![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি নীলপরী -এর পারুর চোখে বাঁধহীন খরস্রোতা
কবিতা অনুভবে প্রতিকাব্যে লেখার চেষ্টা......
তুমি আমাকে-
এ কি প্রশ্ন ছুড়ে দিলে নীল অপরাজিতা!
এ প্রশ্নাঘাতে আমি জর্জরিত
তীরবিদ্ধ ব্যাধের মত আহত, পরাভূত।
এ কেমন লুকোচুরি খেলা?
দুঃখের অশ্রু বিনিময়?
অসহ্য যন্ত্রণা ধীরে ধীরে গ্রাস করছে আমাকে
হৃদয় ঝলসানো কষ্ট নিয়ে আজীবন
রচিত হয়ে থাকবে
এ অমর প্রেম-কাহিনী ।
এ অশ্রু ঝরার শেষ কোথায়?
বলতে পারো তা?
এই নিষ্ঠুর পৃথিবীর মত ছিল,
তোমার নিষ্ঠুর নীরবতা !
দিয়ে গেল আমাকে অশ্রু বিন্দুর এক অমূল্য মনিহার!
দু-দন্ড শান্তি প্রার্থী এই আমি
কড়া নেড়েছিলাম দুয়ারে তোমার!
অথচ যন্ত্রনাক্লিষ্ট
আঘাত জর্জরিত-ব্যথিত হৃদয়ে
আমি আজ শরবিদ্ধ বনের হরিণ!
ছবিঃ নেট।
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩২
শাহরিয়ার কবীর বলেছেন:
হাঃ হাঃ হাঃ ... ভাই, ভাল বলেছেন ।
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
২| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৩
রাসেল উদ্দীন বলেছেন: মন্তব্যে কিছু বলার নেই!
শুধু অফুরন্ত ভাল লাগা দিয়ে গেলাম!!
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩১
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৫
এফ.কে আশিক বলেছেন: দারুন লিখেছেন... কবি শাহরিয়ার কবীর ভাই।
কবিতায় মুগ্ধতা...+++
শুভ কামনা...
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩০
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
৪| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৪
নীলপরি বলেছেন: কবিতা খুবই ভালো হয়েছে । +++++++
অনেক শুভকামনা রইলো ।
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন:
সখী,আর কতটা প্রতিকব্যে লিখতে হবে? কিছু বুঝতেছি না.... !!!
ধন্যবাদ ।
৫| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪২
নীলপরি বলেছেন: যা লিখেছেন , এরপর আর আমি লিখতে পারি কিনা দেখি ? ভাবছি ....
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৭
শাহরিয়ার কবীর বলেছেন:
তারাতারি লিখে ফেলুন। আপনি অনেক সুন্দর কবিতা লেখেন।
শুভ কামনা রইল এবং ভাল থাকুন, বন্ধু।
৬| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন: রাবরের মতো চমৎকার সব প্রশ্ন জাগানিয়া কাব্য।
++++++
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৪
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
৭| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চমৎকার ভাই, আবারও বাজিমাত! চালিয়ে যান ভাই। জন্ম নিক আরও চমৎকার কিছু কবিতা। কবিতায় প্লাস।
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৫
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
৮| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৫
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন ++++++++
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৫
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
৯| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১১
জাহিদ অনিক বলেছেন:
শেষ লাইনের সূত্র ধরেই নজরুলের গান থেকে বলছি,
বনের হরিণ আয় রে বনের হরিণ আয়
কাজল-পরা চোখ নিয়ে আয় আমার আঙিনায় রে।।
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২০
শাহরিয়ার কবীর বলেছেন:
অকবির কবিতা কত বড় কবির গান দিয়ে মন্তব্য !!!
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
১০| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৯
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: এই নিষ্ঠুর পৃথিবীর মত ছিল,
তোমার নিষ্ঠুর নীরবতা !
