নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

বিস্ফারিত চোখে

১৭ ই মে, ২০১৭ সকাল ১০:২২



কবিতা-
ফিরে এসো, চল ভালবাসি...
ডিজিটাল নয় প্রাচীন ধারায়;
আমাদের জীবনের এ গতিময় পথে স্বপ্নের ভীড়ে
নতুন রুপে বেঁচে থাকার স্বাদে ;
ক্ষণিকের রঙে নিজেদেরকে রাঙিয়ে
ফিরে পাব, দুটি প্রাণের স্পন্দন !


কবিতা-
যেদিন তুমি এসেছিলে পরাবাস্তবতার জগত হতে
পৃথিবীর খুব সন্নিকটে,সেদিন আমি বিস্ফোরিত চোখে
চেয়ে দেখেছিলাম তোমাকে,ঐ আলো -আঁধারির ঘোরে ;
যেন এক বিস্ময়কর নীরবতায়,পরিপূর্ণ শব্দহীনতার মাঝে দাঁড়িয়ে ।


কবিতা-
তুমি কি জানো,
আমার চারিপাশ শুধু গাঢ় অন্ধকার আর অন্ধকার,
এ যেন এক নৈঃশব্দের দুর্ভেদ্য চাদরে মোড়ানো ...
আজও আমি নিশ্চুপ প্রাণহীন প্রাণী হয়ে,
এভাবে জীবন্ত লাশের মত করে পরে আছি, অনন্তকাল ধরে,
তোমার প্রতিক্ষার প্রহর গুনে গুনে,
গাঢ় এক অন্ধকারের মাঝে অনুভূহীন হয়ে ,তুমি আসবে বলে।
জানি আর আমার এ ডাক কখনো পৌছাবে না
তোমার কর্ণকুহরে,তবুও তোমায় ভালোবাসি অনন্তকাল ধরে ।


ছবিঃ নেট ।

মন্তব্য ৮০ টি রেটিং +২০/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৭ সকাল ১০:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা তুমি ফিরে এসো এই সমতলে
প্রবল বৃষ্টি হয়ে,
মেঘে মেঘে শত চপলা--
আমি শুষে নেব সব মরু হয়ে!



অসাধারণ শাহরিয়ার ভাই! ভাল লাগল কবিতাটি!

১৭ ই মে, ২০১৭ সকাল ১০:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পর্ব এবার শেষ, এর পর থেকে অন্য কিছু নিয়ে লেখার ইচ্ছা আছে। দেখি আবার চিন্তায় কি উদায় হয় । ;)


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২| ১৭ ই মে, ২০১৭ সকাল ১০:৪৭

ধ্রুবক আলো বলেছেন: দ্বিতীয় হইছি

১৭ ই মে, ২০১৭ সকাল ১০:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
দ্বিতীয় হওয়ার জন্য, চা খাবেন না কফি ?
( দুই নাম্বার কিন্তু বলিনি) =p~

ধন্যবাদ ।

৩| ১৭ ই মে, ২০১৭ সকাল ১০:৪৯

ধ্রুবক আলো বলেছেন: এই কবিতার কথা গুলো অনন্য সাধারণ +++++

১৭ ই মে, ২০১৭ সকাল ১০:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৪| ১৭ ই মে, ২০১৭ সকাল ১০:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: ভাললেগেছে ছাড়া আর কিছু কইতে পারতাছিনা। শেষে আবার কইয়েন না না পড়ে কমেন্ট করছি।
আসলে সত্যি একটা কথা বলি, কবিতা পড়ে মনের ভাব প্রকাশ করার মত যোগ্যতা আমার নেই । শুধু পড়ি আর ভাললাগার রেসটুকু নিয়ে চুপি চুপি চলে যায়। ভাল থাকুন প্রিয় কবি শাহরিয়ার ভাই।

১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়ে আপনার কাছে ভালো লেগেছে, এ আমার জন্য বড় পাওয়া । হা, হা, হা, আর না পড়ে কেউ মন্তব্য করে না ...... ;)


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।
আপনিও ভালো থাকুন সবসময়....

