![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি নীলপরী -এর প্রেমসমাধিতে রক্তগোলাপ হয়ে ফুটবো
কবিতা অনুভবে প্রতিকাব্যে লেখার চেষ্টা......
তোমার এক ফোঁটা অশ্রুর জন্য
আমি আরও শত শতাব্দী প্রতীক্ষায় থাকব,
প্রেম-সমাধিতে রক্তগোলাপ দিতে নয়
পারলে দিয়ে যেও তোমার অশ্রু জল
তবে পাবে এ হৃদয় দু-দন্ড শান্তির স্পর্শ !
তুমি যোজন-বিয়োজনে হিসাবে বড় হিসাবী
তোমার কল্পনাগুলো বড় কাল্পনিক.... !!
আমি তো নই কোন জীবনানন্দ দাশ ...
যে আরেক কাল্পনিক চরিত্র রচনা করে যাব
হাজার বছর ধরে হেটে যাব পৃথিবীর বুকে,
বনলতার মত করে খুঁজে যাব,
চেয়েছিলাম তোমায় নিয়ে যাব
আমাদের ভালবাসার মিলন মেলায়।
তোমার নীরবতা ঝুলে আছে
এ ভালবাসার সুন্দর ভবিষৎ এবং
নিশ্চিত-অনিশ্চয়তার দোলকের মাঝে?
জেনে রাখো, শুধু মনে রেখ...
ভালবাসায় কোন লুকোচুরি খেলা নয়
বা তাস-পাশা নিয়েও জুয়া খেলা নয়..
আজ নিঃসঙ্গ গ্রহের মত আমিও যে একা
তোমার নীরবতার নীরব আঘাতে কক্ষচ্যুত
জন্ম দিয়েছে এক প্রশ্নবিদ্ধ প্রেমের সমাধি
যদি কখনও তোমার সময় হয়
প্রেমসমাধিতে রক্তগোলাপ নয়
পারলে দিও তাতে তোমার বিন্দু অশ্রু ফোঁটা
তবে পাবে এ হৃদয় দু-দন্ড শান্তি
সূচিস্মিতা.. .
ছবিঃ নেট।
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩২
শাহরিয়ার কবীর বলেছেন:
অসংখ্য ধন্যবাদ।
২| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৭
আশরাফুল এষ বলেছেন: বাহ ।।চমৎকার
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
অসংখ্য ধন্যবাদ।
৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৩
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার মায়াময় কথামালার অনুভূতিতে পরিপূর্ণ ।
ভাললাগা।
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন:
অসংখ্য ধন্যবাদ,ভাই।
৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৫
শায়মা বলেছেন: আহারে!!!!!
শিরোনাম দেখেই তো আমার কান্না এসে যাচ্ছে!
আমি এক বিন্দু অশ্রু দিলে চলবে!!!!!!!
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
তারাতারি বিকাশ করে তোমার এক বিন্দু অশ্রু পাঠিয়ে দাও !!!
শায়মা আপু,কবিতা কেমন হয়েছে তারাতারি বলে যাও !!!!
৫| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫১
রোমিওজনুরফিয়াস প্যারিছন্ডিএব্দাশ বলেছেন:
শিরোনাম য্যামনে টাইনা আনলো, ভিতর ততটা যূতসঁই হইল কই? আপনি কিন্তু এর থেকে ভাল কবিতা লেখেন, আমি জানি।
৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনি আর আমার ব্লগ মন্তব্য করেবন না !!! এর কারণ জানতে চাইলে ,অনেক কারণ বের হয়ে আসতেও পারে।এটা আপনার কাছে অনুরোধ রইল।
ধন্যবাদ।
৬| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১১
রোমিওজনুরফিয়াস প্যারিছন্ডিএব্দাশ বলেছেন:
চেইত্তা গেলেন ক্যারে ভাই? সমালোচনা সহ্য করার মেন্টালিটি নাই তো লিখতে যান ক্যান? আর কি কারণ বের হয়ে আসতে পারে একটু কনতো দেখি, শুইনা দিলডা ঠান্ডা করি।
৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
শাহরিয়ার কবীর বলেছেন:
সমালোচনা কারেণ এই “শাহরীয়ার কবীর” কখনো রাগে না !!! একবার নিজের বিবেক প্রশ্ন করুন না,আপনি কে? আবারও বলছি আপনি আর আমার ব্লগে মন্তব্য করবেন না। এটা আমার লাষ্ট অনুরোধ রইল! অন্য ব্লগে গিয়ে মন্তব্য করুণ; আপনার যা ইচ্ছা করুন ।সেটা আমার দেখার বিষয় না। এরপরে আমার কি করণী তা আমি করতে বাধ্য হবো।
ধন্যবাদ।
৭| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
রোমিওজনুরফিয়াস প্যারিছন্ডিএব্দাশ বলেছেন:
সমালোচনা কারেণ এই “শাহরীয়ার কবীর” কখনো রাগে না !!!
