![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা চোরেরা জানি তুই সৃষ্টির শ্রেষ্ঠ,আমিও সৃষ্টির শ্রেষ্ঠ,
তোর নামের আগে আছে চোরের খ্যাতি
আর আমার নামের আগে আছে কবি’র খ্যাতি....
তবে কেন তোর আর আমার মধ্যে এ পার্থক্য?
শুধু একবার নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে
নিজেকে একবার প্রশ্ন করে দেখ.......
কবি বলে তার হৃদয়ের কথা,কবি বলে মানুষের কথা;
কবির মনে আছে নির্মল এক সবুজ বসতি.....
আমার মত এক কবির হৃদয়ের বেদনা,কবিতা চোরেরা
জানি- তোরা শুনেও শুনবি’না !!
কবিতা চোরেরা আয় ফিরে আয়, এবার আলোর পথে...
কবিতা কোন ধন নয়,সম্পদ নয়,
তবে কেন এতো লালসা তোদের কবি’র কবিতার প্রতি,
আর কতকাল সত্যকে আড়াল করে,মিথ্যা ঘোরে থাকবি পড়ে?
আর কত কবি’র কবিতা লেখার এ প্রতিভার গলা টিপে ধরে,
তোদের নিজের বিবেক মেরে, তোরা কিভাবে করবি, কবি’র কবিতা চুরি?
এবার আয়-ফিরে আয়,আলোর পথে...
এবার একটু হলেও দেখা সম্মান,কবি’র কলমের প্রতি...
ছবিঃ নেট।
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০০
শাহরিয়ার কবীর বলেছেন:
আশা করি,কবিতা চোরেরা আর কবিতা চুরি করবেনা,আমি সবসময় আশাবাদী দলের লোক.......
কবিতা পড়েছেন জন্য ধন্যবাদ,ভাই।
২| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন প্রিয় কবি। চোরদের নিয়ে দারুণ কবিতা গড়েছেন হা হা হা
খুব সুন্দর হয়েছে, এভাবে মাঝেমধ্যে চোরদের নিয়ে লিখতে হবে সবার, তবে যদি সামান্য লজ্জা হয় চোরদের।
চোররা কি আলোর পথে আসবে ভাই....
আমিও লিখবো, দোআ করবেন শ্রদ্ধেয় কবিবর
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: আশা করি,কবিতা চোরেরা আর কবিতা চুরি করবেনা,
আমি সবসময় আশাবাদী দলের লোক.......
কবিতা পড়েছেন জন্য ধন্যবাদ ভাই।
৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চোরদের ফ্রেন্ডলিষ্টের কেউ দেখলেও কিছুটা লজ্জা পাবে হয় তো....
চোরদের নিয়ে আশাবাদী বড়ই জটিল মনে হচ্ছে ভাই.....
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
আমি ফেসবুকে কোন কবিতা শেয়ার করি না ..... আপনারা চাইলে এ কবিতা করতে পারেন।
চোরদের বোঝাতে হবে,যে কবিতা চুরি করা অন্যায় ।।
আর,আপনিও কবিতা চোরদের নিয়ে একটা কবিতা বা গান লিখে ফেলুন ।
আবারও ধন্যবাদ ভাই।
৪| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২১
মলাসইলমুইনা বলেছেন: বিরহ থেকে প্রায় বিদ্রোহ ! হালের ব্লগ আলোচনার সাথে সম্পূর্ণ প্রাসঙ্গিক, সমাজ সচেতনমূলক কবিতা মনে হচ্ছে ! নতুন ফর্ম, ভাষায়,ব্যঞ্জনায় অনবদ্য ! নতুন অবয়বে কবি স্বাগতম (এতো কথার মূল কথা হলো খুব ভালো লেগেছে কবিতা) I ধন্যবাদটা তাই নিতেই হচ্ছে অনেক অনেক I
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন:
আমি এটাকে বিদ্রোহ মনে করি না, শুধু চোরদের আলো পথে আসার আহবান জানাচ্ছি।শুধুমাত্র কবিতা চোরদেরকে বোঝাতে চাচ্ছি, তারা যা করছে এটা মহা অন্যায় কাজ করছে। তারা যা করছে তাতে করে কোন,কোন কবি কবিতা লেখা ছেড়ে দিচ্ছি। আমরা নতুন কবি পাচ্ছি না, বা পুরাতন কবি হারাচ্ছি.....
