নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার অভিসারে..

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭



পাগলী-
তোকে যত ভয় করি,
আবার তোকেই কেন এতো ভালোবাসি,
তোর মধ্যে আছে কী এমন যাদু?
আমার তোকে এ ভালোলাগাটা কী শুধুই নির্লজ্জতা?
এ যেন কী এক ধাঁধাঁ ,এ কী যেন এক বাঁধা
তবে কি এর নাম ভালোবাসা?


পাগলী-
ভালোবাসা যদি কোন ইলেক্ট্রিক আলো হতো,
তবে জ্বালাতাম তোর হৃদয় ঘরে!
এ নিয়ন বাতির শহরে কত আলো ঝল-মল করে চারিদিকে,
তবুও আমি যেন পড়ে রয়েছি আলোকিত অন্ধকারে!


পাগলী-
আমি একা একা অনেকটা পথ একলা দিয়েছি পাড়ি
চল এবার ঘর বাঁধি,
নাহয় তোকে সাজিয়ে নিব অত্যাধুনিক করে,
আমাদের ভালোবাসার অভিসারে দুজনের মিলন হবে
কোন এক পূর্ণিমা রাতের আধাঁরে!
তুই কি আসবি বল-আমার এ ভাঙ্গা ঘরে?


ছবিঃ নেট ।

মন্তব্য ৬৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:




ভাঙা ঘরে অত্যাধুনিক কিভাবে করে কবি... ও বুঝেছি মনের আধুনিকতা আর কি! পাগলীদের মন তো.... একটু মেরামত না দিলে হয়... :P


মেকানিকাল কবিতা কবি... পড়েই ইলেক্ট্রিফাইড হয়েছি...

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: আগে কবিতা পড়ে সব পাঠকের মন খারাপ হয়েছে, তাই একটু লুমাান্টিক কবিতা লেখার চেষ্টামাত্র, প্রিয় কবি!!
ভাঙা ঘরে অত্যাধুনিক কিভাবে করে কবি...

এ যুক্তি তেমন কিছু না ; এটা কল্পনার আকাশে-বাতাসে উড়ে চলা কবি !! :P

যান্ত্রিক এ শহরে ভালবাসা পাওয়া বড় দায়
ভালবাসা যে থাকে ঐ অভিজাত পাড়ায় !! :P


বসন্তের মাতাল হাওয়ায় টুনটুনি আসবে ঘরে
রাঙ্গিয়ে দুপা নুপূর পায়ে টুন টুন শব্দ করে।
আমার ভাঙ্গা ঘরে চাঁদের আলোয়, আলকিত হবে টুনটুনির আগমনে।
হৃদয়ে হৃদয়ে লাগবে পরশ ,নয়নে নয়নে পরবে পলক
অজানা অচেনা তারে চিনিবো আমি গভীর রাগ-অনুরাগে।
অক্সিজেেনর মত শীতল হয়ে রবে মোর পাশে আজীবন।
বহু বছরের আগে কল্পনাতে এঁকেছিলুম তারে
তবুও স্বপ্নের বীজ বুনিয়াছি আছি আমি, দেখিব তারে নয়ন ভরে

আমার লেখা কবিতা !!!


কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সবসময়......

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

নীলপরি বলেছেন: এ নিয়ন বাতির শহরে কত আলো ঝল-মল করে চারিদিকে,
তবুও আমি যেন পড়ে রয়েছি আলোকিত অন্ধকারে!


অনবদ্য লাগলো । ++++++++

শুভকামনা ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সবসময়......

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮

উম্মে সায়মা বলেছেন: তবুও আমি যেন পড়ে রয়েছি আলোকিত অন্ধকারে!

কোন এক পূর্ণিমা রাতের আধাঁরে!

কবিতায় এধরনের অলংকার খুব ভালো লাগে....

কবিতা ভালো হয়েছে। শুভ কামনা....

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সবসময়......

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯

মাহবুবুল আজাদ বলেছেন: মহা চমৎকার ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সবসময়......

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০

সামিয়া বলেছেন: দারুন রোমান্টিক কবিতা।।
ভালোলাগা +++++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সবসময়......

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩

মনিরা সুলতানা বলেছেন: এভাবে ডাকলে আসবেই ।
সুন্দর লেখা ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আপু দেখি সে আসে কিনা !!

কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সবসময়......

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫

রাবেয়া রাহীম বলেছেন: পুরোপুরি আধুনিক কবিতা

আমি একা একা অনেকটা পথ একলা দিয়েছি পাড়ি
চল এবার ঘর বাঁধি,


ভাল লাগলো

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো, আপু !
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সবসময়......

