![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়তমা,চিরায়ত, নিরন্তর
শুধুই অপেক্ষা তোমার।
চাতকের ন্যায় তৃষিত হৃদয়ে
অবিরাম হাহাকার,
মরুর বুকে যেন
বৃষ্টির অপেক্ষার, হয়না অবসর।
অাসুক ওগো প্রিয়
সেই শুভক্ষণ, তোমাকে দেখার।
প্রিয়তম,উত্তল জলধির তীরে
যেন অনন্তকাল হেঁটে চলা।
তরঙ্গের উচ্ছলতা নিয়ে
বুকে-মুখে তোমার কথা বলা।
জানি, এ তোমার অামাকে নিয়ে
মধুময় ক্ষনিক কোনো খেলা;
দেখা দেবে তুমি, হে প্রিয়তম
খেলা শেষে, শেষ হলে এই বেলা।
বড় ভয় হয় মনে
সেই শুভক্ষণে, যখন হবে দেখা;
তোমার অজস্র গুনগ্রাহী মাঝে
অামায় তুমি রাখবে কি দূরে একা?
হোক না সে দূরে থেকে
তবু একবার, শুধু একবার হোক দেখা।
পূর্ণতা যাক পেয়ে তৃষিত হৃদয়
যেথায় শুধুই, শূন্যতা জমা রাখা।
জানি, সেদিন সে মিলন উদ্যান
তোমার অালোয় উদ্ভাসিত হবে।
অজস্র, অগনিত চোখ সে অালোয়
কোটিবর্ষ অপেক্ষার তৃষ্ণা মেটাবে।
অকুন্ঠ বিশ্বাস জমা এ হৃদয়ে
অজস্র চোখের মাঝে, অামার চোখও রবে।
সেদিন হৃদয়, ধমনি, শিরা, উপশিরা
প্রতিটি রক্ত কণিকা সে অালো ধরে নেবে।
শুধুই অপেক্ষা সেই শুভ লগন
তোমার প্রকাশের অাগত সেই ক্ষণ,
প্রিয়, প্রিয়তমা, তোমাকে দেখার লাগি
তৃষিত অামি, তৃষিত এই দেহ-মন।
ছবিঃ নেট ।
২০ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই ।
২| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৪
আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,
তৃষিত চাতকের মতো এক ফোঁটা জলের অপেক্ষা !
জানি, এ তোমার অামাকে নিয়ে
মধুময় ক্ষনিক কোনো খেলা;
ভালো লাগলো এখানটায় ।
২০ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৫
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাইজন ।
৩| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৪
রওশন_মনি বলেছেন: শূন্যতা পূর্ণতায় ভরে উঠুক, দোয়া করি।
২০ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ আপা ।
৪| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: জনাব কবিতাটি অনেক ভাল লেগেছে। তারপর বলুন কেমন আছেন?
আড্ডায় আসবেন।
২১ শে জুলাই, ২০১৭ রাত ১২:১২
শাহরিয়ার কবীর বলেছেন: আমি ভালো আছি.....
আপনি নিশ্চয় ভালো আছেন।।
আড্ডাঘরে দেওয়ার জন্য আসছি.....
