নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

অনুভূতির শব-ব্যবচ্ছেদ

২৯ শে মে, ২০১৭ দুপুর ১:৪৯



কবিতা তুমি কি ,
আমার জীবনের ধূসর কোন আলোর অস্তিত্ব,
না প্রতিটি স্নায়ুতে ছড়িয়ে পড়ে থাকা কোন দুঃস্বপ্ন,
কিছু বাদামী, কিছু সবুজ,কিছু অস্পষ্ট ধূসর স্মৃতির
অন্তরালে লুকিয়ে থাকা অস্তিত্বহীন কোন অস্তিত্ব?


যেদিন তুমি আমার অনুভূতিগুলোর এনেস্থেসিয়া ছাড়াই
শব-ব্যবচ্ছেদ করে চলে গেলে নীরবে,
সেদিন কিছু শব্দের ইন্দ্রজাল সৃষ্টি করে, এ হৃদয়ের মাঝে কিছু মায়ার জন্ম দিয়ে,
নিরুদ্দেশ হলে নিঃসীম অন্ধকারে
আবার হারিয়ে গেলে কালের অতল গহ্বরে।


তবুও কল্পনার জগৎ হতে বাস্তবতার দুয়ারে, তোমার অস্তিত্বের
অলীক কোন আপেক্ষিক ত্বত্তের সন্ধানে, এ যেন রহস্যময়ী কিঞ্চিৎ অস্পষ্ট ধাঁধাঁর আড়ালে,
তোমার রক্তহীন,চিবুক মুখ আর বড় গোলাকার লালাভ ধূসর সেই চোখ ।
আজও ভেসে ওঠে বারে বারে এ হৃদয় পিঞ্জিরে


এতো জল্পনা- এতো কল্পনা মাঝেও কিছু অলীক স্বপ্নের বিভোরে
দিগন্তের ওপারে সূর্যের কিনারে
বিপদ আসন্ন জেনেও তবুও এ আত্মা গিয়েছিল
তোমার কাছে নিরাপদ আশ্রয় খোঁজে ।
ইন্দ্রিয় জয়ের অনুভূতি মস্তিষ্কের নিউরনগুলো
এলোমেলো ঝড়ের গতিতে ছুটতো-
এ যেন এক বিশ্ব জয়ের অনুভুতি!।

মন্তব্য ৯৩ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৯৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৭ দুপুর ১:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: বাহ কি চমৎকার ভাবেই না লিখে গেলেন। কবিতা পড়ে আমি মুগদ্ধ।
প্লাস ছাড়া আর কি দিব শাহরিয়ার ভাই।
কবিতা তুমি কি?

অ-কবিদের বলি-
তুমি বুঝবে কি আর
তুমি তো নও কবি
কবিতা হলো
মনের প্রতিচ্ছবি।

২৯ শে মে, ২০১৭ দুপুর ১:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো করে দেখুন শেষে একটু ছন্দ পতন হয়েছে !! ;)


ধন্যবাদ ।

২| ২৯ শে মে, ২০১৭ দুপুর ২:০৩

মোস্তফা সোহেল বলেছেন: ছন্দময় কবিতা আমার তেমন ভাল লাগে না। কবিতা ভাল হলে ছন্দ দিয়ে কি করব?

২৯ শে মে, ২০১৭ দুপুর ২:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা, কিছু ছন্দ মিলিয়ে লিখলাম, হয়ে গেল কবিতা, এই আর কি !! প্রকৃত কবিতার কাছে কি এ হাইব্রীড কবিতা মানায় !! ;)


আন্তরিক ধন্যবাদ ।

৩| ২৯ শে মে, ২০১৭ দুপুর ২:০৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: ভাল লেগেছে ভাই। কবিতা পড়ে মনে মন ভাল হয়ে গেল।

২৯ শে মে, ২০১৭ দুপুর ২:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
না চিনলাম দুনিয়া, না চিনলাম কোন কিছু, আপনাদের এ ভালোবাসায় বেঁচে থাকা.......। ।