৫| ১৭ ই মে, ২০১৭ সকাল ১১:০০

মোস্তফা সোহেল বলেছেন: ধ্রুবক আলো,দ্বিতীয় হলে বিয়া ফ্রি। শাহরিয়ার ভাই উনি যেহেতু আপনার পোষ্টে দ্বিতীয় হয়েছেন এখন বিয়ে দেওয়ার দায়িত্ব আপনার ।
আমার কোন পোষ্টে যদি ধ্রুবক আলো দ্বিতীয় হয় তখন আমি দেখব।

১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা, ভাবছি এবার বিয়ের কাজ সেরে ফেলব..... তিন বোন আছে এমন কাউকে বিয়ে করবো, প্রথম জন সোহেল মোস্তফার , দ্বিতীয় বোন ধ্রুবক আলোর আর তৃতীয় জন আমার বউ । তাতে কি বলেন ? রাজী আছেন নাকি । শুভ কাজে দেরি করতে নেই, আর কোন প্রকার টেনশন নিয়েন না। প্রিয় ভাই ব্রদার মিলেমিশে এক সাথে শুভ কাজ সেরে ফেলি =p~


ধন্যবাদ ।

৬| ১৭ ই মে, ২০১৭ সকাল ১১:০১

সত্যের ছায়া বলেছেন: 'ডিজিটাল নয় প্রচীন ধারায়;'

এখানে কি প্রচীন হবে নাকি প্রাচীন হবে?

১৭ ই মে, ২০১৭ সকাল ১১:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রাচীন হবে, টাইপিং ভুল ভাই ....


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৭| ১৭ ই মে, ২০১৭ সকাল ১১:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কবিতা সবসময় অনুভব করি মন দিয়ে ,ভালো লাগলো ভাই এবারও।

পৌঁছে যাক আহ্বান প্রত্যাশা
শুভকামনা জানবেন ভাই।

১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:

আপনারা সবসময় পাশে থেকে লেখার উৎসাহ দেন বলে, কিছু লেখার সাহস পাই.....

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৮| ১৭ ই মে, ২০১৭ সকাল ১১:১১

কানিজ ফাতেমা বলেছেন: মধ্যম অংশটি অনন্য ..............
কবিতায় ঋদ্ধতা ধরা দিচ্ছে তাই আপনার পরিকল্পন অনুযায়ী অন্য কিছু লিখুন তবে কবিতাকে সাথে করেই বাদ দিয়ে নয় ।

শুভ কামনা ।

১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
আপু, আমি কবিতা লিখি শখের বশে, ভিন্ন সময় ভিন্ন বিষয় নিয়ে। অবশ্যই কবিতা লিখব....। যদিও আমার কবিতা পড়ে পাঠকের মন খারাপ হয়ে যায়,কারণ তেমন ভালো লিখি না বলে । তারপরেও লেখার চেষ্টা করি.....


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৯| ১৭ ই মে, ২০১৭ সকাল ১১:১৬

নীলপরি বলেছেন: জানি আর আমার এ ডাক কখনো পৌছাবে না
তোমার কর্নকুহরে,তবুও তোমায় ভালোবাসি অনন্তকাল ধরে ।


অসাধারণ লাগলো ।

১৭ ই মে, ২০১৭ সকাল ১১:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, দিদি
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১০| ১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:১৭

অর্ক বলেছেন: চমৎকার কবিতাগুচ্ছ। ভাল লাগলো।

১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:২০

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার ব্লগে আপনাকে স্বাগতম

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১১| ১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৫

মানবী বলেছেন: "ফিরে এসো, চল ভালবাসি...
ডিজিটাল নয় প্রাচীন ধারায়;"