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর প্রণয় আহ্বান ।++++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো , মিয়া ভাই!
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সবসময়......

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩০

ভ্রমরের ডানা বলেছেন:





নাম কি বলেন? কি করে? কোথায় থাকে?


বাতি জ্বালিয়ে আসি..... :P

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:
বাতি জ্বালিয়ে আসি..... :P

হেতির নাম জরিনা সুন্দরী !! সে আট ক্লাসে পড়ে! কোথায় থাকে তা কমু না !! :P

আনহের লগে যদি ভেগে যায়, তখন আমার কী হবে ????




আবারও ধন্যবাদ ।


১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

জাহিদ অনিক বলেছেন: পাগলী-
ভালোবাসা যদি কোন ইলেক্ট্রিক আলো হতো,
তবে জ্বালাতাম তোর হৃদয় ঘরে!
- ইঞ্জিনিয়ার সাহেব !! লোডশেডিং হতে পারে, পাওয়ার গ্রিডের উপর ভরসা নেই। ব্যাকাপ জেনারেটর রাখবেন নিশ্চয়ই।

বেশি রোমান্টিক হতে চাইলে মোমবাতিও রাখতে পারেন।



০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা,হা, জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণেও যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় ! তাতেও কোন সমস্যা নেই !

ড্রাইসেল বা ডিসি কারেন্ট ব্যবহার করে হলেও বাতি জ্বালানো যাবে !!! মোমবাতি দিন শেষ:P


কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো!
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সবসময়......

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৪

সুমন কর বলেছেন: অত্যাধুনিক -- করাটা ঠিক হবে না !! পরে আবার অসুবিধায় পড়তে পারেন....

ভালো লাগল।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২২

শাহরিয়ার কবীর বলেছেন: এ যুগের মেয়েরা এমনিতেই অত্যাধুনিক। এখন কি আর তিব্বত স্নো ভালবাসা আছে ; চারিদিকে শুধু মেকাপ সুন্দরী........


কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো দাদা!
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সবসময়......

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

শায়মা বলেছেন: আরে!!!!!!!!! তোমার পাগলীর মত আমার একটা শাড়ি আছে!!!!!!!!! :||

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি ভেবেছিলাম আমার পাগলীরে তোমার শাড়িটা গিফট দিবে, তানা তোমার শাড়ি আছে এই শুনাতে এসেছো !! :P


কবি হতাশ !!

কবিতা কেমন হয়েছে !!!
ধন্যবাদ আপুমনিতা।

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

শায়মা বলেছেন: ভালো হইতে!

বেশি ভালো শাড়িটা! :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: আহারে কিপটে বুবু !! লাগবে না, তোমার শাড়ি.......

যখন বিয়ে করি। তখন,তুমি আমার বউকে তিব্বত স্নো কিনে দিও !! :P


১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

জাহিদ অনিক বলেছেন: আমি কি গিফট করব ভাবীকে বলেন কবীর ভাই !!

বিয়ে কি শীতকালে করবেন ? তাহলে নাহয় জেসমিন ভেজলিন গিফট করা যেত।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: টেনশন নিয়েন না, বস! আমি আপনাকে স্পেশাল গিফট দিব !! আপনার গিফট দেওয়া লাগবে না !!

উপরে শায়মা আপুকে মজা করে বলেছি !! :P



ধন্যবাদ ।

১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৯

ফাহমিদা বারী বলেছেন: ভালো লাগলো কবিতা। বেশ অন্যরকম। :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো!
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সবসময়......

১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:০৭

মলাসইলমুইনা বলেছেন: একটু আধটু ঝামেলাতেই আমার কলম বন্ধ, কাগজ এলোমেলো, আঁধার পূর্ব পশ্চিম | দেশের এতো ঝামেলার মধ্যেও কে কেউ কেউ রোমান্টিক কবিতা লিখতে পারে সেটা দেখে নিজের সীমাবদ্ধতাটা প্রকট হয়ে উঠলেও কার কারো সাহিত্য শক্তিতে ভালো লাগে | সুন্দর কবিতার জন্য ধন্যবাদ নিন |

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: কেন দেশের এতো ঝামেলার মধ্যে কেউ কী সন্তান জন্ম দিবে না, নাকি ; না মানে রোমান্টিকতা করবে না! =p~ দেশ ও বিদেশের যত ঝামেলা আছে, তা দেখছেন আমাদের শ্রদ্ধেয় ব্লগার চাঁদগাজী ভাই। ওনার পোষ্ট গিয়ে পড়ুন !!


