নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

১৭ ই জুন, ২০১৭ রাত ১০:০৯



মোনালিসা-
তোমায় কেউ বলে বাইজি, কেউ বলে দাসী,
কেউ বলে লিওনার্দোর নিজের ছবি !!!
তোমার যত নাম,খ্যাতি ও যশ,
আজও রয়ে গেলে পৃথিবীর বুকে প্রশ্নবিদ্ধ, তুমি আসলে কে?


কবিতা-
তুমিও কি আমার জীবনে মোনালিসা মত করে,
এ জীবন জুড়ে প্রশ্নবিদ্ধ করে দিয়ে, চলে যাবে নীরবে,
হারিয়ে যাবে, এ অবেলাতে ?
এ আলো বিহীন এ পথ চলায় অজস্র কল্পনায়,
সীমাহীন দুঃখ, কষ্ট আর যন্ত্রণায়,কিভাবে বয়ে বেড়াই,
তা এ জগত সংসারে ?
আজ কোন বিষাদের বিষে,
এ সংজ্ঞাহীন তুচ্ছ এক প্রেম-কাহিনীর ছলে,
বিবেকের দংশনে দংশিল,
কোন বিষে?


ছবিঃ নেট।

মন্তব্য ১১৭ টি রেটিং +১৮/-০

মন্তব্য (১১৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৭ রাত ১০:১২

নাগরিক কবি বলেছেন: বাহ! ছোট তবে সুন্দর

১৭ ই জুন, ২০১৭ রাত ১০:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

২| ১৭ ই জুন, ২০১৭ রাত ১০:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: মোনালিসা চিরকাল এক অমিমাংশিত রহস্য হয়েই থাকবে। ভালো লাগলো।

১৭ ই জুন, ২০১৭ রাত ১০:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
এ কবিতায় কিছু রহস্য ঘিরে জিজ্ঞাসা ......
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

৩| ১৭ ই জুন, ২০১৭ রাত ১০:১৪

মৌমুমু বলেছেন: মোনালিসার পরিচয় না পেলেও আশা করবো আপনার জীবনের সেই কবিতার দেখা যেন দ্রুতই পেয়ে যান।
যার জন্য ধরেছিলেন বাজি।

সুন্দর লিখেছেন। শুভকামনা রইল।
ভালো থাকবেন।

১৭ ই জুন, ২০১৭ রাত ১০:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
হা,হা,হা..... এ অস্তিত্বহীন কবিতাকে কি কখনো পাওয়া সম্ভব !! আর বাজি ধরার আগেই হেরে আছি । এটাও কাল্পনিক কবিতা B-)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

৪| ১৭ ই জুন, ২০১৭ রাত ১০:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: কবিতার আঁখি পল্লবে মোনালিসার মত রহস্যময় হাসি ফুটে ঊঠে কবির বিদগ্ধ মনকে শান্তির আবেশে ভরিয়ে দিক,

এই কামনা নিয়ে.....

শুভেচ্ছা রাশি রাশি।

১৭ ই জুন, ২০১৭ রাত ১০:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:
হা,হা,হা, ভাই, মোনালিসা নামের হোক কিংবা কবিতা নামের হোক , যেই নামের হোক না কেন, কেউ না কেউ আসবে .......

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

৫| ১৭ ই জুন, ২০১৭ রাত ১০:৪০

অপ্‌সরা বলেছেন: বাহ!

এক্সসেলেন্ট ভাইয়া ! :)

১৭ ই জুন, ২০১৭ রাত ১০:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

৬| ১৭ ই জুন, ২০১৭ রাত ১০:৪২

ভ্রমরের ডানা বলেছেন:
বিভ্রান্তি! ঘোর বিভ্রান্তি!

১৭ ই জুন, ২০১৭ রাত ১০:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা,হা ....... একজন কবিই কবির মনের ব্যাথা বোঝে !! :-P

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

৭| ১৭ ই জুন, ২০১৭ রাত ১০:৪৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মোনালিসা-
তোমায় কেউ বলে বাইজি, কেউ বলে দাসী,
কেউ বলে লিওনার্দোর নিজের ছবি !!!
তোমার যত নাম,খ্যাতি ও যশ,
আজও রয়ে গেলে পৃথিবীর বুকে প্রশ্নবিদ্ধ, তুমি আসলে কে?
তাইতো ভাববার মতো বিষয় বটে!