অনেকটা বাংলা সিনেমার ডায়ালগের মত শুনাইলো দেখি। আমি কে সেইটা তো আমি নিজেই জানি, তো আবার প্রশ্ন করা করির ব্যাপার আসতেছে ক্যান?
যাউকগা, আপনার লাস্ট অনুরোধটা রাইখা দিলাম। আপাতত আপনার লাইগা এক বালতি সমবেদনা। টা টা বাই বাই!
৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন:
আমার মাথায় একটু সমস্যা আছে !!! বিষয়টা কম-বেশি ব্লগের সবাই জানে; আপনি নতুন ব্লগার তাই হয়তো, বিষয়াট জানেন না। : এখন সে যাইহোক,অনুরোধ রেখেছেন জন্য অনেক অনেক ধন্যবাদ।
শুভ হোক আপনার সামু ব্লগিং.....
৮| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
উম্মে সায়মা বলেছেন: বাহ বাহ। জাত কবি একেই বলে!
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২২
শাহরিয়ার কবীর বলেছেন:
অসংখ্য ধন্যবাদ।
৯| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা পড়ে গেলাম ভাই, মুগ্ধ হয়েছি শব্দ গাঁথুনিতে।
শুভকামনা সবসময়
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫
শাহরিয়ার কবীর বলেছেন:
অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি।
১০| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০১
মৌমুমু বলেছেন: খুব সুন্দর লিখেছেন কবি শাহরিয়ার কবির। তারচেয়েও ভালো লাগছে আপনার আর নীলপরি আপুর কবিতার উত্তর প্রতিউত্তরগুলো পড়তে। শুভকামনা রইল আপনাদের দুজনের জন্যই!
ভালো থাকবেন।
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
অনেক দিন পরে আপনাকে ব্লগে পেলাম!! ভাল আছেন নিশ্চয় !!!
অসংখ্য ধন্যবাদ।
১১| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৪
মলাসইলমুইনা বলেছেন: শায়মা শক্রজের মতো কথা বলছে | এই কবিতায়
শুধুই এক ফোটা অশ্রুজল ?
এই বিরহে কান্নাতো বর্ষা বৃষ্টির জল ছলছল
বিরহের কবিতা বড় বিরহ এনেছে মনে কবি ! কবিতার উত্তর প্রতিউত্তর দারুন হচ্ছে | আদ্যন্ত, মানে কবিতার শিরোনাম শুরু থেকে শেষ লাইন পর্যন্ত ভালো হয়েছে |
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা ...... কবিতা পড়ে এক ফোঁটা জল কেন, এই অপরাধে ।। শায়মা আপুর বিচার চাই ???
অসংখ্য ধন্যবাদ ভাই।
১২| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৭
তারেক ফাহিম বলেছেন: দুঃখিত প্রথম মন্তব্যটি ভুল বসত কবিদের চলে আসল।
মন্তব্যের প্রত্যিত্তরে কবির উভয় কবিতার ভালো লাগলো।
প্রথম মন্তব্য ডিলেট করে দিবেন কবি।
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক আছে কোন সমস্যা নেই !!
অসংখ্য ধন্যবাদ ভাই।
১৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩২
এফ.কে আশিক বলেছেন: দারুন লেখনি...
কবিতায় মুগ্ধতা... কবি।
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ভাই।
১৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবিতার জোয়ারে ভেসে গেলাম ।
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ।
১৫| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মৌমুমু দেখা যায় ফিরে আসছে ব্লগে।
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন:
হুমম, মৌমুমুকে দেখা যাচ্ছে !!!