আন্তরিক ধন্যবাদ ।

৪| ২৯ শে মে, ২০১৭ দুপুর ২:২৩

নাগরিক কবি বলেছেন: টাইপো আছে ভাউ B-) আর একটু ভাল করা যাইতো কিন্তু ;) তয় ভাল হইছে। !:#P

২৯ শে মে, ২০১৭ দুপুর ২:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
টাইপো ধরিয়ে দেন , আমি আর কষ্ট করতে রাজি না।

৫| ২৯ শে মে, ২০১৭ দুপুর ২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার হয়েছে ভাইয়া । খুব সুন্দর
ভাল লাগায় ভরপুর কবিতা

২৯ শে মে, ২০১৭ দুপুর ২:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৬| ২৯ শে মে, ২০১৭ দুপুর ২:৫২

ওমেরা বলেছেন: কবিতা তো আর বুঝিনা তাই ভাল-মন্দ ও বলতে পারি না , তবে প্রপিকের আগের পিকটাই ভাল লাগত । ধন্যবাদ ।

২৯ শে মে, ২০১৭ দুপুর ২:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা না বুঝলে কি আর চলে ? আমি তো কবিদের লগে ঘুরে ঘুরে কিছু লেখার চেষ্টায় আছি.....।, আপনিও কবিতা খুব সুন্দর লিখেন । আর প্রোফাইল পিকটা কি আগেরটাই দিব কিনা, না এটা থাকবে ?


ধন্যবাদ ।

৭| ২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:০২

নিয়াজ সুমন বলেছেন: "বিপদ আসন্ন জেনেও তবুও এ আত্মা গিয়েছিল
তোমার কাছে নিরাপদ আশ্রায় খোঁজে ।"
সুন্দর অনুভুতির প্রকাশ। শুভ কামনা কবি....

২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৮| ২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:০৩

ওমেরা বলেছেন: আমি শুধু আমার ভাল লাগাটা বলেছি । আপনি আপনার ভাললাগাটাই রাখবেন ।

২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন:
নিজের কাজে নিজের ভালো দেখা যায় না ..।, আচ্ছা আগের ছবি দিচ্ছি । ধন্যবাদ ।

ভালো থাকুন।

৯| ২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:২৪

নতুন নকিব বলেছেন:



এই দেখুন, সেই পেছনের কাতারে আমাকে যেতেই হল!

কবিতা তো সেই মানের।

ভাল থাকবেন, ভাই।

২৯ শে মে, ২০১৭ বিকাল ৫:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
হা,হা,হা .........।

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১০| ২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

সিনবাদ জাহাজি বলেছেন: কবিতাকে নিয়ে কবিতা সুন্দর হয়েছে।
ভালো লাগলো।
এক কাজ করেন কবিতাখানা কবিতারে শুনায়া দেন দেখবেন কবিতাও মুগ্ধ হয়ে ফিরে আসছে।

:)
কবিতায় +++

২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতারে বাত্তি লাগিয়ে খুঁজছি কিন্তু কবিতা ধরা দিচ্ছি না। আর আপনার জাহাজের খবর কি !! :P


হায়, হায় তিন প্লাস ! বিশাল ব্যপার স্যপার ...........


ধন্যবাদ।

১১| ২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৯ শে মে, ২০১৭ রাত ৯:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১২| ২৯ শে মে, ২০১৭ রাত ৮:০১

ধ্রুবক আলো বলেছেন: বেশ চমৎকার কবিতা, সুন্দর মনের অভিব্যক্তি। ++++

২৯ শে মে, ২০১৭ রাত ৯:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১৩| ২৯ শে মে, ২০১৭ রাত ৮:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা উপহার দিয়েছেন গুরু। মুগ্ধতা রইল স্বপ্নিল অনুভূতিশীল কথামালায়। +++++++


