নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

তিন তাসের জীবনে

১১ ই জুন, ২০১৭ রাত ১০:০৫


ওহে -স্বর্গের রাণী,
তুমি কেন এলে নেমে,
তোমার সুখের স্বর্গ ছেড়ে, এ ভুবণ মাঝে;
অনন্ত প্রেমের সুধা পান করাতে
না, আবার বিষাদের অন্ধকারে ডোবাতে ?

আমার এই তিন তাসের জীবনে
এই হারি, এই জিতি !
এই জীবনের খেলা ঘরে,
কত স্বপ্ন আমার মরে গেল
অঙ্কুরিত হবার আগেই।
তবুও তো বেঁচে আছি
কিছু দুঃস্বপ্ন বুকে নিয়ে অন্ধকারের মাঝে.....;



চলো আামাদের সকল দূরত্ব ভুলে
এসো দুটি আত্নার পবিত্র মিলে
হারা আর জেতার কথা না ভেবে,চলো বাজি ধরি ।


ছবিঃ নেট ।

মন্তব্য ৬০ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৭ রাত ১০:২৬

অর্ক বলেছেন: প্রথম! চমৎকার লাগলো কবিতাটি। একেবারে যেন মনের কথা!

১১ ই জুন, ২০১৭ রাত ১০:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা......েআপনার মনে কথা , খুব সুন্দর বলেছেন । ;)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২| ১১ ই জুন, ২০১৭ রাত ১০:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগ্ল কোবতে, প্রিয় কবি

১১ ই জুন, ২০১৭ রাত ১০:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: হুমম, দেখলাম একটা লাইক দিয়েছে .... ;)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ছবি আপা
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৩| ১১ ই জুন, ২০১৭ রাত ১০:৩৮

সুমন কর বলেছেন: তুমি আমার ৫২ তাস..... ;)

ভালো লাগল। +।

১১ ই জুন, ২০১৭ রাত ১০:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: তুমি আমার ৫২ তাস............ গানটা আমার কাছে খুব ভারো লাগে.......... ;)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,দাদা
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৪| ১১ ই জুন, ২০১৭ রাত ১০:৪৪

ফেরদৌসা রুহী বলেছেন: চলো আামদের সকল দূরত্ব ভুলে
এসো দুটি আত্নার পবিত্র মিলে
হারা আর জেতার কথা না ভেবে,চলো বাজি ধরি ।


সেই ভালো।

সুন্দর কবিতা। মন ভালো হয়ে যায় এমন কবিতায়।

১১ ই জুন, ২০১৭ রাত ১০:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা,,, আমার ব্লগে স্বাগতম, আপা ।

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৫| ১১ ই জুন, ২০১৭ রাত ১০:৪৮

ওমেরা বলেছেন: একটা মাত্র জীবন সেটা নিয়ে বাজী খেলা ঠিক না কবি ভাইয়া ।

১১ ই জুন, ২০১৭ রাত ১১:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: এ ছাড়া আর আমার কাছে কোন উপায় নেই, তাই নিরুপায় হয়ে এই সিদ্ধান্ত নিলাম, এখন দেখা যাক আমার স্বর্গের রাণী কি করে । ;) হা, হা, হা, আপনি ঠিক বলেছেন, জীবন একটা । আর এটা কাল্পনিক কবিতা ;)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৬| ১১ ই জুন, ২০১৭ রাত ১১:০৫

উম্মে সায়মা বলেছেন: সুন্দর লিখেছেন। তাসের জীবন তবু কেউ বাজি ধরতে রাজি নয়।স্বর্গের রাণী হলেতো কথাই নেই ;)

১১ ই জুন, ২০১৭ রাত ১১:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা, ... খুব সুন্দর বলেছেন । ;) এবার বাজি ধরলাম তারপরে , দেখি কল্পনায় আকাশে, বাতাসে উড়তে পাড়ি কিনা ;)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৭| ১১ ই জুন, ২০১৭ রাত ১১:১৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভালো লাগল

১১ ই জুন, ২০১৭ রাত ১১:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৮| ১১ ই জুন, ২০১৭ রাত ১১:৩২

