![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে উল্টা পথে, উল্টা নিয়মে,
উল্টা রথে মানুষেরা ঘুরছে
হতাশার ঘূর্ণিপাকে;
আজ এবং আগামীর এই জরাজীর্ণ পৃথিবীর
ভাগ্যের লিখন কে আর লিখবেন?
আজ মানবতার সংজ্ঞা উল্টে গিয়ে,
পশুর নাম মানুষ হয়ে,
পৃথিবীর বুকটা কুঁড়ে কুঁড়ে খেতে চাচ্ছে,
কিছু হায়না আর জন্তুু জানোয়ারে,
আর কতকাল এভাবে মানবতার
সংজ্ঞার নাম উল্টা লেখাতে লেখা থাকবে?
যদি মানুষে বিনাশ কালে বুদ্ধিরও নাশ হয়,
তবুও, কি পারবে না ওরা মানুষ হতে ?
আমি দুর্বল তাই সবলের কাছে,
সর্বদা মনে প্রশ্ন জাগে,
এই জরাজীর্ণ পৃথিবীর বা একদিন কি হবে ?
ছবিঃ নেট ।
০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১:৫০
শাহরিয়ার কবীর বলেছেন: তবে আমরা নিজেরাই নিজের ভাগ্যকে অন্ধকারে নিয়ে যাচ্ছি। একমত .....
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ।
২| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১:৩৭
শায়মা বলেছেন: হা হা
শিরোনাম এটাই দিয়ে দিলে?
তাইলে মনুষ্যত্ব, পশুত্ব নিয়ে গানটা শোনো।
০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১:৪০
শাহরিয়ার কবীর বলেছেন: কেন আপত্তি আছে নাকি !!!
ঠিক .....মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না
মাঝে মাঝে শিল্পী ভূপেন হাজারিকার গানটা শোনা হয় খুব ।।
ধন্যবাদ ।
৩| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই জরাজীর্ণ পৃথিবী তলিয়ে যাবে বন্যায় আর আমারা সাত আসমান উপরে জবাবদিহীতায় মত্ত থাকবো
সুন্দর হয়েছে
০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:১০
শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা... আপা, আপনার কথাতে আসি, পরীক্ষায় পাস করার জন্য যে একটু পড়ালোখা করা দরকার, নাহলে যে ফেল !!
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ।
৪| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:২১
ভ্রমরের ডানা বলেছেন:
পৃথিবী নিয়ে কি হবে, কে ভাববে? শহর ভোগে ব্যস্ত! যার ভোগ করার মত কিছু নেই সে লোভে ব্যস্ত! পৃথিবীর কিছু হবে না। সে প্রতিশোধ নেবে।
০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ১:৪২
শাহরিয়ার কবীর বলেছেন:
হুমম,পৃথিবী একদিন প্রতিশোধ নেবে ঠিক। এখানে পৃথিবী আমাকে কি দিলো, না দিলো; সেটা মূল বিষয় নয় কিন্তু পৃথিবীকে আমি কি দিলাম এটাই মূল বিষয় । আর পৃথিবীতে আমার সৃষ্টির মাঝে আমি বেঁচে থাকবো চিরকাল.....।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ।
৫| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: পৃথিবীর কি আর হবে, নিয়মের আবর্তে একদিন ধ্বংশ হয়ে যাবে। পৃথিবীকে নিয়ে ভাবার মানুষ কই ? বেশ হয়েছে কবিতাটি।
০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ১:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন:
আমার আমাদের অনাগত ভবিষ্যৎদের জন্য কি রেখে যেতে পারবো, এখন সেটাই মূল প্রশ্ন......
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাই ।
৬| ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ১:৫৭
কলিমুদ্দি দফাদার বলেছেন: প্রেম ভালবাসা ছেড়ে এবার যে একেবারে বিদ্রোহী কবিতা?
আর যারা কবিতা লেখনে তারা নাকি সরল মনের মানুষ হয়ে থাকে ঘটনা কি সত্য?
০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:৫১
শাহরিয়ার কবীর বলেছেন: তিন তাসের বাজি ধরলাম আরো কত কিছু করলাম কিন্তু কেউ ভালোবাসলো না আমাকে, একারণে পৃথিবীর প্রতি ভালোবাসা দেখাই। কি বলেন !!!
আর, যারা কবিতা লিখেন তারা হলেন কবি তাদের মন সরল হয়ে থাকে আর আমার নাম হল কবির........
ধন্যবাদ ভাই ।
৭| ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:১০
কাবিল বলেছেন: ভাল কবিতা, ভাল লাগলো।
০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
৮| ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:১৩
ধ্রুবক আলো বলেছেন: সামুর কি হয়েছিলো? গতকাল থেকে ঢুকতেই পারলাম না!
০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:২০
শাহরিয়ার কবীর বলেছেন: সামুর উন্নয়ন কাজ চলিতে ছিল .......
ধন্যবাদ ।
৯| ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:১৯
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন ++++
এই জরাজীর্ণ পৃথিবীর বা একদিন কি হবে ?