তবে সোহেল ভাইয়ের প্রথম মন্তব্যটার একটু অমত রেখে গেলাম। আমি কোন কবিতাকেই অ-কবিতা মনে করি না। আমি কবিতায় কবি খুঁজি না। কবির কবিত্ব তাঁর আবেগে, মননে, অনুভূতিতে, বাস্তবতা অনুভব সবকিছু মিলিয়েই কবির কবিত্ব প্রকাশ। এখানে কেউ সফল কেউ বিফল। তবে যে বিফল সেও কবি, আমি তারও কবি সত্তায় শ্রদ্ধা রাখি। দ্রোহের কবি প্রেমের কবি বিশ্ব নন্দিত কবি কাজী নজরুল ইসলাম'কেও অ-কবিতা লেখার তিরস্কার সহ্য করতে হয়েছিল। কিন্তু তাঁর লেখা আজ গবেষণার বিষয়। আমি জানি সোহেল ভাই মন খারাপ করবেন কথাগুলো দেখে, ক্ষমা চেয়ে নিচ্ছি।

শুভকামনা রইল কবি'র প্রতি। কৃতজ্ঞতা সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।

২৯ শে মে, ২০১৭ রাত ৯:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
জীবন থেকে কবিতা হয় কিন্তু কবিতা থেকে জীবন নয়। আর আমি সবসময় একটা কথা বলে থাকি কবিতা কবির মহা প্রাণ। এখানে কবির সৃষ্টি কবিতা সুন্দর ও অসুন্দর কোন ঘটনা । আর আমার শখের বশে কবিতা লেখা , তা হয়ে অকবিতা।

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।


১৪| ২৯ শে মে, ২০১৭ রাত ৮:১৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা পড়েছি এবার কবিকে পড়ছি।

২৯ শে মে, ২০১৭ রাত ৯:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
ভাই, পড়ে কি বুঝলেন তা কিন্তু বলে গেলেন না !!

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল । ;)

১৫| ২৯ শে মে, ২০১৭ রাত ৮:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:


আমার কৈফিয়ৎ – কাজী নজরুল ইসলাম

বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই ‘নবী’,
কবি ও অকবি যাহা বলো মোরে মুখ বুঁজে তাই সই সবি!
কেহ বলে, ‘তুমি ভবিষ্যতে যে
ঠাঁই পাবে কবি ভবীর সাথে হে!
যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে-বাণী কই কবি?’
দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী!

কবি-বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা প’ড়ে শ্বাস ফেলে!
বলে, কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাশ ঠেলে’।
পড়ে না ক’ বই, ব’য়ে গেছে ওটা।
কেহ বলে, বৌ-এ গিলিয়াছে গোটা।
কেহ বলে, মাটি হ’ল হয়ে মোটা জেলে ব’সে শুধু তাস খেলে!
কেহ বলে, তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই যাস জেলে!
(বিদ্রোহী ভৃগু ভাইয়ের পোষ্ট থেকে)

আমি কাউকে অ-কবি বলি না। আমি কবির কবিতায় নয় শুধু কবির কবি-সত্তায় অনুভবে অনুভূতিতেও শ্রদ্ধা রাখি সবসময়। সুস্বাগত জানাই সকল কবি মন'কে শ্রদ্ধার সাথে।

অপ্রাসঙ্গিক মন্তব্য রেখে গেলাম কবীর ভাই, সরি।

২৯ শে মে, ২০১৭ রাত ৯:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
যদি আমাকে কবি ভাবেন,তাহলে বড় ভুল করবেন ।কারণ আমি কবি না ,শব্দ চাষ করি, মনে যা আছে তাই লিখি........

ভালো লাগে আপনাকে সবসময় পাশে পাই বলে.......
আবারও ধন্যবাদ ।

১৬| ২৯ শে মে, ২০১৭ রাত ১০:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার মনই তো কবিতা ভাই।

২৯ শে মে, ২০১৭ রাত ১০:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
কি ভাবে একটু প্লিজ ???


