো না, তবুও একটু জীবনে বোধের কবিতা লেখার চেষ্টা চালিয়েছি মাত্র।

সবসময় পাশে থেকে উৎসাহ দেন বলে কিছু লেখার সাহস পাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান।
ভালো থাকুন সবসময় ।

২৬| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৪

আহা রুবন বলেছেন: কবির দিবা-নিশি যাচ্ছে যেন শুধু আঁধার দর্শনে ।
সমস্যা নেই নতুন দর্শনের কবিতা নিয়ে উপস্থিত হবে। দিন দিন ভাল হচ্ছে কবিতা, এটিই বেশি ভাল লাগছে। হ্যাঁ এখনকার কবিতাগুলো পড়লে মনে হয়, এদের বইয়ের মলাটে আবদ্ধ করার সময় এগিয়ে আসছে।

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
শখের বশে ব্লগে লেখালেখি করি ভাই, এই তো অনেক; এর বাহিরে চিন্তা করা, মনে হয়না ঠিক হবে ।

সবসময় পাশে থেকে উৎসাহ দেন বলে, কিছু লেখার সাহস পাই , সে তো আমার পরম সৌভাগ্য বটে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
ভালো থাকুন সবসময় ।

২৭| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওরে বাপরে!

পড়েছি। আমি সত্যি খুশি হই যখন আপনাদের সাথে আড্ডা দেই।

২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২২

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম, নাতিপুতি নিয়ে সব সময় হাসি-খুশি থাকুন,,,,,, আপনার সাথে আড্ড দিতে পারাটা আমারও সৌভাগ্যের ব্যপার বটে !


ধন্যবাদ ভাই।

২৮| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আবারও ধন্যবাদ ভাই ।

২৯| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতা যেন কবির এক মহাপ্রাণ; এ প্রাণকে ছেড়ে
সকল কবি ও কবিতার কাছে ক্ষমা চেয়ে কবি একদিন চলে যাবে নীরবে ।
হয়তো কোন মন্দিরে, নয়তো কোন মসজিদে,
কবি কি যেন এক আজন্ম পাপের পাপী হয়ে আছে ;
সে পাপ কি তারে পারে এ জন্মে এপারে মোচন করতে?

হৃদয় ছুঁয়ে গেলো।

২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:

সবসময় পাশে থেকে উৎসাহ দেন বলে, কিছু লেখার সাহস পাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
ভালো থাকুন সবসময় ।

৩০| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

সিনবাদ জাহাজি বলেছেন: কবি কি যেন এক আজন্ম পাপের পাপী হয়ে আছে ;
সে পাপ কি তারে পারে এ জন্মে এপারে মোচন করতে?

আসলে কথাটা সবার ক্ষেত্রেই সঠিক

+++

২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:
কি লিখেছি , নিজেও তা জানি না ! যাহোক আপনার জাহাজে আমাকে কবে নিবেন নাবিক ?


সবসময় পাশে থেকে উৎসাহ দেন বলে, কিছু লেখার সাহস পাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
ভালো থাকুন সবসময় ।

৩১| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

সিনবাদ জাহাজি বলেছেন: :)
আপনাকেউ ধন্যবাদ।
হালবিহিন জাহাজে একাই থাকি।
আগে হালটা ঠিকঠাক হোক ঠিক নিয়ে নেব।
:)

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০১

শাহরিয়ার কবীর বলেছেন:
আহারে ,,

কবিগুরু রবি ঠাকুর একবার দুঃখ করে বলে ছিলেন .....

এক ভাবিলাম লইয়া যাই তাহারে আবার ভাবিলাম থাক ! এই জগতে কে, কার ?

আমারও কি আর করা কাপালডা যে পোড়া !

আবারও ধন্যবাদ জানবেন !