কি আর হবে ধ্বংস হয়ে জবস একদিন!
পৃথিবী নিয়ে একটা লেখা লিখছি, এখনও কিছু অংশ বাকি। লেখা শেষ হলেই পোস্ট করবো।
০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন: হুমম, কবিতা লিখে তারাতারি শেষ করুন এবং ব্লগে পোষ্ট করুন । অপেক্ষায় রইলো ......
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
১০| ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:২২
ধ্রুবক আলো বলেছেন: ছোট্ট একটা এক্সিডেন্ট করছি, খুব ব্যাথা পাইছি। তাই দুইদিন যাবৎ কোন লেখায় মনোনিবেশ করতে পারছি না!
০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:২৬
শাহরিয়ার কবীর বলেছেন:
ডাক্তার দেখিয়েছেন কি ?? নিয়ম মেনে ঔষধ খানে এবং রেষ্ট নিন ঠিক হয়ে যাবে ।।
ধন্যবাদ।
১১| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:১৪
ডঃ এম এ আলী বলেছেন: কবিতায় মুগ্ধ , আর ছবিটা অসাধারণ।
পরের কবিতা লেখা হোক দিয়ে ছবিটার বিবরণ।
এই ছবিটাকে নিয়ে লেখা যায় মহাকাব্য
কিংবা কালজয়ী কোন উপন্যাস কিংবা
আঁকা যায় শিল্পীর তুলিতে
সুন্দর একটু তৈলচিত্র ।
অনেক শুভেচ্ছা এইল
০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
অবশ্যই, লেখার চেষ্টা থাকবে ভাই !
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
১২| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:২০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন তো!!
০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:২০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
১৩| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:২১
মোঃ কবির হোসেন বলেছেন: কবিতাটি ভাল লেগেছে।
০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:২০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
১৪| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:২১
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
১৫| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৩
অর্ক বলেছেন: অনেক ভালো লাগলো।
০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
১৬| ০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: পশুর পশুতা- প্রাকৃতিক, নূন্যতম টিকে থাকার লড়াই....
মানুষ -মোহাচ্ছন্ন! প্রাকৃতিক প্রয়োজনতো খুবই সীমিত!
লোভ, মোহ, দম্ভ অহমে- নেমে যায় পশুর নীচুতায়...
++++
০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
১৭| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:০০
সুমন কর বলেছেন: মানবতা এখন শূন্যের ঘরে।
কবিতা ভালো লাগল।
০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ দাদা ।
১৮| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:২৩
আহা রুবন বলেছেন: পৃথিবীকে গ্রাস করেছে কুৎসিত কালো অন্ধকার এক
যারা অন্ধ, তারা সব থেকে চোখে দেখে বেশি আজ...(ঠিক মনে নেই)
সব কিছুর অর্থ বোধ হয় আজ উল্টে পড়তে হবে। খুব ভাল লিখেছেন।
০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:৩২
শাহরিয়ার কবীর বলেছেন:
অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দ্যাখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই - প্রীতি নেই - করুণার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি
এখনো যাদের কাছে স্বাভাবিক ব'লে মনে হয়
মহত্ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। জীবনানন্দ দাশের ।।
এই একমাত্র অর্থ ও ক্ষমতার লড়াইয়ে জন্য দিনদিন মানবতার নাম, গন্ধ আর খুঁজে পাওয়া যাচ্ছে না !!
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
১৯| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ৩:৪৯
উম্মে সায়মা বলেছেন: পৃথিবীর বুকে উল্টা পথে, উল্টা নিয়মে,
উল্টা রথে মানুষেরা ঘুরছে
হতাশার ঘূর্ণিপাকে;
সুন্দর হয়েছে.....
০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
২০| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৯
জুন বলেছেন: আমিতো বিভিন্ন দেশের পারমানবিক অস্ত্র তৈরী কেনা বেচা যুদ্ধ লাগলো লাগলো ভাব দেখে প্রতিদিন প্রশ্ন জাগে এত অনাচার এই পৃথিবী সইছে কি ভাবে । ধ্বংস হয় না কেন !
ভালোলাগলো কবিতা শাহরিয়ার কবির ।
+
০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: আপা,এখন এ সকল প্রশ্নের উত্তর খোঁজা আর বোকার স্বগের বাস করা সমান কথা; যা হচ্ছে তাই ঠিক মেনে নেওয়া ছাড়া আর কি করার আছে বলুন...!!
পৃথিবীতে কোন অশান্তি চাই না, শান্তি চাই ....
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
২১| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৪
কানিজ ফাতেমা বলেছেন: আমরা একই সাথে সচেতন এবং অসচেতন ।
ভাল থাকুন সতত ।
০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন: ঘুমান্ত মানুষকে জাগ্রত করা যায় কিন্তু জাগ্রত মানুষকে কখনো জাগ্রত করা যায় না , এই হল মূল সমস্যা ...।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ, আপা।
২২| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১৬
নীলপরি বলেছেন: আমি দুর্বল তাই সবলের কাছে,
সর্বদা মনে প্রশ্ন জাগে,
এই জরাজীর্ণ পৃথিবীর বা একদিন কি হবে ?