১৭ ই জুন, ২০১৭ রাত ১১:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
হা,হা,হ. ভাই এমনিতে লিখিছি । এটা কাল্পনিক কবিতা .... একটু ছন্দ; মেলানোর চেষ্টা আর কি !!

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

৮| ১৭ ই জুন, ২০১৭ রাত ১০:৫৫

অপ্‌সরা বলেছেন: এত তাড়াতাড়ি ঈদের শুভেচ্ছা!!!!!!!

ঈদে বাড়ি চলে যাচ্ছো নাকি!!!!!!!!

১৭ ই জুন, ২০১৭ রাত ১১:০২

শাহরিয়ার কবীর বলেছেন: ঈদের আগে আর কবিতা ব্লগে দিবো না । একারণে,সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানানো। গ্রামের বাড়ীতে যাওয়া আরো দেরি আছে......

ধন্যবাদ ।

৯| ১৭ ই জুন, ২০১৭ রাত ১১:০০

সুমন কর বলেছেন: শুরুটা যত ভালো হয়েছিল, শেষটা ততটা নয়। তবে সব মিলিয়ে খারাপ নয়।

১৭ ই জুন, ২০১৭ রাত ১১:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক আছে দাদা ... আরো ভাল লেখার চেষ্টা থাকবে ।।

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

১০| ১৭ ই জুন, ২০১৭ রাত ১১:০৩

জাহিদ অনিক বলেছেন: বিরহ বিরহ গন্ধ পাচ্ছি !! ব্যাপার কি বলেন তো ভাই !!

তিন তাসের জীবনে বিরক্তি নাকি বিচ্ছেদ ? নাকি অন্যকিছু ?

১৭ ই জুন, ২০১৭ রাত ১১:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: আমি শেষ !! তিন তাসের বাজিতে হেরে গেছি , এখন প্রেমের দেনায় দেউলিয়া হয়ে, এ যেন এক মহা বিরহে । বীর হয়ে বিরহের ভাবে আছি !! B-)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

১১| ১৭ ই জুন, ২০১৭ রাত ১১:২২

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো মোনালিসা কবিতা +++


ভাই এর তো মোনালিসা কবিতা আছে আমাদের আছে কেবল হতাশা ।

১৭ ই জুন, ২০১৭ রাত ১১:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা,,,,
হাতাশার কিছু নেই ..........। ! =p~

মনে হয়, আপনাকে অনেক দিন পরে ব্লগে দেখছি.....

আপনি কেমন আছেন ?

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

১২| ১৭ ই জুন, ২০১৭ রাত ১১:৫৮

জাহিদ অনিক বলেছেন: না মশাই এই ঈদের শুভেচ্ছা টুভেচ্ছা দিয়ে কাজ হবে না কইয়ে দিলাম।
বিরহ যখন পাইছেন বিরহের কবিতা দিবেন !!

১৮ ই জুন, ২০১৭ রাত ১২:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:

ঈদের পরে আবার লেখার চেষ্টা করবো, কবিতা হোক আর না হোক লিখবো । আর যদি ঈদের সেলামি দেন, তাইলে আপনি আমার বড় ভাই । কি বলেন ? =p~

১৩| ১৮ ই জুন, ২০১৭ রাত ১২:০৬

জাহিদ অনিক বলেছেন: আর যদি ঈদের সেলামি দেন, তাইলে আপনি আমার বড় ভাই । কি বলেন ? =p~

হুম্ম । বুঝতেছি তো, বড় ভাই একটু ছোট ভাইয়ের লগে মশকরা করতেছেন । ঠিক আছে বড় ভাই, ঈদের দিন দেখা যাইব ।


