নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

অভিমানী কবিতা

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫৮



কবিতা ,
তুমি কি জানো ?
আজ শব্দেরা হারিয়ে যেন কবি নির্বাক,
এতো প্রেম ছিল ,এতো ভালাবাসা ছিল,
তবে কেন সবি মিশে গেল ধূসর ধুলিতে?


কবিতা,
তুমি ফিরে এসো, আর এ হৃদয়ে নয়,
ফিরে এসো, তুমি তোমার অস্তিত্বের মাঝে,
বেঁচে থাকো অনন্তকাল ধরে, তোমার সৃষ্টির মাঝে...;
কবিতা কবির মহাপ্রাণ, এ সত্যকে
জানিয়ে দাও এ দুনিয়াকে।

কবিতা,
তোমায় দিয়েছি কত যন্ত্রণা, ভেঙ্গেছি কত মন
সুতো বিহীন বাধঁনে বাধঁতে চেয়েছি প্রতিক্ষণ
তবে কেন, এভাবে এতো অভিমান করে, নিজেকে লুকিয়ে রেখে,
তুমি কেন রয়েছো অন্ধকারের বন্দী দশাতে?
তোমার এ জীবনের গতিময় পথ
যেন মিশে না যায় ধূসর অজানাতে।


ছবিঃ নেট ।
(যতবার আলো জ্বালাতে চাই. নিবে যায় বারে বারে। আমার জীবনে তোমার আসন. গভীর অন্ধকারে।..... কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর)

মন্তব্য ১৫০ টি রেটিং +২২/-০

মন্তব্য (১৫০) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১০

ভ্রমরের ডানা বলেছেন: সত্য পথে জ্বলে যাক কবিতার জোছনা কুমারী মশাল হয়ে!

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
কবি গুরু এর লেখা টা কি দেওয়া ঠিক হবে ? না উপরের দিব, না যে ভাবে দিয়েছি ঠিক আছে ........ এ ছবিটা দেখে এ কবিতা লেখা ।

ধন্যবাদ।

২| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা ভাই। ভালো লাগলো মধ্যরাতের নীরবতায় এমন কবিতা পড়ে। মুগ্ধতা নিয়ে ফিরলাম।


কবিতারা ফিরে আসুক কবিতায়,
জেগে থাকুক লক্ষ কোটি সহস্র বছর ধরে।
মিশে থাকুক অস্তিত্বে স্বকীয়তায়,
ভালবাসার শুদ্ধতা ছড়াক মন থেকে মনে।।

শুভকামনা রইল প্রিয় কবির প্রতি। ভালোবাসা সবসময়।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
সবসময় পাশে থেকে উৎসাহ দেন বলে, কিছু লেখার সাহস পাই......
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়.......

৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১৮

ভ্রমরের ডানা বলেছেন: নিজের কবিতা নিজের মন মত লিখুন। এভাবেই আপনাকে পেতে ভাল লাগে!

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক আছে ... নিজে সিদ্ধান্ত নিতে পারছিলাম না । এ কারণে বলা ।
যাহোক, অনেক দিন পরে আপনাকে ব্লগে পেলাম, ভালো আছেন নিশ্চয় !!!
আপনাকে অসংখ্য ধন্যবাদ
ভালো থাকুন সবসময় .......

৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২১

ওমেরা বলেছেন: না না শব্দ তো হারায় নি কবি ও সবাক আছে কবিতা ও নিশ্চয় ফেরত আসবে । ধন্যবাদ শিশ্য কবি ।

আচ্ছা শিশ্য বানানটা কি ঠিক আছে ?

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
আমাকে আর রাতের বেলায় বিপদে ফেলবেন না .... কারণ, ইংলিশ কি বোডে বাংলা লেখা । বানান ভুল হলে ঠিক করে দেন । আমি এডিট করে দেই । ভুল দেখতে পাচ্ছি কিন্তু ঠিক করতে পারছি না......

