| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজও তোমার শূন্যতা অনুভব করি
নিষ্ঠুর বিষন্ন অনুভূতির আঘাতে।।
এ কেমন নীরব যন্ত্রণা চলেছে দেহে মনে
যন্ত্রণার কি আছে এপিঠ-ওপিঠ?
ঐ নীল আকাশের সবচেয়ে দূরের তারাটি,
নামটি কী তার, বলতে পারো ?
প্রতিটি রাতে কেন সে দিয়ে যায় আমাকে
নীরব যন্ত্রণা ?
এ জীবন একদিন ধুলায় মিশে যাবে
কোমল পরশ থাকবে স্পর্শহীন
আমি আর লিখবো না কষ্টের কাব্য
কিন্তু কষ্ট ছাড়া জীবনের কি মূল্য?
ছবিঃ নেট।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৬
কবীর বলেছেন:
আজকে আর ব্লগে কবিতা লিখব না !!
জয় বাবা রাইট বাটন !!!!
ব্লগ থেকে এখনো কবিতা চুরি হচ্ছে।
ধন্যবাদ ।
২|
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: "এ জীবন একদিন ধুলায় মিশে যাবে
কোমল পরশ থাকবে স্পর্শহীন
আমি আর লিখবো না কষ্টের কাব্য
কিন্তু কষ্ট ছাড়া জীবনের কি মূল্য?"
অনেক ভাল লাগলো কবিতাখানি। চমৎকার জাগত্রবোধ শাহরিয়ার কবীর ভাই।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৮
কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
৩|
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাহমুদুর রহমান সুজন বলেছেন: "এ জীবন একদিন ধুলায় মিশে যাবে
কোমল পরশ থাকবে স্পর্শহীন
আমি আর লিখবো না কষ্টের কাব্য
কিন্তু কষ্ট ছাড়া জীবনের কি মূল্য?"
অনেক ভাল লাগলো কবিতাখানি। চমৎকার জাগত্রবোধ শাহরিয়ার কবীর ভাই। লাইন কটি আমারও বেশ লেগেছে।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৮
কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
৪|
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৬
মৌমুমু বলেছেন: খুব সুন্দর লিখেছেন শাহরিয়ার ভাইয়া।
ভালো লাগলো। ভালো থাকবেন।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৯
কবীর বলেছেন:
অনেক দিন ধরে আপনার কবিতা পড়া হয়না।।একটা নতুন কবিতা লিখে, তারাতারি সবাইকে উপহার দেন ।
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
আপনিও ভালো থাকুন সবসময়...
৫|
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৯
নাগরিক কবি বলেছেন: আহ হা, কি প্রেম ও বিরহ ![]()
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২১
কবীর বলেছেন:
আহা !!! সখী ভালবাসা কারে কয় !!!!
ঐ মিয়া কই থাকেন ?? ব্লগে দেখি না যে।।
ধন্যবাদ ।।
৬|
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২১
মিথী_মারজান বলেছেন: জীবন অমূল্য। আর কষ্টেরা মূল্যহীন।
কষ্ট না থাকলে হয়ত: সুখ এত মোহনীয় হতো না।
তবে তারপরও আমি বলব, কষ্ট না থাকলেও জীবনের মহাত্ম কখনোই কমে যেত না।
হৃদয় ছোঁয়া কবিতা।
অনেক ভাল লাগা রইল।![]()
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২২
কবীর বলেছেন:
আমার ব্লগে আপনাকে স্বাগতম !!!!
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
আপনি ভালো থাকুন সবসময়...
৭|
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৩
ধ্রুবক আলো বলেছেন: ভাই ঠিকই আর কষ্টের কবিতা লিইখেন না, অন্তত কয়েকদিনের জন্য।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩১
কবীর বলেছেন:
আজকে আর লিখুম না !!! কাল থেকে কবিতা লেখা আবার শুরু।।
ধন্যবাদ ।।
৮|
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৭
প্রামানিক বলেছেন: ভালই হয়েছে, তবে কবিতার লাইন কপি করতে পারি নাই দেখে খুশি হলাম। কাট কপি পেষ্ট বন্ধ।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৭
কবীর বলেছেন:
প্রামানিক ভাই, চুরি বিদ্যা আপনার জানা না থাকলেও চোরের কিন্তু জানা আছে ।।।
আজকের পোষ্ট কাজী ফাতেমা ছবি আপার কবিতা অবস্থা দেখুন ।।

৯|
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৮
জাহিদ অনিক বলেছেন:
শূনত্যায় ডুবে গেছি আমি !!
যত দোষ সব আর্য ভট্টের! উনিই তো শূন্য আবিষ্কার করেছিলেন!