দিয়ে গেল আমাকে অশ্রু বিন্দুর এক অমূল্য মনিহার।
এ অমূল্য মনিহার কবিকে কবি করেছে, দুঃখতায় কষ্ট বিলাপ লিখবে বলে ।
অনেক ভাল লাগলো কবিতা।শুভ কামনা।
অফ টপিকঃ কবির ভাই নতুন পোষ্ট দিতে বললেন।দুই দুইটা নতুন পোষ্ট দিলাম।কই আপনার ছোঁয়া পেলাম না তো!
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৩
শাহরিয়ার কবীর বলেছেন:
আমি দুই দিন ব্লগে ছিলাম না....... তাই আপনার পোষ্ট পড়া হয়নি । আস্তে আস্তে সবার পোষ্ট পড়ছি এবং মন্তব্য করছি । এখন কবিতা পড়তে আপনার ব্লগে আসছি ......
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
১১| ০৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:০৫
মলাসইলমুইনা বলেছেন: আপনার কবিতার পাশাপাশি নীলপরির "পারুর চোখে বাঁধহীন খরস্রোতা" কবিতাটা আবার পড়লাম|খুবই ভালো আপনার কবিতাটা| দুই দিনের অনুপস্থিতি ক্ষমা করা হলো চমৎকার কবিতার জন্য |
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন: দুই দিনের অনুপস্থিতি ক্ষমা করা হলো চমৎকার কবিতার জন্য |
হাঃ হাঃ হাঃ..... কথায় আছে, কবি’র কবিতা দ্বারা পাঠক প্রেমে পড়ে কিন্তু কবি’র প্রেমে কেউ পড়ে না। কারণ, কবিতা দ্বারা জীবন চলে না। আপনার ভিতরে একটু ব্যতিক্রম কিছু লক্ষ্য করা যাচ্ছে। আপনি দেখি ব্লগে আমার দুই দিনের অনুপস্থিতির বিষয়টা খেয়াল রেখেছেন।
হুমম, আমিও কখনো চাই না জীবনের গতি পথটা আঁকা-বাঁকা হয়ে যাক। সবসময় চাই সহজ- সরল। সবার সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সৌহার্দ্য পূণ মনোভাবে।
ধন্যবাদ ভাই।
১২| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা অনেক ভাল লেগেছে +++
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫১
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
১৩| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪
বিলিয়ার রহমান বলেছেন: প্রেম প্রত্যাশি মন ব্যাথিততো হপেই মেয়াবাই!!!
বেদনা না থাকলে কি প্রেম হয়!!
আর নিরাবতা সেও তো সম্মতির লক্ষণ!!
++
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন:
এক কবি মনে দুঃখে বলিয়া ছিলেন কেউ কথা রাখেনি - কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি
আমার কিন্তু তেত্রিশ বছর বয়স হয়নি,মেয়াবাই .... আরো আছে বাকি।
নিরাবতা সেও তো সম্মতির লক্ষণ!!
ঠিক বলেছেন মেয়াবাই, পাথরের মূর্তিগুলো সবসময় নিরব থাকে ।
একটা শুকনা ধন্যবাদ বরাদ্দ !!!!
১৪| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১২
ধ্রুবক আলো বলেছেন: বিলিয়ার রহমান বলেছেন: প্রেম প্রত্যাশি মন ব্যাথিততো হপেই মেয়াবাই!!!
একি বললেন বিলি ভাই!? একদম তাজা সইত্য কথা।
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫০
শাহরিয়ার কবীর বলেছেন:
নিরাবতা সেও তো সম্মতির লক্ষণ!!