ধন্যবাদ ভাই ।
৫| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
সুমন কর বলেছেন: দারুণ লিখেছেন।
আর ওদের বিবেক নেই, ওরা পশুর চেয়ে নিকৃষ্ট !!
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: যদি কারো নূন্যতম থাকে;আশা করি,কবিতা চোরেরা আর কবিতা চুরি করবেনা....
ধন্যবাদ দাদা।
৬| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: দারুণ লিখেছেন ভাই। চোরদের তো আর লজ্জাশরম নেই, তাই ওরা আলোরপথে এলে আমরা তাদের স্বাগত জানালে ওরা লজ্জিত হবে না আশা করি।
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
শাহরিয়ার কবীর বলেছেন:
সকল কবিতা চোরদের আলো পথে আসার আহব্বান জানাচ্ছি, ওরা যা করছে তা ভারী অন্যায় কাজ।তারা যা করছে। তাতে করে আমরা আর কোন নতুন কবি পাচ্ছি না। অনেক কবি কবিতা লেখা ছেড়েও দিচ্ছে। আবার পুরাতন কবি হারাচ্ছি.......
ধন্যবাদ ভাই ।
৭| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: লিখবো ভাই, চোরদের নিয়ে লিখবো একটা ভাবছি। দোআ করবেন
ভাই, উচ্চ শিক্ষিত মানুষ যখন অন্যের লেখা চুরি করে বই ছাপাতে পারে, তখন চিন্তার যেন কুল কিনারা থাকেনা আর....
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন:
অবশ্যই,দোয়া করি ! নতুন কবিতা লিখুন ।
সুশিক্ষা সবাই পায়না,কিন্তু শিক্ষিত সবাই হয়।আশা করি,সবাই একদিন আলো পথে আসবে,সব থেকে আগে জরুরী পারস্পরিক সহযোগিতা,কেউ খারাপ আছে তাকে সচেতন করা দায়িত্ব,আপনার,আমার,সবার.......
আবারও ধন্যবাদ ভাই।
৮| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গায়েব করে ফেলেছে ভাই....
আমার নতুন কবিতাটি ৭ জনে চুরি করে পোষ্ট করেছে, কেউ সংগ্রহ বা কার্টেসিও দেয় নাই....!!
ও হ রে ভাই.....
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা চোরদের সুন্দর ভাবে বুঝিয়ে বলবেন..।
তারপেরও যদি কেউ চুরি করে,তাহলে আমার,আপনার কি করার আছে ....।
আবারও ধন্যবাদ,ভাই।
৯| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
কলিমুদ্দি দফাদার বলেছেন: ব্লগ থেকে কবিতা চুরি করে কেঊ সাহিত্য নোবেল বা কবি হয়েছেন বা জীবিকানির্বাহ করছে এমন কোন ঘটনা আছে কি???
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০১
শাহরিয়ার কবীর বলেছেন:
ব্লগের কবিতা চুরি করে পোলাপান প্রেম করে! আর দেখায় যে আমি মহাকবি হয়েছি।জীবিকানির্বাহ করার জন্য কেউ কবিতা চুরি করেছে বলে মনে হয় না.....
ধন্যবাদ ভাই।
১০| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
কাছের-মানুষ বলেছেন: কবিতা চোরেরা অসৎ মানব! যারা সৃজনশীল কোন কর্ম নিজের বলে চালিয়ে দিতে পারে তাদের দ্বারা যে কোন কিছু করাই সম্ভব।
প্রতিবাদের জন্য ধন্যবাদ কবি।
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৪
শাহরিয়ার কবীর বলেছেন:
সকল কবিদের মনের কষ্ট ঠিক এইখানে; তার সৃষ্টি অন্য কেউ নিজের বলে চালিয়ে দেওয়া ব্যপারটায়....