ধন্যবাদ ।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শিষ্য, শীর্ষ ।

নির্বাক।

কবিতার সাথে অনেকাগে দেখা হয়েছিল,
ভাব জমাতে চেয়ে আমি চিন্তিত হয়েছিলাম।
ভাবিনী বলেছিল ভাবুক হলে খালি ভুখ লাগে,
আসলে কী হয়েছে আমি হাভাতে হতে চাই না।

কবিতার নামধাম জানতে চাই।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কিছু বলিয়া কি লজ্জা দিলেন গুরু ? অকবির কবিতা পাঠে

ধন্যবাদ ।

৬| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩২

ওমেরা বলেছেন: ঐ যে দেখেন আমার নানাজান ঠিক করে দিয়েছে ।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:

গুরু যে আপনার নানা হয়, সে জন্য মিষ্টি কিন্তু পাওনা আছি । B-)
আপনার নানাসহ আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ।

৭| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রিয় কবি ভাই, কবিতাটি অনেক ভালো লেগেছে । টাইপিং মিসটেক চেক করা যায় কি?
শুভকামনা সবসময়।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
ইংলিশ কি বোডে বাংলা লেখা, অনেক ভুল হয় .... আমি চেষ্টা করবো ... ঠিক করে নেওয়ার ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ।

৮| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৪০

ওমেরা বলেছেন: নাতনী তো ছোট মানুষ মিষ্টির জন্য আমার নানাজানকে বলেন ।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:
খাওয়ানোর ইচ্ছা থাকলে, এক চামচ চিনিতেখুশি করা যায়। এটা একটা বিশুদ্ধ নীতিকথা .......... আপমান করিতে কিন্তু নহে ! B-)

ধন্যবাদ ।

৯| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৪৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম , আমিও বহুবার এই সমস্যার মুখোমুখি হয়েছিলাম। ভার্চুয়াল সিস্টেম ফলো করলে সহজ সমাধান পাওয়া যায়। ধন্যবাদ কবি ভাই।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
বাংলা বানান প্রচুর পরিমানে ভুল হয় । এখন এ লাজ্জা কই রাখি !!! ভার্চুয়াল এতে লিখতে গেলে অনেক সময় লাগে ।।।

আবারও আপনাকে ধন্যবাদ ভাই ।

১০| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৫২

ওমেরা বলেছেন: চিনি দিব কেন !! ঝাল মিষ্টি সবই খান এগুলো সবই আমাদের বাসায় বানানো । তবু রাগ করিয়েন না ।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:
গরীবের পেটে কি আর ....... হজম হয় !!!! B-) চিনি আমার জন্য....................


রাগ করিনি ,আমি মহা খুশি ।

ধন্যবাদ ।

১১| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৫৯

মানবী বলেছেন: ব্লগে এই মুহূর্তে "কাশেম বিন আবু বকর" শিরোনামের সুনামী শুরু হয়েছে বললেও ভুল হবেনা, এমন সময় কবিতার অভিমান হওয়াটা স্বাভাবিক :-)

"যতবার আলো জ্বালাতে চাই. নিবে যায় বারে বারে
আমার জীবনে তোমার আসন. গভীর অন্ধকারে"

-অসাধারণ পংক্তি দুটি আর এই অসাধারন পংক্তি দুটোথেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে আরেকটি চমৎকার কবিতা!
ধন্যবাদ শাহরিয়ার কবীর।

(আমি জানি আপনার কবিতার সাথে এই সুনামীর কোন সম্পর্ক নেই, এমনি বলেছি)

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
হা,হা,হা, ব্লগিং অভিজ্ঞতায় দেখেছি, কখন যে কার উপরে সুনামী শুরু হয়, ঠিক বোঝা যায় না ,,,, আমার চেয়ে আপনি আরো অভিজ্ঞ মানুষ । সে কারণে মামারে আর মামার বাড়ীর কথা না বলি । পড়েছেন জেনে ভালো লাগলো ......

সবসময় পাশে থেকে উৎসাহ দেন বলে, কিছু লেখার সাহস পাই......
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপু ।
ভালো থাকুন সবসময়.......

১২| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০০

উম্মে সায়মা বলেছেন: ভালো লাগা কবিতায় :) +++

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:১২

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ,
ভালো থাকুন সবসময়......

১৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:০২

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ কবিতায় মুগ্ধ
কবিতা,
তুমি ফিরে এসো, আর এ হৃদয়ে নয়,
ফিরে এসো, তুমি তোমার অস্তিত্বের মাঝে,
বেঁচে থাকো অনন্তকাল ধরে, তোমার সৃষ্টির মাঝে...;
কবিতা কবির মহাপ্রাণ, এ সত্যকে
জানিয়ে দাও এ দুনিয়াকে।

শুভেচ্ছা রইল

২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব খুশি হলাম....
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভাই।
ভালো থাকুন সবসময় ....

১৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:৪০

গুলশান কিবরীয়া বলেছেন: ভালো লাগলো কবিতা । এতো সুন্দর করে বললে কবিতা আর অভিমানী হয়ে থাকবে না ।

অনেক অনেক শুভকামনা রইলো কবির জন্য ।

২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপু ।
ভালো থাকুন সবসময় ।

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪০

মৌমুমু বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন।
ভালোলাগা আর শুভকামনা রইল! কবি গুরুর লিখাটাও চমৎকার।
ভালো থাকবেন।

২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো..
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আপনিও ভালো থাকুন সবসময় ।

১৬| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৫

সিনবাদ জাহাজি বলেছেন: বেঁচে থাকো অনন্তকাল ধরে, তোমার সৃষ্টির মাঝে...


+++

২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার জাহাজের এখন কি অবস্থা ....!!! ;)

কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো..
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় ।

১৭| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা নিয়ে কবিতা ভাল লেগেছে ।

২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো..
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় ।

১৮| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৫

ধ্রুবক আলো বলেছেন: অসধারণ কবিতায় মুগ্ধতা

কবিতায় দিলাম অনেক ভালোলাগা আর ++++

২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো..
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় ।

১৯| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৮

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর। ভালো লাগলো।

২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো..
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় ।

২০| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দুইটা বানান টাইপ করেছিলাম।
পরে আপনার কবিতা পড়ে আমিও কবিতা লেখার চেষ্টা করেছিলাম :P


আপনাদের সাথে আড্ডা দিলে আমি আড্ডাবাজ হয়ে যাই B-)

২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২২

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনি হলেন জাত কবি ; লেখুন বেশি বেশি করে , আছি পাঠক হিসাবে পাশে ।

ধন্যবাদ ভাই।

২১| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৭

বিলিয়ার রহমান বলেছেন: এই কবিতা কি কোন ললনার নাম ????



২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
শোন গো রূপসী ললনা আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। আমি কারো খাই না পড়ি না কারো চাকরী করি। আমাকে কথায় কথায় মন্দ বলা চলবে না।। কি হবে খ্যামটা নেচে গোমটা দিয়ে মুখ লুকিয়ে কি হবে ঠোট বাঁকানো গাল ফোলানো রাগ দেখিয়ে। আমি কারো ধার না ধারি না কারো পরোয়া করি। তোমার ঐ নিঠুর শাসন চক্ষু বুঝে সইবো না।


পড়ে কি মনে হল ?এ কবিতার চোর ধরার দায়িত্ব কিন্তু আপনার !!!! B-)


২২| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: পড়ে মনে হলো কোন একটা পড়া পড়ছি! ;)


আর কবিতা চোর ধরা সে এমন কঠিন কি? ;)

২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:
কি পড়া ভাই ??? বলেন না ??


আমার কবিতা যে চোর চুরি করে ; খুব সম্ভবত না বুঝে, অকবির কবিতা চোরে চুরি করে !!!! B-)

২৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি তো ছাড়া পাইছি, কিন্তু বিলিয়ার ভাই ধরা খাইছে! :P

২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
বিলিয়ার রহমান ... (ডাকনাম রিয়াজ ) নায়ক!!!! আপনার সাথে পরিচয় করিয়ে দিলাম কিন্তু গুরু . B-)


চোরদের জম ! তার জ্বালায় চোরেরা চুরি করেও শান্তি পায় না। B-)

২৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪১

বিলিয়ার রহমান বলেছেন: পড়া একটা হইলেই তো হয়!!!!