মেয়বাই এখন বিরাট বড় দাশর্নিক !!!!! কিন্তু সে না, পাথরের মূর্তিগুলো সবসময় নিরব থাকে ।
আবারও ধন্যবাদ ।
১৫| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩
সামিয়া বলেছেন: এই সকল জীবনের বহু ব্যর্থ পথ
শেষ হয় তোমাকে দায়ী করে,
এটাই পরাজিতের উত্থান আর
আত্মবেদন থেকে
মুক্তির উসুলনামা।
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০০
শাহরিয়ার কবীর বলেছেন:
হাঃ হাঃ হাঃ....... প্রেম আসলে মানুষকে বড় শিক্ষা দেয়, মানুষ কষ্ট পেলেও যে শিক্ষা পায়, আবার মিলন হলেও সে শিক্ষা পায়। একটা রোমান্টিক সম্পক ভেঙ্গে যাওয়া মানে জীবন শেষ হয়ে যাওয়া না। যদিও মানুষ তার ভালবাসার গল্পটাকে অল্প অল্প করে সাজায়, আবার কেউ অথহীন জীবনের সাথে মেশায়। কিছু কিছু ভালবাসার গল্প অল্প হলেও মানুষের কষ্টটা অল্প না, কেউ অল্প কষ্টতে ভেঙ্গে পড়ে ,আবার কেউ নিজের আত্নতৃপ্তিটাকে হারিয়ে ফেলে
এই হল, ““সখী ভালবাসা কারে কয়”” এর ইতিহাস।
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়..
১৬| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬
ময়না বঙ্গাল বলেছেন: বীণাতে মোর
কাঁদিয়া ওঠে
তোমারই ভৈরবা
মুকুল মন সুবাসে তব গোপনে -একটি রবীন্দ্র পঙতি
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়..
১৭| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪
নতুন নকিব বলেছেন:
এই নিষ্ঠুর পৃথিবীর মত ছিল,
তোমার নিষ্ঠুর নীরবতা !
দিয়ে গেল আমাকে অশ্রু বিন্দুর এক অমূল্য মনিহার!
দু-দন্ড শান্তি প্রার্থী এই আমি
কড়া নেড়েছিলাম দূয়ারে তোমার!
অথচ যন্ত্রনাক্লিষ্ট
আঘাত জর্জরিত-ব্যধিত হৃদয়ে
আমি আজ শরবিদ্ধ বনের হরিণ!
-কবিতা সুন্দর।
যদি দয়া করে দেখে নিতেন-
'দূয়ারে' বোধ করি, 'দুয়ারে' হবে।
'ব্যধিত' মনে হয়, 'ব্যথিত' হওয়ার কথা।
তুমি আমাকে-
এ কি প্রশ্ন ছুড়ে দিলে নীল অপরাজিতা!
এ প্রশ্নাঘাতে আমি জর্জরিত
তীরবিদ্ধ ব্যাধের মত আহত, পরাভূত।
'ব্যাধের' শব্দটির পাঠোদ্ধারে সহযোগিতা চাই।
শুভকামনা।
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৭
শাহরিয়ার কবীর বলেছেন:
হ্যাঁ দুয়ারে এবং ব্যাথিত হবে। টাইপো হয়েছে।
অসংখ্য ধন্যবাদ নকীবভাই।
তুমি আমাকে-
এ কি প্রশ্ন ছুড়ে দিলে নীল অপরাজিতা!
এ প্রশ্নাঘাতে আমি জর্জরিত
তীরবিদ্ধ ব্যাধের মত আহত, পরাভূত।
'ব্যাধের' শব্দটির পাঠোদ্ধারে সহযোগিতা চাই।
আসলে এইখানে ব্যাধ শব্দটিকে আমি একটু অন্যভাবে লিখতে চেয়েছিলাম। ব্যাধ বা শিকারীর বুকেই তীর বিঁধে যাওয়া। মানে পরাজিত শিকারী।
শুভকামনা জানবেন।
১৮| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: আঘাত জর্জরিত-ব্যধিত হৃদয়ে
আমি আজ শরবিদ্ধ বনের হরিণ!
ব্যাথিত হবে।
ভালই লিখেছেন।
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪০
শাহরিয়ার কবীর বলেছেন:
বানান গুলো ঠিক করে নিচ্ছি !!!