- সো সুইট! মিষ্টি আহ্বান!
এমন ভাবে ডাকলে কবিতা নামের বালিকাদের এসে হাজির হবার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না।


"জানি আর আমার এ ডাক কখনো পৌছাবে না
তোমার কর্নকুহরে,তবুও তোমায় ভালোবাসি অনন্তকাল ধরে"

- ইন্নালিল্লাহ্! কবিতার এই অকাল প্রয়াণে আমরা শোকাহত।

অন এ সিরিয়াস নোট, কবিতার মৃত্যু হলে যদি এতো সুন্দর কবিতার জন্ম হয়, তবে থাক--- সেভাবেই থাক কবিতা।
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ শাহরিয়ার কবীর।


১৭ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
আপু ,যদিও কোন কবিতা এ অকবির ডাকে সারা দিয়েই ফেলে, তবে আমাদের বংশ পরম্পরায় পরম রীতিনিতি, এ প্রেম-পিরিতি বিরুধীর এর কারণে, তা আর সম্ভব হবে না। আপনি কিন্তু কবিতাদের সহজ পথ দেখালেন.... তখন সে সকল বিচার, আপনি একজন বিচারক হয়ে করবেন এবং আমার পক্ষে রায় দিবেন, সে দায়িত্বও আপনার ।আমি কিছু জানিনা। ;)

“কোন কবির কবিতার মৃত্যু কাম্য নয়”..... ( যাদের এমন হয়েছে তাদের জন্য গভীর শোকাহত )।। প্রতিটি কবি, তার কবিতায় একজন সাধারণ মেয়েকে বা ছেলেকে অসাধারণ ভেবে, ভেবে কবিতা লেখেন ।


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১২| ১৭ ই মে, ২০১৭ দুপুর ২:১৫

নাগরিক কবি বলেছেন: sundor in English B-)

১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০১

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার মন্তব্য সুন্দর কিন্তু সাম বাংলা, সাম ইংলিশ ঘটনা কি বড় ভাই নাগরিক কবি ? ;)


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১৩| ১৭ ই মে, ২০১৭ দুপুর ২:২৫

জেন রসি বলেছেন: প্রাচীন ধারায় ফিরে যাবার ডিজিটাল কবিতা খারাপ হয়নাই। :)

১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:
জি, ডিজিটাল প্রেমের অনেক জ্বালা,ওপারে ছেলে কথা বলে, না মেয়ে বলে ঠিক বোঝা যায় না । একারণে ডিজিটাল প্রেমর প্রতি আগ্রহ কম । :(

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১৪| ১৭ ই মে, ২০১৭ দুপুর ২:৫১

মৌমুমু বলেছেন:
প্রথম এই দুলাইন
"ফিরে এসো, চল ভালবাসি...
ডিজিটাল নয় প্রাচীন ধারায়"
আর শেষের এই দুলাইন
"জানি আর আমার এ ডাক কখনো পৌছাবে না
তোমার কর্নকুহরে,তবুও তোমায় ভালোবাসি অনন্তকাল ধরে"

চমৎকার লিখেছেন। ভালোলাগা রইল।

১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
তাহলে, এ চার লাইনে কবিতা হিট,........... কবিতা ও কবি স্বাথক....... B-)


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১৫| ১৭ ই মে, ২০১৭ দুপুর ২:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: কবিতাকে ফিরে আসার আকুতি!!!
কবিতার স্মতি রোমন্থন!!!!!!!
কবিতা ছাড়া বর্তমান একাকী জীবনের বর্ণন!!!


তিনটি স্ট্যানজাই আলাদা অলাদা তবে সবাই গিয়ে ঐ কবিতাতে মিশেছে!!:)

সবমিলে দারুণ!