দারুন প্রশ্ন । সত্যি এই জরাজীর্ণ পৃথিবীর অবশিষ্ট মানবতাই বা কতদিন টিকবে ? আর একটা প্রশ্ন মনে এলো ?
কবিতা খুব ভালো লাগলো । ++++
শুভকামনা ।
০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪০
শাহরিয়ার কবীর বলেছেন: কি আর হবে বলুন দিদি !! আপনার কবিতা মত ‘‘হয়েছি যন্ত্র,, সবাই যন্ত্র হয়ে যাবে ..... তখন সবাই অনুভূতিহীন রোবট হয়ে পড়বে । এই তো !! না অন্য কিছু হওয়ার সম্ভবনা আছে !!
আর একটা প্রশ্ন মনে এলো ? বলে ফেলুন !!
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
২৩| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪৫
নীলপরি বলেছেন: অবশিষ্ট মানবতাই বা কতদিন টিকবে ? -- এ প্রশ্নের কথাই বলেছিলাম । বোঝাতে পারিনি ঠিক ।
০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন: সরি , আমিই বুঝতে পারিনি !! আচ্ছা ব্যপার না.... এগুলো বড় মাথার কাজ !! আর কবিতা লেখার জন্য লেখা.....
এখন নিজের কাছে বড় সান্ত্বনা .... নিজে তো জগত ভালো !!
ধন্যবাদ ,
ভালো থাকুন সবসময়......
২৪| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন: প্রশ্নগুলো আমারো যে, কবি !!!
ঈদ পরবর্তী শুভেচ্ছা!
০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
শাহরিয়ার কবীর বলেছেন: প্রশ্নগুলো শুধু প্রশ্ন থেকে যাবে ....
আপনাকেও ঈদ পরবর্তী শুভেচ্ছা, ভাই !
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
২৫| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৮
ব্লগ মাস্টার বলেছেন: ভালো লাগল ।+++++++++++++++++
০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৫
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
২৬| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৭
সামিয়া বলেছেন: ওহ! এত অশান্তি!!!
চমৎকার কবিতা।।
০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৭
শাহরিয়ার কবীর বলেছেন: হুমম, জন্মের পর থেকে তাই তো দেখছি .....
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
২৭| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৭
মৌমুমু বলেছেন: এই জরাজীর্ণ পৃথিবীর আর যাই হোক প্রতিবছরই বাংলাদেশ নামক দেশে মাটি খোড়াখুড়ির কাজ চলবে।
আর এই মাটির নিচেই একদিন সমাধিত হতে হবে।
সুন্দর লিখেছেন। আর প্রশ্নগুলোও!
ভালো থাকবেন।
০৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:১০
শাহরিয়ার কবীর বলেছেন: হুমম, তারপরেও কথা থাকে না......
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
২৮| ০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১০
জাহিদ অনিক বলেছেন: পৃথিবী একদিন পচেই যাবে ।
০৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:১১
শাহরিয়ার কবীর বলেছেন: তাহলে আপনার মত আমিও হাল ছেড়ে দিলাম ...... যাক ।।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
২৯| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৪
আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,
এই জরাজীর্ণ পৃথিবীর কিছুই হবেনা । পৃথিবী চলবে পৃথিবীর নিয়মে । তবুও কিছু মানুষ হাহাকার করবে - রসাতলে গেলো বলে । এও যেমন ঠিক তেমনি মানুষও পশু হবে একদিন এটাও ঠিক । আমাদের শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া করার কিছু নেই ।
মোটামুটি লাগলো ।
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫০
শাহরিয়ার কবীর বলেছেন: আমাদের শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া করার কিছু নেই । দেখা ছাড়া কিছুই করার নেই ... এখন কে শোনে কার কথা ।।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
৩০| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:২১
মোঃ মঈনুদ্দিন বলেছেন: সুন্দর ছন্দময় আর দারুন অর্থবহ কবিতাখানি। খুব ভালো লাগলো। অনেক শুকামনা।
০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৫
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
ভালো থাকুন ভাই সবসময় .......
৩১| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩২
খায়রুল আহসান বলেছেন: মানুষ এবং মানবতা নিয়ে ভেবেছেন, কবিতা লিখেছেন, এজন্য সাধুবাদ ও অভিনন্দন!
০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
ভালো থাকুন ভাই সবসময়
৩২| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৩৭
রওশন_মনি বলেছেন: মনুষত্ব হারিয়ে যাচ্ছে। হিংসা,লোভ,সংঘাত মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: পৃথিবীর কি আর হবে। ভাগ্য বিশ্বাস করলে সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে।
তবে আমরা নিজেরাই নিজের ভাগ্যকে অন্ধকারে নিয়ে যাচ্ছি।
কবিতায় আপনার অভিব্যাক্তি ভাল লেগেছে।