![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা -
তুমি কি জানো,
ছল-চাতুরি, ঠকবাজী আর শান্তি
এক সাথে থাকে না!
তুমি কি তোমার- ঐ চেহারায় সুখ দেখতে পাও?
তুমি তো আজ অনেক কিছু শিখে গেছো;
তুমি তোমার বৃত্তের বাহিরে,
চিন্তা করতে শিখে গেছো;
তোমার অনেক উন্নতি হচ্ছে...
কিভাবে তোমার বন্ধুর জন্মদিন পার্টিগুলোতে
পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে,
মধ্যেরাতে একা একা যেতে হয়,
তুমি তা শিখে যাচ্ছো !
বাহ! বাহ! কবিতা-
দিনদিন তোমার অনেক উন্নতি হচ্ছে..
যাও যাও যখন তোমার বন্ধুর জন্মদিনের
পাটিতে মধ্যরাতে
তোমার অনাবৃত শরীর নিয়ে পশুরা খেলা করবে,
তখন তুমি কি করবে ?
কবিতা-
ঐ পশুগুলোর প্রলোভনে না পড়ে ফিরে এসো.......
তোমার নিজের সম্মান বাঁচাতে গিয়ে ,
আরেকটি প্রাণ হত্যা করে
তোমারি নাড়ী ছেঁড়া ধন
যখন পুকুর ঘাটে ফেলে দিবে,
তখন কি তোমার- ঐ চেহারায় সুখ অনুভব করতে পারবে,
শুধু একবার বলো?
ছবিঃ নেট ।
১০ ই জুলাই, ২০১৭ রাত ১০:০১
শাহরিয়ার কবীর বলেছেন: হুমম, কবিতারা এ বিপদগামী পথ থেকে ফিরে আসুক ........।
ধন্যবাদ ।
২| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪১
নাগরিক কবি বলেছেন: অবনতি দেখছি
১০ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৩
শাহরিয়ার কবীর বলেছেন:
নারী তুমি প্রেম করো, মন দাও
কিন্তু কাউকে দেহে দিও না ......।
ধন্যবাদ ভাই ।
৩| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৭
শূন্যনীড় বলেছেন: অনেক সুন্দর কবিতা উপহার দিলেন ভাই। মুগ্ধতা এবারও +++++
১০ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৬
শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ ভাই ।
৪| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৬
তোমার জন্য মিনতি বলেছেন: মনের মত করেই কবিতা প্রেম দেখিয়েছেন এবারো, মুগ্ধতা রইল
১০ ই জুলাই, ২০১৭ রাত ১০:১০
শাহরিয়ার কবীর বলেছেন: হুমম। শরীরে, শরীরে প্রেম করতে এখন সবাই ব্যস্ত .. এমনি হওয়ার কথা ছিল !!!
ধন্যবাদ ভাই।
৫| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৬
কানিজ রিনা বলেছেন: সত্যি সত্যি কবিতারা শিক্ষিত হচ্ছে আর বোকা
বনে যাচ্ছে। কেন বাবা মায়ের চোখ ফাঁকি
দিয়ে বন্ধু বিশ্বাসে পরাজিত হচ্ছে। সবিতা
কবিতারা এতটা আত্ববিশ্বাস কেন নিজের
এত ক্ষতি সাধন করছে। কবিতা সময় উপযোগী হয়েছে। ধন্যবাদ।
১০ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৩
শাহরিয়ার কবীর বলেছেন: জীবন চলার পথে কিছু প্রয়োজনের চেয়ে নিজের সন্মানটাই বড়, কিন্তু আজকাল কে শোনে কার কথা ... এমনটাই তো হচ্ছে সমাজে, জানা-না জানা অনেক ঘটনা ।।
ধন্যবাদ আপা ।
৬| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৯
নীলপরি বলেছেন: খুব গুছিয়ে , বুঝিয়ে লিখেছেন । ভালো লাগলো । ++++
১০ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৪
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ দিদি ।
৭| ১০ ই জুলাই, ২০১৭ রাত ১০:০২
নাদিম আহসান তুহিন বলেছেন: পকুর ঘাট বলতে কি বুঝিয়েছেন? নাকি পুকুর ঘাট হবে???