কবিতা পাঠে ধন্যবাদ ।


১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০২

শাহানাজ সুলতানা বলেছেন: মন করে ডাকলে আমায় কেমন করে দূরে থাকি

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো!
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সবসময়.....

১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৯

মোস্তফা সোহেল বলেছেন: ব্লগ দেখছি পাগল-ছাগলে ভরে গেছে।
সবাই পাগলিরে নিয়া কবিতা লেখে কেন জাতি জানতে চাই?

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: আপনিও চাইলে পাপগলের দলে যোগ দিতে পারেন !! :P


তা তো জানিনে !!



কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো!
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সবসময়.....


১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৮

মৌমুমু বলেছেন: তোকে যত ভয় করি,
আবার তোকেই কেন এতো ভালোবাসি,
তোর মধ্যে আছে কী এমন যাদু?


সুন্দর লিখেছেন ভাইয়া।
ভালো থাকবেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো!
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সবসময়.....

২০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: এ নিয়ন বাতির শহরে কত আলো ঝল-মল করে চারিদিকে,
তবুও আমি যেন পড়ে রয়েছি আলোকিত অন্ধকারে!
অন্ধকার নয় আলোয় আলোকিত হোক আপনার জীবন। ভাল থাকবেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো!
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সবসময়....

২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২০

নক্ষত্র নীড় বলেছেন: বাহ্!

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো!
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সবসময়....

২২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: পাগল-রে ও পাগল
রাখলি না-তো খোলা
মনের আগল!
আমার ভয়ে মরে যাস-ক্ষয়ে যাস
তবু কেনো এত ভালবাসতে চাস?
জানিস নে তুই-যাদু আছে-হা হা প্রেমের যাদু মন্তর
ফুকেঁ দিলাম চোখে তোর এই-রে এই ছুঁ মন্তর।

ভাললাগা ভালবাসা-নয়-নয় নিলর্জ্জতা জানিস নে
ধুর বাবা তবে আর লজ্জা শরম ভালবাসায় টানিস নে!

ধাঁধাঁ বলিস বাঁধা বলিস-ভালবাসা নাম তার
মোহাবেশে টেনে নেয়া-যে কাম তার।

পাগল শুনে যা-না কানে কানে
ভালবাসায় উচ্ছ্বলতা আনে প্রাণে!
বিদ্যুত আলো নয়-তুই মনে জ্বালাস চাঁদালো
চোখে মুখে লাগাস এক প্রেম ধাঁধালোঁ।
মনের ঘরে আছিস তুই আলো হয়ে
এমনি করে পাগল তুই মনে যাস রয়ে।

ঝলমলানি আলোর প্রহর উচ্ছনে যাক
মোমালোয় তোর প্রেম নতুন মাত্রা পাক।

এই যে পাগল, রাখি খোলা মনের আগল
যখন তখন হামলে পড়বো বুকের ঘরে
শক্ত করে তুই আমারে রাখিস ধরে।

থাকিস তুই অপেক্ষাতে পথের বাকেঁ একা একা
এই-যে আমি আসছি-তোর সাথেই করতে দেখা!
ঘর বাঁধবি-প্রেম বাঁধবি-ভালবাসায় না হয় বেঁধে নিস
আমায় নিয়ে মনের ঘরে হাজার রঙের স্বপ্ন বুনিস!
অতি আধুনিক নয়-কল্পপুরীর রাজপ্রাসাদে রাণী করিস
আমায় নিয়ে রঙধনু রঙ স্বপ্নপ্রাসাদ একটু গড়িস।
ভরা পূর্নিমার দ্বাদশী রাত -আঁধার নয় ছড়ানো আলোয়
কেটে যাবে অলীক ঘোরে স্বপ্নাবেশে দেখিস দেখিস
আহা প্রেমে আলুথালুয়।



১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: যাক বড় আফা !! ছোট ভাইরে কবিতার মাধ্যমে যে উপদেশ দিয়ে গেল ; এখন তাই আমল করি !! আপনার কবিতা মন্তব্য খুব সুন্দর হয়েছে !!!



