![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পদ্মাবতী-
জীবন মানে কী,
অংক না-গনিত ?
সারাজীবন ধরে, ভিন্ন নিয়মে,
ভিন্ন সমীকরণে,
জীবনের যোগ, বিয়োগ,গুণন, ভাগ
করতে গিয়ে দেখি,
আজ আমি নিজেই শূন্য।
পদ্মাবতী-
কয়েক শতাব্দী ধরে অদৃশ্য এক কল্পনার মহাজগতে
চলছে প্রেমের লীলা কীর্তন;
হৃদয়ে ছবি ঘরে রঙহীন কল্পনার
আল্পনায় এঁকেছিলাম এক ছবি।
পদ্মাবতী-
জানি,তোমার সিঁথিতে সিঁদুর দেওয়া হবে না কখনো ।
কিংবা, তোমার-আমার সামাজিক নিয়মনীতিতে বলা কবুল ,
তবুও তো তোমায় ভালোবাসি ।
আচ্ছা,চাঁদ আর সূর্যের ভালোবাসা হয় কি কখনো!!
শুধু একবার বলো,
এখানে, কার প্রতি কার বেশি ভালবাসা ছিল?
ছবিঃ নেট
২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর এ কবিতা বিশ্লেষণ করে ফেললেন ।।চাঁদ আর সূর্যের ভালোবাসা আছে কিনা তা জানার জন্য তো প্রশ্ন করা ।।
অংক আর গণিতের পার্থক্যটা তো বুঝলামনা কবি!
আমিও ভালো বুঝি না কবি !! তবে, ০ থেকে ৯ এই সংখ্যাগুলোকে অংক বলে।
গনিত পরিমাণ , সংগঠন, পরিবর্তন ও স্থান বিষয়ক গবেষণা.........;
আচ্ছা, কবি । কারণ কে কারণ বলার কারণ কি ?
কবিতা পড়ছেন জেনে ভালো লাগলো ।
ধন্যবাদ কবি !
ভালো থাকুন, সবসময়......
২| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৭
মৌমুমু বলেছেন: If যদি Is হয়, But কিন্তু Not নয়, What অর্থ কি
এটার মতই হয়তো হবে আপনার প্রশ্নের উত্তর।
প্রতিউত্তরের জন্য ধন্যবাদ।
২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা.... প্রশ্নের ভিতরে উত্তর দেওয়া ছিল ।কিন্তু আপনি উত্তর দিতে অক্ষম !! আমার এ কবিতার রহস্য, এই প্রশ্নের ভিতরে লুকিয়ে ছিল ......। এ কারণে, প্রশ্ন করে ছিলাম, কিছু মনে করবে না ।।
ধন্যবাদ কবি ।
ভালো থাকুন, সবসময়.....
শুভ কামনা রইলো ।
৩| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছু টাইপো আছে
জীবন মানে কি (কী)
২২ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: বানানগুলো ঠিক করে দিচ্ছি ভাই ।
কবিতা পড়েছেন জেনে ভালো লাগলো ।
ধন্যবাদ কবি ।
৪| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
ভাল বিশ্লেষণ! কবিতার বানান গুলো আবার একটু দেখে নিন!শুভেচ্ছা!
২২ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: খুব অল্প নিয়ে এ কবিতা লেখা ! এমনিতে, আমি একটু বানানে কাঁচা ......
কবিতা পড়েছেন জেনে ভালো লাগলো ।
ধন্যবাদ কবি ।
৫| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৩
ধ্রুবক আলো বলেছেন: জীবন মানে কি, অংক না গণিত
পদ্মাবতী এর উত্তর দিতে পারবে না!!
২২ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৩
শাহরিয়ার কবীর বলেছেন:
পদ্মাবতী যে কই আছে, তার খবর কে জানে। পেলে তার সাথে চুটিয়ে প্রেম করতাম ।।
কবিতা পড়েছেন জেনে ভালো লাগলো ।
ধন্যবাদ ব্লগার ।
৬| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৫
সুমন কর বলেছেন: ভালো লাগল।
২২ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৪
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে ভালো লাগলো ।
ধন্যবাদ দাদা ।
৭| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৩
রওশন_মনি বলেছেন: আবেগ ভরা কবিতা। পড়লে শুধু পড়তেই ইচ্ছ করে।
২২ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে ভালো লাগলো । বস্ত্যতার কারণে, আপনার ব্লগে গিয়ে, আপনার লেখা কবিতা পড়ার সময় পাচ্ছি না। একটু ফ্রি হলে সবগুলো কবিতা পড়বো ।। আপনিও অনেক ভালো কবিতা লিখেনে ।
ধন্যবাদ আপা ।
৮| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৮
কথাকথিকেথিকথন বলেছেন: শূণ্যতাই পূর্ণতা ! ভাল লেগেছে কবিতা ।
২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে ভালো লাগলো ।
ধন্যবাদ ।
৯| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৭
উম্মে সায়মা বলেছেন: ভালো লাগল শাহরিয়ার ভাই....