১৬| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৪
শায়মা বলেছেন: ১১. ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৪ ০
মলাসইলমুইনা বলেছেন: শায়মা শক্রজের মতো কথা বলছে | এই কবিতায়
শুধুই এক ফোটা অশ্রুজল ?
এই বিরহে কান্নাতো বর্ষা বৃষ্টির জল ছলছল
বিরহের কবিতা বড় বিরহ এনেছে মনে কবি ! কবিতার উত্তর প্রতিউত্তর দারুন হচ্ছে | আদ্যন্ত, মানে কবিতার শিরোনাম শুরু থেকে শেষ লাইন পর্যন্ত ভালো হয়েছে |
তাইলে যাই ----
আকাশটাকে দেই পাঠিয়ে
মেঘশুদ্ধ ঐ খানে
নীলপরি আর কবীরভায়া
লিখছে কাব্য যেইখানে......
মেঘ উছলি জল ছলছল
কলকলকল সূর তুলে
ভাসিয়ে দেবে এই পৃথিবী
কাব্য কথার ঝড় তুলে।
শাওন রাতে কথার ফাঁদে
পড়বে ধরা ইলিশ-কই-টুইনা
রাঁধবে বসে ভাবীজি আর খাবেন
ভাইয়া মলাসইলমুইনা.....
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১০
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর ছড়া হয়েছে শায়মা আপু ।
১৭| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৪
সুমন কর বলেছেন: মিষ্টি কবিতা, ভালো লাগল।
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৯
শাহরিয়ার কবীর বলেছেন:
অসংখ্য ধন্যবাদ দাদা।
১৮| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৯
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর মিষ্টি কবিতা +++
আমি তো নই কোন জীবনানন্দ দাশ ...
যে আরেক কাল্পনিক চরিত্র রচনা করে যাব
হাজার বছর ধরে হেটে যাব পৃথিবীর বুকে,
বনলতার মত করে খুঁজে যাব,
এখানে একটা কথা বলার ছিলো, বনলতা কাল্পনিক চরিত্র নয়!
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৮
শাহরিয়ার কবীর বলেছেন:
হুমমম..... বনলতারা ‘‘পেত্ন আত্মা’’ হয়ে মাল্টি-নিক নিয়ে সামুতে ব্লগে ব্লগিং করছেন !!!
ধন্যবাদ।
১৯| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৬
আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,
বাহ বেশ তো কবিতার লেনদেন হচ্ছে !
কেউ কবিতার প্রেমসমাধিতে রক্তগোলাপ হয়ে ফুটতে চাইছে , কেউ চাইছে এক বিন্দু অশ্রু জল । সে অশ্রুজলে সিক্ত হয়ে রক্তগোলাপ পাপড়ি মেলুক তার...................
০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা, ভাই,... কবি লড়াই চলেছে। নীলপরীর কবিতা অনুভবে এ প্রতিকব্যে লেখার চেষ্টা করেছি।এখন দেখি কতদূর নিয়ে যেতে পারি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,ভাই।
২০| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রিয় কবির কবিতাখানি খুবই যত্নসহকারে পড়লাম, প্রতিটি শব্দ আর বাক্যের ঝংকারে কবিতাখানি যেন সুন্দর হতে আরো সুন্দর হয়ে উঠেছে
০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩০
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়ে জেনে খুব ভাল লাগলো,আপু।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২১| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১:১৯
জাহিদ অনিক বলেছেন:
বাহ !
আপনি যে জীবনানন্দ নয়; বরং আপনি শহরিয়ার কবীর।
আপনি রচে ফেলেছেন আপনার চরিত্র, সূচিস্মিতা ।
বাহ সুন্দর নাম, সুন্দর কবিতা। ঠিক যেন ফুল নেবে না অশ্রু নেবে হই আকুল।
ভালোলাগা রইলো।
পরের পর্বে নীলপরি আপুর জন্যও শুভ কামনা রইলো।
তবে কবিতায় আরেকটু খেলতে পারতেন তো !
অনিশ্চিত অরবিট চ্যুত ইলেকট্রন না হয়ে আয়নিক বা সমযোজী বন্ধনে আবদ্ধ হতে নাই চাইতেই পারতেন তবে একা ইলেকট্রনের ঋনাত্মক চার্যের ঋণাত্মকতা আরেকটু গভীর বেদনায় দেখাতেই পারতেন !
