নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন বিভোর চোখে

২৫ শে মে, ২০১৭ সকাল ৯:৩৫



আজ অনন্তকালের প্রতীক্ষার প্রহর শেষে
নির্জন নিশীতে মৃত নদীটির বুকে চর জেগেছে,
কালের খেয়া আর বইবে না, কোন কালে,
এ বহমান নদীটির বুকে ।


তবুও স্বপ্ন বিভোর চোখে চেয়ে থাকি ,কি আশায়, কি নেশায়,
যা ছিল অজস্র নটিক্যাল মাইল দূরের অজানায় !!
এক ললনার অসীম ছলনায়, জ্বালিয়ে গেছে সে, জ্বলেনি তাতে,
কি যেন এক ব্যথায় ব্যথিত হয়েছে এ হৃদয় ।


পরিবর্তন যদি হয় প্রতি দিনের বাস্তব,
তবে কি সে রঙিন দুনিয়ার রঙিনতার ভিড়ে
তার নিমন্ত্রণ কি ছিল শুধু জৈবিক আলিঙ্গনের ?


ছবিঃ নেট ।

মন্তব্য ৭২ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৭ সকাল ১০:১০

ওমেরা বলেছেন:

স্বপ্ন ,আশা না থাকলে মানুষ বেঁচে থাকতে পারত না । তাই বেশী বেশী আশা রাখেন সুন্দর সুন্দর স্বপ্ন দেখুন ।
ধন্যবাদ কবিতার জন্য ।

২৫ শে মে, ২০১৭ সকাল ১০:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
স্বপ্ন দেখার চোখ সবার থাকে না ,আর স্বপ্ন যে মরিচিকা সেতো মরুভূমির উতাপ্ত বালুতে লুকিয়ে.....

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২| ২৫ শে মে, ২০১৭ সকাল ১০:১১

মোস্তফা সোহেল বলেছেন: আজ অনন্তকালের প্রতীক্ষার প্রহর শেষে
নির্জন নিশীতে মৃত নদীটির বুকে চড় জেগেছে,
কালের খেয়া আর বইবে না, কোন কালে,
এ বহমান নদীটির বুকে

সেই চর যদি আবার একদিন বিলিন হয়ে যায় তবে কিন্তু কালের খেয়া আবার সেখানে বইতে পারে।

এক ললনার ছলনায় এই অবস্থা শাহরিয়ার ভাই। একাধিক ললনার ছলনায় পড়লে কি হবে আপনার?
ললনার ছলনা থেকে বেচে থাকুন সে কামনাই করি।

কবি সাহেব কবিতা ভাল লেখেন সেটা কি আর বলতে হবে? +++++

২৫ শে মে, ২০১৭ সকাল ১০:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
একাধিক ললনার ছলনায় পড়লে কি আর হবে, শুধু অভিজ্ঞতার সাটিফিকেট বাড়বে । ;) আবার সব রুপসী ললনা কিন্তু ছলনা জানেনা ..... এটা কাল্পনিক কবিতা ।


আপনাদের ভালবাসা আমার প্রতি সবসময় আছে বলে, তাই কিছু লেখার সাহস পাই ...
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৩| ২৫ শে মে, ২০১৭ সকাল ১০:৫৯

নীলপরি বলেছেন: কি যেন এক ব্যথায় ব্যধিত হয়েছে এ হৃদয় ।

অপূর্ব অভিব্যক্তি । ভালো লাগলো ।

++++

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৪| ২৫ শে মে, ২০১৭ সকাল ১১:৫৭

ধ্রুবক আলো বলেছেন: পরিবর্তন যদি হয় প্রতি দিনের বাস্তব,
তবে কি সে রঙিন দুনিয়ার রঙিনতার ভিড়ে
তার নিমন্ত্রণ কি ছিল শুধু জৈবিক আলিঙ্গনের ?

একটা বিরাট প্রশ্ন!!

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
বলেন কি ভাই, ছন্দ মিলিয়ে লিখলাম, হয়ে গেল কবিতা এই আর কি ! ;) বর্তমান সময়ে প্রেমেও যেন এক ধরনের অসংগতি গন্ধ পাওয়া যায় । এ কবিতায় তা একটু তুলে ধরার চেষ্টা করেছি।

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৫| ২৫ শে মে, ২০১৭ সকাল ১১:৫৭

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা, দারুন অভিব্যক্তি। +++++

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাদের সকলের ভালবাসা আমার প্রতি সবসময় আছে বলে, তাই কিছু লেখার সাহস পাই ...
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আবারও আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৬| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:১০

