![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পদ্মাবতী-
আজও কী স্বপ্নের রঙ
স্বপ্নের মাঝে বেঁচে আছে?
তোমার কী মনে আছে,
আমাদের ভালোবাসার
সে মধুর দিনগুলির কথা,
না-সময়ের সাথে সব ভুলে গেছো ?
আজও আমার এ হদয়ের রয়ে গেলে
সেই পুরাতন ক্ষতটা যে !!
পদ্মাবতী-
তুমি কী জানো,
আজ ভালোবাসার ধরণ বদলে গেছে,
কেউ আর বড়শি বয়না নদীর ঘাটে
চন্ডীদাসের মত করে,
এ ডিজিটাল যুগে !
পদ্মবতী-
বল-তাতে কী কোন কী ক্ষতি হয়েছে,
শুধুমাত্র ভালোবাসার ধরণ বদলে গেছে
ভালোবাসার শব্দ তো ভালোবাসাতে আছে!
এই ভার্চুয়াল জগতে কপি ও পেষ্টের এ নগরীতে
কেউ আর চিঠি লেখে না, আগের মত করে
তার প্রেমিকার কাছে।
কেউ আর প্রেমের কবিতা লেখে না;
কবিতার সঠিক ছন্দের নিয়ম মেনে।
পদ্মবতী-
আজ প্রেমের ফাঁদ যেন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে
ভন্ড প্রেমিকের ভীড়ে
আজ আসল প্রেমিকের মৃত্যু হয়েছে।
ছবিঃ নেট ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: এভাবে লিখলে কি ভুল হবে ??
ধন্যবাদ ।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫১
ধ্রুবক আলো বলেছেন: আজ আসলের প্রেমিকের মৃত্যু হয়ে গেছে। প্রেমেরও মৃত্যু হয়ে গেছে হয়তো!!
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন:
সত্যিই নাকি ভাইসাব, এখন ভালোবাসা-টালবাসার অনুভূতি সব মিথ্যা......
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রেম অবিনশ্বর। তবে তা স্রষ্টার সাথে হলেই কেবল পরিপূর্ণ সার্থক বলা যাবে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন: স্রষ্টার সাথে কয়জনে তা পারে !!!
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তা তো জানি না। এভাবেই দেখে আসছি। আপনি কি বলেন?
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন: আচ্ছা.... সে মধুর দিনগুলির কথা ...... এটাই এডিট করে দেই !!
ধন্যবাদ ।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: স্বতু সাইয়ের সাথে কথা চলছে? কাল তো দেখলাম আবার। কথা কি চালিয়ে যাবেন?
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১১
শাহরিয়ার কবীর বলেছেন: আজকে একটা মন্তব্য করেছি ! পারলে দেখুন গিয়ে। তার কথা বুঝতে হলে নাকি মুরিদ হওয়া লাগবে । সব তার মনগড়া যুক্তি। এখন তথ্য-প্রযুক্তির যুগে, সবকিছুর তথ্য এখন হাতের মুঠোয়। যদি সবাইকে ওনি অন্ধ ভাবে।তাহলে কেমতে কি ।।
ধন্যবাদ ।
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: সময়ের সাথে সাথে প্রেম বদলে যায়।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯
মোস্তফা সোহেল বলেছেন: প্রিয় কবি একটু ডিজিটাল প্রেম কি শেখাতে পারবেন?
এখনকার প্রেম এমন.........
ফুচকার স্বাদে মোহের টানে
প্রেমিকারা আজ মুগদ্ধ
হৃদয়ে হৃদয়ে নেই কিছু বিনিময় কবির নাম মনে নেই শুধু লাইন গুলো মনে আছে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: আপনি এ কবিতা লিখলে ভালো করতেন । হুমম,,,, ফুচকা হল মেয়েদের জাতীয় খাবার ।।
ডিজিটাল প্রেমগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুর ঘুর করছে ভাইসাব ।।
লেখক বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ যেমন চন্ডীদাস নেই তেমনি রজকিনী্ও নেই...
কেবলই মেহাবিষ্টতার নেশায় বুদ হয়ে থাকা
যেমনি প্রেমে তেমনি জ্ঞানে!
+++
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০
শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা.... ঠিক কথা বলেছেন ।
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৫
ফাহমিদা বারী বলেছেন: সত্যের বাণী প্রতিফলিত। ভালো লাগলো।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৩
স্বতু সাঁই বলেছেন: মোহেবুল্লাহ অয়ন বলেছেন: স্বতু সাইয়ের সাথে কথা চলছে? কাল তো দেখলাম আবার। কথা কি চালিয়ে যাবেন?