০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা, সুন্দর বলেছেন। কেন জানি, আমি আট-দশ লাইনের বেশি লিখতে পাড়ি না।।পরে আরো ভাল করার চেষ্টা থাকবে, প্রিয় কবি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২২| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ৭:১১
মলাসইলমুইনা বলেছেন: @ শায়মা, হায় হায় এর মানে কি? সামুর সাহিত্য ব্রম্মান্ডের এই কাব্য ব্লগ ছায়পথ অংশের পুরো রাজাধীরাজ হলো শাহরিয়ার কবীর| এই সাম্রাজ্যের সকল প্রশংসা,স্তুতি,তর্পন শুধুই শাহরিয়ার কবীরের প্রাপ্য | তার সাম্রাজ্যে আবার আমার মতো অভাজনকে নিয়ে আসা কেন? ( তবে চুপি চুপি বলি, যদিও টুইনার সাথে মলাসইলমুইনা মিল আপত্তিজনক (আমি খাওয়া দাওয়া খুবই কন্ট্রোল করি !) তবুও আমাকে লইয়া মর্ত্যের রচিত প্রথম কবিতার জন্য কবিকে ধন্যবাদ জানানো ফরজ বলিয়া প্রতীয়মান হইলো)|
০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫০
শাহরিয়ার কবীর বলেছেন:
সামুর সাহিত্য ব্রম্মান্ডের এই কাব্য ব্লগ ছায়পথ অংশের পুরো রাজাধীরাজ হলো শাহরিয়ার কবীর|
শায়মা আপু,উপরের মন্তব্য মনোযোগ দিয়ে পড়....দেখো!!! দেখো !!! আমি এখন কত বড় মাপের কবি !!!!!!!!!!
এখন ওনার মন্তব্যর প্রতিউত্তের তোমার বক্তব্য কী বলার আছে তা শোনার অপেক্ষায় রইলাম।
২৩| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: দেরীতে চোখে পড়েছে তাই কমেন্টে পিছিয়ে পড়লাম। ভাই আপনাদের কবিতার প্রতিযোগিতা দেখে খুবই আনন্দ লাগছে। আরেকটা সুখপাঠ্য কবিতা উপহার দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০১
শাহরিয়ার কবীর বলেছেন:
কোন সমস্যা নেই, ভাই । কবিতা পড়েছেন, এটা আমার ভাল লাগা; আগে পরে, যখন পড়েন না কেন,,,,,,।
অসংখ্য ধন্যবাদ,ভাই।
২৪| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪
নীলপরি বলেছেন: এ যে দেখছি শব্দবান । খুব ভালো লাগলো কবিতা । কুর্ণিশ জানালাম ।
শুভকামনা ।
০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন:
তবে প্রতিকাব্যে আবার মিসাইল ছুড়বেন না দয়া করে । ( আপনার পোষ্টে আামকে দেওয়া আপনার প্রতিউত্তর ছিল)
এই সমস্যা কী এ কবিতা আছে ?
হা, হা, হা......... একটু বেশি হয়ে গেল না !!!
অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা।
২৫| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রতিকাব্যোল হইছে।
০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ভাই।
২৬| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩
রাসেল উদ্দীন বলেছেন: কবিরে দু-দন্ড শান্তি দাও ওগো সূচিস্মিতা রাণী!
০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭
শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা....... কবিতার প্রতিউত্তর দেওয়ার খাতিরে দুজনে নায়ক-নায়িকা সেজেছি । বিষয়টা দারুণ ব্যপার-স্যপার না!!! কি বলেন !!!
ধন্যবাদ ভাই।
২৭| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: নিঃসঙ্গ গ্রহের মত আমিও যে একা /
ভালো লাগছে।
০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২২
শাহরিয়ার কবীর বলেছেন:
অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি।
২৮| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রতিউত্তর মিষ্টি ও সুন্দর হয়েছে।
০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২১
শাহরিয়ার কবীর বলেছেন:
অসংখ্য ধন্যবাদ,প্রিয় কবি।
২৯| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'প্রতি কাব্য ভাল হইছে' লিখতে চাইছিলাম
০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা.... প্রিয়, ভাই-ব্রদারা আমার ব্লগে ঘুরে গেলেই আমি খুশি ।। ততে কোন সমস্যা নেই ।। কিছু পুরাতন ব্লগ পড়া বাকি আছে
তা পড়েই আপনার ``তথ্যবহুল পোষ্ট‘‘ পড়তে আপনার ব্লগে আসছি ।।
আবারও ধন্যবাদ ভাই।
৩০| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মৃত্যুর পর এক ফোঁটা চোখের পানির জন্য এত মিনতি?