যেমন ধরুন তেল পড়া, চুন পড়া অথবা নুন পড়া! :)


প্রত্যেক কবিই নিজের কবিতাকে অকবিতা ভাবেন!!! এমন ভাবা ভালা!:)

@মিয়া ভাই!!!হাটে হাড়ি না ভাঙলেও পারতেন! :P

২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
নিবোধ বলিয়া দূরে দিল ঠেলিয়া ...ওরে আমার প্ররাণের জরিনা ।
এই তত্ব কি আর, খুব সহজে মাথায় ডুকে !!! B-) হয় ভাই ভীষণ বিরহে আছি .......... তার বিরহে কবি হয়েই যে গেলাম ।
এখন অবধ্য কে বাধ্যকরণ করতে হবে, আপনার তেল পড়া, চুন পড়া অথবা নুন পড়া! আইডিয়া দিয়ে .....। B-) মন্দ বলেননি .......।

২৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: @ বিলিয়ার ভাই, না মানে ইয়ে, আমিও ধরা খাইছিলাম। :D
@ শাহরিয়ার কবীর, জি উনি আমাকেও চোরদের সাথে পরিচয় করিয়েছেন :(( আমি এখন আর নতুন কিচ্ছু পোস্ট করি না।

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম,,,, বিলিয়ার সাহেব চোরদের জম দূত । চোর চেনানো তার ভুমিকা মেইন ।।। চোরের ভয় পোষ্ট দিবেন তা কিন্তু মানিনা মানবো না। B-)

২৬| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: হু ঠিক বলেছেন!!!!

তেল নুন ইত্যাদি পড়া দিতে ব্লগে একটা ঝাড়ফুক বিভাগ খোলার দাবি জানাই নাকি???


@মিয়া ভাই!!! শাকদিয়ে ভাত সরি মাছ ঢাকবেন না প্লিগ! ;)

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:

তেল নুন পড়া এখন শেষ ভরসা ........... ভাবছি, দেওয়ারবাগীর কাছে গিয়ে নিয়ে আসবো । কি বলেন ? B-)

২৭| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৯

ধ্রুবক আলো বলেছেন: বাহ, বেশ আড্ডা জমে উঠেছে !:#P

মোহাম্মদ আব্দুলহাক ভাই, বিলিয়ার রহমান রিয়াজ ভাই। হুমম

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:

বিলিয়ার এবং মিয়া ভাই বড় মানের লেখক, তাদের সাথে আড্ডা দেওয়া তো পরম সৌভাগ্যর ব্যপার .। আপনিও চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন ।
ধন্যবাদ ।

২৮| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: ভাল থাকুক কবি ও কবিতার প্রিয় মানুষ। শুভকামনা আপনার জন্য।

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো ,,,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ।
আপনিও ভালো থাকুন সবসময় ...

২৯| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৭

মোস্তফা সোহেল বলেছেন: অভিমান কষ্টের তাই অভিমান না করাই ভাল।

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
অসামাজিক লোকের বন্ধু থাকে না, আমিও একজন অসামাজিক।।। আমি কারো প্রতি অভিমান করতে চাই না কিন্তু সবাই আমার প্রতি অভিমান করে, কারণ একটাই যে আমি অসামাজিক ।

কবিতা পড়ে আপনার মুল্যবান মন্তব্য রেখে যাওয়ার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩০| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চোর এবং সুই আমি ডরাই। :((

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
চোরদের লজ্জা দিতে হবে ,যাতে আর চুরি না করে .........
চুরি করে কবিতা দিয়ে বিখ্যাত হতে চায় .। সাহস কত । B-)

৩১| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইগো, আমার ধন চুরি করে আমাকে ধমকায়, কয় ভিক্ষা চাইলে ফেরত দেব।
সর্বনাশ!