ধন্যবাদ ভাই।
৫| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১২:১০
ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর কবিতা +++++
তৃষিত হৃদয় একদিন স্বস্তি পাবে। তৃষ্ণা মিটবেই।
২১ শে জুলাই, ২০১৭ রাত ১২:১৩
শাহরিয়ার কবীর বলেছেন: পড়ে দেখে ভালো লাগলো।
ধন্যবাদ ভাই।।
৬| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৩৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার উপস্থাপনা
২১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই ।
৭| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর লাগলো ভাই। গভীর প্রেম, গভীর প্রতীক্ষিত সময় তুলে ধরেছেন ভাই। মুগ্ধতা রেখে গেলাম।
আমিও এখানে তৃপ্তি খুঁজে পাই -
"হোক না সে দূরে থেকে
তবু একবার, শুধু একবার হোক দেখা।"
শুভ সকাল ভাই।
২১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই ।
৮| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৮
রওশন_মনি বলেছেন: অতুলনীয় এই কবিতা। সত্যিই অতুলনীয়।
২১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০০
শাহরিয়ার কবীর বলেছেন: আপা, সত্যিই বলতে কি আমি এই স্টাইলে কবিতা লিখি না । আপনি তাইলে, একটু কষ্ট করে আমার আগের কবিতাগুলো পড়ে দেখতে পারেন ।
ধন্যবদ।
৯| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৫
নীলপরি বলেছেন: পূর্ণতা যাক পেয়ে তৃষিত হৃদয়
যেথায় শুধুই, শূন্যতা জমা রাখা। --
খুব ভালো লাগলো ।
২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
১০| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫০
কলিমুদ্দি দফাদার বলেছেন: কবিতা ভাল হয়েছে। প্রিয় কবিকে শ্রদ্ধা ও ভালবাসা।
২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন: কবিকে শ্রদ্ধা জানানোর কিছু নেই ; কারণ, আপনি আপনি প্রায় এক বয়সের হবো, হয়তো ।। আপনি আমাকে বন্ধু ভাবতে পারেন । আর বন্ধুত্বের মাঝে শুধু থাকে ভালোবাসা ।। আপনার এ ভালোবাসা পেলে আমি ধন্য ।।
ধন্যবাদ ।
১১| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১১
কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনার আমার বয়স হয়তো এক কিন্তু জ্ঞান কিন্তু সমান নাহ। আপনি আমার থেকে জ্ঞানী, আপনি একজন কবি, সেই জ্ঞান কে আমি শ্রদ্ধা জানাতে ই পারি। শ্রদ্ধা ভালবাসা দুইটা ই থাকবে।
২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন: বিশ্বজোড়া পাঠশালা মোর,সবার আমি ছাত্র, আমি নিজে কখনো জ্ঞানী ভাবি না আর সে সুযোগও নেই ।। যাইহোক বন্ধু হিসাবে ।। সবসময় পাশে পাই বলে কৃতজ্ঞতা ।
ভালো থাকুন সবসময়....
১২| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
উম্মে সায়মা বলেছেন: এ কবিতাটা অসাধারণ হয়েছে শাহরিয়ার ভাই।++
শুভ কামনা।
২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ।
১৩| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৩
সুমন কর বলেছেন: পড়তে ভালো লাগল। +।
২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ দাদা ।
১৪| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৩:৪১
জনতার আদালত বলেছেন: বেশ সুন্দর কবিতা ।
২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই ।
১৫| ২২ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২১
ভ্রমরের ডানা বলেছেন:
একেবারে জমজমাট কবিতা! চমৎকার কাব্য!
২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৪
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ, প্রিয় কবি ।
১৬| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১:০৯
ফকির জসীম উদ্দীন বলেছেন: কি যেন এক মুগ্ধ করা কাজল চোখের চাহনিযুক্ত প্রণয়ে আভিভূত হই বারে বার, পলকহীন চোখে।
২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ, প্রিয় কবি ।
১৭| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১:২০
ফকির জসীম উদ্দীন বলেছেন: সত্য চোখের পলক কি থাকে?
জানো কি?
যেখানে ঘুরপাক খায় সমস্ত প্রেম যমুনার স্রোত।
ঐ স্রোতের ঘুর্ণিপাকে লুকিয়ে আছে
তোমার কাব্যাংশ, সংশয়হীন নিমজ্জিত হৃদয় মঞ্জিল।
২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ, প্রিয় কবি ।
১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির কবিতাটি পড়ে গেলাম আবারো। মুগ্ধতা কথা মালায়।
গানের ক্ষেত্রে সাধারণত সহজ সরল শব্দ প্রয়োগ থাকে। এখানে বেশ কঠিন শব্দের প্রয়োগ। তবুও ভালো লাগা কবিতার ভালো লাগা কথামালা একটা গান যদি বাঁধতে পারি তবে ধন্য মনে করবো নিজেকে। দোআ করবেন ভাই।
কবিতাটি নিয়ে গেলাম, যদি গান বাঁধতে পারি তো জানাবো। কিছু শব্দ পরিবর্তন বা সংযোজিত হতে পারে গান তৈরিতে, সে অনুমতি চাইছি ভাই। দোআ করবেন
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:১৪
শাহরিয়ার কবীর বলেছেন:
অবশ্যই গান বানাতে পারবেন !!! আর আমার যে কোন কবিতা নেওয়ার ক্ষেত্রে আপনার জন্য প্রকার অনুমতির প্রয়োজন নেই।। আপনি চাইলে নিতে পারেন ।
ধন্যবাদ ।
১৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
খায়রুল আহসান বলেছেন: হৃদয়ের আকুলতার কাব্যিক প্রকাশ, ভাল লেগেছে। + +
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:১২
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.
