নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

অস্পৃশ্য

১৩ ই মে, ২০১৭ রাত ২:৫৫



কবিতা -
জানি তোমার বাঁশিতে বাজবেনা এ সুর।
তবু তুমি কেন এলে সব ব্যবধান ভুলে,
আমার এ ছন্দহীন জীবন জুড়ে,
নীল জোৎস্নার আঁধারে,
হাজার হাজার বছরের আবসান ঘটিয়ে।
শুধু একবার বল ; তুমি কী চাও ?

কবিতা-
তুমি ছিলে রুপে গুণে অনন্যা
কী দিয়ে দিবো তোমার উপমা?
আজও তোমায় ভুলতে পারিনি
ঐ রক্ত জবার মত মুখছবি,
ভেসে উঠে বারে বারে হৃদয়ের মাঝখানে ।
কী যেন এক ব্যথার আঘাতে আহত হয়েছি,
হতভাগা এক প্রেমিক সেজেছি
শত লাঞ্ছনা ব্যঞ্জনা সহ্য করে,
সমাজে বেঁচে আছি কবি পরিচিতি নিয়ে
হয়তো, নিয়তির শেষ খেলা দেখব বলে !
তবে কেন ফিরে এলে আমার জীবন জুড়ে
দুঃখ পেতে না - দুঃখ দিতে?


ছবিঃ নেট ।

মন্তব্য ১০২ টি রেটিং +১৬/-০

মন্তব্য (১০২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৭ রাত ২:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শুরু করলাম।

১৩ ই মে, ২০১৭ রাত ২:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন:
জি গুরু ........ পড়া শুরু .... B-)

আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইলো ভাই।

২| ১৩ ই মে, ২০১৭ রাত ২:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অভয় দিলে নির্ভয়ে কিছু বলব।

১৩ ই মে, ২০১৭ রাত ৩:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
গুরুজনদের সে ক্ষমতা সব সময় আছে.............


ধন্যবাদ

৩| ১৩ ই মে, ২০১৭ রাত ৩:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

১৩ ই মে, ২০১৭ রাত ৩:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:

ধন্যবাদ ভাই।

৪| ১৩ ই মে, ২০১৭ রাত ৩:০১

নাগরিক কবি বলেছেন: হাহাহাহাহা । সুন্দর কবিতা। B-)
কবিতা কিছুটা অকৃতজ্ঞ ;)

১৩ ই মে, ২০১৭ রাত ৩:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
উত্তম রুপে আবার এসে বুঝিয়ে দেন .....


পাঠে ও মন্তব্যতে অশেষ কৃতজ্ঞ জানবেন সুপ্রিয় কবি।

৫| ১৩ ই মে, ২০১৭ রাত ৩:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিতা-
তুমি ছিলে রুপে গুণে অনন্যা,
কী দিয়ে দিবো তোমার উপমা?
আজও তোমাকে ভুলতে পারিনি,

ঐ রক্ত জবার মত মুখশ্রী (মুখখানি) মুখছবি, মুখাবয়ব, বদনকান্তি এখান থেকে একটা রাখতে হবে।

ভেসে উঠে বারে বারে হৃদয়ের মাঝখানে ।
কী যেন এক ব্যথার আঘাতে আহত হয়েছি,
হতভাগা এক প্রেমিক সেজেছি,
শত লাঞ্ছনা ব্যঞ্জনা সহ্য করে,
সমাজে বেঁচে আছি কবি পরিচয় নিয়ে,
হয়তো নিয়তির শেষ খেলা দেখব বলে !
তবে কেন ফিরে এলে আমার জীবন জুড়ে,
দুঃখ পেতে না - দুঃখ দিতে?

১৩ ই মে, ২০১৭ রাত ৩:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:
এটা কি শেষে ???

৬| ১৩ ই মে, ২০১৭ রাত ৩:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিতায় একটা কমন সমস্যা আছে, তা হলো একটু আবেগপ্রবণ হল কবিতারা গুরুচন্ডালী দোষে দোষী হয়।

আমার কাছে যা দোষের মনে হয়েছিল তা বলেছি।

দেব এবং দিব দুটাই চলে। তবে দেব হলে ভালো হয়।

১৩ ই মে, ২০১৭ রাত ৩:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
সাধু চলতির বিষয় .......মুখশ্রী বাদ দিবো !!! ???