২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১১
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে ভালো লাগলো ।
ধন্যবাদ ।
১০| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: এখানে, কার প্রতি কার বেশি ভালবাসা ছিল?
আমি শুধাই তারে ।
দ্মাবতী-
জীবন মানে কী,
অংক না-গনিত ?
সারাজীবন ধরে, ভিন্ন নিয়মে,
ভিন্ন সমীকরণে,
জীবনের যোগ, বিয়োগ,গুণন, ভাগ
করতে গিয়ে দেখি,
আজ আমি নিজেই শূন্য।
২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১২
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে ভালো লাগলো ।
ধন্যবাদ ভাই।
১১| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৩
ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ
কবিতার প্রথমে প্রশ্ন
শেষ করেছেন প্রশ্ন দিয়ে,
২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন: হুম, শুরু ও শেষ প্রশ্ন দিয়ে .....
কবিতা পড়েছেন জেনে ভালো লাগলো ।
ধন্যবাদ ভাই।
১২| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৪
নীলপরি বলেছেন: হৃদয়ে ছবি ঘরে রঙহীন কল্পনার
আল্পনায় এঁকেছিলাম এক ছবি।
--
দারুণ লাগলো ।
২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে ভালো লাগলো ।
ধন্যবাদ।
১৩| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ৯:১৯
ব্লগ মাস্টার বলেছেন: বেশ বেশ এইতো ভালোবাসা । কবিতা পাঠে মন মুগ্ধ হলো ।
২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২৭
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই ।
১৪| ২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৪
আহা রুবন বলেছেন: জানি,তোমার সিঁথিতে সিঁদুর দেওয়া হবে না কখনো ।
কিংবা, তোমার-আমার সামাজিক নিয়মনীতিতে বলা কবুল ,
তবুও তো তোমায় ভালোবাসি ।
সিঁদুর পরাতে না পারেন, মনের সিঁদুর দিয়ে যখন দেখেছেন... হ্যাঁ ভাল যে বাসতেই হবে। সুন্দর প্রকাশ!
২৪ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩১
শাহরিয়ার কবীর বলেছেন: হুমম,এটা কাল্পনিক প্রেম-পিরিতি ; বাস্তবে কবে ধরা দিবে !!!
ধন্যবাদ বন্ধু ও দেশী ভাই-ব্রদার ।
১৫| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৫
প্রামানিক বলেছেন: জানি,তোমার সিঁথিতে সিঁদুর দেওয়া হবে না কখনো ।
কিংবা, তোমার-আমার সামাজিক নিয়মনীতিতে বলা কবুল ,
হৃদয়ের আফসোস কবিতায় ভালভাবেই ফুটে উঠেছে। ধন্যবাদ
২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৪
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই ।
১৬| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: পদ্মাবতীর কবিতা ভাল লাগল অনেক
শুভেচ্ছা রইল কবীর ভাইয়া
২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ আপা ।
১৭| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা ভাল লাগল অনেক
২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ সনেট কবি ভাই ।
ভালো থাকুন, সবসময়.....
শুভ কামনা রইলো ।
১৮| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১:০৮
মনিরা সুলতানা বলেছেন: পদ্মাবতী কথনে ভালোলাগা ++++
৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে ভালো লাগলো ।
ধন্যবাদ আপা।
১৯| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩২
মোস্তফা সোহেল বলেছেন: আহা কি ভালবাসা।
আমার ও একজন এমন কেউ ছিল।
মনে পড়ে মাঝে মাঝে।
কবুলও হলনা হলনা সিদুর দেওয়াও।
৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা, তাহলে, এক পথের পথিক !!
ধন্যবাদ ।
২০| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৬
সনেট কবি বলেছেন:
কবি শাহরিয়ার কবির ও কবিতা
কবিতা অরণ্যে কবি নিখোঁজ থাকেন
কবিতা থাকেন সাথে নিরালা নির্জনে
তাদের প্রণয় গাঁথা অজ্ঞাতে সবার
কবির সৌজন্যে লোকে কিছুটা জানেন।
কবিতা কেমন রূপে মননে কেমন
গুণেতে কবিতা কত চালাক চতুর
হে কবি শাহরিয়ার কবির, আপনি
জানেন সকল কিছু কবিতা সম্পর্কে।
কবিতা-কবির জুটি আহা কি সুন্দর
আনন্দে গড়েছে তারা সুখের নিলয়
কবিতা কবির ছাড়া বুঝেনা কিছুই।
গোপনে এসব বলি কবির অজ্ঞাতে
শুনলে বিপদ বড় না জানি কি হয়?