কানিজ ফাতেমা বলেছেন: //আজ অনন্তকালের প্রতীক্ষার প্রহর শেষে
নির্জন নিশীতে মৃত নদীটির বুকে চড় জেগেছে,
কালের খেয়া আর বইবে না, কোন কালে,
এ বহমান নদীটির বুকে । //
................. তবে এ চড়জুড়ে গজিয়ে উঠুক সবুজের সমারোহ, কচি কিশলয়ে কবি নতুন নতুন কবিতার জন্ম দিক

শুভ কামনা অফুরান

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবির ভালোবাসা সবসময় কবিতার প্রতি লাইনে, লাইনে.... প্রতিটি কবির তার সৃষ্টি কবিতা বেঁচে থাকুন হাজার হাজার বছর ধরে ।

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল

৭| ২৫ শে মে, ২০১৭ দুপুর ২:৩০

সিনবাদ জাহাজি বলেছেন: কালের খেয়া না বাইলে কেমন করে চলবে?
খেয়া বাইতেই হবে।
:)

২৫ শে মে, ২০১৭ দুপুর ২:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার মত আমার অবস্থা সিনবাদ, আপনার জাহাজে যেমন কোন যাত্রী পাচ্ছে না, ঠিক তেমনি আমার ভাঙ্গা তরীতে কেউ উঠতে চাচ্ছে না ।

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল

৮| ২৫ শে মে, ২০১৭ দুপুর ২:৩১

সিনবাদ জাহাজি বলেছেন: অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম।
লিখায় +++

২৫ শে মে, ২০১৭ দুপুর ২:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
আবারও আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল

৯| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৪:০৮

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা বরাবরই কম বুঝি, তবু কালের খেয়া আর বইবে না, কোন কালে, এ বহমান নদীটির বুকে । ........এটুকু পড়ার ভেতর যেন কতো শতো হাহাকারের প্রতিধ্বনী

............শুভেচ্ছা জানিয়ে গেলাম ভাই।

২৫ শে মে, ২০১৭ রাত ৯:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১০| ২৫ শে মে, ২০১৭ রাত ৮:১১

সাহিদা সুলতানা শাহী বলেছেন: অপূর্ব অভিব্যক্তি । ভালো লাগলো ।

২৫ শে মে, ২০১৭ রাত ৯:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১১| ২৫ শে মে, ২০১৭ রাত ৮:৩৩

কানিজ রিনা বলেছেন: নদী সুখলেই মরে যায়।
এমন তো কোনও কথা নেই।
বেশ ভাল লাগল ধন্যবাদ।

২৫ শে মে, ২০১৭ রাত ৯:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:
জি তা ঠিক,কিন্তু শুকিয়ে যাওয়া নদী শুধু নাম মাত্র নদী ! এ নদী থেকেও যা, না থেকেও তা ....

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, আপা
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১২| ২৫ শে মে, ২০১৭ রাত ৯:৩৬

ইসফানদিয়র বলেছেন: তার নিমন্ত্রণ কি ছিল শুধু জৈবিক আলিঙ্গনের ?

২৫ শে মে, ২০১৭ রাত ১১:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার ব্লগে স্বাগতম ...........


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১৩| ২৫ শে মে, ২০১৭ রাত ১০:১০

নূরএমডিচৌধূরী বলেছেন: কাল্পনিক কবিতায়
বাসতবে ভাললাগা

২৫ শে মে, ২০১৭ রাত ১১:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১৪| ২৫ শে মে, ২০১৭ রাত ১০:২৫

প্রামানিক বলেছেন: কালের খেয়া আর বইবে না, কোন কালে, এ বহমান নদীটির বুকে ।

কবিতা খুব ভালো লাগল। ধন্যবাদ

২৫ শে মে, ২০১৭ রাত ১১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১৫| ২৫ শে মে, ২০১৭ রাত ১১:৫৩

উম্মে সায়মা বলেছেন: সুন্দর লিখেছেন শাহরিয়ার কবীর ভাই।++

২৫ শে মে, ২০১৭ রাত ১১:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১৬| ২৬ শে মে, ২০১৭ রাত ৮:৪৮

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৭ শে মে, ২০১৭ রাত ১২:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১৭| ২৭ শে মে, ২০১৭ সকাল ৮:৫৯

নূরএমডিচৌধূরী বলেছেন: আজ অনন্তকালের প্রতীক্ষার প্রহর শেষে
নির্জন নিশীতে মৃত নদীটির বুকে চড় জেগেছে,
কালের খেয়া আর বইবে না, কোন কালে,
এ বহমান নদীটির বুকে ।
সুন্দর লিখেছেন শাহরিয়ার কবীর ভাই।++++

২৮ শে মে, ২০১৭ সকাল ৯:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১৮| ২৭ শে মে, ২০১৭ সকাল ১১:২৬

মানবী বলেছেন: এক ললনার অসীম ছলনায়, জ্বালিয়ে গেছে সে, জ্বলেনি তাতে,
কি যেন এক ব্যথায় ব্যথিত হয়েছে এ হৃদয় ।