লেখক বলেছেন: আজকে একটা মন্তব্য করেছি ! পারলে দেখুন গিয়ে। তার কথা বুঝতে হলে নাকি মুরিদ হওয়া লাগবে । সব তার মনগড়া যুক্তি। এখন তথ্য-প্রযুক্তির যুগে, সবকিছুর তথ্য এখন হাতের মুঠোয়। যদি সবাইকে ওনি অন্ধ ভাবে।তাহলে কেমতে কি ।।
এই যদি ব্লগারের মানসিকতা হয় তাহলে তো বলার কিছুই নেই। তাই আপনাদের স্তরে নেমে জানালাম, মন্তব্যের উত্তরও দেওয়া হয়েছে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: অধিকাংশ শিক্ষিত গণ্ডমূর্খদেরকে কটাক্ষ করে লালনের গান
সাইজি, আপনার এ পোষ্টে একজন পিএইডি ব্যক্তিকে আপনি কানা বলেছেন,
সে বিভিন্ন গবেষণা বা তথ্য যাচাই-বাচাই করে বই লিখেছেন।
গুরু না ধরে এর সঠিক তথ্য কেউ দিবে না।
আপনি কিন্তু এমন কিছুর ইঙ্গিত করেছেন।
আমি আপনার প্রতিউত্তর দেখতে আসছি
ধন্যবাদ ।
১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
কেউ আর প্রেমের কবিতা লেখে না;
কবিতার সঠিক ছন্দের নিয়ম মেনে।
পদ্মবতী-
আজ প্রেমের ফাঁদ যেন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে
ভন্ড প্রেমিকের ভীড়ে
আজ আসল প্রেমিকের মৃত্যু হয়েছে।
- জোশ...
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....
১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৩
জাহিদ অনিক বলেছেন: পৃথিবী বদলে গেছে
যা দেখি নতুন লাগে।
তুমি আমি একই আছি
দুজনে যা ছিলাম আগে।।
এই গানটা কেন মনে পড়ল বলেন তো কবি ?
পদ্মবতী-
বল-তাতে কী কোন কী ক্ষতি হয়েছে,
শুধুমাত্র ভালোবাসার ধরণ বদলে গেছে - নাহ ! কোন ক্ষতি তো হবার কথা নয়, ক্ষত হলেও হতে পারে ক্ষতি তো নয়!
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
শাহরিয়ার কবীর বলেছেন: বুঝে ফেলেছি কিন্তু আপনার প্রাইভেট কথা পাবলিক স্পেসে বলা যাবে না......
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....
১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮
সামিয়া বলেছেন: সমসাময়িক প্রেক্ষাপট এবং কাব্য শৈলী বরাবরের মত চমৎকার।।
আপনি অসাধারণ লিখেন।।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা.. ব্লগে সবাই ভালো লিখেছেন। আর আপনার গল্পগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে ।
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....
১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
মলাসইলমুইনা বলেছেন: কবি, নিজের সাথেই কন্ট্রাডিক্ট করলেন মনে হয়:
কেউ আর প্রেমের কবিতা লেখে না;
কবিতার সঠিক ছন্দের নিয়ম মেনে |
আপনার কবিতায়তো সঠিক ছন্দের কোনো সমস্যা নেই | চমৎকার লাগলো |ভালো থাকুন বা না থাকুন, প্রেমে সমস্যা হোক বা না হোক আরো, অজস্র কবিতা লিখুন | ধন্যবাদ অনেক, অনেক |
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১
শাহরিয়ার কবীর বলেছেন:
দোয়া করবেন ভাই ।
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: স্বতু সাই আমাদের মানসিকতায় হতাশ। আমার তো অনর্দৃষ্টি বন্ধ। এটা জেনেও আপনি হতাশ হচ্ছেন কেন বুঝতে পারলাম না।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
শাহরিয়ার কবীর বলেছেন:
সারা পৃথিবী এক দিকে আর ওনি এক দিকে, বিষয়টা কেমন হয়ে গেল না ।
এ মাসব্যপী এ বাউল গান চলবে ....
শুধু চোখ রাখুন .......
ধন্যবাদ।
১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন প্রিয় কবি, সুন্দর কবিতা উপহার দিযেছেন। মুগ্ধতা কথামালায়।
ভাই, মেয়েরা নাকি দুষ্ট ছেলেদের বেশি পছন্দ করে !!
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
শাহরিয়ার কবীর বলেছেন:
আমারে কি দুষ্ট মনে হয় ???
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....
১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শেষের লাইন তিনটি আমার মনের কথা বের হয়েছে কবির কলম থেকে
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
শাহরিয়ার কবীর বলেছেন:
আমি আশে-পাশে যা হচ্ছে, তাই নিয়ে কিছু লেখার চেষ্টা করি । আপনারা পাশে থেকে উৎসাহ দেন বলে কিছু লেখার সাহস করি ।।
আবারও্ ধন্যবাদ ভাই ।
১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: লালন কে নিয়ে পোস্ট আসছে নাকি সামনে। অপেক্ষায় আছি।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১
শাহরিয়ার কবীর বলেছেন:
আমি কোন পোষ্ট দিবো না; ওনার ঐ পোষ্টে চালিয়ে যাাবো.... আর ওনাকে বলুন না, দিতে.....
ধন্যবাদ ।
১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কালকেই বলছি। আপনার কমেন্টের নিচেই তো আমার কমেন্ট। মিস করলেন কেম্নে!