++

১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সম্পকে সুন্দর বিশ্লেষন +++

আপনার মন্তব্য লাইক দিমু ও প্রিয়তে রাখমু.. প্রিয় ভাই-ব্রদার....... ;)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১৬| ১৭ ই মে, ২০১৭ দুপুর ২:৫৭

ওমেরা বলেছেন: আচ্ছা আমার একটা প্রশ্ন আছে , আপনি আরো অনেকেই কবিতাকে নিয়ে কবিতা লিখেন এই কবিতাটা কে ? এটা কি কবিতা নামের কোন মেয়ে নাকি শুধুই কবিতার প্রতি ভালবাসা থেকে কবিতাকে সম্মোধন করে লিখা ।

সে যাই হোক লমান্টিক কবিতা ভাল লেগেছে ধন্যবাদ ।

১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
ওমেরা- এ কবিতায় কবিতার চরিত্র জানার আগ্রহ দেখে, আপনার প্রশ্ন করা খুব লেগেছে ! পাঠক মনের প্রশ্ন, আর কবির উত্তর, দারুন একটা বিষয়। যদি আপনার সময় হয়, তাহলে প্রথমে এক কাজ করুন এ কবিতার সব লেখা ও সবার মন্তব্য এবং প্রতিউত্তরগুলো মনোযোগ দিয়ে পড়ুন, দেখবেন কোথাও না, কোথাও এ রহস্যর জট খোলা হয়েছে। আর যদি কোথাও না বোঝেন আমি আছি, কোন প্রকার টেনশন নিবেন না। আবার দেখবেন এ জট খুলতে গিয়ে যেন আপনার জাগ্রত ঘুমের মধ্যে দিয়ে, না যাওয়া লাগে, মানে হিপনোটাইজ না হয়ে যান , আশা করি নিজের মধ্যেই থাকবে । ;)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১৭| ১৭ ই মে, ২০১৭ বিকাল ৩:০৬

কানিজ রিনা বলেছেন: অসাধারন ভাললাগা প্রতিটা শব্দ। ধন্যবাদ

১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, আপা
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১৮| ১৭ ই মে, ২০১৭ বিকাল ৪:২৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর+++++++

১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১৯| ১৭ ই মে, ২০১৭ বিকাল ৫:২১

একাকি উনমন বলেছেন: অসাধারণ লিখনশৈল। খুব ভালো লাগলো.

১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার ব্লগে আপনাকে স্বাগতম,
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২০| ১৭ ই মে, ২০১৭ বিকাল ৫:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা

১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২১| ১৭ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কাল জয়ী ভালবাসা । :) সুন্দর হয়েছে ।

১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
এতো বড় দুরসাহস কি করতে পারি, কয়েক লাইন লিখলাম ......B-)


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২২| ১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

''কবিতায়-
বলেছিলে চন্দ্র রাতে, তুমি আসবে কাছে,

এরপরে-
দিন কেটে গেছে, কতকাল অপেক্ষাতে!''


[সংগ্রহের সাথে কল্পনার মিশেলে দু'টি লাইন]


১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
ভাই, যেভাবে আছে, সেভাবে লিখলে কি কোন ভুল হবে ! মানে, ব্যকারণগত কোন ভুল ।


আবারও ধন্যবাদ ।

২৩| ১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ভুল হবে কেন! আসলে, বাকি লাইনগুলো ভুলে গেছি যে! :|

১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:
ভাই, নিজের একটা লজ্জার কথা বলি , আমার ব্যকারণগত অনেক সমস্যা আছে। যদি কোন ভুল চোখে পরে, তাহলে দয়া করে অবশ্যই তা এডিট করে দিবেন, আশা করি, কষ্ট করে এ উপকারটুকু করবেন ...