এই জন্য তাদের সাথে দূরত্ব বজায় রাখি যারা প্রেম করে।
আমাকে মারধর করলেও আমি অবলার চোখের পানি পান করব না।
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
এখানে, কবি লড়াই চলেছে ভাই।মানে পালাগান ।। কিছু অযৌক্তিক ছন্দ মেলাতে যা করা লাগে তাই.... ।
ধন্যবাদ, ভাই ।
৩১| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ২:২৮
নীহার দত্ত বলেছেন: কবিতা ভাল লাগলো, সহজ সরল কবিতা। কোন মার প্যাচ নেই। এটাই ভাল লাগে।
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
আমার ব্লগে আপনাকে স্বাগতম !!!
ধন্যবাদ।
৩২| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:১২
মনিরা সুলতানা বলেছেন: আহা !!!আহা !!
এমন অভিমান প্রসূত মিনিতি কাব্য নীলপরি নিলাঞ্জনার কাছে শব্দবান মনে হলো ?
হৃদয়হীনার কাছে দু'ফোটা চোখের জল ই চাইলো !!
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন:
হাঃ হাঃ হাঃ ... আপা,দারুণ বলেছেন ।। চোখের জলের হয় না কোন রঙ ...... এটাও তেমনি রঙহীন ভালবাসা প্রতিছবি !!!
ধন্যবাদ।
৩৩| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:১৬
নীলপরি বলেছেন: তবে প্রতিকাব্যে আবার মিসাইল ছুড়বেন না দয়া করে । ( আপনার পোষ্টে আামকে দেওয়া আপনার প্রতিউত্তর ছিল)
এই সমস্যা কী এ কবিতা আছে ?
ছোঁড়ার পর জানতে চাইছেন ? কবিতাটা খুব ভালো হয়েছে । আবারো বললাম ।
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন:
আর কতটা লিখতে হবে ?? আপনার কবিতাগুলো খুব ভাল হচ্ছে ।। আর আমার গুলো পাঠক পড়ে মনে মনে বেজার হচ্ছে।।
৩৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৫
জুন বলেছেন: গোলাপের চাইতে ইদানীং অশ্রু ফোটা মনে হয় দুর্মুল্য শাহরিয়ার কবির।
তাইতো খৈয়াম বলেছেন :-
ভাগ্য তোমার মূর্খ জগত
এক বিষয়ে নেহাত কানা
কোন জিনিসের কদর কত
নেইকো সেটা ওদের জানা,
আসল নকল চেনার যদি
সাধ্যটুকু থাকতো তার
দ্রাক্ষা-সুধা সূলভ কিগো
পানশালাতে রাখতো আর!
গোলাপ ফুলের সংগ সখী
ইচ্ছে হলেই কেউ কি পেতো?
একটি গোলাপ কিনতে তখন
সব কিছু যে বিকিয়ে যেত।"
বুঝেছেন তো এই জগতে কোন জিনিসের কদর না জানলে কি হয়? আপনার কবিতায় লাইক সাথে সর্বগুনে গুণান্বিতা কবি ও প্রিয় ব্লগার শায়মার কবিতাটিতেও।
+
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:০০
শাহরিয়ার কবীর বলেছেন:
হাঃ হাঃ হাঃ ... খুব সুন্দর মন্তব্য করেছেন, আপু। আসলে এটা কবিতা মৌলিক না, কাল্পনিক কবিতা। কবি নীলপরির কবিতার প্রতিকাব্যে .. কল্পনায় করে লেখা চেষ্টা আর কি। আর শায়মা আপু অনেক ভাল কবিতা লেখেন। আপনাদের দুজনের জন্য রইল শুভ কামনা।
ধন্যবাদ।
৩৫| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:০৯
বিলিয়ার রহমান বলেছেন: দুই কবির কবিতার যুদ্ধ দেখে ভালো লাগছে!