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
শাহরিয়ার কবীর বলেছেন: আপনার মন্তব্যর প্রতিউত্তর দেখেছি ;তার কাছে আর অনুরোধ করবো । এ নিয়ে একটা পোষ্টে দিতে ।।
ধন্যবাদ ।
২০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
নীলপরি বলেছেন: পদ্মবতী-
আজ প্রেমের ফাঁদ যেন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে
ভন্ড প্রেমিকের ভীড়ে
আজ আসল প্রেমিকের মৃত্যু হয়েছে।
বাস্তবচিত্র ! অসাধারণ শব্দবিন্যাস । +++++++
শুভকামনা ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....
২১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২০
কথাকথিকেথিকথন বলেছেন:
প্রেম বলে আজ কিছু নেই, যেটুকু আছে তা শুধু কবিদের হৃদয়ে ।
কবিতা ভাল লেগেছে ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪২
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....
২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৮
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪২
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....
২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২১
উদাস মাঝি বলেছেন: ব্রাদার আপনার বিরহ এখনও কাটেনি দেখছি
খারান খালাআম্মারে বলতেছি
নাথিং টু সে , কিপ ইট আপ ব্রাদার ।
হবে আপনাকে দিয়েই হবে ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা... বিরহ নিপাত যাক !!
ভালবাসা মুক্তি পাক ।।
আমারে দিয়ে কিচ্ছু হবে না, ব্রদার ।।
২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪৫
উম্মে সায়মা বলেছেন: ভালোই লিখেছেন.....
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....
২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৬
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা ভাল লেগেছে
আমি প্রেমে পরে মরে গিয়ে
মানুষ হয়ে ফিরে এসেছি ।
শুভেচ্ছা রইল ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....
২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা না ভাই, আপনাকে কিভাবে দুষ্ট ভাবতে পারি!! সেখানেই তো চিন্তা আমার, যদি একটু দুষ্টু হতে পারতেন তো... ।
ভালো প্রেমিক সবসময় নির্বোধ হয় মেয়েদের কাছে!!
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা..
তাহলে, দুষ্ট হওয়ার ট্যবলেট খাওয়া লাগবে !!
আবারও ধন্যবাদ ।
২৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮
খায়রুল আহসান বলেছেন: কেউ আর চিঠি লেখে না, আগের মত করে
তার প্রেমিকার কাছে। - এখন মুঠোবার্তার যুগ, চিঠি লেখার সময় নেই কারো। তবুও মানুষ যখন প্রেমের ভাবে খাবি খায়, তখন আর মুঠোবার্তায় কুলোয় না।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ....ঠিক বলেছেন ।
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....
২৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: ব্যস্ততার কারনে অনেকদিন দেখা করতে পারিনা।
কেমন অাছেন?
পোষ্টে ভালোলাগা রেখেগেলাম।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন:
আমি ভালো আছি !! আপনি কেমন আছেন ?
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....
২৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৪
উদাস মাঝি বলেছেন: সেন্সর বোর্ডের ঝামেলা,আইনি জটিলতা ? মিয়া প্রব্লেম কি ???
মুক্তি পায়না কেন ? আরও লেট হলে কিন্ত ভাঙচুর শুরু করে দিমু, কইয়া দিলাম
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন: ঝামেলায় চিলাম ।। আজ দেখুন মুক্তি পেয়েছে ....
ধন্যবাদ ।
৩০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৫
মনিরা সুলতানা বলেছেন: আসল প্রেমিক কর্পোরেট প্রেমিক কাছে হেরে গেছে !
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর বলেছেন আপা ।
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....
৩১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আড্ডাঘরে নাই যে?
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৭
শাহরিয়ার কবীর বলেছেন: কয়দিন ধরে ভীষণ ব্যস্ত !!
ধন্যবাদ ।
৩২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
কাছের-মানুষ বলেছেন: প্রেম প্রিতির সোনালী যুগ মনে হয় ফিরে এসেছে, সেদিন বড় ছেলে নাটকে দেখলাম বড় লোকের মেয়ে ১০ টাকার বাদাম
চিবিয়ে প্রেম করছে।
এত সুন্দর কবিতা লেখতে পারলে মেয়েদের লাইন লাগিয়ে দিতাম পিছনে!
কবিতা পরিপাটি হয়েছে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন:
এখনো কেউ লাইনে আইলো না, ভাই!!
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....
৩৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....
৩৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪১
বানেসা পরী বলেছেন: ইস্! কি সুন্দর চিঠির মত কবিতা।
চিঠির আমেজ কখনোই ডিজিটাল মেইলে সম্ভব না।
কবিতা বুঝিনা তবে আপনারটা খুব প্রাঞ্জল থাকায় আমার সুবিধা হল।
সুন্দর।
২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সে মধুর স্মৃতি দিনগুলির কথা - এখানে স্মৃতিময় হবে না?
সময়োপযোগী ও বরাবরের মতই ভাল লিখেছেন।