ধন্যবাদ,
ভালো থাকুন।

২৪| ১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

উম্মে সায়মা বলেছেন: অসাধারণ প্রেমের কবিতা। প্লাস :)
আমি কিন্তু বিলি ভাইয়ার ব্লগিংয়ের শর্টকাট টেকনিক অবলম্বন করেছি ;)

১৭ ই মে, ২০১৭ রাত ৯:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার ব্লগে ফাঁকি দিলেও কোন সমস্যা নেই কিন্তু অন্য ব্লগে ফাঁকি দেওয়া চলবে না ।কারণ আপনি এখনো নিরাপদ ব্লগার না, আর নিরাপদ ব্লগার হতে গেলে, অবশ্যই সিনিয়র ব্লগারদের ব্লগে বড় বড় মন্তব্য করে, একটু দয়া নিতে হবে । ..........;)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২৫| ১৭ ই মে, ২০১৭ রাত ১০:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লেখার পর পাঠক হয়ে পড়তে হয়, পাঠক হয়ে পড়েছেন?

পাঠকরা বিচারক।

১৭ ই মে, ২০১৭ রাত ১০:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
ভাইজান লেখাতে কোন সমস্যা থাকলে বলেন ??? আর আমি নিজের কবিতা নিজে কম পড়ি , কারণ আমার কবিতার মান তেমন একটা ভালো না ।।

হুম পাঠকরা বিচারক ।


ধন্যবাদ ।

২৬| ১৭ ই মে, ২০১৭ রাত ১১:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আর আমি নিজের কবিতা নিজে কম পড়ি , কারণ আমার কবিতার মান তেমন একটা ভালো না ।। এ কেমন কথা!? :-*

এভাবে চিন্তা করা অন্যায়। আমার চেয়ে উত্তম মানুষ আছে, আমি অধম তাই বলে আমি ইতর বজ্জাত নয়। দুনিয়ায় ভালো কবি আছেন, আপনি যে মন্দ তা আপনাকে কে বলেছে?

আপনার কবিতাকে একমাত্র আপনি ভালো করতে পারবেন এবং তা করতে হলে আপনাকে পাঠক হয়ে পড়তে হবে।
আমি ভুল ধরতে পারব, বলতে পারব কবিতা হয়নি, যতি ছেদে সমস্যা আছে, ব্লা ব্লা ব্লা।
পাঠক হয়ে পড়ার জন্য বলার কারণ, নিজের ভুল নিজে ধরা যায় না।

১৭ ই মে, ২০১৭ রাত ১১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: পাঠক হয়ে পড়ার জন্য বলার কারণ, নিজের ভুল নিজে ধরা যায় না। ....একমত

নিজের কবিতা পড়তে বিরক্ত লাগে কারণ, সবাই মোটমুটি খুব সুন্দর সুন্দর কবিতা লিখে !!! আমার টা বেমান লাগে, তবে লিখতে লিখতে, যেগুলো গ্যাপ আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ।আর ব্লগে আসি পড়ার জন্য ও খানিক আড্ডাও দেয় হয় ।


ধন্যবাদ ।

২৭| ১৭ ই মে, ২০১৭ রাত ১১:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার লেখা উপন্যাস পড়ছেন?

ব্লগে যেটা পোস্ট করছি ওটা আমার খুব প্রিয় এবং আসল উপন্যাস। অন্যগুলা এটারই অংশের মত। বাংলা অথবা ইংলিস। এই উপন্যাসের আগে আমি ইংলিস ৪ টা লিখেছি। ইংলিস লিখে আমি উপন্যাসিক হয়ে পরে এটা শেষ করেছি। জগতের সবাই ভালো লেখে, আমিও লিখতে পারি। তাদের মত হবে না তবে তাদের চেয়ে ভালো হবে। এমন চিন্তা করতে হবে।

১৮ ই মে, ২০১৭ সকাল ৯:২২

শাহরিয়ার কবীর বলেছেন:
কোনটার কথা বলেছেন !! পরমাত্মীয় কিছু অংশ পড়েছি, খুব সুন্দর লিখেন আপনি , যদিও কিছু শব্দ আমার কঠিন লাগে তাপরেও । আর উপন্যাসগুলো প্রকাশ করছেন না কে !!!