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়..
১৯| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা +
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪০
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, আপা।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়..
২০| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩
রানার ব্লগ বলেছেন: প্রশ্ন সব সময়ই অস্বস্তির জানান দেয়। বিশেষ করে ভালবাসার মানুষ যখন প্রশ্ন করা শুরু করে।
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়..
২১| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা অনুভবে গানটি শুনলাম
আপনিও শুনতে পারেন।
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন:
গানটা অনেক সুন্দর.....
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়..
২২| ০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
প্রামানিক বলেছেন: এই নিষ্ঠুর পৃথিবীর মত ছিল,
তোমার নিষ্ঠুর নীরবতা !
চমৎকার কাব্য কথায় উপমা। ধন্যবাদ
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়..
২৩| ০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
সুমন কর বলেছেন: ভালো লেগেছে।
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, দাদা।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল
ভালো থাকুন সবসময়..
২৪| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
মুগ্ধ কবি
চলুক কাব্য প্রতিকাব্য সমারোহ! সৃষ্টি আননন্দে।
+++
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০১
শাহরিয়ার কবীর বলেছেন:
গুরু, দেখি কতদূর যেতে পারি....
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়..
২৫| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৬
উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর প্রতিউত্তর দিয়েছেন কবীর ভাই।++
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩১
শাহরিয়ার কবীর বলেছেন:
মাত্র দুইটা প্লাস? সাথে একটা “এ” দিলে ভাল লাগতো,
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়..
২৬| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্টিকি পোস্টের (সামহোয়্যার ইন ব্লগঃ মুদ্রার অন্য পিঠ) ৯৭ নম্বর মন্তব্যের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩০
শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ ভাই।
২৭| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৩
চানাচুর বলেছেন: আহহারে, ইচ্ছে করছে আপনার গায়ে জড়ানো লতাপাতাগুলো সব সাফ করে দিতে। বিশাল আকারের পরগাছা জন্ম নিয়েছে আপনার মনে।
১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩০
শাহরিয়ার কবীর বলেছেন:
পরগাছা পরিস্কার করার অভিযানের অনুমতি দেওয়া গেল !!!
ধন্যবাদ।
২৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: কেবল শুকনা ধন্যবাদ???
বাসি, পঁচা এসব ধন্যবাদও দিতে পারতেন কিন্তুক!!
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
দিলুম অসংখ্য ধন্যবাদ ।।।
২৯| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ব্লগে অনিয়মিত থাকায় এত সুন্দর ভালো লাগার মতো কবিতা মিস করেছিলাম!!
দারুণ লিখেছেন কবিবর, মুগ্ধ আপনার কথামালায়
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
৩০| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৯
খায়রুল আহসান বলেছেন: প্রেমের নাম বেদনা।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৮
শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা ..... হবে হয়তো!!
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
৩১| ২৮ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:২৪
চানাচুর বলেছেন: খায়রুল আহসান বলেছেন: প্রেমের নাম বেদনা।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৮
শাহরিয়ার কবীর বলেছেন: আপনারও কি তাই মনে হয়??
৩২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৪
অলিউর রহমান খান বলেছেন: ভালো লেগেছে ভাই। সুন্দর সুন্দর!
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৩
ডঃ এম এ আলী বলেছেন:
তুমি আমাকে-
এ কি প্রশ্ন ছুড়ে দিলে নীল অপরাজিতা!
এ প্রশ্নাঘাতে আমি জর্জরিত
তীরবিদ্ধ ব্যাধের মত আহত, পরাভূত।
প্রশ্নবানে যে ছন্দ জেগে উঠেছে কবির মনে
তা দিয়া কি শুধুই নীলাঞ্জনা ভজিবে
আর কবি ভক্ত সকল যাবে কার সনে
ভাবি শুধু তাই মনে মনে ।
শুভেচ্ছা রইল ।