- হয়তো জ্বলেছিলো হয়তো নয়, এতো নিশ্চিত ভাবে বলা যায়না ভাইয়া।

সুন্দর কবিতার জন্য ধন্যবাদ শাহরিয়ার কবীর।

২৮ শে মে, ২০১৭ সকাল ১০:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
সব রুপসী ললনারা কিন্তু ছলনা জানেনা আপা .... যাদের স্বাভাব এমন, শুধুমাত্র তাদের উদ্দেশ্য লেখা । =p~ আর এ কবিতা কাল্পনিক। ;)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১৯| ২৮ শে মে, ২০১৭ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার লিখেছেন কবীর ভাইয়া
পরিবর্তন যদি হয় প্রতি দিনের বাস্তব,
তবে কি সে রঙিন দুনিয়ার রঙিনতার ভিড়ে
তার নিমন্ত্রণ কি ছিল শুধু জৈবিক আলিঙ্গনের ?

বাব্বা কি কঠিন কথা বার্তা

২৮ শে মে, ২০১৭ সকাল ১০:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
এ যুগের নমুনা আমি আর কিছু কমুনা .....

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২০| ২৮ শে মে, ২০১৭ সকাল ১১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা একদম ঠিক বলেছেন
ভালবাসা বলতে কিছুই নেই এখানে
ভালবাসা মানেই যেনো জৈবিক চাহিদা

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম, নোংরা জিনিষ থেকে সবসময় দুগন্ধ আসে .....


আবারও ধন্যবাদ ।

২১| ২৮ শে মে, ২০১৭ সকাল ১১:২৯

সামিউল ইসলাম বাবু বলেছেন:
আজ অনন্তকালের প্রতীক্ষার প্রহর শেষে
নির্জন নিশীতে মৃত নদীটির বুকে চড় জেগেছে,
কালের খেয়া আর বইবে না, কোন কালে,
এ বহমান নদীটির বুকে ।
-অনেক সুন্দর হয়েছে কবিতাটি +++

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২২| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:১০

বিজন রয় বলেছেন: কবিতাটির গভীরতা অনেক।
বিষন্ন কিন্তু জড়িয়ে ধরে।


নির্জন নিশীতে মৃত নদীটির বুকে চড় জেগেছে,......... চর হবে


যা ছিল অজস্র নটিক্যাল মাইল দূরের অজানায় !!.......... নটিক্যাল শব্দটি ভাল লাগেনি।


পরিবর্তন যদি হয় প্রতি দিনের বাস্তব, ........... প্রতিদিন হবে।

শুভকামনা।

২৮ শে মে, ২০১৭ রাত ৮:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
চর বানান টা ঠিক করে দিয়েছি , আর নটিক্যাল সমুদ্রের কোন পথ বোঝাতে চেয়েছি । আর প্রতিদিন টা প্রতিদিনের থাক ।

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২৩| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:১০

বিজন রয় বলেছেন: ও হ্যাঁ, ছবিটি হৃদয়মোড়ানো।

২৮ শে মে, ২০১৭ রাত ৮:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:
ছবিটা নেট থেকে নেওয়া , ভালো লেগেছে জেনে ভাল লাগল ।

আবারও ধন্যবাদ দাদা।

২৪| ২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

নক্ষত্র নীড় বলেছেন: প্রশ্নবিদ্ধ প্রেম জ্বলবে অনন্তকাল ।

২৮ শে মে, ২০১৭ রাত ৮:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রশ্নবিদ্ধ কোন জিনিষ নাকি বেশি আলোচিত হয়, যদিও এটা কাল্পনিক কবিতা।তবুও কিছু বাস্তবতা একদম সামনে চলে এসেছে ।


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২৫| ২৮ শে মে, ২০১৭ রাত ৯:৩১

কলিমুদ্দি দফাদার বলেছেন: অসাধারণ সুন্দর কবিতা। এর থেকে বেশি ব্যখ্যা করা আমার আমি পারবো না ভাই।

২৮ শে মে, ২০১৭ রাত ৯:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন:
আচ্ছা, ঠিক আছে ভাই। সবসময় আপনাকে পাশে পাই, এটাই বা কম কিসের !!

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২৬| ২৮ শে মে, ২০১৭ রাত ১০:০৬

নাগরিক কবি বলেছেন: বাহ! কবে লিখলেন ;)

২৮ শে মে, ২০১৭ রাত ১০:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:
২৫ শে মে, ২০১৭ সকাল ৯:৩৫ ...........