ধন্যবাদ ।

২৮| ১৭ ই মে, ২০১৭ রাত ১১:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি কবিতা'র কোন সূত্র সম্পর্কে জ্ঞাত নই। অবাক হয়ে মানুষের লেখা পড়ি আর ভাবি, কেমন করে তাঁরা এতো সুন্দর করে পংক্তিগুলো সাজান!

ভুল ধরার জন্যে কবিতার যাদুকর হাসান মাহবুব ভাইকে অনুরোধ করে দেখতে পারেন।

আপনার লেখায় শুধু এ দু'টি বানান নিয়ে একটু সন্দেহ হলো-

১। পরাবাস্তবতার জগতে হতে, (জগত হবে কি?)

২। আজও আমি নিশ্চুপ প্রাণহীন প্রানী হয়ে (প্রানী বানানটা ঠিক আছে কি?)

৩। পরিপূণ শব্দহীনতার মাঝে দাঁড়িয়ে (পরিপূর্ণ?)

৪। কর্নকুহরে (কর্ণকুহরে?)



১৮ ই মে, ২০১৭ রাত ১০:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আচ্ছা, হাসান মাহবুব ভাইকে বলে দেখব । আর বানান ভুলগুলো ঠিক করে দিয়েছি ।

ধন্যবাদ ভাই।

২৯| ১৮ ই মে, ২০১৭ রাত ১২:০৯

সুমন কর বলেছেন: শেষ প‌্যারা বেশি ভালো লাগল। +।

১৮ ই মে, ২০১৭ সকাল ৯:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৩০| ১৮ ই মে, ২০১৭ সকাল ৯:২১

নতুন নকিব বলেছেন:



হায় হায়! বিদগ্ধ ব্লগার বন্ধুদের ২৯ টি মন্তব্য স্থান করে নিলেও এই পোস্টটির শিরোনামটি কারও চোখেই পরলো না! আশ্চর্য হওয়ার মত বিষয় বটে! কেউ কেউ এখানে কবিতার বানান নিয়েও কথা বলেছেন। তাদেরও চোখ এড়িয়ে গেল?

যাক, আসল কথায় আসি- শিরোনামে প্রদত্ত 'বিস্ফোরিত' শব্দটি এখানে সম্ভবত: 'বিস্ফারিত' হওয়ার কথা!

'বিস্ফোরণ' শব্দটির অর্থ সম্ভবত: Explosion কিংবা detonation. 'বিস্ফোরণ' শব্দটিকে হঠাত সশব্দে ফেটে পড়া বা জ্বলে ওঠা অর্থে ব্যবহৃত হতে দেখা যায়।

অন্যদিকে যতটুকু জানি, 'বিস্ফারণ' শব্দটি তো ইউজ হয়, Extent ; width ; breadth. ইত্যাদি অর্থে। বাংলা ভাষায় যাকে 'বিস্তার', 'প্রসার' কিংবা 'বিকাশ' অর্থে ব্যবহার করা যায়।

যাহোক, শাহরিয়ার ভাইকে অনুরোধ করব, শব্দটা যদি তিনি একটু দেখে নেন।

অনেক শুভকামনা প্রত্যেককে।

২০ শে মে, ২০১৭ রাত ১২:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:
যেদিন আমি এ কবিতা লিখি, সেদিন একটা সায়েন্স ফিকশন বই পড়ছিলাম, সে গল্পটার এ কবিতায় খানিক সারমর্ম বলতে পারেন, ও গল্পতে কোন এক জায়গায় বিস্ফারিত চোখে' পড়েছিলাম, একারণে শিরোনাম হিসাবে এটা দিয়েছি কিন্তু আমি এতো কিছু ভেবে চিন্তে দেই দেইনি, হুম শব্দ ভুল হয়েছে, বেমান লাগচ্ছে । এডিট করে দিচ্ছি। আর আমি কোন কবিতা লেখার সময় শব্দ চুরি করি ঠিক কিন্তু কোন লাইন বা কপি করিনা । ভালো লাগলো আপনার আন্তরিকতা দেখে, এর পর থেকে আমার কবিতা পড়বেন এবং কোন ভুল হবে অবশ্যই তা বলবেন, আশা করি, এ উপকারটুকু করবেন ।


আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৩১| ১৮ ই মে, ২০১৭ সকাল ১০:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

কবিতা-
যেদিন তুমি এসেছিলে পরাবাস্তবতার জগত হতে
পৃথিবীর খুব সন্নিকটে,সেদিন আমি বিস্ফোরিত চোখে
চেয়ে দেখেছিলাম তোমাকে,ঐ আলো -আঁধারির ঘোরে ;
যেন এক বিস্ময়কর নীরবতায়,পরিপূর্ণ শব্দহীনতার মাঝে দাঁড়িয়ে ।
-- ভাই , জীবনে অনেককিছু প্রকাশ করতে পারিনা , অনেক কথাই লুকিয়ে থাকে/আছে মনের গহীনে ,যা কোন কোন সময় কবি লেখকের কথায় বা কোন গানের কলি বা অন্তরার কথা শুনে মনে হয় ঠিক যেন মনের কথাগুলিই বলে গেছেন কবি লেখক শিল্পী। আপনার কথাগুলোও আমার হৃদয়ের গহীনে পড়ে থাকা না বলা কথাগুলো মনে হলো। কৃতজ্ঞতা জানাতে আবারও মন্তব্যের ঘরে।

ভালোবাসা নিরন্তর আপনার জন্য।

২০ শে মে, ২০১৭ রাত ১২:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
মনের গভীর থেকে গভীরে গিয়ে যত হতাশা, কষ্ট,দুঃখ যা আছে সব ঝেড়ে ফেলুন । জীবন মানে এনজয় করা এবং এগিয়ে যায়, আর পিছনে পরে থাকবেন কেন । এখন আরো বেশি বেশি কবিতা, গান, গল্প লিখুন ......



আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
শুভ কামনা রইল ।

৩২| ১৮ ই মে, ২০১৭ দুপুর ১:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তিনটাই চমৎকার বাট শিরোনাম কই?
একটার নাম আমি দিয়ে দিলাম =p~
১/ এসো শুনি দুটি প্রাণের স্পন্দন।

২০ শে মে, ২০১৭ রাত ১২:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:
সব মিলিয়ে একটা শিরোনাম দিয়েছি ভাই ..। আপনার দেওয়া শিরোনাম নামটাও অনেক সুন্দর......

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৩৩| ১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

সিনবাদ জাহাজি বলেছেন: জানি আর আমার এ ডাক কখনো পৌছাবে না
তোমার কর্ণকুহরে,তবুও তোমায় ভালোবাসি অনন্তকাল ধরে ।
+++
অসাধারন।
আমি কিন্তু দাওয়াত দিয়ে রাখছি কবিতাকে নিয়ে আমার জাহাজে ভ্রমনের।

:)

কবিতার কানে পৌছাবে না বললেই হলো?

আমি জাহাজ মেরামত করতেছি তারাতারি কবিতারে নিয়া আসেন

২০ শে মে, ২০১৭ রাত ১২:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা কোথায় কি করে, না করে সবকিছু দেখে রাখার একমাত্র দায়িত্ব আপনার !!! গোয়েন্দা গিরি,,, যদি কবিতা আপনার সাথে ভেগে যায় তাতেও সমস্যা নেই , তারপরে দায়িত্ব আপনার ।।।আর অবশ্যই কবিতাকে নিয়ে আপনার জাহাজে ভ্রমনে যাব। B-)


অন্ধ বালক আর বোবা বালিকার প্রেম হয়না, হয় শুধু নিস্ফল অপেক্ষা...... কবিতার আর আমার অবস্থা এক !!!