ধন্যবাদ

৭| ১৩ ই মে, ২০১৭ রাত ৩:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভালো হবে, মুখশ্রী কেমন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, তাই না?

১৩ ই মে, ২০১৭ রাত ৩:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:
আচ্ছা এবার দেখুন .....


ধন্যবাদ ভাই।

৮| ১৩ ই মে, ২০১৭ রাত ৩:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গুণে "

ঐ রক্ত জবার মত মুখছবি খানি, (মুখছবি অথবা মুখখানি হতে হবে)। মুখ তো একখানই হয় তাই না? কবিতার সাথে মিলিয়ে এই লাইনে কাজ করতে হবে। (হয়তো মুখখানি জুতসই হবে)

১৩ ই মে, ২০১৭ রাত ৩:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
সরি, সরি ওটা কে ডিলিট করতে ভুলে গেছিলাম ।

৯| ১৩ ই মে, ২০১৭ রাত ৩:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আরেকটা কথা, আমি কিন্তু আপনার কবিতায় ভুলটুল ধরার জন্য মুন্সিয়ানা করছি না। বানান এবং ব্যাকরণ নিয়ে আমি আমার মতামত দিচ্ছি। কবিতার সাথে আমার বনিবনা হয় না।

১৩ ই মে, ২০১৭ রাত ৩:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
অবশ্যই না, কবিতা ভালো বলার চেয়ে যদি ভুল ধরে কেউ, তাহলে আমি তার কাছে অশেষ কৃতজ্ঞ । তাতে করে কিছু শিখতে পারবো । আর আমি বাংলা শেখার ও লেখার জন্য ব্লগিং করি ।

ধন্যবাদ ভাই ।

১০| ১৩ ই মে, ২০১৭ রাত ৩:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তাইলে আমরা ‍অনেক দূর যেতে পারব। নতুন কিছু করার জন্য আমিও ব্লগিং করি।

ঝাক্কাস মাক্কাস বলার জন্য হাজার জন আছে। এক ব্লগার (এখন আমরা বন্ধু) আমার লেখা পড়ে উনি ধমক দিয়ে বলেছিলেন, ওই মিয়া বানান এত ভুল করেন কেন?
বাপরে বাপ, সেই থেকে আমি মাথায় গামছা বেঁধে বানারের সাথে লেগেছিলাম, এখনও বানান শুদ্ধ হয়নি। খালি বানান ভুল হয়। মাঝে মাঝে দেখে দেখে বানান ভুল লেখে ফেলি। :((

১৩ ই মে, ২০১৭ রাত ৩:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক আছে, ধমকও মাঝে মাঝে ওষধের মত কাজে দেয় । অনেকে এ চাঁদগাজী ভাইকে দেখতে পারেনা কিন্তু ওনার ভুল ধরার পিছনে যথেষ্ট যুক্তি থাকে , তবে সে যদি ভুল ধরার পরে,ভুলগুলো সংশোধন করে দিলেও দিতে পারতো ।


আপনারা লিখতে লিখতে অভিজ্ঞ হয়েছেন এবং চিন্তা শক্তি বেড়েছে ।। আমার আর কত বছর বয়স হয়েছে ,, আর বলবেনা ভাই এ বানান ভুলের জ্বালায় মাঝে মাঝে মনে হয় ব্লগ থেকে পালাই।

ধন্যবাদ ভাই ।

১১| ১৩ ই মে, ২০১৭ রাত ৩:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গুনে, গুণে হবে!

দিব- দেব হলে ভালো হবে।

মনোযোগ দিয়ে কবিতা আবার পড়ুন। প্রথম কয়েক লাইনে কমা বাদ পড়েছে।

আমার মেয়ে আমাকে বলেছিল, আব্বু আপনি হলেন আপনার আসল শত্রু।

১৩ ই মে, ২০১৭ রাত ৩:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা ,,,


আচ্ছা ঠিক করে নিচ্ছি..............

১২| ১৩ ই মে, ২০১৭ রাত ৩:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার কাছে বাংলা স্পেলচেকার ছিল। এখন আমার কাছে তিনটা ডিজিটাল অভিধান আছে, তার পরেও বানান ভুল হয় :((

বানান ভুল হওয়ার বিষয়। সব বানান শুদ্ধ হলে পাঠকরা কী ভুল ধরবে?