মৌমুমু বলেছেন: চলো আমাদের সকল দূরত্ব ভুলে
এসো দুটি আত্নার পবিত্র মিলে
হারা আর জেতার কথা না ভেবে,চলো বাজি ধরি ।

খুব সুন্দর লাইনগুলো। ভালো লাগা রইল।+++

আপনার এই ছবিটার সাথে আমার লিখা " শেষের অনুভূতি" র পুরাই মিল রয়েছে।
পার্থক্য শুধু একটাই আমার দোলনায় ছেলের অভাব আর আপনার দোলনায় মেয়ের অভাব।:)
কামনা করি আপনার দোলনার শূন্যস্হান পূর্ণ হোক।
শুভকামনা রইল। ভালো থাকুন।

১২ ই জুন, ২০১৭ রাত ১২:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি তো এতোকিছু খেয়াল করিনি। হুমম, দেখলাম আপনার " শেষের অনুভূতি" র কবিতার ছবিটা একটা মেয়ে আর আমার ছবিটা ছেলের !!! B-) এখানে কাকতালিয় ভাবে মিলে যেতে পারে। :(

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।
আপনিও ভালো থাকুন সবসময়.......

৯| ১১ ই জুন, ২০১৭ রাত ১১:৫২

খায়রুল আহসান বলেছেন: হারা আর জেতার কথা না ভেবে,চলো বাজি ধরি -- কবিতার এ চরণটা পড়তে পড়তে ভাবছিলাম, বাজি ধরা নয়, অন্যরকম কিছু একটা বলবেন। যেমনঃ হারা আর জেতার কথা না ভেবে, চলো একসাথে ঘর বাঁধি, বা এরকম কিছু।
ওমেরা আর মৌমুমু এর মন্তব্য দুটো ভাল লেগেছে।

১২ ই জুন, ২০১৭ রাত ১:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: হারা আর জেতার কথা না ভেবে, চলো একসাথে ঘর বাঁধি, বা এরকম কিছু।
এভাবে লেখাটা লিখলে কবিতা আরো ভাল লাগত । কিন্তু কেন জানি বাজি কথা দিয়ে লিখলাম ।

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১০| ১১ ই জুন, ২০১৭ রাত ১১:৫৯

জাহিদ অনিক বলেছেন: হুম বাজি ধরার ইচ্ছা তো প্রকাশ করেছেন । বাজীতে হেরে গেলে কি করবেন ?

১২ ই জুন, ২০১৭ রাত ১২:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: বাজিতে হেরে গেলে আর কি করা, তখন আমি প্রেমের দেনায় দেউলিয়া ............ ;)



ধণ্যবাদ।

১১| ১২ ই জুন, ২০১৭ রাত ১২:০৮

জাহিদ অনিক বলেছেন: হা হা হা তখন আমি প্রেমের দেনায় দেউলিয়া ..

তখন একটা বিরহের কবিতা লিখবেন ?

১২ ই জুন, ২০১৭ রাত ১২:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনি চান আমার জীবনে বিরহের ঝড় আসুক ? যদি তাই চান তাবে, কথা দিলাম । তখন বিরহের কবিতার জন্ম হবে........... ;)


ধন্যবাদ ।

১২| ১২ ই জুন, ২০১৭ রাত ১২:২০

নাগরিক কবি বলেছেন: ভালো লাগেনি। কারণ :

মেলোডি পয়েম। ( তাও মেলোডিতে খার আছে)

বিশেষ জ্ঞান : কবিতাতে একটা সুন্দর গল্প থাকলে সেটাতে প্রাণ আসে। আদারওয়াইজ পাইন্সা পাইন্সা লাগে। এখনো আমাদের বাঙালী কবিরা মনে করে মেলোডি কিংবা মিল না থাকলে কবিতা হয় না, যা আধুনিক কবিতার / কবিতার কোন সংজ্ঞায় পরে না। আপনি কিছু কবিতা পড়ুন আধুনিক কবিদের। অথবা বিদেশি কবিতা : আর্তো, এগুয়ার, ফিলিপ, আরি মিশু, গটফ্রিড বেন এঁদের কবিতা পড়ুন।