২০| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:১৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মানুষ কল্পনা করতে খুব আনন্দ পায়। ভাগ্যিস আল্লাহ কল্পনাশক্তি দিয়েছেন।
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮
শাহরিয়ার কবীর বলেছেন: কেন ভাই, হিংসা হয় নাকি ????
কোন মেয়ে তার হৃদয় আমাকে দিয়ে বিপাকে পড়বে জন্য দেয় না।। কবিদের আসলে কেউ ভালবাসে না ।।
ধন্যবাদ ।
২১| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:২০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:২১
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই ।।
২২| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: না হিংসা না। আপনার কবিতা পড়ার সাথে সাথে কল্পনা করছিলাম। তাছাড়া আমরা সবাই ই তো কতকিছুই কল্পনা করি। সেই হিসেবে বললাম মানুষ যদি কল্পনা না করতে পারত তাহলে ভয়াবহ অবস্থা হয়ে যেত। সেজন্য আল্লাহকে ধন্যবাদ।
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০
শাহরিয়ার কবীর বলেছেন: কল্পনার জগতের কোন সীমানা-রেখা নেই !!! আর কল্পনা বা স্বপ্ন আছে বলে মানুষের বেঁচে আছে ।।এর মাঝে লুকিয়ে জীবনে সঠিক মানে ।।
ধন্যবাদ।
২৩| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনুমতি পেয়ে ধন্য হলাম ভাই....
গানটি সেদিন প্রায় অর্ধেক শেষ করেছিলাম, পরে আপনার কোন সাড়া না পেয়ে গানটি আর এগোয়নি।
দোআ করবেন শুনিয়ে যাবো গানটি।
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪০
শাহরিয়ার কবীর বলেছেন: আমি খেয়াল করিনি !! সামুতে নোটিফিকেশন সমস্যা ব্যপারটা আছে ।
২৪| ০২ রা অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
ভাই, আপনার এই কবিতা থেকে গান-
গান : প্রিয়'তমা চিরায়ত নিরন্তর অপেক্ষা তোমার
প্রিয়'তমা!
চিরায়ত নিরন্তর অপেক্ষা তোমার,
চাতকের ন্যায় তৃষিত হৃদয়ে
অবিরাম হাহাকার।।
মরুর বুকে যেন হয়না অবসর
বৃষ্টির অপেক্ষার,
আসুক ওগো সেই শুভক্ষণ
তোমাকে দেখার।
উত্তল জলধির তীরে অনন্তকাল হেঁটে চলা
উচ্ছ্বল তরঙ্গ বুকে তোমার কথা বলা।।
এ'তো নয় আমাকে নিয়ে
মধুময় ক্ষণিক কোন খেলা...। প্রিয়'তমা
সেদিনের মিলন উদ্যানে উদ্ভাসিত তোমার আলোয়,
কোটি-বর্ষের অপেক্ষার তৃষ্ণা মেটাবে হৃদয়।।
অকুণ্ঠ বিশ্বাস বুকে
ধরে নেবে রক্তকণিকা...। প্রিয়'তমা
সময হলে একবার শুনে দেখবেন ভাই, নিমন্ত্রণ রইল
০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন:
গানটা শুনলাম !!! ভীষণ ভালো লেগেছে...........
ধণ্যবাদ ভাই।।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৭ রাত ৯:০০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা পড়ে ভাল লাগল++++++++।