১৩ ই মে, ২০১৭ রাত ৩:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:
সেদিন এক বাংলার ছাত্রর লেখার পড়লাম দেখি তার এখনো দাড়ি ,কমা এ ভুল.. ঠিক করতে পাড়িনি ... যে কিনা সাহিত্য নিয়ে পড়েছে ।

ধন্যবাদ।

১৩| ১৩ ই মে, ২০১৭ রাত ৩:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ভাই। প্রশ্নটা আমার মনেরমত ভাই।

কবিতায় অনেক লাইক, অনেক ++++++++++

১৩ ই মে, ২০১৭ রাত ৩:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
বলেন কি ভাই , কয়েক লাইনের কবিতা কি এমন ভালো হল ? বড় কবিতা লিখতে পাড়িনা বলে মাঝে মাঝে ভীষন কষ্ট লাগে ।।


আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।

১৪| ১৩ ই মে, ২০১৭ রাত ৩:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ষোল বছর বয়সে শুরু করেছিলাম, সাহিত্যের স এবং আ এর অর্থ জানি না।

১৩ ই মে, ২০১৭ রাত ৩:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:

পড়তে আর লিখতে বড়..... আপনাকে দিয়ে তাও কিছু হয়েছে কিন্তু আমাকে দিয়ে কিছু হবে না। সবার সাথে একটু আড্ডা দেওয়ার জন্য ব্লগে আসি ভালো লাগে ।


ধন্যবাদ ভাই।

১৫| ১৩ ই মে, ২০১৭ রাত ৩:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুঃখ দিতেই আসে ভাই, ইচ্ছে করলে আবার অনেক কষ্ট মুছেও দিতে পারে! বড়ই আজিব!

শুভকামনা রইল ভাই।

১৩ ই মে, ২০১৭ ভোর ৪:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
আর কারো যেন প্রেম পিরিতির কবিতা লেখা না লাগে, সবার জীবনে সুখ দিতে কবিতারা ফিরে আসুক............


আবারও ধন্যবাদ ।

১৬| ১৩ ই মে, ২০১৭ ভোর ৪:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আফসোস করি ভাই! অল্প কথায় বিশালতা প্রকাশ করতে পারিনা কবিতার।

কি দেননি কবিতায়! অল্প কিছু কথায় সব বলে দিয়েছেন ভাই।

১৩ ই মে, ২০১৭ ভোর ৪:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা, কি বলেন না ভাই, আমি কবি তার আবার কবিতা !এ কবিতা খুব অল্প সময়ে নিয়ে লেখা, মনে যা তাই লিখে ফেলি, আপনাদের কাছে তা হয়ে যায় কবিতা। B-)

সে যাইহোক, আপনাদের সব সময় পাশে পাই বলে কিছু লেখার সাহস পাই।

আপনাকে আবারও ধন্যবাদ ।

১৭| ১৩ ই মে, ২০১৭ ভোর ৫:২৮

ডঃ এম এ আলী বলেছেন:
দুঃখ পেতে না - দুঃখ দিতে?
সুখ দু:খ বুঝিনা কবিকে দিলাম
হৃদয়ের সমস্ত অর্ঘ্য ঢেলে :)

১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ভাই ।

১৮| ১৩ ই মে, ২০১৭ ভোর ৬:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন: তুমি ছিলে রুপে গুণে অনন্যা
কী দিয়ে দিবো তোমার উপমা?
আজও তোমায় ভুলতে পারিনি
ঐ রক্ত জবার মত মুখছবি,

১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।

১৯| ১৩ ই মে, ২০১৭ ভোর ৬:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা +

১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আবারও ধন্যবাদ ।।

২০| ১৩ ই মে, ২০১৭ ভোর ৬:২১

চাঁদগাজী বলেছেন:


মানুষ নিজকে বিলিয়ে দেয় একবার; তারপরও নিজের কাছে কম মনে হয়; কবিতা ভালো লেগেছে।

ভালো লাগেনি নীচের লাইনটি:
"হাজার হাজার বছরের আবসান ঘটিয়ে। "

-যুগ যুগ গ্রহনযোগ্য; শত শত, হাজার হাজার, কোটী কোটী ইত্যাদি কেমন যেন অনেক বেশী বেশী

১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব অল্প সময়ে এ কবিতা লেখা ভাই,
আপনি ঠিক ধরেছেন ও লাইনটা একটু দেখতে কেমন জানি লাগছে ....