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: হায় ,হায় .. ধন গেলে ধন পাওয়া যায়
কিন্তু মান গেলে মান পাওয়া যায় না।

কবে যে চোরেরা কবিদের বিরুদ্ধে
আন্দোলন ঘোষণা করে, ডরে আছি।।
যে হারে চোরদের অপমান করা হচ্ছে । B-)

৩২| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সর্বনাশ :-* অবশেষে আপনিও তাদের পক্ষে গেলেন :((

বিলিয়ার ভাই, আমি একলা হইছি

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কেউ করে ধন, চুরি কেউ বা করে মন...।

আমার ধন ও মন কিছুই চুরি করতে পারলো কেউ .....। B-)

৩৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আর কিচ্ছু বলতে পারব না, ধরা খাইলে খবর আছে :P

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম,,, খবর খবর .. আছে .... আচ্ছা ঠিক আছে । হক কথা না , বলা ভালো । B-)

৩৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহা। আমি আসলে সত্যি ভালোমানুষ। B-)

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:
নিজের ঢোল নিজে বাজায় যে জন ,,,,,,,,,,,,,,,,,,,তাকে কি বলা হয় । B-)

৩৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি যা বলতে চেয়েছি তা হলো, ইয়ে মানে আমি ভালোমানুষ এবং আপনিও ভদ্রলোক তাই না ;)

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি একজন অসামাজিক আর আপনি একজন সামাজিক ... এক কথায় প্রকাশ করলে, আপনি একজন ভালো মানুষ । B-)

৩৬| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি নিশ্চয়তার সাথে বলতে পারব, আমি ভালোমানুষ হলে আপনি ভদ্রলোক।

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
জি ভাই.... আর নিজের মধ্য ঝগড়া না করে; সন্ধি করি..জড়ছে বলি আমরা দুজনেই ভালো মানুষ !!!! B-)

৩৭| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হ্যাঁ, এখন ঠিকাছে।

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ জানবেন !!!

৩৮| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ .......

৩৯| ২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা গতিময় থাকুক, এ কামনা রইল। তবে চলমান কবিতায় যথেষ্ট গতি রয়েছে সেটা আমি চোখ বুঁজে বলে দিতে পারি।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন:
ভাই পড়েছেন জেনে খুব ভালো লাগলো !
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় .......

৪০| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতা

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো !
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় .......

৪১| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৩

শূন্যনীড় বলেছেন: কবিতায় অনেক অনেক ভালো লাগা রইল ভাই। +++++

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো !
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় .....

৪২| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫১

গেম চেঞ্জার বলেছেন:
+) ছাড়া কিছু আপাতত লিয়ে আসিনাই! :)

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
পিলাচ দিয়ে কি নাট-বল্টু টাইড দিবো নাকি B-) ...................... ...
যাইহোক, গিফট ফেরত দিতে নেই !!!


ধন্যবাদ ।

৪৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩১

ব্লগ মাস্টার বলেছেন: দোআ থাকল কবিতা ফিরে আসবে ।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩২

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো !
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় ...

৪৪| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৩

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো !
আপনাকে অসংখ্য ধন্যবাদ,দাদা ।
ভালো থাকুন সবসময় ...

৪৫| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি সত্যি অপূর্ব। অনেক অনেক ভাল লাগা রেখে গেলাম কবিতায়।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: ভাই পড়েছেন জেনে খুব ভালো লাগলো !
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় .......

৪৬| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪২

নাগরিক কবি বলেছেন: বাহ!! সুন্দর :) তা এই কবিতা পড়ে একটা নতুন কবিতা লিখেই ফেললাম :)

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: কোথায় আপনার ব্লগে ? তাহলে আসছি .......


ধন্যবাদ প্রিয় কবি ।

৪৭| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫১

নাগরিক কবি বলেছেন: আসুন। আপনার প্রেমিকা উৎসর্গ করেছি ;) :) প্রেমের কবিতা। ;)

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
আসছি ...................
লুমান্টিক কবিতা পড়তে ভালো লাগে । B-)

ধন্যবাদ ।

৪৮| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কেরসিনে নিশ্চয় পানি ছিল। ভেজালে জল মিশলে খামোখা খালি ঝামেলা লাগে।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:
আহারে,,, প্রেম পিরিতেও ফরমালিন এখন ভেজাল । রাইতের বেলা আর ...... কবিগুরু মত বলিয়েন না .... আমি জেনে শুনে বিষ করেছি পান ।

৪৯| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অনেকে আমাকে বিষাক্ত ডাকে :((

সমস্যা হলো আমি সত্যি সুখি মানুষ। কেউ ছ্যাঁকা খাইলে আমার মজা লাগে। (হাহাহাহাহাহা) কবিতা লিখতে পারি।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
যে..... সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে ........ এমন লোক তো সুখী হবে না, তো কে হবে !!!!