বিরহের কবিতা কিন্তু ঈদের পর পরেই চাই

১৮ ই জুন, ২০১৭ রাত ১২:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা লিখবো এবার ভাবিয়া, ভাবিয়া ..... সেলামি কিন্তু অবশ্যই চাই । আপনি আমার বড় ভাই । মশকরা না, আমি একা বড় একা আমার আপন বলে কেউ নেই ....... ;)

ধন্যবাদ ।

১৪| ১৮ ই জুন, ২০১৭ রাত ১২:১১

জাহিদ অনিক বলেছেন: আমি খেলব না !!
আপনি ছড়া লিখে ফেলেছেন ।

১৮ ই জুন, ২০১৭ রাত ১২:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আচ্ছা, দেখি আমার সুপার কম্পিউটার (মাথা) কি উপাহার দেয় আপনাদের জন্য।। ;)


ধন্যবাদ ।

১৫| ১৮ ই জুন, ২০১৭ রাত ১২:১৭

জাহিদ অনিক বলেছেন: এইত । এতক্ষণে লাইনে এসেছেন কবীর ভাই !!

ধন্যবাদান্তে শুভেচ্ছা

১৮ ই জুন, ২০১৭ রাত ১২:২২

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা.. আপনাকেও ধন্যবাদ । B-)

১৬| ১৮ ই জুন, ২০১৭ রাত ১২:৪৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: বাহ,মোনালিসা কাব্য ভালো লাগলো।
যদিও কবিতা কম বুঝি তাই আর বেশি কিছু বলতে পারছি না,
তবে,একটা কথা মোনালিসার মত আপনার প্রশ্নের উত্তরও যাতে অমিমাংসিত না থাকে ;)

১৮ ই জুন, ২০১৭ রাত ১২:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: হা,হা,হা ...সুন্দর বলেছেন, দেখা যাক কি হয় !! B-)




কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

১৭| ১৮ ই জুন, ২০১৭ রাত ১:১৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: শুভেচ্ছা চাই না।দাওয়াত চাইইই।এবং নো পল্টিবাজী।একেবারে,বাসার ঠিকানা এবং যাওয়া-আসার ভাড়াসহ যেবতীয় সকল কিছু কুরিয়ারে পাঠান
B-))
আপনাকেও ঈদের শুভেচ্ছা।তয়,দশ রোজা থাকতেই শুভেচ্ছা?আরো আগাইতে দেন।

১৮ ই জুন, ২০১৭ রাত ১:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
বনানী এসে, বিকাল ৫ হতে পরের দিন সকাল ৮ পযন্ত আমাকে স্মরণ করলেই পেয়ে যাবেন,এর আশে-পাশে আমার বাসা ।। আর সারাদিন গুলশানে ঘুর, ঘুর করি, এই তো আমার কাজ। বাস ভাড়া দিতে পারবো না হেটে,হেটে আসবেন ,হাটাহাটি শরীরের জন্য ভালো ।ঈদের আগে আর কবিতা ব্লগে দিবো না ।একারণে, এ কবিতায় প্রতিউত্তরে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানানো। B-)

ধন্যবাদ ।

১৮| ১৮ ই জুন, ২০১৭ রাত ১:৪৯

গেম চেঞ্জার বলেছেন: একটা শিরোনাম দিতে ক্ষতি কি ভাইসাব! ;)

১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: কোন ক্ষতি নেই ভাইসাব ! হা,হা,হা, শিরোনামহীন একটা শিরোনাম !! ;)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

১৯| ১৮ ই জুন, ২০১৭ রাত ৩:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
এত ভালো একটা কবিতার মুগ্ধবোধ-এর যোগ্য-প্রকাশ করা আমার মতো অজ্ঞ-নগণ্য লোকের পক্ষে সম্ভব না।।


অসাধারণ লিখেছেন ভাই, শ্রেষ্ঠ উপমায়।

১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা...... কি বলেন না, আপনিও একজন বড় মাপের কবি ।। B-)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