ধন্যবাদ ভাই।
১১| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
সোহানী বলেছেন: কোন লাভ নাই। চোরদের যদি লজ্জাই থাকতো তাহলেতো চুরি করতো না। এদেরকে ঝাঁড়ু দিয়ে পিটালে ও কোন লাভ নাই কবীর ভাই।
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৯
শাহরিয়ার কবীর বলেছেন:
হা,হা,হা,..... আপু,ঝাড়ু মেরেও লাভ নেই।তাইলে,আর কি করার আছে। ব্লগে কবিতা চুরি হয় জন্য অনেক কবি কবিতা লেখা ছেড়ে দিয়েছে। বিষয়টা দুঃখজনক একটা ঘটনা।
ধন্যবাদ আপু।
১২| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
ধ্রুবক আলো বলেছেন: এবার একটু হলেও দেখা সম্মান,কবি’র কলমের প্রতি...
অভিভূত, চমৎকার। ++++
এই কবিতা পিন পোষ্ট করলে আরও ভালো হবে।
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫
শাহরিয়ার কবীর বলেছেন:
যে হারে কবিতা চুরির ঘটনা ঘটছে,তাতে করে আর কোন নতুন কবির জন্ম হবে না।এখনো সবার শুভ বুদ্ধি উদায় হোক...
ধন্যবাদ ভাই।
১৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এবার আয়-ফিরে আয়,আলোর পথে...
এবার একটু হলেও দেখা সম্মান,কবি’র কলমের প্রতি...
চোরে কি শুনে ধর্মের কাহিনী
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৭
শাহরিয়ার কবীর বলেছেন:
ব্লগে অনেক পুরাতন কবি আর কবিতা লেখে না,এই কবিতা চোরের জ্বালায়.....
কবিতা চোরদের শুভ বুদ্ধি উদায় হোক।
ধন্যবাদ ভাই।
১৪| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
চাপা আর্তনাদ বলেছেন: আমারও ইচ্ছে করে লিখতে
মনে স্ফূরন জেগে ওঠে, কাব্যিক স্বপ্ন গুলো উকি দেয়!
বার্ংবার
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা চোরের উপরে রাগ করে নিজের কবিতা লেখার প্রতিভার কেন চেপে রাখবেন? ব্লগ লিখুন কবিতা/গল্প যা লিখতে আপনার ভাল লাগে.....।কথা দিলাম আপনার ব্লগ আমরা পড়বো। শুভ কামনা রইলো।
ধন্যবাদ ভাই।
১৫| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১২
ভ্রমরের ডানা বলেছেন:
এদের ফেবু লিংক, নাম ঠিকানা আর ছবি দিয়ে ছবি ব্লগ বানাতে হবে। জন্মের মত কবিতা চুরির সাধ মেটে যাবে...
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন:
এই কবিতা চুরি,আর কবিতা চুরি। ব্লগে বিষয়টা অনেক দিন হল লক্ষ্য করছি।এখন কবিতা চোরদের লজ্জা বা উচিৎ শিক্ষা দিতে হবে।তাদের এই কাজ থেকে বিরত রাখতেই হবে, তা নাহলে আর নতুন কবি’র জন্ম হবে না। দু একজন কবি কবিতা চোরের জ্বালায় ব্লগিং ছেড়ে দিয়েছে......
ধন্যবাদ ভাই।
১৬| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৩
ইফতেখারুল মবিন বলেছেন: কবিতা চুরি করুক,কোন সমস্যা নাই!তবে তা হোক অরিজিনাল কবির নামে!!
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন:
কবির নাম দিলে তো কথাই ছিল না- কবিতা চোরেরা কবিতা চুরি করে নিজের নামে চালিয়ে দেয়... মূল সমস্যা এখানে !
ধন্যবাদ ভাই।
১৭| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতা চোরেরা নিজেরাই ভাল কবিতা লিখুক- এই কামনা থাকল।
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন: আমিও তাই চাই !! নতুন কবির জন্ম হোক কিন্তু আর কোন চোরের জন্ম হোক তা চাই না ।
ধন্যবাদ ভাই।
১৮| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৪
নীলপরি বলেছেন: বাহ , খুব সুন্দর ভাবনা । কিন্তু , যাদের জন্য লেখা তারা কি শুনবে ?