৫০| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি সত্য বলেছেন, আপনি আসলে সুখি মানুষ। :P

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি সুখি হলে আপনি মহাসুখী মানুষ ,,, একমত হলে লাইক দেন । B-)

৫১| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি বিশ্বাস করি আপনিও আমার মতো সত্য বলতে পছন্দ করেন। আমি সত্যি লাইক দিয়েছি। :P

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
সত্য সর্বদা সুন্দর ..... মিথ্যার ভিত্তি বেশি দিন টিকে না।

৫২| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি সত্য বলেছেন।

চিন্তা নিয়ে আমি একটা কবিতা লিখেছি, মাত্র ১১ পৃষ্টার মতো।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো তো ..... আমার লেখাগুলো ছোট, ছোট । আপনি অনেক ভালো লিখেন আর চিন্তা শক্তি বা ভবনাগুলো ।

৫৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৩

কানিজ রিনা বলেছেন: শাহরিয়ার কবীর, সবিতারা একবিতা পড়ে
রাতে ঘুম ঘোরে চমকে উঠবে বৈকি।
বিশেষ করে গুলতেকিনের মত প্রেমিকারা।
আজ দখিনা বাতাস বহে অনুকূল ফুটেছে
গোলাপ নার্গীস ফুল ওগো বুল বুল ফুটন্ত
সেই গুল বাগিচা দোলে...
সত্যি আজকের কবিতা মড়া বাগীচা দোল
খাওয়ার মত। ধন্যবাদ

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা ... কি যে বলেন না, আপা।
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় .......

৫৪| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: প্রথম আলো ব্লগে মজা করে শুরু করে বেমজায় পড়েছিলাম।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: কেন ভাই কি হয়েছে ? আমার শুধু সামুতে একটাই নিক ।

৫৫| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ১১ পৃষ্টার কবিতা প্রথম আলো ব্লগে শুরু করেছিলাম।

পলাশমিঞাকে আমি হারিয়েছি। এখন আসল নামই সম্ভল।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন:
ওহ আচ্ছা ........কেন কি হয়েছিল ? কবিতাগুলো ধারাবাহিক ভাবে লিখতে থাকুন ।

৫৬| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বললে হয়তো হাসবেন, হাতে লেখা ৩ হাজার আছে। এখন আমি ভয়ত্রস্ত হয়েছি। ওগুলো কবিতা নয়, মাথা নষ্টের মন্ত্র। :((

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা ....... না লেখা বলে চালিয়ে দেন .... সমস্যা নেই ।কিন্তু অনলাইন আর কপির যুগে করির যেন কোন দাম নেই । X((

৫৭| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি হয়তো এখনও ঘুমে আছেন? আমিতো ১২ বছর আগে কবিতা লেখা ছেড়ে উপন্যাস শুরু করেছিলাম। একমাত্র অত্যন্ত ভাগ্যবান কিছু মানুষ কবিতা লেখা একটু দাম পেয়েছে বাকিরা তো কাউয়ার নামে বদনাম। (দয়া করে আমার উপর রাগ করবেন না)

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:
না, রাগ করবো কেন ... কারণ , আমার পেশা লেখালেখির জগত না ,,একদম ভিন্ন । আমি শখের বশে লিখি । আপনারা ভালো বলতে পারবেন ।

৫৮| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কোনো একদিন আমিও শখে লিখতাম। এখন সাধনা হয়েছে। কম্পিউটারের সামনে না বসলে আমি অসুস্থ হয়ে পড়ি।

আপনাদের সাথে আড্ডা কিন্তু লেখালেখির অংশ।
(আজকাল কবিতার বাজারে খরা। লেখক এবং কবির সংখ্যা বেশি। পাঠক কম)