৩২| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:


কবিরা মানুষের জীবনকে মানুষের কাছে তুলে ধরেন, খুবই বড় দায়িত্ব

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছে জেনে খুব ভালো লাগলো ভাই ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩৩| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫০

বাংলাদেশী জিসান বলেছেন: .
.
.
.
ছেড়ে দিতে তখনই ইচ্ছে হয়,
মনে জাগে যখনই দ্বিধা-ভয়
চলুক-থাকুক তবু ছন্দ-লয়!
কবির প্রস্থান কভু কাম্য নয়!

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কিছু লিখতে পাড়ি আর না পাড়ি ; আছি আপনাদের পাশে । পড়েছেন জেনে ভালো লাগলো ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৩৪| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সময়ের মহাস্রোতে দেহের প্রস্থান স্বাভাবিক! কর্মে কবি বেঁচে থাকে পাঠক সত্ত্বায়! কবিতা ভালো হয়েছে!

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:

জি ভাই, সবাইকে একদিন মহাকালের পথে হারিয়ে যেতে হবে ।
পড়েছেন জেনে ভালো লাগলো ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৩৫| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নতুন কিছু লিখেননি?

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:
বেশি পোষ্ট দিলে আবার পাবলিক বিরক্ত হয়ে যাবে । তখন বলবে, বেশি কবি কবি ভাব ধরছে ....... B-)

৩৬| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দূর!

দৈনিক অন্তত একটা পোস্ট দেওয়া দরকার। :P

আমি ঠিকঠাক হয়ে ঘণ্টা ঘন্টা কবিতা পোস্ট করব।
মাত্র ৩ হাজার কবিতা আছে :(

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা লেখার চেয়ে পড়তে ভালো লাগে ।
বলেন কি ...... ? দেন তারাতারি ..... তাহলে, প্রতিদিন নতুন নতুন কবিতা পড়তে পারবো। #:-S

৩৭| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখানে অনেক কিছু আছে। পরমাত্মীয় ২৫ বছরে শেষ করেছি।

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:

আপনার আগের ব্লগ থেকে জেনেছি ...................তখনও লিংক দিয়ে ছিলেন ।

৩৮| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উপরে লিংক ভুল হয়েছে

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনি অনেক ভালো লিখেছেন।

৩৯| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লেখালেখি করে ফতুর হয়েছি। ভালো করিনি?

২২ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
না, না, না...................... আপনি বেঁচে না থাকলেও আপনার লেখা বেঁচে থাকবে । এই তো স্বার্থকতা ।

৪০| ২২ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

আপনি আসলে খুব সৃজনশীল। :)

২২ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে আবারও ধন্যবাদ, ভাই ।
ভালো থাকুন সব সময়.......

৪১| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবি কি যেন এক আজন্ম পাপের পাপী হয়ে আছে ;
সে পাপ কি তারে পারে এ জন্মে এপারে মোচন করতে?

সৎকর্মে স্বর্গ মিলে।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন:
জি ভাই ঠিক .. সব সময় সৎ থাকার চেষ্টা করি কিন্তু থাকতে পাড়বো কিনা জানি না।

ধন্যবাদ।

৪২| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সচেষ্টরাই সফল।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
জি ভাই .........

ধন্যবাদ ।

৪৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নতুন কিছু কী ছাড়বেন না?

আমিতো ঘণ্টা ঘণ্টা কিছু ছাড়ার চিন্তায় আছি।

ব্যান মারতে পারে তাই না?

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রতিমাসে এক অথবা দু এর বেশি পোষ্ট দেই না । এ মাসে দুটা হয়ে গেছে .... লেখার চেয়ে পড়ি বেশি । আমার চেয়ে অনেক ভালো ভালো কবি এ ব্লগে আছেন । আমি আর কি এমন লিখি ...।
ধন্যবাদ ভাই।

৪৪| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিও বিশ্বাস করি, সবাই উত্তম এবং আমি অধম।

২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কি যে বলেন না গুরু ... অনেক বছর ধরে লেখালেখি করেন । আপনিও ভালো লিখেন ।

ধন্যবাদ।

৪৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা, আমি বিশ্বাস করি আপনি সুলেখক।

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার জন্য দোয়া করবেন ।

ধন্যবাদ ভালো থাকুন ।

৪৬| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নতুন সূর্য!