ধন্যবাদ ।

১৭| ২৯ শে মে, ২০১৭ রাত ১০:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:


যদি আমাকে কবি ভাবেন,তাহলে বড় ভুল করবেন ।কারণ আমি কবি না ,শব্দ চাষ করি, মনে যা আছে তাই লিখি........


এই যে আপনার মনে যা আসে লিখে যান, আমরা পড়ে মুগ্ধতা নিয়ে ফিরি, তাহলে তো আপনার মনকে কবিতা বলে ভুল করিনি মনে হচ্ছে।

২৯ শে মে, ২০১৭ রাত ১০:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা ....... আপনিও অনেক সুন্দর লিখেছেন।।


ধন্যবাদ ভাই ।

১৮| ২৯ শে মে, ২০১৭ রাত ১১:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


কবিতার মর্ম যা বুঝেছি,
তা মনে দাগ কেটে যায়।
ছন্দের আবর্তে যা নিয়েছি,
সে মনে রাখা যে দায়!

কবিতার ছন্দে যা বলেছি,
তা বুকে বিধেছে, হায়!
সামুর বুকে ছন্দ বেঁধেছি,
তা নিয়মে ফেলা দায়।




৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা .. সুন্দর মন্তব্য করেছেন, ভাই।

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১৯| ৩০ শে মে, ২০১৭ রাত ৩:৫৬

উম্মে সায়মা বলেছেন: আপনার কবিতা তো ঘূর্ণিঝড় মোরা বইয়ে দিল :) খুব সুন্দর লিখেছেন।+

৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কখন যে কোন দিক দিয়ে ঝড় শুরু হয় বোঝা মুশকিল ...... B-)
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২০| ৩০ শে মে, ২০১৭ রাত ৯:১২

কাছের-মানুষ বলেছেন: কবিতা চমৎকার হয়েছে ।
কবিতা লেখা অনেক কঠিন কাজ মনে হয় আমার কাছে। আপনি সুন্দরভাবে লেখতে পেরেছেন।
শব্দ নির্বাচন এবং বাক্য নতুনত্ব পেলাম।

মুগ্ধতা রইল ।

৩০ শে মে, ২০১৭ রাত ৯:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা,,,,,,,,,,, অলীক কবিতা, ভাই।

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২১| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১:২৯

শাহারিয়ার ইমন বলেছেন: একদম খাসা কবিতা +

৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনিও একদম খাসা মন্তব্য করেছেন !

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২২| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১:৪১

আহা রুবন বলেছেন: বিপদ আসন্ন জেনেও তবুও এ আত্মা গিয়েছিল
তোমার কাছে নিরাপদ আশ্রয় খোঁজে


কবির আবার বিপদ থাকে নাকি? একটি কবিতা লিখে বিপদকে শোনালে ছুটে পালাবে। কবিদের এমনই ক্ষমতা! খুব ভাল লাগল।

৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:২৮

শাহরিয়ার কবীর বলেছেন:
ভাই, কবিতা লিখি ঠিক কিন্তু কবি মানে যে কি তা আজও জানা হল না।


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২৩| ৩১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

মৌমুমু বলেছেন: চমৎকার লিখেছেন।

যেদিন তুমি আমার অনুভূতিগুলোর এনেস্থেসিয়া ছাড়াই
শব-ব্যবচ্ছেদ করে চলে গেলে নীরবে,
সেদিন কিছু শব্দের ইন্দ্রজাল সৃষ্টি করে, এ হৃদয়ের মাঝে কিছু মায়ার জন্ম দিয়ে,
নিরুদ্দেশ হলে নিঃসীম অন্ধকারে
আবার হারিয়ে গেলে কালের অতল গহ্বরে।


এই লাইনগুলো একটু বেশিই সুন্দর। +++
শুভকামনা রইল।

৩১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন:
অনেক দিন ধরে ব্লগে দেখি না যে ,ভালো আছেন নিশ্চয় !!