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: ধর্মের কাহিনী এবার শোনাবো !!!! তাতে কি বলেন?? এই কবিতা চুরি,আর কবিতা চুরি। ব্লগে এই বিষয়টা অনেক দিন হল লক্ষ্য করছি। এখন কবিতা চোরদের লজ্জা বা উচিৎ শিক্ষা দিতে হবে। ব্লগার ভ্রমরের ডানার এ নিয়ে পোষ্টগুলো দিচ্ছে, তাদের চেহারা উঠে আসছে ..... !!!প্রয়োজনে ধারাবাহিক পোষ্ট থাকবে।।তাতে করে, ওরা আর কবিতা চুরি করবে না। একটু হলেও লজ্জা পাবে !!!
ধন্যবাদ ।
১৯| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৫
কথাকথিকেথিকথন বলেছেন:
আঁধারকে আলোর দিকে ডাকছেন ! ওরা কী আসবে ! আপনার এই সুন্দর আহবানের কবিতাও যে ওরা নিয়ে যাবে !
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন:
সবাই সুশিক্ষা পায়না,কিন্তু শিক্ষিত সবাই হয়।।।আশা করি, কবিতা চোরেরা সবাই একদিন আলো পথে আসবে,সব থেকে আগে জরুরী পারস্পরিক সহযোগিতা,কেউ খারাপ আছে তাকে সচেতন করা দায়িত্ব,আপনার,আমার,সবার.......
ধন্যবাদ আপু।
২০| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৭
উম্মে সায়মা বলেছেন: চোরে না শোনে ধর্মের কাহিনী
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন:
ধর্মের কাহিনী এবার শোনাবো !!!! কি বলেন?? এই কবিতা চুরি,আর কবিতা চুরি। ব্লগে বিষয়টা অনেক দিন হল লক্ষ্য করছি।এখন কবিতা চোরদের লজ্জা বা উচিৎ শিক্ষা দিতে হবে।
ধন্যবাদ।
২১| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৪
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আলোর উৎস থেকে আলো নিলে । উৎসের কম পড়ে না।
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক আছে !!!! কিন্তু নতুন কবি’র জন্ম হবে না। ব্লগে অনেক কবি, কবিতা চোরের জ্বালায় ব্লগিং ছেড়ে দিয়েছে......
ধন্যবাদ আপু।
২২| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ফাসি চাই!!!
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন:
কার??? যে কবিতা লেখেন তার ???
২৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: চুরের ফাসি চাই। আপনারে ফাসি দিয়া কি হবে?
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন:
কবে যে কবিতা চোরেরা কবির ফঁসির দাবীতে আন্দোলন শুরু করে, তাই এখন ভাবছি !!! কথায় আছে,চোরে শোনেনা ধর্মের কাহিনী, এবার শোনাবো !!!! তাতে কি বলেন?
ধন্যবাদ ।
২৪| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কেও যদি ধর্মীয় লেবাসে চুরি করে,তাদের কি শুনাবেন?
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন:
যারা ধর্মীয় লেবাসে চুরি করে তাদের মত নিকৃষ্ট পৃথিবীতে আর একটাও নেই!! তাদের কথা বাদ দেন !!! এই কবিতা চোরদের উচিৎ শিক্ষা দেওয়া হবে!!! ব্লগার ভ্রমরের ডানার পোষ্টগুলো দিচ্ছে ভালো করছে !!! তাতে করে ওরা আর কবিতা চুরি করবে না।
ধন্যবাদ ।
২৫| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৮
মনিরা সুলতানা বলেছেন: চোরে কি শুনে ধর্মের কাহিনী !!!!
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫১
শাহরিয়ার কবীর বলেছেন: ধর্মের কাহিনী এবার শোনাবো !!!! কি বলেন?? এই কবিতা চুরি,আর কবিতা চুরি। ব্লগে বিষয়টা অনেক দিন হল লক্ষ্য করছি।এখন কবিতা চোরদের লজ্জা বা উচিৎ শিক্ষা দিতে হবে। ব্লগার ভ্রমরের ডানার এ নিয়ে পোষ্টগুলো দিচ্ছে, তাদের চেহারা উঠে আসছে ..... !!! তাতে করে, ওরা আর কবিতা চুরি করবে না।একটু হলেও লজ্জা পাবে !!!