১০ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৫
শাহরিয়ার কবীর বলেছেন: পুকুর ঘাট হবে !!! বানান ভুল ছিল ....।
ধন্যবাদ ।
৮| ১০ ই জুলাই, ২০১৭ রাত ১০:২০
এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: বোকামি বন্ধু বিশ্বাস কোন কিছুই না। যা ঘটছে তা কবিতারা খুব সচেতনভাবেই করছে।
শরীর সঙ্গ পাওয়ার ঘৃন্য বাসনা, অপসংস্কৃতি, সর্টকাট পথে অনেক কিছু পাওয়ার লোভই কবিতাদের এই অবস্থার জন্য দায়ী।
ভালো লেগেছে আপনার কবিতা।
১০ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন: টিনএজ বয়স মনে, আগুনের ফুলকি... ঐ বয়সে আসলে, কোনটা ঠিক আর কোন বেঠিক তা বোঝা মুশকিল হয়। এখানে সব দোষ ওদেরকেও দেওয়াও ঠিক না , অনেক সময় বাবা-মায়ের অসাবধানতার কারণটাও দায়ী......!
ধন্যবাদ ভাই ।
৯| ১০ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫০
এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: মিডিয়াতে আলোচিত গত কিছু দিনের ঘটে যাওয়া কোন ঘটনাই টিন এজাররা ঘটায়নি। আমি এই বিষয়ে আলোকপাত করে বলেছি ।
ধন্যবাদ প্রতিউত্তরের জন্য।
১০ ই জুলাই, ২০১৭ রাত ১১:০১
শাহরিয়ার কবীর বলেছেন: খবরটা আমি পড়েছি !!! উপরে আপনার কথা ঠিক আছে, কিন্তু একটা মেয়ে পতিতা বা নষ্ট হয় কখন !!! বেশির ভাগ এই টিনএজ বয়স থেকে বা সম্ভবনা থাকে ।। প্রতিউত্তের আমি এটাই বোঝাতে চেয়েছিলাম । আর, কেউ যদি জেনে শুনে ভুল করে, সেখানে তো আর কিছু বলার থাকে না।
ধন্যবাদ ভাই ।।
১০| ১০ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৭
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: আসলেই কবিতারা অনৈতিক উন্নতি করছে ভিষন!
ভাল লিখেছেন,শুভকামনা রইল ভাই।
১০ ই জুলাই, ২০১৭ রাত ১১:২১
শাহরিয়ার কবীর বলেছেন: হুমম, আবার এক হাতে তালিবাজে না । কে জানে কবিতাদের কি হবে .......
ধন্যবাদ ভাই ।
১১| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৫
সুমন কর বলেছেন: কবিতার বক্তব্য ভালো। কবিতা কিন্তু মোটামুটি।
১১ ই জুলাই, ২০১৭ রাত ১:১১
শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক আছে দাদা .....
ধন্যবাদ ।
১২| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১:৫৩
উম্মে সায়মা বলেছেন: সুমনদার সাথে সহমত। আমিও এটা বলতে চেয়েছিলাম...
১১ ই জুলাই, ২০১৭ রাত ১:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন: আচ্ছা, ঠিক আছে ........
ধন্যবাদ ।
১৩| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২০
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা কই উত্তর দেয়না কেন?
১১ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৩
শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা..... কবিতরা আর ভুল পথে না গেলে হলো।।উত্তর না দিলেও চলবে.......
ধন্যবাদ ।
১৪| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৩
গোফরান চবি বলেছেন: কেমন আছেন শাক ভাই ?
১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন:
আরে ভাই,, আপনি কেমন আছেন ??? আমি ভালো আছি !! অনেক দিন পরে আপনাকে ব্লগে পেলাম ।।
১৫| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৯
গোফরান চবি বলেছেন: আমি ভাল ব্রো। আগের নিক থেকে লগইন করতে পারিনা।
১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক আছে !!! এটাতে এখন থেকে কথা হবে ।।।
ধন্যবাদ ।।
১৬| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কবিতা প্রেমে এবারো মুগ্ধতা রইল কবীর ভাই।
কবিতার জন্য শুভকামনা সবসময়।
১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫১
শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ ভাই ।।
১৭| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কবিতাদের সতর্ক থাকতে হবে ।
১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
শাহরিয়ার কবীর বলেছেন: এখন সতর্ক জরুরী ..
ধন্যবাদ ভাই।
১৮| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:১০
জাহিদ অনিক বলেছেন: কবিতারা দুষ্ট যাচ্ছে কবীর ভাই ? সামলে রাখেন । চোখে চোখে রাখেন । শাসন ও বারনে রাখেন ।
১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: হুমম. তারা নিজের স্বাধীনতার নামে ..... আরো কতকিছু !!!
ধন্যবাদ ।।
১৯| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৭
জাহিদ অনিক বলেছেন: তারা নিজের স্বাধীনতার নামে ..... আরো কতকিছু !!!
হা হা হা
ইশ !! কতকিছু !!!!