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২৪| ৩১ শে মে, ২০১৭ রাত ১১:৫৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:




শাহরিয়ার কবীর, ধূসর স্মৃতির
অনুভূতির কবিতা স্নায়ুতে ছড়িয়ে
অন্তারালের প্রতিভা মায়ায় জড়িয়েে
ইন্দ্রজালিক সৃষ্টির পিছনে ছুটেন।
মহাকালের মোহনা কবিতা প্রীতির
নিরবতার ধ্যানস্ত আকুতি ভরিয়ে
কাব্যান্তরে জঞ্জাল জঙ্গল সরিয়ে
সুহাস্য কবি সকল মুগ্ধতা লুটেন।

প্রফুল্লতায় আপ্লুত জনতা বিরল
ছন্ধবদ্ধতা আয়েশে থাকেন নির্বাক
আহা কি স্নিগ্ধ মায়ার কবিতা নির্মল
অকল্পনীয় সুখেতে সবাই অবাক।
মনুষ্য বটে আপনি হে কবি প্রশান্ত
চলুক তবে কাব্যের এ যাত্রা নিরন্ত।

- আপনাকে নিয়ে অবশেষে সনেট লিখলাম। আপনার সংশোধনী থাকলে অবশ্য বলবেন। তারপর না হয় পোষ্ট করব।

০১ লা জুন, ২০১৭ রাত ১২:২২

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর হয়েছে ভাই ,,,, থাক কিছু করা লাগবে না ।।। যেমন, আছে তেমনি থাক , সময় করে পোষ্ট দিয়ে দেন আর আমিও কপি করে আপনার নাম দিয়ে পোষ্ট দিব কি? । আপনার পোষ্ট প্রথম পাতায় আসেনা, সেকারণে .......


খুব ভালো লাগলো ধন্যবাদ, ভাই ।

২৫| ৩১ শে মে, ২০১৭ রাত ১১:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কাব্যান্তরের জঞ্জাল জঙ্গল সরিয়ে-হবে

০১ লা জুন, ২০১৭ রাত ১২:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ , ভাই ।

২৬| ০১ লা জুন, ২০১৭ রাত ৩:৫৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আর আমিও কপি করে আপনার নাম দিয়ে পোষ্ট দিব কি? । আপনার পোষ্ট প্রথম পাতায় আসেনা, সেকারণে ....... প্রথম পাতায় না আসলেও আপাতত আমার পোষ্ট প্রায় নির্বাচিত পাতায় আসছে। আগে আমি দেই, যদি হাই লাইট না হলে পরে আপনি পোষ্ট দিবেন। আর হাইলাইট হয়ে নেমে যাওয়ার পর আপনি পোষ্ট দিবেন। আপনার এ প্রস্তাব ভাল হয়েছে।

০১ লা জুন, ২০১৭ সকাল ৭:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:
জি, আবশ্যই আপনি আগে পোষ্ট দিবেন, তারপরে নাহয় আমি দিব।


ধন্যবাদ,ভাই।

২৭| ০১ লা জুন, ২০১৭ রাত ৮:৪৬

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

০১ লা জুন, ২০১৭ রাত ৮:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২৮| ০১ লা জুন, ২০১৭ রাত ৯:২১

অর্ক বলেছেন: চমৎকার কবিতা; সহজিয়া বর্ণনা ও শব্দ চয়ন, পড়ে মন প্রসন্ন হলো! একটা মজার বিষয় কি জানেন, আপনাকে শুরুতে আমি সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব 'শাহরিয়ার কবীর' ভেবেছিলাম। এমনকি এখনও আপনার কাছে 'আমিই সেই শাহরিয়ার কবীর' শুনলেও অবাক হবো না।

০১ লা জুন, ২০১৭ রাত ৯:২৮

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা, না ভাইয়া আমি ওনি না । ওনি হলে কি আর আমার মত প্রেমের কবিতা লিখতেন !! B-)

ধন্যবাদ ।

২৯| ০২ রা জুন, ২০১৭ রাত ১২:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: প্রেম আসলে অন্যমাত্রিক বিষয়।

আপনি কেমন আছেন?