২৭| ২৮ শে মে, ২০১৭ রাত ১০:১০

নাগরিক কবি বলেছেন: হাহাহহায়া, সুন্দর B-)

২৮ শে মে, ২০১৭ রাত ১০:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
যাকে নিয়ে লেখা, সে কবিতা সুন্দর না, সুন্দরী হবে!!! ;)


ধন্যবাদ ।

২৮| ২৯ শে মে, ২০১৭ রাত ১২:৫৯

ফকির জসীম উদ্দীন বলেছেন: খুব ভালো লাগলো।

২৯ শে মে, ২০১৭ সকাল ৮:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২৯| ২৯ শে মে, ২০১৭ রাত ১:৪৫

নাগরিক কবি বলেছেন: কবতেতো চুরি হই গেলো, তবে আংশিক

২৯ শে মে, ২০১৭ দুপুর ২:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
এটা আনন্দের মিষ্টি খাওয়ান ......... B-)

৩০| ৩১ শে মে, ২০১৭ সকাল ১১:২৯

ভ্রমরের ডানা বলেছেন:


সুগভীর কবিতার পটভূমি! দুর্দান্ত কবিতা! দারুণ প্রশ্ন তুলেছেন।

৩১ শে মে, ২০১৭ সকাল ১১:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার কাল্পনিক GF কি কখনো এ প্রশ্নে উত্তর দিব ?লেখাগুলোতে পড়ে বুঝেছেন নিশ্চয়, যেহুতু আপনিও একজন কবি । আপনারও অনুভব শক্ত।। আপনার কাছে কি মনে হয় কবি ?


ধন্যবাদ ।

৩১| ৩১ শে মে, ২০১৭ সকাল ১১:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:
প্রেম কি একপক্ষ নাকি দ্বিপাক্ষিক? যদি দ্বিপার্শ্বিক প্রেম হয় তবে উত্তর পাবেন।আর যদি হয় একপাক্ষিত তবে সে আপনাকে এখন না চিনে থাকতে পারে। প্রেম শাশ্বত হয় পরমাত্মার সাথে জীবাত্মা হল জগতের মায়ায় ঘেরা।

৩১ শে মে, ২০১৭ সকাল ১১:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম, একতরফা ভালোবাসা সবসময় কষ্টের কারণ হয়, কিন্তু তার কিছু সিগন্যালে মনে হচ্ছে অন্যকিছু ।। এ ক্ষেত্রে আমি কনফিউজড। কি আশায় যে আমি আছি, তাও জানিনা, যেহুতু বিশ্বাসকে দেখা যায়, হতে পারে ভুল বিশ্বাস মধ্যে দিয়ে যাচ্ছি, নাহয় সঠিক বিশ্বাসের মধ্যে দিয়ে যাচ্ছি । তবে হ্যাঁ, সে ধরা না দিলে, আমিও কখনো ধরা দিব না। আর আমার আশার অঙ্কুরিত হবার আগেই তা মরে যাবে, কোন সমস্যা নেই ।সারাজীবন শুধূ হদয়ে একটা আঁচড় কেটে থাকবে, এ ক্ষেত্রে নিজের ইচ্ছার জলাঞ্জলি.........

ধন্যবাদ।

৩২| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবির ভালবাসা পূর্ন হোক ;)


দারুন নৈবেদ্যে ++++

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৩৩| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৮:৫৩

জুন বলেছেন: হাজার হাজার নটিক্যাল মাইল দুর থেকে আলবাট্রসের সুবিস্তৃত ডানায় ভর করে কেউ একজন দ্রুত চলে আসুক সেই প্রার্থনাই রইলো কবির জন্য :)
+

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৩৪| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নটিক্যাল হয়তো ইচ্ছা করেই ব্যবহার করেছেন?

শুধুমাত্র মানুষ কামরিপুকে কাবু করতে পারে। এই জন্য স্বর্গের সংখ্যা বেশি।


আজব প্রশ্ন করতে চাই, আপনি নিশ্চয় আমার মতো বুড়া নয়? :P

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার ২৮ বছর ।। নটিক্যাল সুমদ্র পথ নির্নয় বুঝিয়েছি ।।

৩৫| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিতা পড়ে প্রশ্ন করেছিলাম। যাক, চাওয়া পাওয়ার নাম ভালোবাসা। বিয়েরাগে প্রেম অবৈধ এবং অপরাধ তা আপনিও প্রমাণ করেছেন কবিতায়।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম, নোংরা জিনিষ থেকে সবসময় দুগন্ধ আসে ............. যদিও এটা কাল্পনিক কবিতা তারপরে, বর্তমানের যা হয় তার মেসেজ দেওয়ার চেষ্টা ।।

ধন্যবাদ ভাই।

৩৬| ০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩১

ফকির জসীম উদ্দীন বলেছেন: ভলো লাগলো। কিছু বিষয় বুঝেও কূল পাই না, তবে পড়তে পড়তে ঠিক হবে আশা করি।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: কোন বিষয় না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন..।


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.