ধন্যবাদ আপা ।

একটা গান শুনেনঃ

view this link

২৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০২

সনেট কবি বলেছেন:





কবি শাহরিয়ার কবীরের ‘ভালোবাসার অভিসারে. ’ কবিতায় মন্তব্য-

প্রেমিকা পাগলী হলে খুনসুটি করে
সময়টা কাটে বেশ আনন্দের সাথে
মোহাবিষ্ট হয়ে থাকে মন সারাক্ষণ
দু’সত্ত্বায় মিশে যেন একাকার হয়।
প্রেম হলে সেথা ঘর কম গুরুত্বের
হয়ে প্রেম উচ্চকিত হয়ে যেন উড়ে
মেঘ ভেলা চড়ে কোন অজানা আকাশে
যেথা শুধু দুজনার অনুভব থাকে।

দু’জনের পাশাপাশি কাছাকাছি থাকা
প্রেমে হয়ে উদাসিন তাতে জেগে উঠে
আবেগের ফুলগুলো সুঘ্রাণ বিলিয়ে।
দেহমন বিবশের অতলে তলিয়ে
হারাতে হারাতে আর নাহি খুঁজে পায়
কে কোথায় সে তাদের আছে কে কোথায়!

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন,ভাই !!



কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো!
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সবসময়....

২৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৮

কথাকথিকেথিকথন বলেছেন:




সমস্ত আবেগ, আকাঙ্ক্ষা, ভালোবাসা যদি আঁচড়ে পড়ে ভাঙ্গা ঘরে তবে মেনে নিতে হবে এর সবকিছুই নিখাঁত সৌন্দর্য যেখানে অহংকার লেপ্টানো কোন আক্ষেপ নেই। বিশুদ্ধ জলে হৃদ দেহের অবগাহণ, অহংবোধহীন, প্রেম অলঙ্কারে অলংকৃত অমৃতসুধা !

কবিতা ভাল লেগেছে ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর মন্তব্য করেছেন, আপু!


কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো!
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সবসময়....

২৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৫

বিলিয়ার রহমান বলেছেন: এই কবিতার স্টাইলে কিছুটা নতুনত্ব পেলাম!


সুন্দর!

++

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ ভায়রা ভাই !!!

২৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৫

চানাচুর বলেছেন: "তুমি কখনো দাওনি মালা, কেন দাও কাটার জ্বালা!"

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: এটা কি কোন গানের কলি, না কবিতার লাইন !!




ধন্যবাদ।।

২৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪০

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,




কবিতা তো ভালো হয়েছেই সাথে অনেকেরই মন্তব্য আর প্রতিমন্তব্যগুলোও পাল্লা দিয়ে ভালোবাসার অভিসারে নেমেছে যেন.... ঢংগি ষ্টাইলে । সবকিছু মিলিয়ে আলো ঝল-মল পোস্টের চারিদিক, শুধু কবিই রয়ে গেলেন আলোকিত অন্ধকারে !

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: শুধু কবিই রয়ে গেলেন আলোকিত অন্ধকারে !

এখানে কবির্ যাইহোক না, সবসময় পাঠক হাসি-খুশি থাকলেই কবির হৃদয় আলোকিত হবে !!


কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো!
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সবসময়....

২৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ইলেক্ট্রিক লাইটের উপমাটি ভাল লেগেছে। শেষ প্যারায় আবদার টা খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন..... খুব সুন্দরভাবে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লেগেছে বুঝলাম কিন্তু এখনো তো আমার এ ডাক কেউ সাড়া দিল না, কবি !!



কবি হতাশ !!! :P



ধন্যবাদ ।

২৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ধুর মিয়া, মেয়ে দিয়া কি করবেন? একাই তো ভাল আছেন। কবি হতাশ না থাকলে ভাল কবিতা লিখা হবে না। :D

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: আহরে

আহারে

আহারে


কোথায় গেলে পাবো তাহারে !!



আমি আর কত কাল একা থাকবো !! :P



ধন্যবাদ ।

৩০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৬

খায়রুল আহসান বলেছেন: তবুও আমি যেন পড়ে রয়েছি আলোকিত অন্ধকারে - কবিতার চমৎকার একটি লাইন।
কবিতা ভাল হয়েছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো,ভাইজান ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সবসময়....

৩১| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩১

অবনি মণি বলেছেন: পাগলু,তোকে ভীষণ মনে পড়ে যায় তোর মিতা ব্লগার ভাইয়ের লেখাগুলো দেখে!

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার কি খবর? আপনাকে আগের মত ব্লগিং করতে দেখি না, যে! ভালো আছেন নিশ্চয় !!! আর আপনার শাহরিয়ার কবীর ওনার এখন কি খবর! ওনি ভালো আছেন তো !!



ধন্যবাদ ।

৩২| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৬

গেম চেঞ্জার বলেছেন: এই টাইপ কবিতা লিখা শুরু করলেন কবে? ভালো লক্ষণ তো। ;)

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: কেন গেমু দাদা! কবিতা কি বেশি লুমান্টিক হয়েছে গেছে। =p~




ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.