আইজ্যা একদম ফ্রিতে জ্ঞান দিলাম B-)

১২ ই জুন, ২০১৭ রাত ১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক আছে কবি ভাই, প্রথমে বলে রাখি আমার কবি হওয়ার শখ নাই কিন্তু যে কোন কবিতা পড়তে খুব ভালো লাগে । আর আমার কাছে মনে হয়, কবিতা লেখা সবচেয়ে কঠিন কাজ..... মাঝে মাঝে শখের বশে একটু লেখার চেষ্টা করি। আশা করি, সবসময় পাশে থেকে, আমার লেখার একটু হলেও ভুলগুলো ধরিয়ে বা শিখিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাতে কিছু শিখতে পারবো ।

আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল
ভাল থাকুন ।

১৩| ১২ ই জুন, ২০১৭ রাত ১২:২৬

জাহিদ অনিক বলেছেন: সে কি কথা ! প্রেমের ঝড় আসবে আর বিরহ আসবে না ! তাই কি হয় কবি !

বিরহের কবিতার অপেক্ষায় রইলাম তবে । হা হা হা
দেখেছেন, কতটা খারাপ আমি !

১২ ই জুন, ২০১৭ রাত ১:১১

শাহরিয়ার কবীর বলেছেন: কোন ব্যপার না, বৈশাখ মাস চলে গেছে, তো কি হয়েছে । এখন আষঢ়ে বাদল চলে । মন ভাঙ্গা ও গড়ার সুর্বণ সুযোগ। আম, কাঁঠাল খেয়ে প্রেমিকার বিরহে কবিতা লিখবো । কি বলেন !! আর আপনাদের পাঠক হিসাবে পাশে পেলেই আমি চরম খুশি ।

আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১৪| ১২ ই জুন, ২০১৭ রাত ১:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি আসলে কবিতার ধরণ টরন বুঝি না। তবে পড়ে ভালো মন্দ বিষয়বস্তু মোটামুটি বোঝার চেষ্টা করি, অনেক সময় কিছুটা বুঝি, আবার অনেক সময় কিছুই বুঝিনা আগা মাথা!
তবে আপনার কবিতা গুলো সবসময় ভালো লাগে কারণ, কিছুটা বুঝতে পারি, অনুভব করতে পারি কবিতার মূল বক্তব্য। সেজন্য আপনি আমার প্রিয় কবিদের একজন। আজকের কবিতাটিও চমৎকার লিখেছেন ভাই। ভালোবাসার মানুষকে আপনি যেভাবেই সাজাতে চান সেভাবেই পারবেন। কল্পনা আর বাস্তবতার সংমিশ্রণে কবিতা গল্প দুই হয়। ভালোবাসার মানুষকে খুশি করতে পারাই সকল প্রেমিকের উদ্দেশ্য থাকে, তা কথায় বা কাজে। আপনার কবিতার কথা মালায় ভালোবাসার গভীরতা স্পষ্টত। প্রেমিকার মন খুশি করার মতো যথেষ্ট সুন্দর শব্দের প্রয়োগ করেছেন। ভালো লাগা জানিয়ে গেলাম ভাই। কবিতা পড়ে মুগ্ধ হয়ে ফিরছি।

অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

আর হ্যা, ভাই, নজরুল কোন কবি'কে ফলো করেননি, কোন সাহিত্য চর্চা করেননি, তবুও তিনি বিশ্বজয় করে অমর হয়ে আছেন, থাকবেন পৃথিবীর শেষ দিন পর্যন্ত তাঁর কবিতা সাহিত্যে অমর হয়ে। তাই বলি কি, কবি'র মনে যা আসে লিখে যাওয়াই উচিৎ। সবাই কব হয়ে জন্মায় না (কেউ কেউ কবি হয়েই জন্মগ্রহণ করেন। আমি চিনি না কাউকে!!) জন্মের পর কবি হয়। তাই, লেখার পরই কবিতা, তাই লিখতে হবে মন খুলে (যেমন লিখছেন)। {এগুলো আমার নিজস্ব মতামত }