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।

২১| ১৩ ই মে, ২০১৭ ভোর ৬:৩৯

উম্মে সায়মা বলেছেন: যাক তবুতো কবিতা ফিরে এসেছে :)
কবিতায় ভালো লাগা রইল।

১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা
কল্পনা সবসময় মনে থাকে আর কবিতা মানে কল্পনা.....
কবিতা কখন যে চলে যায় আবার কখন যে আসে ঠিক বুঝিনা .. B-)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।

২২| ১৩ ই মে, ২০১৭ সকাল ৭:১৩

মৌমুমু বলেছেন: আপনার কবিতা পড়বো নাকি ছবিটা দেখবো!!
ভাবলে অবাক লাগে- হয়তো আপনি যাকে নিয়ে ভেবে নির্ঘুম রাত কাটাচ্ছেন,
সে তখন দিব্যি বেহুশের মতো ঘুমাচ্ছে...!! "পৃথিবীটা অদ্ভুত"

খুব সুন্দর ছবি নির্বাচন করেছেন। কবিতাটাও চমৎকার।+++
কবির জন্য শুভকামনা । ভালো থাকবেন।

১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতাও পড়বেন এবং ছবিও দেখবেন !!! তাকে বিরক্ত না করে ঘুমাতে দেওয়া ভালো, ঘুম হল শান্তির জিনিষ ! B-)

"পৃথিবীটা অদ্ভুত" একমত ....

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।

আপনিও ভালো থাকবেন ।

২৩| ১৩ ই মে, ২০১৭ সকাল ৯:১৫

মুমু পাখি বলেছেন: চমৎকার লিখেছেন, আরো লেখা আশা করছি আগামীতে।

১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
জি অবশ্যই লিখব ,
এ কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।

২৪| ১৩ ই মে, ২০১৭ সকাল ৯:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: কবিতার "ক" ও বুঝিনা, মিঞা ভাইয়ের কাছে ছবক নিতে হইবেক :)

১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা,
মিঞা ভাই আমিও ভাবছি কবিতা শেখানোর জন্য একটা কোচিং সেন্টার দিব , তখন আপনি এখানে ছাত্র !!


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।

২৫| ১৩ ই মে, ২০১৭ সকাল ১১:১৫

মানবী বলেছেন: আজও তোমায় ভুলতে পারিনি
ঐ রক্ত জবার মত মুখছবি,
ভেসে উঠে বারে বারে হৃদয়ের মাঝখানে ।

- কবিতার নায়িকা প্রচন্ড রেগে থাকায় মুখ রক্তজবা না মেকআপের কারণে বুঝতে পারছিনা!!!

বরাবরের মতোই সুন্দর কবিতা!
ভালো লেগেছে পড়ে, ধন্যবাদ শাহরিয়ার কবীর।

১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:
বড় আপা, হা, হা, হা
খুব সুন্দর বলেছেন ।


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।

২৬| ১৩ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৯

বর্ষন হোমস বলেছেন: ওনার ফিরে আসার জন্য আজো অপেক্ষা করছেন।ফিরে আসলে জানতে চাইছে কিজন্যে ফিরে এসেছে?দুঃখ দিতে নাকি নিতে।

বেশঃ বেশঃ

১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
অনেক ফিরে আসলে নাকি আগের মত হয় না , কথাটি কি সত্য !!!

এ ভেবে তো লিখলাম ! নিচের লাইনটা !!


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।

২৭| ১৩ ই মে, ২০১৭ দুপুর ১:২২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর কবিতা।

১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।

২৮| ১৩ ই মে, ২০১৭ দুপুর ১:৪৭

সত্যের ছায়া বলেছেন: কবি এবং কবিতা দুটো কে ++

১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।

২৯| ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৩০

করুণাধারা বলেছেন: তবে কেন ফিরে এলে আমার জীবন জুড়ে
দুঃখ পেতে না - দুঃখ দিতে?


সুখ ছড়াতে!

১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।

৩০| ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৫৩

ওমেরা বলেছেন: ফিরে যখন এসেছে আপনি ও সব ভুলে তাকে আপন করে নিন সুখী হবেন ।

১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম ঠিক বলেছেন ! কিন্তু এ কবিতা মোবাইলের নেটওয়াকের মত এই পায়, এই পায় না । বুঝলেন ওমেরা সবি মিছে, মানে কাল্পনিক !! B-) কবিতা কেমন হয়েছে তা কিন্তু কিছু বলেন নি !!!