২০| ১৮ ই জুন, ২০১৭ রাত ৩:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

নিজেকে ধরে না রেখে মোনালিসা'র মতো হারিয়ে যাওয়াই ভালো, তবুও শ্রেষ্ঠ প্রাপ্তি।

আল্লাহ্ আপনার মনোবাসনা পূর্ণ করুক প্রত্যাশা।

১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: এটা একটা কাল্পনিক কবিতা ভাই, সিরিয়াস ভাবে মন্তব্য ......... । তবে হ্যাঁ, মোনালিসা নামের হোক কিংবা কবিতা নামের হোক , যেই নামের হোক না কেন, কেউ না কেউ তো আসবে ....... =p~

আবারও ধন্যবাদ ।

২১| ১৮ ই জুন, ২০১৭ সকাল ৭:৫৫

উম্মে সায়মা বলেছেন: দ্যা ফয়েজ ভাইয়ের মতই বলি, মোনালিসার মত আপনার আপনার জীবন প্রশ্নবিদ্ধ না থাকুক সে কামনাই করি। কবিতা ভালো হয়েছে।

১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা...... এটা একটা কাল্পনিক কবিতা, এখন দেখি সিরিয়াস ভেবে, এই অকবিকে জলে ডুবে মারার চেষ্টায় ব্যস্ত ।। B-)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

২২| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৩০

মোস্তফা সোহেল বলেছেন: বুড়া বয়সে এসব কি প্রেমের কবিতা লেখতাছেন কবি।
ভাবি জানলে মাইন্ড করব।

১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: বুড়া হয়েছি ঠিক কিন্তু এখনো মন বুড়া হয়নি......... আপনার ভাবী খুব ভালো মানুষ, আমার কোন খবর রাখে না । মানে এখনো সে আমার ঘরে আসেনি বা বিয়ে করিনি । ;)


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

২৩| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এত তাড়াতাড়ি ঈদের শুভেচ্ছা গ্রহণ করতে রাজি নই আমি,
ঈদে আগেই আরও একটা চাই কবিবরের কবিতা।

১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: ঈদের পরের চেষ্টা থাকবে ভাই আর, এ সপ্তাহে একটু বেশি ব্যস্ত !!

আপনি লিখুন আমি পড়বো, কথা দিলাম ।

আবারও ধন্যবাদ।

২৪| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভাই, ঈদের কেনাকাটা আর আত্মীয়তায় ব্যস্ত মনে হচ্ছে।


গন্তব্য- লিখেছি ভাই।

কত শত পথ ঘুরে দেখা তব স-নে,
বিচলিত যত গুণে মিলে-তা বিরলে;
এ-পূর্ণিমা রূপ যেন দেখি-গো নয়নে!
মুগ্ধ হিয়া, দ্বীন ক্ষণ যায়-গো গড়লে।
মানবী না পরী তুমি, চেনে জনে জনে,
চন্দ্রসূর্য ধ্রুব তারা, অাছো চোখ মেলে;
মমতা পরশ যতো দিলে তুমি ঢেলে,
কাঙ্ক্ষিত রূপ-পাগল মিশে সব মনে।

ভুলিব না এজীবনে, তব রূপ গাবে,
কামনা রাত দুপুর সন্ধ্যা কিবা প্রাতে;
ভুবনজয়ী রূপ কে দেখেছো, কিভাবে!
স্মরি-ব পূঁজি সৃজি-ব বসন্ত-ভূ-প্রান্তে।
সঁপেছি এ-দেহ ইচ্ছে ডুবেছি স্বভাবে,
বুঝেছি আজ আমার গন্তব্য তোমাতে।

১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: সব মিলিয়ে একটু ব্যস্ত ..... আর আপনার কবিতা পড়ে আসলাম ।। খুব সুন্দর হয়েছে ।

২৫| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:০২

গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন: কোন ক্ষতি নেই ভাইসাব ! হা,হা,হা, শিরোনামহীন একটা শিরোনাম !! ;)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,

শিরোনামহীন কবিতা আমি পয়লাবার পড়ি নাহঃ ;)

এইবার পড়তাসি, তবে কিছু কমুনা। শিরোনাম একটা না দিলে হইবেক না!!