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক বলেছেন ... আগে বন্ধুদের সাথে আড্ডা দিতাম । এখন ব্লগে আড্ডা দেই । ভালো লাগে আগে কিছু লেখতে পারতাম না । প্রথম প্রথম লজ্জা লাগত ।

৫৯| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লেখালেখি অনকে ভালো অভ্যাস। অন্তরাত্মা পবিত্র হয়, আত্মশুদ্ধি হয়। নিজরে ভুল নিজে সংশোধন করা যায়। নিরালায় একলা বসে ধেয়ান চিন্তা করা যায়। তবে আমরা মত না হলে ভালো। আমিতো দিনরাত বসে থাকি, মাঝে মাঝে বিরক্ত লাগে আমার। কেউ আমার সাথে কথা বলে না। লোকজন দূরে থাকে :(

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক বলেছেন ,,, চিন্তার ব্যয়াম হয় ভালো ।বেশি ঘরে না থেকে নাতিপুতিদের সাথে নিয়ে ঘুরতে যাবেন । আমি সময় পেলে কোথাও না কোথাও ঘুরতে যাই ।

৬০| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার জন্য দোয়া করেবন। আমি আসলে বিম্বে বন্দি।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
অবশ্যই করি ভাই । আপনি ও আমি চিরদিন বেঁচে থাকবো না কিন্তু আপনার সৃষ্টির মাঝে আপনি বেঁচে থাকবেন।
শুভ কামনা রইল ।

৬১| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, নিজ কাজে আমরা বেঁচে থাকব এবং স্বর্গ অথবা নকে কর্মফল ভোগ করব। আমাদের শেষ গন্তব্য স্বর্গ হোক। আমিন।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: আমিন ।

৬২| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: তোমার এ জীবনের গতিময় পথ
যেন মিশে না যায় ধূসর অজানাতে।

অসাধারণ। ভালো লাগলো।

৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় .......

৬৩| ০৩ রা মে, ২০১৭ রাত ৯:০৫

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: তোমায় দিয়েছি কত যন্ত্রণা, ভেঙ্গেছি কত মন
সুতো বিহীন বাধঁনে বাধঁতে চেয়েছি প্রতিক্ষণ
তবে কেন, এভাবে এতো অভিমান করে, নিজেকে লুকিয়ে রেখে,
তুমি কেন রয়েছো অন্ধকারের বন্দী দশাতে?
তোমার এ জীবনের গতিময় পথ
যেন মিশে না যায় ধূসর অজানাতে।


কবিতা ফিরে আসুক। নিরন্তর শুভ কামনা।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় .......

৬৪| ০৬ ই মে, ২০১৭ সকাল ৯:২১

জাহিদ অনিক বলেছেন: কবিতারা সব জানে , সব বুঝে । শুধু কবিই না জানার জন্য বেঁচে থাকে ।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম, কবিতারা শেষে এসে কবিকে একদম অনুভুতিহীন রোবট বানিয়ে চলে যায় ..। হতে পারে তাদের এটা সহজাত ধর্ম। আবার সব কবিতা এক নয়...।

কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় .......

৬৫| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো, ভাই
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় .......

৬৬| ০৭ ই মে, ২০১৭ সকাল ১১:১৪

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: ভালো লাগলো।

০৭ ই মে, ২০১৭ দুপুর ২:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় .......

৬৭| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:১৬

সেলিম আনোয়ার বলেছেন: অভিমানী কবিতা ফিরে আসুক । :)

০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় .......

৬৮| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: তবে কেন, এভাবে এতো অভিমান করে, নিজেকে লুকিয়ে রেখে,
তুমি কেন রয়েছো অন্ধকারের বন্দী দশাতে?
তোমার এ জীবনের গতিময় পথ
যেন মিশে না যায় ধূসর অজানাতে


অনেক সুন্দর বর্ণনা।

ভালোলাগা রেখেগেলাম

০৭ ই মে, ২০১৭ বিকাল ৪:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় .......

৬৯| ০৮ ই মে, ২০১৭ সকাল ১১:৫০

জুন বলেছেন: তুমি কেন রয়েছো অন্ধকারের বন্দী দশাতে?
তোমার এ জীবনের গতিময় পথ
যেন মিশে না যায় ধূসর অজানাতে।

বড্ড অভিমানী কবিতা শাহরিয়ার কবির । ভীষন ভালোলাগা রইলো ।
+

০৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় .......