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল

৩১| ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৫৮

ধ্রুবক আলো বলেছেন: শত লাঞ্ছনা ব্যঞ্জনা সহ্য করে,
সমাজে বেঁচে আছি কবি পরিচিতি নিয়ে

কথা খুব সুন্দর বলেছেন, কবিদের এই অবস্থাই হয়!! ,


কবিতা,
অসাধারণ লিখেছেন +++++

১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
সব কবির এই অবস্থা না ,,, যারা বিরহের কবিতা লেখা তাদের .......... ;)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

৩২| ১৩ ই মে, ২০১৭ রাত ৮:৩৯

সুমন কর বলেছেন: শুরুটা ভালো হয়েছিল, শেষে এসে কেন যেন একটু কমে গেল !! বাকিটুকু ভালো লাগল।


অ.ট.: কোন এক পোস্টে আমাকে দেয়া প্রতি উত্তর দেখতে গিয়েছিলেন (মনে পড়ে)। কিন্তু প্রতি উত্তরটির প্রতিবাদ করেন নি, দেখে অবাক হয়েছি।। যারা ব্যক্তিগত রাগ ব্লগে, অন্যদের উপর প্রয়োগ করে কিংবা ফেবুর সস্তা জনপ্রিয়তা প্রকাশ করে (কে, কাকে নক করে বিরক্ত করছে, সেটাও ব্লগে প্রকাশ করে) তারা আবার বেশি বুঝে, নিজেদের জ্ঞানী ভাবেন !!! বাকিদের বোকা। এখানে আমরা সবাই ব্লগার। সমালোচনা বা আলোচনা করতে অগ্রহী না হলে, ফেবুতে পড়ে থাকাই ভালো।

১৩ ই মে, ২০১৭ রাত ১০:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন:
সুমন দা , সত্যি কথা বলতে, কোন পোষ্টের কথা আপনি বলেছেন; আমি ঠিক মনে করে পড়ছি না। আর ব্লগিং জগতে বলা চলে আপনাদের হাত ধরে আজ আমার, এ পযন্ত আসা এবং আপনি আমার ৩ নং পোষ্ট থেকে শুরু করে ৫৩ পযন্ত একজন নিয়মিত মন্তব্যকারী, মোটামুটি সহব্লগার হিসাবে একটা ভালো রিলেশান আপনার সাথে তৈরী হয়েছে এবং তা অনেকের সাথেও হয়েছে । এখনো কেউ কাউকে চেনে না, তারপরেও যেন একপ্রকার আত্নার আত্নীয় অনুভবে ব্লগিং করে । আর আপনাকে কেউ কিছু বলবে আর আমি তার প্রতিবাদ করবো না, এটা আমার অকৃতজ্ঞাতার পরিচয় ছাড়া কিছু না। যদি কখনো এমনও হয়ে থাকে তাহলে আমার বিরাট ভুল হয়েছে এবং অকৃতজ্ঞার পরিচয় দিয়েছি । একারণে, আপনার কাছে আমি আন্তরিক ভাবে দুঃখিত।। আর আপনার মনে আছে নিশ্চয় ২০১৫ সালে এ ব্লগে একটা বড় ধরণের ক্যাচাল হয়েছি ,তখন আমি শুধুমাত্র নতুন বলে আমি কিছু বলতে পারিনি, সে সহব্লগারের পক্ষ নিয়ে। আর আমি সব সময় হাসিখুশি থাকা একটা মানুষ এবং আমার মন্তব্যগুলোতে খেয়াল করে দেখেছেন নিশ্চয় ,এ কারণে দাদা, আমাকে কারো সাথে দুরত্ব সৃষ্টি হোক আমি তা কখনো চাই না। আমি খুশি হয়েছি সরাসরি আপনি এ বিষয় নিয়ে বলছেন বলে, আর যদি আবার একটু মনে করিয়ে দিতেন তাহলে, বিষয় টা ক্লিয়ার হতাম ।

ধন্যবাদ ।


৩৩| ১৩ ই মে, ২০১৭ রাত ১০:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি বেশ ভাল লেগেছে কবি! হৃদয়ের আকুতি সে বড়ই মধুর!

১৩ ই মে, ২০১৭ রাত ১১:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

৩৪| ১৩ ই মে, ২০১৭ রাত ১১:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

১৩ ই মে, ২০১৭ রাত ১১:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

৩৫| ১৩ ই মে, ২০১৭ রাত ১১:৪৭

কল্লোল পথিক বলেছেন: অনেক দিন পর ফিরে এসে,আপনার কবিতা পড়লাম,
দারুণ লিখেছেন!