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা... কারে আমি ফাও ফাও ধ্রন্যবাদ দিলুম.. যে কিনা পড়ে নাইগা !! B-)
‘‘‘শিরোনাম দিমু না’’ আপনার নামে মামলা করুম ।। আপনার ‍সুরুত ওলা নিককে মিস করি ..............


ধন্যবাদ।

২৬| ১৮ ই জুন, ২০১৭ রাত ৯:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কবিতা!!!!

১৮ ই জুন, ২০১৭ রাত ৯:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

২৭| ১৮ ই জুন, ২০১৭ রাত ১০:৫২

কলিমুদ্দি দফাদার বলেছেন: ভাই আপনার স্টকে কি কবিতা জমা আছে? এত অল্প সময়ে এত সুন্দর কবিতা কিভাবে লেখেন?

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা.। আপাতত আর নেই ভাই, ঈদের পরে আর হবে !! ;)


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

২৮| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৮

নীলপরি বলেছেন: অসাধারণ কবিতা । সেই সাথে ছবিটাও ।
++++++++

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, দিদি
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

২৯| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

বিজন রয় বলেছেন: মোনালিসা সংজ্ঞাহীন, কবিতাও।
++

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা ..মোনালিসার রহস্য আজও জানা গেল না !! তাই তাকে নিয়ে একটু কবিতা লেখার চেষ্টা........ । ;)


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,দাদা
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

৩০| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

অর্ক বলেছেন: ভাল লাগলো কবিতা।

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

৩১| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ অনেক সুন্দর কবিতা

২০ শে জুন, ২০১৭ রাত ১২:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

৩২| ২০ শে জুন, ২০১৭ রাত ৮:২৭

নক্ষত্র নীড় বলেছেন: বাহ্ ! বাহ্ !! বাহ্ !!! থ্যাঙ্কু ।

২১ শে জুন, ২০১৭ রাত ১:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

৩৩| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৫৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: "কবিতা-
তুমিও কি আমার জীবনে মোনালিসা মত করে,
এ জীবন জুড়ে প্রশ্নবিদ্ধ করে দিয়ে, চলে যাবে নীরবে,
হারিয়ে যাবে, এ অবেলাতে? "

কিছু কিছু সময় এই প্রশ্নের উত্তর পাওয়া যায়না এ পৃথিবীতে।

অনিন্দ্য

২২ শে জুন, ২০১৭ রাত ১২:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: হা ,হা , হা ......ঠিক বলেছেন !! এটা কাল্পনিক কবিতা ।।

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

৩৪| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৪৩

খায়রুল আহসান বলেছেন: হস্যময়ী মোনালিসার সাথে কবিতার তুলনা- ভালই লিখেছেন। ছবিটাও সুন্দর।

২২ শে জুন, ২০১৭ রাত ১:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

৩৫| ২২ শে জুন, ২০১৭ রাত ১:২২

জেন রসি বলেছেন: কবিতা ভালো লেগেছে। তবে কোন বিষে এইটা নিয়ে গবেষণা হতে পারে!

২২ শে জুন, ২০১৭ রাত ১:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত ছবি মোনালিসা আঁকার পরে, লিওনার্দো দা ভিঞ্চির খুব সম্ভব কিছু দিন পরে সে মারা যায়, ছবির পরের কাহিনি তো জানা, সেই বিষে লেখা বলা যেতে।। আজও মোনালিসা নিয়ে কত রহস্য !! সে নাকি এক কৃষকের বউ ছিল !! সে যাইহোক,,,,,,,,,

কবিতা-
তুমিও কি আমার জীবনে মোনালিসা মত করে,
এ জীবন জুড়ে প্রশ্নবিদ্ধ করে দিয়ে, চলে যাবে নীরবে,
হারিয়ে যাবে, এ অবেলাতে ?
এ আলো বিহীন এ পথ চলায় অজস্র কল্পনায়,
সীমাহীন দুঃখ, কষ্ট আর যন্ত্রণায়,কিভাবে বয়ে বেড়াই,
তা এ জগত সংসারে ?
আজ কোন বিষাদের বিষে,
এ সংজ্ঞাহীন তুচ্ছ এক প্রেম-কাহিনীর ছলে,
বিবেকের দংশনে দংশিল,
কোন বিষে?