১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:২১
শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা ... কব্তিারা মাঝরাতে বন্ধুর জন্মদিনের কেক খেতে যায় ... এইডা কোন কোন কথা হলো !!!
ধন্যবাদ ।।
২০| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৪
জাহিদ অনিক বলেছেন: কেন ? কবিতার কবিতাধিকার কেড়ে নিবেন নাকি ! আচ্ছা ইয়ে কবি তো আপনি !
কবিতার বুঝি বন্ধু থাকতে নেই ?
সে মাঝ্রাতে কেক খেতে কেন শ্যাম্পেইন খেতে গেলেও তাকে আটকাবেন কোন অধিকারে ?
১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩০
শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা.... সবকিছুর নিয়ম কানুন আছে !! বাপ-মায়ের চোখ ফাঁকি দিয়ে যাওয়ার মানে কি দাঁড়ায় !!!
ধন্যবাদ ।।
২১| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৬
ভ্রমরের ডানা বলেছেন:
এদের কবিতা বলেন কেন? এরা তো স্বনামধন্য! এঁদের শখ জাগে কারো কোলে বসে মডেল হবার। তাই এঁদের কবিতা নয় আমি আদরে ডাকি লোভিত মেউমনা!
১২ ই জুলাই, ২০১৭ রাত ১:২৭
শাহরিয়ার কবীর বলেছেন:
যে নামে ডাকি না কেন ; এরা কারো না, কারো বোন ! এ পশুদের হাত থেকে কবিতাদের মুক্তি চাই। চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে সমাজ। জানা -অজানা এমন কোন আর ঘটনা দেখতে চাই না।
ধন্যবাদ ।
২২| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪০
জাহিদ অনিক বলেছেন: বাপ তো বুঝলাম, মা-টা কে ?
১২ ই জুলাই, ২০১৭ রাত ১:৩১
শাহরিয়ার কবীর বলেছেন: আমি বোঝাতে চেয়েছি কাবিতাদের বাপ- মায়ের চোখ ফাঁকি দিয়ে তার বন্ধুর জন্ম দিনের পাটিতে যাওয়ার কথা।।
ধন্যবাদ ।
২৩| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১০:১২
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অনেক ভালো লাগা আর একরাশ অভিনন্দন আপনার অনন্য সুন্দর কবিতার জন্য। লিখে চলুন সতত।
১২ ই জুলাই, ২০১৭ রাত ১:৩২
শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ ভাই ।।
আপনার জন্যও শুভ কামনা রইলো ।
২৪| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১১:০১
সাহিদা সুলতানা শাহী বলেছেন: অনেক সুন্দর কবিতা
১২ ই জুলাই, ২০১৭ রাত ১:৩২
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ।
২৫| ১২ ই জুলাই, ২০১৭ রাত ২:০৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাদের উন্নতি হউক। কবিতায় ভাল লাগা।
১২ ই জুলাই, ২০১৭ রাত ২:০৫
শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ ভাই ।
২৬| ১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৯
জুন বলেছেন: প্রাসংগিক বিষয় নিয়ে কবিতা ভাললাগলো শাহরিয়ার কবির ।
+
১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৩
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ আপা ।
২৭| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৪
আহা রুবন বলেছেন: একবার কেন? বার বার বলুক কথা হল গিয়ে বন্ধু এই কবিতা ফেবুতে পড়েছি। তবে সরাসরি নয়। এটিকে নকল করেছে কেউ
১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: কবে ভাই, আমার এ পোষ্টে আগে ???
২৮| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৩
আহা রুবন বলেছেন: গত কাল পড়েছি।
১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৮
শাহরিয়ার কবীর বলেছেন: কপি হয়ে গেলে তাহলে .... যাক আর কি করা ।।।
ধন্যবাদ ভাই ।
২৯| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৩
আহা রুবন বলেছেন: আপনি অনুকরণীয় হয়ে উঠেছেন। হায়! আমার গল্প যে কবে চুরি হবে! অনেক ধন্যবাদ, ভাল থাকুন।
১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৮
শাহরিয়ার কবীর বলেছেন: আমার কবিতা চুরি করে !!! হাসি পায় .... চোরের জ্ঞান-বুদ্ধি কম মনে হচ্ছে !!!
ধন্যবাদ ।
৩০| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:২৫
রওশন_মনি বলেছেন: পিতামাতার উদাসীনতায় এরা বিদথগামী।
সুন্দর লিখেছেন।
২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩১
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৯
শায়মা বলেছেন: হুম!

কবিতারা এত বোকা হয়ে যাচ্ছে দিন দিন ...