১৪ ই মে, ২০১৭ রাত ১২:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
অনেকদিন পরে আপনাকে ব্লগে পেয়ে খুব ভালো লাগছে ....


ভালো আছেন নিশ্চয় !

ধন্যবাদ ।

৩৬| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:৫৫

ফকির জসীম উদ্দীন বলেছেন: মনোযোগ দিয়ে পড়লাম এবং পড়লাম।

১৪ ই মে, ২০১৭ রাত ২:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

৩৭| ১৪ ই মে, ২০১৭ সকাল ৮:০৪

সিনবাদ জাহাজি বলেছেন: :)
কবিতা কোথায় গিয়েছিলো?
ফিরে যখন এসেছে কবিতা আগের চেয়ে বেশি বেশি দেখতে চাই।
কবিতার ফিরে আসায় +++

১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা কোথাও যায়নি, যেখানে ছিল,সেখানেই আছে কিন্তু বেচারী অভিমান করেছিল ! সিনাবাদ আপনার দায়িত্ব, এখন থেকে ময়না তদন্ত করা, সত্যিই কি কবিতা আমাকে ভালোবাসে কিনা !! না অভিনয় করে, যদি সে একবার হ্যাঁ বলে তাহলে কেল্লা ফতে.... দুজনে একেবারে আপনার জাহাজ ভ্রমনে ! কি বলেন !! হুম, কবিতা লিখব টেনশন নিয়েন না। আর সবসময় পাশে থাকেন এবং আপনার পাশে আছি ! দেখি এবার কবিতা কোথাও গিয়ে পালায় !!!

আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইলো !

৩৮| ১৪ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: কবিতা ন্যারেটরের কোন প্রশ্নেরই উত্তর দেবে না!!!


আর দেবেই বা কি করে!!
বাঁশিতে সুরতো প্রেমিকই তুলবে নাকি???

১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:২০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা উত্তর দিবে কি; দিবে না, সে বিষয় আমি কিছু জানিনা !! আর এ বিষয়ে অভিজ্ঞতা কম বলে প্রেমের বাজারেও চাকরি হচ্ছে না। কবিতায় নায়িকার চরিত্র কাল্পনিক, এখানে অতীব, বর্তমান ও ভবিষৎ এর কথাও বলা আছে,
জানি তোমার বাঁশিতে বাজবেনা এ সুর।
এ লাইনটার অর্থ.. আমি তাকে কখনো কাছে পাবো না, অথচ দুজন জনকে ভালোবাসি ! কারণ, কল্পনা কখনো বাস্তব হয় না, আর কিছু কমু । তাহলে কবি গিরি শেষ !! B-)


ধন্যবাদ প্রিয় ভাই- ব্রদার !

৩৯| ১৪ ই মে, ২০১৭ দুপুর ১২:৫১

বিলিয়ার রহমান বলেছেন: পোস্টে কিন্তু পিলাচ মেয়াবাই!;)

১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ ... কয়টা দিলে খুশি !

৪০| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৬

কানিজ ফাতেমা বলেছেন: এমন সুন্দর কবিতায় শিরোনামটি কেন অস্পৃশ্য ?

ফিরেই যখন এসেছে তখন উত্তরটা আপনারই হোক ।

কবি এবং কবিতা উভয়ই ভাল থাকুক ।

১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতার নায়িকার চরিত্র কাল্পনিক। একারণে, শিরোনাম অস্পৃশ্য... তাকে ধারা বা ছোঁয়া যায় না , শুধু হালকা অনুভব করা যায়।


কবিতা পাঠে ও মন্তব্যতে আপনাকে
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইলো ।
আপনিও ভালো থাকুন সবসময় .....

৪১| ১৪ ই মে, ২০১৭ রাত ১০:১৫

ধ্রুবক আলো বলেছেন: সব কবির এই অবস্থা না ,,, যারা বিরহের কবিতা লেখা তাদের
হা হা হা, ভাই যা বলেছেন না, দারুন।

১৪ ই মে, ২০১৭ রাত ১১:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কথাটা কি মন্দ বলেছি !!

আবারও আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইলো ।
ভালো থাকুন সবসময় ....