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: এখন গভীর রাত । আবার অপেক্ষা ,,,,,,,


ধন্যবাদ ভাই ।

৪৭| ২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৯

সামিয়া বলেছেন: কবিতা যেন কবির এক মহাপ্রাণ; এ প্রাণকে ছেড়ে
সকল কবি ও কবিতার কাছে ক্ষমা চেয়ে কবি একদিন চলে যাবে নীরবে ।

একঝাক হতাশা ছড়িয়ে দিলেন কবি।
ভালোলাগা।।

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০১

শাহরিয়ার কবীর বলেছেন: আবার আসিবো ফিরে .....। চিন্তার কারণে নেই ।

অসংখ্য ধন্যবাদ।

৪৮| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:০৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: আমার ছোট মাথায় যা মনে হল কবিতা বিরহ দু:খ কস্ট হতাশার একটা প্রবল ছাপ অনুভব করলাম?

২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
একটু নিজে বুড়ো বয়সের কল্পনা করে, তখনকার কি অনুভুতি হতে পারে ? বর্তমান ও ভবিষৎ নিয়েও একটু চিন্তার প্রতিফলন এ কবিতায় লুকিয়ে আছে ।

সবসময় পাশে থেকে উৎসাহ দেন বলে কিছু লেখার সাহস পাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময় ।

৪৯| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: কবির যন্ত্রণা । কবিতে ভাল লেগেছে ।

২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:
নিজে একটু বুড়ো বয়সের কল্পনা করে, তখনকার কি অনুভুতি হতে পারে ? বর্তমান ও ভবিষৎ নিয়েও। একটু চিন্তার প্রতিফলন এ কবিতায় লুকিয়ে আছে ।

সবসময় পাশে থেকে উৎসাহ দেন বলে কিছু লেখার সাহস পাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময় ।

৫০| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১১

নাগরিক কবি বলেছেন: কবি একদিন চলে যাবে নিরবে, - চলে যেতে হয় :(

২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: হুম, যেতে নাহি দিব হায় তুবুও চলে যায় ।।।
নিজেকে একটু বুড়ো বয়সের কল্পনা করে, তখনকার কি অনুভুতি হতে পারে ? বর্তমান ও ভবিষৎ নিয়েও একটু চিন্তার প্রতিফলন এ কবিতায় লুকিয়ে আছে ।

সবসময় পাশে থেকে উৎসাহ দেন বলে, কিছু লেখার সাহস পাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময় ।

৫১| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৯

নাগরিক কবি বলেছেন: আপনারা এত বড় বড় মন্তব্য করেন কিভাবে? আমার বড্ড আলসে লাগে ;)

২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
এটাই তো ডিজিটাল যুগের হুনুর হেকমত .......। B-)

আবারও ধন্যবাদ ।

৫২| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনারা কি জানেন, বেশি মন্তব্যওয়ালা পোস্ট লউড হতে কমপক্ষে অন্তত অর্ধেক থেকে এক মিনিট সময় লাগে?

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:
জি ..ভাই । কিছু দিনের মধ্যে একটা নতুন পোষ্ট দিব ।

ধন্যবাদ ।

৫৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৮

ইন্দ্রনীলা বলেছেন: আগেই তো পড়ছি।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:
তাহলে, একটুরো ধন্যবাদ দেওয়া ছাড়া আমার কাছে কিছুই নেই ।

৫৪| ০৩ রা মে, ২০১৭ রাত ১২:৩৯

ফকির জসীম উদ্দীন বলেছেন: কি অমৃত আছে কবি, বার বার পড়ি যেন অজান্তেই আবার পড়ি, হারিয়ে যাই কবিতার প্রতিটি শব্দে।

০৩ রা মে, ২০১৭ রাত ১২:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: নিজেকে একটু বুড়ো বয়সের কল্পনা করে, তখনকার কি অনুভুতি হতে পারে। বর্তমান ও ভবিষৎ নিয়েও একটু চিন্তার প্রতিফলন এ কবিতায় লুকিয়ে আছে ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.