ধন্যবাদ আপু।
২৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনাকে আড্ডাঘরে দেখা যাচ্ছে না।
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩২
শাহরিয়ার কবীর বলেছেন: আজকে একটু ফ্রি ছিলাম আবার বিজি ছিলাম !!! দিবো, দিবো আপনাদের সাথে আবার আড্ডা
২৭| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিসাহেব কেমন আছেন?
চোর আমি ডরাই। ওদেরকে হাতেনাতে ধরেও মারধর করা যায় না
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩০
শাহরিয়ার কবীর বলেছেন: আমি ভালো আছি ভাই !!! আপনি কেমন আছেন ?
চোরের কারণে কবিরা আর কবিতা লিখতে চাচ্ছেনা !!!
২৮| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জয়োস্ত! সত্বর আপনি প্রকাশিত কবি হবেন। (হাহাহাহাহাহাহা)
আমি এখন প্রকাশিত কবি
এদের ডরে আমি কোনো লেখা প্রকাশ করতাম না। এখন অপারগ হয়ে আমাজনে প্রকাশ করে প্রথম তারপর নিজের সাইটে ই-বই প্রাকশ করি। হায় আল্লাহ! লেখা চুরি করে তারা কী যে আনন্দ পায়।
মজার বিষয় হলো ওরা আমার গাওয়া গান নকল করে না
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন:
এই চুরির কারণে,লোকজন আর কবিতা লিখছে না !!! নিজের সৃষ্টি যদি অন্য কেউ নিজের নামে চালিয়ে দেয়, আসলে একটু খারাপ লাগে !!! ঠিক বলেছেন ....লেখা চুরি করে তারা কী যে আনন্দ পায়। জানি না।। সকলের শুভ বুদ্ধি উদায় হোক !!! আর নতুন কবির জন্ম হোক আর কোন চোরের জন্ম চাই না।।
২৯| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:
অভিধানে এরা স্থান পেয়েছে। এদেরকে কিচ্ছু করা যাবে না।
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক বলেছেন !!! কবিতা চুরি এখন সব কবির একটি বড় চিন্তার বিষয় !!! কবিতা লেখা যে কত কঠিন !! যে লেখেন সে জানেন ,,,,, আপনি যেমন, ৩৬ বছর সাধানা ফসল এখন পাচ্ছেন !!! আর নতুন যারা শুরু করেছে তাদের কি হবে!!!
৩০| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি এখন একটা কবিতায় কাজ করছি, মিত্রাক্ষর। দশ মিনিট আগে শুরু করেছি। জানিনা কয়দিন লাগবে শেষ করতে। পঙ্কিতর শেষ চিহ্ন যফলা। আপনি বলুন এই কবিতা শেষ করতে আমার কত কষ্ট হবে?