০২ রা জুন, ২০১৭ রাত ১২:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা

আমি ভালো আছি ! আপনি নিশ্চয় ভালো আছেন !!

ধন্যবাদ ভাই ।

৩০| ০২ রা জুন, ২০১৭ রাত ১২:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ভাই, আপনার হাসি পড়ে আমিও হেসেছি।

০২ রা জুন, ২০১৭ রাত ১২:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
কোনটা কথা বলেছেন ,বুঝিনি !!

৩১| ০২ রা জুন, ২০১৭ রাত ১২:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: প্রেম আসলে অন্যমাত্রিক বিষয়। পড়ে আপনি হেসেছিলেন, আর আপনার হাহাহা পড়ে আমি হেসেছিলাম মনে মনে।

এখনও আমি হাসছি। প্রেম! হায় প্রেম, তুমি আমাকে অনেক কিছু দেখিয়েছ।

০২ রা জুন, ২০১৭ রাত ১২:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা ..... আমি মনে করেছি, আপনি অন্য কোন বিষয় নিয়ে বলেছেন !! ;)

ধন্যবাদ ।

৩২| ০২ রা জুন, ২০১৭ রাত ১২:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাই গো, ১৮ ঘণ্টার দিন, অন্য বিষয়ে নিয়ে চিন্তা করার মতো অবস্থা এখন নেই :((

০২ রা জুন, ২০১৭ রাত ১২:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম, ঠিক বলেছেন ! আর মাঝে একসাথে আড্ডা দেই ভালো লাগে !!

ধন্যবাদ ভাই ।

৩৩| ০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১১:২৭

বে-খেয়াল বলেছেন: এতো জল্পনা- এতো কল্পনা মাঝেও কিছু অলীক স্বপ্নের বিভোরে
দিগন্তের ওপারে সূর্যের কিনারে
বিপদ আসন্ন জেনেও তবুও এ আত্মা গিয়েছিল
তোমার কাছে নিরাপদ আশ্রয় খোঁজে ।

অসাধারন বেশ ভাললাগলো।

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৩৪| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অবশেষে বলতেই হচ্ছে "এতো জল্পনা- এতো কল্পনা মাঝেও কিছু অলীক স্বপ্নের বিভোরে" এখানে সমস্যা আছে। আবৃত্তি এবং ভাবেও সমস্যা হচ্ছে।


কল্পনার হতে হবে।

এতো জল্পনা- এতো কল্পনার মাঝেও কিছু অলীক স্বপ্নের বিভোরে
দিগন্তের ওপারে সূর্যের কিনারে
বিপদ আসন্ন জেনেও এ আত্মা গিয়েছিল
তোমার কাছে নিরাপদ আশ্রয় খোঁজে ।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
এটা একটা সায়েন্স ফিকশন কবিতা বলতে পারেন !! হুম পড়তে কষ্ট হচ্ছে ....তবে আগের পোষ্ট একটু ঘুরে আসতে পারেন ।

৩৫| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিতা ঠিক আছে। এক শব্দে র যোগ করেছি এবং শব্দ একটা বাদ দিয়েছি তা কি খেয়াল করেছেন?

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
ওহ আচ্ছা , একটু এডিট করে দিলে ভালো হতো ।। আর স্বপ্ন বিভর চোখে কবিতা, পড়ে একটু জাবেন ।। ধন্যবাদ ভাই ।

৩৬| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:৩১

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: এ যেন এক বিশ্ব জয়ের অনুভুতি!।

কবিতা পাঠে ভালোলাগা জানিয়ে গেলাম।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৩৭| ০৫ ই জুন, ২০১৭ সকাল ১১:১২

শাহরিযার আজমী বলেছেন: আপনি তো অনেক দিন ধরে এই সাইট এ ব্লগ লিখছেন। আমার একটু আপনার সাহায্য দরকার ছিল। কোথাও চ্যাট করা সম্ভব?