৭০| ০৮ ই মে, ২০১৭ রাত ১০:৪৭

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর,





অভিমানী কবিতার কি ," আজকে তোমায় দিলাম ছুটি...." হবে ?
নাকি কবিতাকে আসন পেতে দেবেন জীবনের গহীন অন্ধকারে ?

২৫ শে মে, ২০১৭ সকাল ৯:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আস্তে আস্তে কবিতার ছুটি ...

ভাই , কোন লাইনে শব্দ চয়নে ভুল থাকলে, অবশ্যই ঠিক করে দিবেন ।


ধন্যবাদ।

৭১| ১২ ই মে, ২০১৭ রাত ২:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তারপর আপনার খবর কী?

১২ ই মে, ২০১৭ রাত ২:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কয়েক দিন ধরে একটু ব্যস্ত ছিলাম, তারপরে আবার ব্লগে সমস্যা ছিল !! একারণে ব্লগে আসা কম হয়েছে ভাই।

আপনি ভালো আছেন নিশ্চয় ।

ধন্যবাদ।

৭২| ১২ ই মে, ২০১৭ রাত ২:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

খুব সুন্দর কবিতা ভাই। কবিতা পড়ে মুগ্ধ হয়ে ফিরছি ভাই।
শুভকামনা জানবেন সবসময়।

কবিতাকে অস্তিত্বেই রাখতে হয় যতনে,
তাতে হারিয়ে যাওয়ার ভয় আর থাকেনা।
বুকের খাঁচা থেকে
পাখি পালিয়ে যায় দূর্ সীমাহীন অসীমে,
সে আর ফিরে আসতে পারেনা,
পথ ভুলে যায়, অন্য খাঁচায় বাসা বাঁধে।
এবার আর ভুল করবোনা, বাঁধিব অস্তিত্বে
যদি আবার ফিরে আসে কখনো- কবিতা।

১২ ই মে, ২০১৭ রাত ৩:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়ে কয়েকটি সুন্দর লাইন উপহার দিয়ে যাওয়া জন্য
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইলো।

৭৩| ১২ ই মে, ২০১৭ রাত ৮:৪১

শায়মা বলেছেন: কবিতার অভিমান ভাঙ্গেনি?

১২ ই মে, ২০১৭ রাত ১০:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন:
পাবলিক স্পেসে এতো বড় জটিল, কঠিন রোগে উত্তর, দেই কিভাবে !!!! B-) শুধু শুধু কবিতার বন্দনা করে গেলাম কিন্তু কবিতা বোঝেনা সে বোঝেনা !


কবিতা পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

৭৪| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:৫৮

ফকির জসীম উদ্দীন বলেছেন: মুগ্ধ নয়নে দেখি কবি তার কবিতায় অঙ্কিত বদন খানি।

১৪ ই মে, ২০১৭ রাত ২:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ,
ভালো থাকুন সবসময়.....

৭৫| ৩০ শে মে, ২০১৭ রাত ৯:০৭

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর,



না, শব্দ চয়নে কোনও ভুল হয়নি । কবিতার প্রতি আক্ষেপ দেখে মনে হয়েছে , এবারে বোধহয় কবিতাকে একেবারে ছুটিই দিয়ে দিলেন । তাই জানতে চেয়েছি, জীবনের গহীন অন্ধকারে কবিতার আসন গেড়ে দেবেন কিনা !
আমার জীবনে তোমার আসন. গভীর অন্ধকারে..... কবি গুরুর এমন লাইনটি দেখেই জানতে চাওয়া ।

৩০ শে মে, ২০১৭ রাত ৯:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
ভাইজান, এটা ছিল কাল্পনিক কবিতা, আর এই কবিতার বিষয় হ্যালুসিনেশন বলতে পারেন, তবে আমি রুগী না। ;) আর আমার লেখায় কোন ভুল বা এডিট কারার প্রয়োজন হলে, দয়া করে অবশ্যই বলবেন, তানা হলে কিছু শিখতে পারবো না।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.