১২ ই জুন, ২০১৭ রাত ১:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: হা,হা,হা .. আমি লিখি শখের বশে । আর কবিতা লেখারও কিছু নিয়ম আছে। আমার লেখাগুলো আত্নকথন হয়, কবিতা হয়না। আর ভাই আপনি যত বড় উদারণ দিলেন, আমার তিন জনম যদি জন্ম হয়, তারপরেও ঐ পর্যায় যাওয়ার বিন্দুমাত্র সম্ভবনা নেই। যাইহোক, সবসময় পাশে থেকে উৎসাহ দেন বলে বিষয় ভালো লাগে ........
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১৫| ১২ ই জুন, ২০১৭ রাত ১:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাজিতে আপনাদের জয় হোক এমনটাই প্রত্যাশা সবসময়

১২ ই জুন, ২০১৭ রাত ১:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: বাজি খেলে কেউ কখনো ভালো কিছুর উপার্জন করতে পারিনি, বরং ধংস বা সর্বশান্ত হয়ে। এটা কাল্পনিক লেখা । ;)

আবারও আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।
ভালো থাকুন।

১৬| ১২ ই জুন, ২০১৭ সকাল ৯:১২

জুন বলেছেন: হারা আর জেতার কথা না ভেবে,চলো বাজি ধরি । :-*
বাজি ধরবেন কেনো শাহরিয়ার কবির ? বলুন হাত ধরি :)
কবিতায় প্লাস
+

১২ ই জুন, ২০১৭ সকাল ১১:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: আপা, একটা ব্যতিক্রম ও বির্তকিত প্রশ্নবিদ্ধ প্রেমের কথা এ কবিতায় কল্পনা করে লেখা হয়েছে, একারণে বাজি ধরার কথাটা বলা। এখানে হারা- জেতার সম্ভবনা আছে । আর এটা একটি সুম্পর্ণ কাল্পনিক কবিতা । B-)

আর, আপা আপনি একটা কাজ করুণ, আপনি তো মাঝে, মাঝে চায়না যান । আর সেখানে গিয়ে দেখুন এ দেশের এক বিখ্যাত অকবির জন্য কিছু করতে পারেন কিনা,। মানে, চায়নার সাপ, ব্যাঙ, কেঁচো খাওয়া একটা পাত্রী জোগাড় করেতে পারেন কিনা । =p~

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১৭| ১২ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৯

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

++++

১২ ই জুন, ২০১৭ সকাল ১১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, দিদি
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১৮| ১২ ই জুন, ২০১৭ সকাল ১০:০৩

মোস্তফা সোহেল বলেছেন: আমি ভাই বাজি টাজি ধরতে পারব না। বাজি আপনি একলাই ধরেন।
কবিতায়++

১২ ই জুন, ২০১৭ সকাল ১১:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: হুমম, বাজি ধরা ভালো মানুষে লক্ষণ না, বরং এটা এক ধরণে নেশা । আমি না হয়, একটু ধরলাম আর কি করা !!! ;)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

১৯| ১২ ই জুন, ২০১৭ দুপুর ২:০৫

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর ও মন মুগ্ধকর কবিতা +++++ বেশ সুন্দর লাগলো

শেষের স্তবক টা অসাধারণ..!

১২ ই জুন, ২০১৭ বিকাল ৪:২২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২০| ১২ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর লিখেছেন হে কবি।
তাই মুগ্ধতার কথা বলি।
কবিতায়++

১২ ই জুন, ২০১৭ বিকাল ৪:২২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২১| ১২ ই জুন, ২০১৭ রাত ৯:০২

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,




তবুও তো বেঁচে আছি
কিছু দুঃস্বপ্ন বুকে নিয়ে অন্ধকারের মাঝে.....;


পৃথিবীতে বেঁচে থাকাটাই হলো সবচেয়ে দূর্লভ । বেশীর ভাগ মানুষই শুধু থেকে যায় , বেঁচে নয় ।

১২ ই জুন, ২০১৭ রাত ৯:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।
ভালো থাকুন সবসময়.........