কবিতা কবির থাক প্রণয় সুখেতে।
৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন: সনেট খুব সুন্দর হয়েছে ভাই ।
২১| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১০:৪৩
খায়রুল আহসান বলেছেন: শুধু একবার বলো,
এখানে, কার প্রতি কার বেশি ভালবাসা ছিল? -- প্রত্যেক ভালবাসার মানদন্ডের নিজস্ব একক রয়েছে। একটার সাথে আরেকটার তুলনা চলেনা।
প্রথম মন্তব্যটা ভাল লেগেছে।
কবিতায় একাদশ ভাল লাগা + +
০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:০৭
শাহরিয়ার কবীর বলেছেন: ভালোবাসা মানদন্ড দিয়ে, কখনো বিচার করা যায় না, ঠিক ! কিন্তু এখানে, সারাজীবন অপ্রাপ্তির এক যন্ত্রণায় বয়ে বেড়াতে হবে। এমন কিছু বোঝানোর চেষ্টা করেছি...... ।
কবিতা পড়ছেন জেনে খুব ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, বড়ভাই ।
ভালো থাকুন সবসময়.....
২২| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, আমি বড় স্বার্থপর হয়ে গেছি!! প্রিয় কবির হৃদয় নিংড়ানো ভালোবাসাটুকু দেখতে দেরি করে ফেলেছি।।
হৃদয় ছোঁয়ে যাওয়া কথামালায় অন্তর কোঠরে জমে থাকা ভালোবাসার প্রকাশ....। স্বপ্ন আর কল্পনার আকাশে ঘুরতেছি কবিতা পড়ে। কবিতার প্রশংসা করার মতো যোগ্য আমি নই, তবে আমার কাছে ভালো লাগাটা প্রকাশ করতেই পারি। কবিতাটি সবার মন ছোঁয়ে যাবে আমার বিশ্বাস।
প্রিয় কবির জন্য ভালোবাসা সবসময়।
০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ছেন জেনে খুব ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,ভাই ।
ভালো থাকুন সবসময়...
২৩| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক বেশি সুন্দর হয়েছে কবিতাখানি।
০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়ছেন জেনে খুব ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,ভাই ।
ভালো থাকুন সবসময়...
২৪| ০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতা কেন যে মানুষ পড়তে চায় না বুঝিনা। কবিতার পাশাপাশি গল্প লিখবো ভাবছি, কেমন হবে বলুন তো ।
০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:০৪
শাহরিয়ার কবীর বলেছেন: অবশ্যই লিখবেন গল্প ও কবিতা।এখন কেউ পড়ুক আর না পড়ুক । আমি আপনার কবিতা নিয়মিত পড়ি ।
ধন্যবাদ ভাই।
২৫| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি নিয়মিত পড়েন ও মন্তব্য করেন বলেইতো ভাললাগার এক অন্যরকম অনুভূতি টের পাই। ধন্যবাদ কবি।
০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:২৮
শাহরিয়ার কবীর বলেছেন: আসছি আপনার ব্লগে .....
ধন্যবাদ ভাই ।
২৬| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৪
ডঃ এম এ আলী বলেছেন:
ভাল লেগেছে কবিতা
পদ্মাবতী-
জানি,তোমার সিঁথিতে সিঁদুর দেওয়া হবে না কখনো ।
কিংবা, তোমার-আমার সামাজিক নিয়মনীতিতে বলা কবুল ,
তবুও তো তোমায় ভালোবাসি ।
আচ্ছা,চাঁদ আর সূর্যের ভালোবাসা হয় কি কখনো!!
শুধু একবার বলো,
এখানে, কার প্রতি কার বেশি ভালবাসা ছিল?
পাঠে শুধু মুগ্ধতা ।
শুভেচ্ছা রইল
০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:২৩
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ছেন জেনে খুব ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, বড়ভাই ।
ভালো থাকুন সবসময়...
২৭| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৩৩
এফ.কে আশিক বলেছেন: অসাধারণ প্রকাশ
অনেক দিন পর আপনার কবিতা পরলাম
এবং মুগ্ধ হলাম...
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ছেন জেনে খুব ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময়...
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৮
মৌমুমু বলেছেন: চাঁদ আর সূর্যের অবশ্যই ভালোবাসা আছে। চাঁদ সূর্যকে ভালো না বাসলেও সূর্য সবসময়ই নিস্বার্থভাবে চাঁদ কে ভালোবেসে যায়। সূর্যের আলো ছাড়া যে চাঁদের কোন সৌন্দর্যই নেই।
তবে অংক আর গণিতের পার্থক্যটা তো বুঝলামনা কবি! এটাও কি চাঁদ আর সূর্যের মত!!
কিছু ভালোবাসা কবুল বলা বা সিদূরের ও অনেক উর্ধ্বে।
খুব সুন্দর লিখছেন কবিতাটি।+++
শুভকামনা রইল।
ভালো থাকবেন।