এ লাইনগুলো কাল্পনিক ছন্দ মেলানোর জন্য লেখা ।
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

৩৬| ২২ শে জুন, ২০১৭ সকাল ৯:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন লেখা নাই ক্যান

২২ শে জুন, ২০১৭ সকাল ১১:০২

শাহরিয়ার কবীর বলেছেন: ঈদের পরেে আবার কবিতা লেখার চেষ্টা করবো ।


ধন্যবাদ ।

৩৭| ২৩ শে জুন, ২০১৭ রাত ৩:২৮

কাছের-মানুষ বলেছেন: মোনালিসা-
তোমায় কেউ বলে বাইজি, কেউ বলে দাসী,
কেউ বলে লিওনার্দোর নিজের ছবি !!!
তোমার যত নাম,খ্যাতি ও যশ,
আজও রয়ে গেলে পৃথিবীর বুকে প্রশ্নবিদ্ধ, তুমি আসলে কে?


আহা চমৎকার কবিতা। নামের সাথে কর্মের মিল দেখতে পাচ্ছি, কবির এবং কবি!

ইদের শুভেচ্ছা রইল কবির প্রতি ।

২৩ শে জুন, ২০১৭ রাত ৯:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা, দারুণ বলেছেন। =p~


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

৩৮| ২৩ শে জুন, ২০১৭ রাত ১০:২৮

বর্ষন হোমস বলেছেন:
কবিতার নাম একটা বাংলা ব্যান্ডের সাথে মিলে গেছে।একটা শিরোনাম তো দেওয়াই যায়। :D

কবিতা ভাল লেগেছে।

২৩ শে জুন, ২০১৭ রাত ১১:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: শিরোনামটা কপি করেছি।।।।


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

৩৯| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:২৭

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,




যে বিষে কেউ মরেনা , যে বিষ শুধু মারে ।


২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: ঈদ মোবারক! ভাইজান।
সুন্দর হোক আপনার ও আপনার পরিবারের আগামী।

ধন্যবাদ ভালো থাকুন সবসময়.....

৪০| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

ঈদ আনন্দে ভরে উঠুক আগামী দিনগুলো। শুভ প্রত্যাশায়
ঈদ মোবারক। ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা রইল ভাই

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ! ঈদ মোবারক।

৪১| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০১

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা অসাধরণ হয়েছে
তোমায় কেউ বলে বাইজি, কেউ বলে দাসী,
কেউ বলে লিওনার্দোর নিজের ছবি !!!

লিওনার্দোর ছবিটা পেয়েছেন তাহলে!!!
ঈদ মোবারক রইল

২৫ শে জুন, ২০১৭ রাত ১১:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: ঈদ মোবারক! ভাইজান।
সুন্দর হোক আপনার ও আপনার পরিবারের আগামী।

ধন্যবাদ, ভালো থাকুন সবসময়.....

৪২| ২৫ শে জুন, ২০১৭ রাত ১০:১৬

চানাচুর বলেছেন: নাইস বোবিতা :D

ঈদ মোবারক আবারও

২৫ শে জুন, ২০১৭ রাত ১১:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:

ঈদ মোবারক! আপা
সুন্দর হোক আপনার ও আপনার পরিবারের আগামী।

ধন্যবাদ ভালো থাকুন সবসময়.....

৪৩| ২৫ শে জুন, ২০১৭ রাত ১১:৫৯

জোকস বলেছেন: "ঈদ মোবারক"

২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: ঈদ মোবারক!
সুন্দর হোক আপনার ও আপনার পরিবারের আগামী।

ধন্যবাদ ভালো থাকুন সবসময়.....

৪৪| ২৬ শে জুন, ২০১৭ ভোর ৬:৫২

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
ভাল থাকুন।

২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: ঈদ মোবারক!
সুন্দর হোক আপনার ও আপনার পরিবারের আগামী।

ধন্যবাদ ভালো থাকুন সবসময়.....