১৬ বছর কবিতা লেখা শুরু করে ৪৬ এসে কবিতার বই প্রকাশ করেছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এই বইয়ে আমি কত শ্রম দিয়েছি। কবিতার ষোলো কলা বইয়ে বিশ্লেষণ করেছি। কবিতা বিষয়ে যথেষ্ট তথ্য বইয়ে আছে।
মাঝে মাঝে আমি সত্যি বিচলিত হই। তবুও সাধনা করি, এই সাধনায় আমি শান্তি পাই।
ভালো গুলো ব্লগে পোস্ট করা থেকে বিরত থাকবেন।
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: সত্যিই কথা বলতে কি ভাই !!! আমার কোন কবিতা কোথাও কোন লেখা নেই !!! কবিতার যখন সৃষ্টি করি,ঠিক তখনি ব্লগে প্রকাশ করি .... আর আমার যত সৃষ্টি আছে সব এই সামু ব্লগে আগে !! বলতে পারেন, সামুর ব্লগের প্রেমে পড়েছি !!! আর কবিতার বই প্রকাশ করার ইচ্ছা তেমন আমার নেই ।
আপনার কবিতা আপনি লিখতে থাকুন শেষ হবেই !! দোয়া করি আপনিও আপনার সৃষ্টির মাধে বেঁচে থাকবেন ।।
ধন্যবাদ ভাই ।
৩১| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৮
ধ্রুবক আলো বলেছেন: এই কারণেই কবিতা ব্লগে দিইই না।
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৮
শাহরিয়ার কবীর বলেছেন:
ব্লগে যতটা কবিতা চুরি হবে, ঠিক ততটা কবিতা ব্লগে দিবেন !!! কারণ, কেউ কারো প্রতিভা চুরি করতে পারেনা । দেখেন না,কতটা কবিতা চুরি করতে পারে চোরে।।
ধন্যবাদ ভাই।
৩২| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বললে হয়তো অবাক হবেন, এই ব্লগে টুকিটাকি লিখে, মন্তব্য করে আমি মহোপন্যাস শেষ করেছি।
ব্লগে লগিন করার পর মনের দোয়ার খুলে যায়। মন্তব্যে অনেক সময় কবিতা এবং সংলাপ লেখা হয়। একটা ফাইল বানিয়ে রাখলে লাভ হবে।
আপনরা সফলতা কামনা করি।
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৪
শাহরিয়ার কবীর বলেছেন:
দোয়া করবেন, ভাই !! এমনিতে কবিতা লিখবো ব্লগে,এটাকে শখ হিসাবে রাখতে চাই .... এর বাহিরে কোন চিন্তা নেই কখনো !! বিশেষ করে, দোয়া করবেন,আমি যেন আমার পেশায় সফল হই!
ধন্যবাদ ভাই।
৩৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই ট্রেইনিং করে একটা নতুন কিছু শিখেছি, তা হলো, যা করে সফল হতে চান তা নিয়ে বেশি চিন্তা করবেন।
বললে হয়তো হাসবেন, ৫ শো পৃষ্টা বই প্রায় মুখস্থ করতে হয়ছিল। এই বয়সে যা প্রায় অসম্ভ। আমি তসবি হাতে নিয়ে সত্যি এক শো বার জপেছিলাম, এই বই মুখস্থ করতে হবে।
পরিক্ষা দিতে হয়েছিল। পাশ করেছি।
প্রতিজ্ঞ হলে নিশ্চয় সফল হবে। আমি যা করেছি তা শুধু দৃঢ়প্রতিজ্ঞার কারণ। নইলে এসব অসম্ভব। ১৬ পৃষ্টার বই, তাও লন্ডন থেকে। যে শহরে দৈনিক ১৫ থেকে ২০ হাজার টাকা আমি রুজি করেছি এবং করতে পারি। সব বাদ দিয়ে লেখালেখি করেছি।
নিশ্চয় আল্লাহ আপনাকে সফল করবেন। আমার জন্যও দোয়া করবেন।
এই কাজটা যেন করতে পারি। এখন আর ভালো লাগে না।
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার ট্রেইনিং এর কথা শুনেছিলাম !! পাশ করেছেন,অভিনন্দন !!! লেখালেখি করুন আর জীবন চালাতে যতটুকু রুজি করতে হয়, ততটুকু করলে চলে। আমার জীবনের শখগুলোর প্রধান্য আগে, তারপরে বাকি সব।তবে তা সব সাধ্যর মধ্যে !!! আমি আকাশ কুসুম স্বপ্ন কখনো দেখি না.....
আমিও আপনার জন্য দোয়া করি.....
৩৪| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আসলে স্বপ্নে বন্দি। লেখালেখি করে তেমন ক্ষতি হয়নি। অন্যরা টাকা বানিয়েছি, আমার অন্তর এবং আত্মার সম্পর্ক আমার জাতি ভাই বোনদের সাথে হয়েছে। আমি মনে করি আমি সফল। লেখালেখি না করলে আপনাদের সাথে আমার পরিচয় হতো না।
দোয়ার বদলে দোয়া, আপনার স্বপ্ন সত্য হোক।
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: লেখালেখি না করলে আপনাদের সাথে আমার পরিচয় হতো না।
তাও তো কথা ঠিক!!! আমি ব্লগিং করি শুধুমাত্র বাংলা টাইপিং প্রাকটিস করা আর সবার সাতে একটু আড্ডা দিতে....