৪২| ১৫ ই মে, ২০১৭ সকাল ১০:৪৭

সিনবাদ জাহাজি বলেছেন: তদন্তের রিপোর্ট পেশ করছি
:)
কবিতা আমাদের প্রিয় শাহারিয়ার কবির ভাইকে খুব ভালবাসে কিন্তু ভাই গুটিবাজি কইরা কবিতারে দুরে সরায়া রাখে
গুটিবাজির দিন শ্যাষ।
কবিতাকে দূরে না ঠেলে পাশে রাখুন সব সময়
:)

১৫ ই মে, ২০১৭ রাত ১১:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
সিনবাদ, আমার শুনলে হাসবেন, জানেন আমি কবিতাকে কখনো দেখিনি, কিন্তু আমার বিশ্বাস সে আমাকে খুব ভালোবাসে !! B-) বিষয়টা মজার না , আর আমার কথায় কি বুঝলেন ? আচ্ছা তার এমন লুকোচুরি খেলা খেলে তার কি লাভ ? একটু আই লাভ ইউ বলে দিলে তো আমার প্ররাণ ভরে যায়, আর এদিকে আমি তার বিরহে দিনদিন আরো বড় কবি হয়ে যাচ্ছি ! 8-|


আবারও ধন্যবাদ ।

৪৩| ২১ শে মে, ২০১৭ রাত ১:০৩

ফকির জসীম উদ্দীন বলেছেন: অসাধারন ভালো লাগলো।

২১ শে মে, ২০১৭ সকাল ৮:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে ও মন্তব্যতে আপনাকে
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইলো ।
আপনিও ভালো থাকুন সবসময় .....

৪৪| ৩১ শে মে, ২০১৭ সকাল ১১:০৫

ভ্রমরের ডানা বলেছেন:
মোটামুটি ভাল লাগল! হতাশা আর নৈরাশ্য আমার একটু কম ভাল লাগে। তবে অন্য সময় এই কবিতায় আবার খুব ভাল লেগে যেতে পারে!

৩১ শে মে, ২০১৭ সকাল ১১:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন:
হয়, আপনার এলিটার কি !!


ধন্যবাদ।

৪৫| ৩১ শে মে, ২০১৭ সকাল ১১:৪৬

ওমেরা বলেছেন: আপনি কি আমার নানাজানের কোন খবর জানেন ? উনাকে দেখছি না কয়েকদিন ধরে ।

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
না , আমিও বেশ কিছুদিন ধরে ওনাকে দেখছি না । হয়তো তিনি নিজের কাজে ব্যস্ত থাকতে পারে । একারণে ব্লগে আসছেন না ।

ধন্যবাদ ।

৪৬| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:০২

ওমেরা বলেছেন: আমি সেটাই ধারনা করছি ।

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
হবে হয়তো , তারপর আপনি কেমন আছেন ?

৪৭| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:০৯

ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ । আমি ভাল আছি । আপনি ?

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
জি ,আমিও ভাল আছি ।। চিন্তা করেন না, ওনি মাঝে মাঝে, হারিয়ে যায় আবার ফিরে আসে !!


ধন্যবাদ ।

৪৮| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:১৬

নাগরিক কবি বলেছেন: =p~

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
X(( ...... এমন ইমো দিলে, আমিও ...............দিমু । ;) আপনার দায়িত্বের কথা মনে আছে তো ।।

৪৯| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:২২

নাগরিক কবি বলেছেন: নগর বাঁচানোর দায়িত্ব তো আমার নয়। B-)

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম, তারপরেও প্রতিটি নাগরিকের একটা দায়িত্ব বলে কথা আছে না। গাছ লাগাল দেশ বাচান ।। কবি সাব, বেশি করে কবিতা লিখুন তা আমার পড়ি । ;)

৫০| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১:৫৪

আহা রুবন বলেছেন: চমৎকার হয়েছে! দিন দিন ভাল হচ্ছে। একটি বানান চোখে পড়ল--"ঐ রক্ত জবার মত মুখছবি" সন্ধিতে স্বরবর্ণের পরে ছ থাকলে চ্ছ হয়< মুখচ্ছবি হবে।

৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: আচ্ছা ঠিক করে দিব ভাই ।

ধন্যবাদ।

৫১| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:০২

মনিরা সুলতানা বলেছেন: আপনার বেশকিছু লেখা পড়লাম ; ভালোলাগা কবিতায় !!

৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো আপা।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইলো ।
ভালো থাকুন সবসময় ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.