৪৫| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:০৮

নাগরিক কবি বলেছেন: ঈদ মুবারক :) আসুন কোদলালি সাইরা ফেলাই ;)

২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:২১

শাহরিয়ার কবীর বলেছেন: ঈদ মুবারক! পকেটে টাকা থাকলে চলে আসুন। :-P

৪৬| ২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০০

ধ্রুবক আলো বলেছেন: ঈদ মোবারক।

২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০১

শাহরিয়ার কবীর বলেছেন: ঈদ মোবারক!
সুন্দর হোক আপনার ও আপনার পরিবারের আগামী।

ধন্যবাদ ভালো থাকুন সবসময়.....

৪৭| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৯

মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

২৮ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: দাঁড়াও একটু দাঁড়াও বাঘের খাঁচায় ডুকেছো, তোমার আই পি সহ এবং
তুমি কে দেখো ফাঁস করি কিভাবে।।

৪৮| ২৮ শে জুন, ২০১৭ রাত ৮:৪৬

অবনি মণি বলেছেন: তোমায় কেউ বলে বাইজি, কেউ বলে দাসী,
কেউ বলে লিওনার্দোর নিজের ছবি !!!
তোমার যত নাম,খ্যাতি ও যশ,
আজও রয়ে গেলে পৃথিবীর বুকে প্রশ্নবিদ্ধ, তুমি আসলে কে?

২৮ শে জুন, ২০১৭ রাত ৮:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: আমার লেখা আমাকেই মন্তব্য!!!


ঈদ মোবারক!!

৪৯| ৩০ শে জুন, ২০১৭ রাত ১০:০৩

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা লেখা বন্ধ করেছেন কেন? অন্য কিছু নিয়েও তো লেখা যায় !

৩০ শে জুন, ২০১৭ রাত ১০:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: এমনিতে কোন কারণ নেই !! সবার পোষ্ট পড়বো ও আড্ডা দিব ।।

৫০| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১:২২

ব্লগ মাস্টার বলেছেন: ভালো লাগল । :)

০১ লা জুলাই, ২০১৭ রাত ১:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো.... B-)




ধন্যবাদ আপনাকে।

৫১| ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ২:৫৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার লেগেছে।








ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ভাই ।

৫২| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১০:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ তো কেটে গেল অনেকদিন হল ভাই!!


আমি একটি লিখেছি, কি হয়েছে জানিনা ভাই, তাই পোষ্ট করার চিন্তাভাবনা থেকে দূরে আছি।
আপানার দরশনে রেখে গেলাম আমার নতুন 'গন্তব্য'


সেদিন তোমার চোখে থাকবে মিনতি,
স্বজনে স্বজনে তুমি খুঁজবে আশ্রয়,
ব্যথাহত কান্না বুকে চোখ খরা চৈতি ;
সে- নিষ্প্রাণ আর্তনাদ মৃত্যু-র বিজয়।
ভয়ে কম্পিত স্ব-বুকে বিলীন সম্প্রীতি,
জীবনের বাঁকে বাঁকে দ্বীন শুধু ক্ষয়,
ব্যর্থতা-র গ্লানি মেখে যেতে যদি হয় ;
কি-করে মিলবে বল খোঁদার মহতী।

এসো-ভালোবাসা খুঁজি স্রষ্টা'র সৃষ্টি'তে,
আপনে আপন ভাবী, রাখি মন তুষ্টি;
ভুলে জাতিভেদ প্রাণে প্রাণ বাঁধি, চিত্তে
খুশি দরশনে জন, পূঁজি নিজ কৃষ্টি।
মনে রেখো, সে গন্তব্য পথে হ-বে যেতে
আসিবেনা কভু ফিরে, সৃজি স্রষ্টা-সৃষ্টি।

০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: ঈদ তো চলে গেল, কোন রকম.... আবার কমব্যস্ততা শুরু !! আপনি কেমন ঈদ কাটালেন ?



দরশনে সৃজি এটা কি বানান ঠিক আছে ?