ধন্যবাদ ভাই।
৩৫| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০৩
উদাস মাঝি বলেছেন: আপনাদের ২জনের স্বপ্নই সত্যি হোক । আল্লাহ্ সহায় ।
তয় কবির ভাই শালি ছাড়া বিয়া করলে কিন্ত ব্যপক মাইন্ড করুম
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০৫
শাহরিয়ার কবীর বলেছেন:
এ বান্দরের গলায় কে আর ফুলের মালা দিবে? এখন চিরকুমার থাকলে কেমন হয়?
৩৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪৫
তেলাপোকা রোমেন বলেছেন:
০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন: খালি সাথে থাকুন .......
ধন্যবাদ ভাই।
৩৭| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:১৬
জাহিদ অনিক বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: চোরে কি শুনে ধর্মের কাহিনী !!!! - এইটাই লিখতে চাইছিলাম !!!!!!!!!!!!!!!!!!
০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা চোরদের উচিৎ শিক্ষা দিয়ে,ধর্মের কাহিনী শোনাবো !!!! তাতে কি বলেন??
ধন্যবাদ ভাই।
৩৮| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:১৯
জাহিদ অনিক বলেছেন: মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ফাসি চাই!!!
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৫ ০
লেখক বলেছেন:
কার??? যে কবিতা লেখেন তার ???
হা হা হা হা হা
২১ ও ২৯ নং মন্তব্যে লাইক !
২০ নং মন্তব্যে উম্মে সায়মা আপুও দেখি একই কথা বলেছেন- উম্মে সায়মা বলেছেন: চোরে না শোনে ধর্মের কাহিনী B:-)
০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন:
ডাবল ধন্যবাদ জাহিদ ভাই !!!!
৩৯| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫০
জুন বলেছেন: কবিতা চোরেরা আয় ফিরে আয়, এবার আলোর পথে...
আপনার আকুল আহবান চোরের কানে পৌছাক এই প্রত্যাশায় শাহরিয়ার কবির ।
+
০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫২
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা চোরদের শুভ বুদ্ধি উদায় হোক .....
ধন্যবাদ আপু।
৪০| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: আলোর পথে ফিরে এলাম!
এইবার চা-পানি কিছু একটা দেন!
০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫১
শাহরিয়ার কবীর বলেছেন:
কই থাকেন? চা-পান সব হবে !!! ব্লগে আপনি নাই,আর কবিতা চুরিও বেড়ে গেছে !!! এই চোরের জ্বালায় সকল কবিরা কবিতা লেখা ছেড়ে দিচ্ছে !!! নতুন কবির জন্ম হচ্ছে না,অথচ নতুন নতুন চোর জন্ম নিচ্ছে !!!
ধন্যবাদ ।
৪১| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৯
বিলিয়ার রহমান বলেছেন: তাহলে আসুন জমায়েতের সহিত,
কবিতা চোরদের বার্থ কন্ট্রোলে উৎসাহিত করি! আর কবিদের মা বাবা দের বলে আসি,
এক ঘরে দুজন কবি যথেষ্ঠ নয়
আরো চার-পাঁচ জন এলে ভালো হয়!
০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৫
শাহরিয়ার কবীর বলেছেন:
ব্রাদার, মজা লইয়েন না-যদি বুদ্ধিমানরা হাতাশায় ভোগেন, তাহলে দেশ-জাতি চলবে কিভাবে??এবার আমি সিরিয়াস চোরদের শায়েস্তা করবো। যদি সহেযোগিতা করেন,তবে ঠান্ডা মাথায়!
ধন্যবাদ।
৪২| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২২
বিলিয়ার রহমান বলেছেন: যদিও ভীষণ ব্যস্ত সময় পার করছি তবুও কথা দিলাম সাথে আছি!
নো টেনশন!