বেশ উপভোগও করছি!
++
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:২৬
শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ মেয়া বাই !!!
৩৬| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:১০
বিলিয়ার রহমান বলেছেন: শান্ত চিত্তে কবিতাটা পাঠ করলে বেশ আরাম লাগবে হয়তো!
কবিতায় একটা বিশেষ ভাব লক্ষ্যণীয়!
যুদ্ধ চলুক!
শুভকামনা!
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
পাশে থাকর জন্য ধন্যবাদ ।।
৩৭| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: খালি ধন্যবাদ দিলে কি চলবে???
খচ্চা টচ্চা কি কিছু কইরবেন নাহ????
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন:
যদি এই ‘‘অবুঝ শিশুর’’ কবিতাখানি আপনাদের এতোটুকু ভাল লাগে, তবে একটা ভোট দিতে ভুলবেন না। ???
৩৮| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৯
দীপংকর চন্দ বলেছেন: অদ্ভুত আবেগ পুরো কবিতা জুড়ে!!
শুভকামনা কবি।
অনেক অনেক শুভকামনা।
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, দাদা ।
৩৯| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫২
বিলিয়ার রহমান বলেছেন: একটা ভোট দিতে না
১ টা ভুট দিয়া গেলুম! এইবার টেহা দেন!
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন:
টাকা দিমু না দাদু !!! টেকার অভাবে আমার বিয়ে হচ্ছে না ।।
৪০| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৩
ডঃ এম এ আলী বলেছেন:
লিংক ধরে ধরে সবগুলি কবিতা দেখে এলাম এক এক করে ।
কবিতার প্রতি উত্তরে কবিতা দেখে চিত্তে নাচন ধরে ।
একটি কবি ছন্দ দেয় একটি কবি শব্দ,একটি কবির কবিতায় একটি কবি জব্দ ।
একটি কবি সুর বেধেছে ধরতে, একটি কবির লেখনিতে বলা হয় সমাধি গড়তে
কোন্ কবিতায় প্রেম বেশী আর কোন্ কবিতায় দুঃসময় , পারি নাক বুঝতে ।
একটি কবি সূচিস্মিতা , একটি কবি নিলাঞ্জনা, একটি কবি কথার জালে মিলায় দুরপানে ।
একটি কবি আগায় বেশী একটি কবি ভাবায় বেশী চোখে দেখায় দুরের আলো
একটি কবি আঁধার রাত,একটি কবি নিশীত রাতে জ্বালায় প্রদিপ ভালো ।
কবিতা গুলির সব কথা মনে নাই, তবে কবিতাগুলি হয়েছে সরস,
তাতে কোন সন্দেহ নাই ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৬
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনি অনেক সুন্দর করে এ কবিতা বিশ্লেষণ করে ,খুব সুন্দর করে মন্তব্য করেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই,
শুভেচ্ছা রইল।
৪১| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩১
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: সূচিস্মিতা। অসাধারণ একটি নামের অসাধারণ একটি কবিতা।
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৪
শাহরিয়ার কবীর বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ।।।
৪২| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৬
চানাচুর বলেছেন: বরাবরের মতো আবেগে টইটম্বুর
লেখা ভাল হয়েছে
১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৯
শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ !!! কপি-পেষ্ট বন্ধ মোবারক ।।
৪৩| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩১
কথাকথিকেথিকথন বলেছেন:
এতো দেখছি বিসণ্ণতা, অভিমান, আক্ষেপের উপর ভর করে গভীর প্রেমের লেনদেন হচ্ছে ! এর নাম কী দেয়া যায় ? কৃষ্ণরাত্রির প্রেম !
কবিতা ভাল লেগেছে ।
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন:
কৃষ্ণরাত্রির প্রেম !
ঠিক আছে !!!!!
ধন্যবাদ ।।
৪৪| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১
চানাচুর বলেছেন:
স্ক্রিনশটে সুস্বাগত
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন:
এখন ঠিক হয়ে গেছে !!!! ইচ্ছা মত আবারও ব্লগিং চালিয়ে যান ।।।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৭
মোস্তফা সোহেল বলেছেন: বাহ খুব মিষ্টি কবিতা হয়েছে।
যদিও কবিতায় বিরহ দেখা যাচ্ছে।+++