পোষ্ট দেন সমস্যা নেই ।। ভালো হয়েছে ভাই।।

৫৩| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ কোনরকম গেছে ভাই, বাড়ি ছাড়া যেরকম যায় আরকি। ঈদে ছুটি কাটাইনি ভাই, আগামীকাল ছুটি যাওয়ার ইচ্ছা।

দরশন বা দরশনে দুটি দেখা বা দেখানো বুঝায় তো ঠিক আছে সম্ভবত। আর সৃজি শব্দটাতে আমার সন্দেহ আছে যথেষ্ট। সৃজি বলতে আমি সাজাই বুঝাতে চেয়েছি।

দরশনে শব্দটা পরে পরিবর্তন করে 'খুশি দরশন জনে' করে দিয়েছি। এখানে জনে জনে খুশি মনে দেখাসাক্ষাৎ বুঝাতে চেয়েছি।

০৩ রা জুলাই, ২০১৭ রাত ১২:০০

শাহরিয়ার কবীর বলেছেন: আচ্ছা ঠিক আছে !!! তাহলে, নিরাপদে বাড়ী যান, ভাই।।


কবিতা খুব সুন্দর হয়েছে +

সময় করে পোষ্ট দিয়েন ।। মন্তব্য করে আসবো ।।

৫৪| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:২৮

ধ্রুবক আলো বলেছেন: আচ্ছা শাহরিয়ার ভাই আপনি কি কোনো কারণে আমার ওপর রাগ করেছেন?! ভাই যখন সে রাজাকার যুদ্ধ অপরাধী বলছে তখন আমি আর সহ্য করতে পারি নাই, তাই তাকে উদ্দেশ্য করে কমেন্ট করে বসেছি।

০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: না ভাই আমি আপনার উপরে রাগ করিনি ,,, আমি আপনাকে ওখান থেকে যেতে বলেছি একারণে , সে আপনাকে গালি দিবে এই ভয়ে এবং তা দিয়েছে ।


ধন্যবাদ ।।

৫৫| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১০:৪৮

অর্ক বলেছেন: আরে শাহরিয়ার কবীর আপনি আবার এই সাতসকালে ওই লেখায় মন্তব্য করলেন কেন!

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১০:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
আলপনা আপা আমাকে ৪৫ নং মন্তব্য দেখতে বলেছে, তার বাবা কি আছে না আছে বা সে কি করে , একারণে করেছি ভাই .... ............

৫৬| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১০:৫৮

অর্ক বলেছেন: আমার সেটআপ করতে করতে অনেক সময় লেগে যায়। ছিঃ কেমন হয়ে গেল ব্যাপারটা দুজন কয়েক মিনিটের ব্যবধানে মন্তব্য করলাম! আমি জানলে পরে মন্তব্য করতাম। পোস্টের পর আপনার মন্তব্য দেখলাম উপরে! উফ, কেমন হয়ে গেল ব্যাপারটা!

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:
http://www.somewhereinblog.net/blog/MohammadBasar/30169903


এই লিংক পড়ে দেখুন !! তাহলে বুঝতে পারবে না ....

৫৭| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:০০

শায়মা বলেছেন: এই যে পিচকা কবিতা লেখো!

শুধু শুধু সময় নষ্ট করোনা ! :)

০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
লিখবো ,,,, একটু মেজাজ ৪৪০ ভোল্টে আছে; ঠান্ডা হোক ।

৫৮| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:১৬

শায়মা বলেছেন: ৪৪০ ভোল্ট নিয়েই লেখো!
শিরোনাম মেজাজ যখন ৪৪০ ভোল্টে .....

০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:২০

শাহরিয়ার কবীর বলেছেন: আচ্ছা .... দেখি কি করা যায় ।।। আজ আর প্রেমের কবিতা না .........লিখছি ।।। একটু অপেক্ষা .....

৫৯| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:২৮

শায়মা বলেছেন: আমার যখন রাগ হয় আমি কি কি লিখি জানো?

০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: হুমম,পড়তেছি ...... একটু পরে ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.