০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৯
শাহরিয়ার কবীর বলেছেন:
এ ব্যপারে ভ্রমরের ডানা ভাইয়ের সাথে কথা হয়েছে!! আর চোরদের ছবি ব্লগে প্রকাশ করা সহ। তাদেরকে একটু নোটিশ করলে দেখবেন আর চুরি করবেনা! আমরা যা করি,তা খালি চোর, চোর বলে শব্দ করি কিন্তু সে শব্দ চোরের কানে পৌছায় না। ব্লগাররা চোররে ছবি ব্লগে প্রকাশ করলেও,কিন্তু সে কথা চোর নিজেও জানে না।
ধন্যবাদ ভাই।
৪৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩২
বিলিয়ার রহমান বলেছেন: ৪২ নম্বর মন্তব্যের প্রতি উত্তরের সাথে সহমত!
০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন:
এই পদ্ধতি অবলম্বন করলে, কিছুটা হলেও কবিতা চুরি রোধ করা সম্ভব !!!
ধন্যবাদ ভাই!!
৪৪| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: হু তবে বেশ খাটুনির কাজ হবে!
]আমি একা একা বেশ কিছুদিন করেছিলাম!
০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫১
শাহরিয়ার কবীর বলেছেন:
এ নিয়ে ব্লগে তথ্য ও সেবা কেন্দ্র খোলা হবে !!! আর সবার সহযোগিতা লাগবে !! যার, যার কবিতা চুরি হয়েছে আর কে,কে চুরি করেছে!! ব্লগাররা তা জানিয়ে দিবে এবং এ নিয়ে একটা নোটিশ লেখা থাকবে !!! একটা ফরম্যটে সে লেখাটা কপি করে সকল চোরদের নোটিশ করা হবে। তাতেও যদি কাজ নাহয় তারপরে তার ছবি ব্লগে প্রকাশ করে আবার তাকে নোটিশ করা হবে ! বলা হবে যে আপনার ছবি সহ ব্লগে প্রকাশ করা হয়েছে আর বিশেষ করে লোকজন ব্লগের কথা শুনলে এমনিতে ভয় পায়।
অনেকে না বুঝে কবিতা চুরি করে।এই চোর কাহিনি আর শুনতে ভাল লাগে না।
একটা ফেসবুক আইডি লাগবে !শুধুমাত্র চোরদের জন্য ব্যবহারের জন্য।এর নিয়ে নতুন কোন আইডিয়া বের করুন।খামাকা হতাশায় ভুগে লাভ নেই। কেউ অন্যায় করবে তার প্রতিহত করার রাস্তাও বের করতে হবে।
ধন্যবাদ ভাই।
৪৫| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: এটাও চুরি হইবেক
সুন্দর হয়েছে ভাইয়া +
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা চোরদের শুভ বুদ্ধি উদায় হোক .....
ধন্যবাদ আপু।
৪৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৩
নায়না নাসরিন বলেছেন: ভাইয়া চোর না শুনে ধর্মের কাহীনি
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা চোরদের শুভ বুদ্ধি উদায় হোক .....
ধন্যবাদ আপু।
৪৭| ০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: চোরে না শোনে ধর্মের কাহিনি।
শুভ কামনা কবি।
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা চোরদের শুভ বুদ্ধি উদায় হোক .....
ধন্যবাদ ভাই।
৪৮| ০৯ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৫৩
এলিয়ানা সিম্পসন বলেছেন: LOL.
০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন: LOL. মানে কি ???
শুভ ব্লগিং !!
৪৯| ০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২০
মোস্তফা সোহেল বলেছেন: আমি আগে এই পোষ্টে একটি কমেন্ট করছিলাম মনে হয়।
আমার কমেন্টটি খুজে পাচ্ছি না!
আমার কমেন্ট কে চুরি করল জাতি জানতে চাই??
১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৫
শাহরিয়ার কবীর বলেছেন:
চুরি হয়ে গেল !!! এর তীব্র পবিতাদ জানাই।
৫০| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৮
জীবন সাগর বলেছেন: চোরদের লজ্জা নাই ভাই, আরো উল্টো ঝাড়ি মারে
খুব সুন্দর কবিতা গড়েছেন কবিতা চোরদের নিয়ে। ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৪
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
খুব সুন্দর।
আমি মুগ্ধ।