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৩৪| ২০ শে মে, ২০১৭ রাত ১:৩৫

উর্বি বলেছেন: বাহ । খুব সুন্দর হয়েছে ভাইয়ু

২০ শে মে, ২০১৭ রাত ১:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৩৫| ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পরীর চাকুরী (পর্ব-৩) পোষ্ট করেছি। সময় পেলে দেখে আসবেন। গত পর্বের প্রথম পাঠক আপনি ছিলেন।

২১ শে মে, ২০১৭ সকাল ৮:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
সরি ভাই আমি তো ভুলে গিয়েছিলাম আপনার গল্পের কথা,,,,, আচ্চা পড়ছি ভাই।

ধন্যবাদ।

৩৬| ২১ শে মে, ২০১৭ রাত ১:০১

ফকির জসীম উদ্দীন বলেছেন: মুগ্ধকরা লেখা।

২১ শে মে, ২০১৭ সকাল ৮:১১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৩৭| ২১ শে মে, ২০১৭ দুপুর ২:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতা-যেদিন তুমি এসেছিলে পরাবাস্তবতার জগত হতে
পৃথিবীর খুব সন্নিকটে,সেদিন আমি বিস্ফোরিত চোখে
চেয়ে দেখেছিলাম তোমাকে,ঐ আলো -আঁধারির ঘোরে ........ খুবই ভালোলাগলো।

২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৩৮| ২৩ শে মে, ২০১৭ রাত ৮:২৬

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,





প্রাচীন যে ধারা গিয়েছে শুকিয়ে মরুতে, সে আর ফিরবে কি করে !!!!!! নতুন কালে না হয় নতুন করেই ভালোবাসা হোক , নতুন কোনও নিয়মে ।
থাকুক না হয় অন্ধকার ঘিরে চারিধার তবুও সেই পরিপূর্ণ শব্দহীনতার মাঝে দাঁড়িয়ে নিঃশব্দে ভালোবাসা তিরতির বয়ে যাক কারো আসার পথে ।

২৩ শে মে, ২০১৭ রাত ৮:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
ভাইজান, সনাতন পদ্ধতিতে একটু প্রেম করার শখ ছিল কিন্তু আপনি দেখি নিরাশ করে গেলেন ।মানে একটু ব্যতিক্রম হতে চেয়েছিলাম ।গতানুগতিক না, আচ্ছা, তাহলে যাত্রা শুরু হোক নতুন করে নতুন কোন নিয়মে । এখন যদি কোন কবিতা শুনতে পায় তবে .......

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৩৯| ২৩ শে মে, ২০১৭ রাত ১০:৫২

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,




রসময় প্রতিমন্তব্য ।

প্রেম করার শখ ? নতুন করে নতুন এই নিয়মে প্রেম করা শিখুন ----
"আই লভ য়্যু" বা " আমি তোমাকে ভালোবাসি" এই কথা না বলে ষ্টাইল করে বলুন - "ওই মাইয়া আমারে তুমি ভালোবাসবা ? " 8-| :#) :D

২৫ শে মে, ২০১৭ সকাল ৯:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: ভাইজান
প্রেমের মাঝে লুকিয়ে আছে জগতের সবকিছু ,তাহলে আমি কেন থাকবো এ থেকে পিছু । আপনার কথামত চলে দেখি কেউ রাজি হয় নাকি ,,,,,,,,

আবার ধন্যবাদ ।

৪০| ২৪ শে মে, ২০১৭ সকাল ১১:০৬

সামিয়া বলেছেন: সে ফিরে আসুক আপনার জীবনে, সমস্ত অন্ধকার কেটে যাক এই কামনা, কবিতায় সব সময়ের মতই ভালোলাগা।

২৫ শে মে, ২০১৭ সকাল ৯:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা আর ফিরে আসবে না , এখন যদি নতুন করে কেউ আসে তবে ...

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.