২২| ১২ ই জুন, ২০১৭ রাত ১০:৫১

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপসোস তখনই লাগে,যখন সাধারণ একটা কবিতাও আমার মাথায় ঢুকে নাহ,তাই তিন তাসের কীর্তিকলাপ না বুঝেই কমেন্ট করলাম।
লেখাটা ভালো লেগেছে,কবিতার শেষ অংশ খানিকটা বুঝেছি। :)

১৩ ই জুন, ২০১৭ রাত ৮:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:
তিন তাসের কীর্তিকলাপ বুঝতে গেলে, অবশ্যই তাকে পাকা জুয়াড়ী হতে হবে, তা না হলে কখনোই এ বিষয় বোঝা যাবে না। আমিও আপনার দলে এই তিন তাসের কীর্তিকলাপ বুঝি নাই বলে, মনে দুঃখে একটা কবিতা লেখার চেষ্টা করেছি ....... :)


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২৩| ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

নক্ষত্র নীড় বলেছেন: শেষের তিন পঙক্তির মত হােক না জীবন।

১৪ ই জুন, ২০১৭ রাত ১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: এখনে,অস্তিত্বহীন স্বর্গের রাণীর সাথে কল্পনায় অজস্র মাইল পাড়ি দেওয়া সম্ভব কিন্তু বাস্তবে তার অস্ত্বিত্ব কখনো সম্ভব না । আর এটা একটি কাল্পনিক কবিতা ।

তবে হ্যাঁ, কোন দুনিয়ার এনজেল মর্জিনা ধরা দিলে, তখন তার হাত ধরা যায় কিনা, তা ভেবে দেখবো .....। =p~

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২৪| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:২৮

প্রামানিক বলেছেন: চলো আামাদের সকল দূরত্ব ভুলে
এসো দুটি আত্নার পবিত্র মিলে
হারা আর জেতার কথা না ভেবে,চলো বাজি ধরি ।


কবিতা ভালো লাগল। ধন্যবাদ

১৪ ই জুন, ২০১৭ রাত ১:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২৫| ১৬ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৪

আওরঙ্গজেব চৌধুরী রিফাত বলেছেন: কবিতা খুব ভাল বুঝি না। কিন্ত এটা ভাল লাগল।

১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২৬| ১৭ ই জুন, ২০১৭ রাত ১২:০৯

কলিমুদ্দি দফাদার বলেছেন: বরবরের মত আপনার কবিতা মন ছুয়ে দিল ভাই, খুব ভাল লাগলো।

১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২৭| ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:০৮

বর্ষন হোমস বলেছেন:
তিন তাসের জীবন বলতে?

২৫ শে জুন, ২০১৭ রাত ১২:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: কাল ব্যাখ্যা দেই একটু বিজি ছিলাম ।


ধন্যবাদ।।

২৮| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৯

চানাচুর বলেছেন: আহারে স্বর্গের রানী কেন নেমে এলে... কী দুঃখ! ইসশিরে!! চোক্ষে কান্দন আয়া পড়তাছে! B-)) B-))

৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা লেখার সময় কাঁদুনে গ্যাসের কারণে আমিও কেঁদেছি ..... আর আপনি পড়ার সময় চোখের কৃত্রিম বৃষ্টিপাতের জন্য ধন্যবাদ !! B-)

২৯| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৫৭

ধ্রুবক আলো বলেছেন: ভাই কেমন আছেন?

আলপনা তালুকদার আপুর পোস্টে আপনার কমেন্ট দেখলাম, কিন্তু এই বাসার ফটকার কমেন্ট দেখে মন খুব খারাপ লাগলো।
আমি একটা কমেন্ট রেখে এসেছি সময় করে দেখে আসবেন।

০২ রা জুলাই, ২০১৭ রাত ১২:০১

শাহরিয়ার কবীর বলেছেন: জি আমি ভালো আছি !! আপনি ভালো আছেন নিশ্চয় ।

আপনার মন্তব্য দেখেছি এবং আমিও আপনাকে উদ্দেশ্য করে একটা মন্তব্য করে এসেছি !!


ধন্যবাদ।

৩০| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫৬

উদাস মাঝি বলেছেন: অস্থির কবিতা +++++++++++++++++
+++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.