০৫ ই জুন, ২০১৭ রাত ৯:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার যা বলার এখানেই বলতে পারেন, ব্লগে চ্যাট অপশন নেই ।।


ধন্যবাদ ।

৩৮| ০৬ ই জুন, ২০১৭ রাত ৩:৩৯

কল্লোল পথিক বলেছেন:


বেশ হয়েছে।

০৬ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৩৯| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:১২

জুন বলেছেন: কবিতায় অনেক ভালোলাগা রইলো শাহরিয়ার কবির ।
+

০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৪০| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ২:২৫

শূন্যনীড় বলেছেন: অনেক সুন্দর কবিতা লিখেন আপনি । +++++

০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৪১| ০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:০৮

পার্থিব লালসা বলেছেন: কবিতা তুমি কি ,
আমার জীবনের ধূসর কোন আলোর অস্তিত্ব,
না প্রতিটি স্নায়ুতে ছড়িয়ে পড়ে থাকা কোন দুঃস্বপ্ন,
কিছু বাদামী, কিছু সবুজ,কিছু অস্পষ্ট ধূসর স্মৃতির
অন্তরালে লুকিয়ে থাকা অস্তিত্বহীন কোন অস্তিত্ব?

আহা!! কি কবিতার পংক্তি
কি অনব্দ্য কথার মালা
পাঠে ধন্য হলেম

০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৪২| ১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

শায়মা বলেছেন: এই কবিতাখানি কি আমি পড়িয়াছিলাম!!!! বৎস???

১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১২

শাহরিয়ার কবীর বলেছেন: আমি কি ভাবে বলি ।। তবে আপনার ক্লোন পড়েছিল মনে হয় !! B-)

৪৩| ১১ ই জুন, ২০১৭ রাত ৯:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসছি ভাই অনলাইনে। কেমন আছেন ভাই ?

১১ ই জুন, ২০১৭ রাত ৯:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: জি ভালো , আপনি ?

৪৪| ১১ ই জুন, ২০১৭ রাত ১০:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ওগো সুর সুন্দরী তুমি
সুরের দেশের রাণী।।
উদাস করে আমাকে
সুরের দেশে নিয়ে যাও।।
ওগো সুর সুন্দরী তুমি।


পদ্ম কলি ওচোখের তারায়
লক্ষ কোটি সুরের ধারা।
তোমার চাঁদমুখ দেখে ধরায়
দিয়ে যায় মনে প্রেমের ছোঁয়া।।
প্রেমের স্বর্গ জানি তোমার মায়া
আমার সুর জাগানিয়া ভূমি।
ওগো সুর সুন্দরী তুমি।

কথায় ছন্দ ঝরে চলায় সুর
পরশে তোমার সব দুঃখই দূর।
সুখের আবেশে ভরে হৃদয় ঘর
দিয়ে যায় আমাকে সুরের খবর।।
দেখে দেখে ওই মুখ লক্ষ্য বছর
জানি কাটিয়ে দেবো যে আমি
ওগো সুর সুন্দরী তুমি।


গানটি প্রকাশ করা হয়নি, উপরের পাঁচ লাইন আব্দুলহাক ভাইয়ের, বাকিটুকু আমি লিখেছিলাম। কেমন হয়েছিল ভাই ? জানা হল না আজও কেমন হয়েছে!!

১১ ই জুন, ২০১৭ রাত ১০:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
পরে দেখছি আর কবিতা পোষ্ট দিয়েছি । দেখুন ............

৪৫| ১২ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৬

নীলপরি বলেছেন: যেদিন তুমি আমার অনুভূতিগুলোর এনেস্থেসিয়া ছাড়াই
শব-ব্যবচ্ছেদ করে চলে গেলে নীরবে,
সেদিন কিছু শব্দের ইন্দ্রজাল সৃষ্টি করে, এ হৃদয়ের মাঝে কিছু মায়ার জন্ম দিয়ে,
নিরুদ্দেশ হলে নিঃসীম অন্ধকারে
আবার হারিয়ে গেলে কালের অতল গহ্বরে।


অসাধারণ । +++++

১২ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.