কবিতার গভীরতা বুঝতে পারলেও কিছুটা রসিকতা করেই বিদায় নিলাম কবি।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫০
কবীর বলেছেন:
ভারতীয় ও আরবীয় অংক দাদুরা তাদের নবধারা পাতে ““০”” থেকে শুরু আরো কিছু দিয়েছিলেন। এখন নিজে বুঝি না ঋণাত্নক আছি না, ধনাত্নকে।। এ শূন্য নিয়ে বেশি চিন্তা করতে গেলে আরো শূন্য হয়ে যেতে পারি ।
। আপনাকে বিদায় দেওয়া হল।।
ধন্যবাদ।।
১০|
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৪
নাগরিক কবি বলেছেন:
আজও তোমার শূন্যতা অনুভব করি
নিষ্ঠুর বিষন্ন অনুভূতির আঘাতে।।
এ কেমন নীরব যন্ত্রণা চলেছে দেহে মনে
যন্ত্রণার কি আছে এপিঠ-ওপিঠ?
ঐ নীল আকাশের সবচেয়ে দূরের তারাটি,
নামটি কী তার, বলতে পারো ?
প্রতিটি রাতে কেন সে দিয়ে যায় আমাকে
নীরব যন্ত্রণা ?
এ জীবন একদিন ধুলায় মিশে যাবে
কোমল পরশ থাকবে স্পর্শহীন
আমি আর লিখবো না কষ্টের কাব্য
কিন্তু কষ্ট ছাড়া জীবনের কি মূল্য?
কপি পেস্ট প্রমানিক ভাই ![]()
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৬
কবীর বলেছেন:
বিশ্বাস করি না !!! এটা আপনি টাইপিং.......
১১|
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩২
এফ.কে আশিক বলেছেন: দারুন লিখেছেন কবি
শুভ কামনা...
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৩
কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
আপনি ভালো থাকুন সবসময়...
১২|
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: প্রতিমন্তব্য করেছেন দেখে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
![]()
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫২
কবীর বলেছেন:
আপনি এ কবিতাখানিতে লাইক প্রদান
করেনি দেখে কষ্ট পেলাম ।
আপনার শুভ বুদ্ধি উদায় হোক ।। ![]()
১৩|
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কষ্ট আছে বলেই সুখের এত কদর করি আমরা।
কষ্ট জীবনেরই অংশ।
আপনার কবিতা পড়ে তাই মনে হল। একমত। ভালো লাগা জানবেন।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৭
কবীর বলেছেন:
নিরন্তর ভাবে কখনো ভেবে দেখা হয়নি, এ জীবন কি ?
এতো সুখ-দুঃখও বুঝি না,এখনো যে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি; তাতেই ঈশ্বরের কাছে শুকরিয়া ।।
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
আপনি ভালো থাকুন সবসময়...
১৪|
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৫
নূর-ই-হাফসা বলেছেন:
ঐ নীল আকাশের সবচেয়ে দূরের তারাটি,
নামটি কী তার, বলতে পারো ?
প্রতিটি রাতে কেন সে দিয়ে যায় আমাকে
নীরব যন্ত্রণা ?
এই লাইন গুলো বেশি ভালো লাগল ।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫০
কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, আপা।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
আপনি ভালো থাকুন সবসময়...
১৫|
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৮
মনিরা সুলতানা বলেছেন: কে সে ক্রমাগত শূন্যতার অনুভব দিয়ে যায় !!!!
মাঝে মাঝে স্বপ্নে আসলে ও তো পারে
কবিতায় ভালোলাগা কবীর ।
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৬
কবীর বলেছেন:
মাঝে মাঝে মনটা যন্ত্রণার মন্ত্রনলায় পরিনিত হয়ে উঠে,সেখানে কে যে মূখ্য সচিব!! ![]()
আপাতত সেই উপলব্ধি করার চেষ্টায় আছি.....
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, আপা।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
আপনি ভালো থাকুন সবসময়...
১৬|
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ছোট্ট, সহজ, ভালো। ভালো লাগলো।
১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০০
কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
আপনি ভালো থাকুন সবসময়...
১৭|
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩৬
ডঃ এম এ আলী বলেছেন:
কষ্টগুলিকে মহা সুখ ভেবে নিলে
কষ্ট বলে কিছু থাকবেনা জগতে
কবিতা খুবই মধুর হয়েছে
শুভেচ্ছা রইল এই সাথে ।
১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০১
কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
আপনি ভালো থাকুন সবসময়...
১৮|
১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৮
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা অনেক ভাল লেগেছে শাহরিয়ার ভাই।
ভাল থাকুন।
১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০২
কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
আপনি ভালো থাকুন সবসময়...
১৯|
১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৬
বিলিয়ার রহমান বলেছেন: আজও তোমার শূন্যতা অনুভব করি
নিষ্ঠুর বিষন্ন অনুভূতির আঘাতে।।
এ কেমন নীরব যন্ত্রণা চলেছে দেহে মনে
যন্ত্রণার কি আছে এপিঠ-ওপিঠ?
যন্ত্রণার এপিঠ-ওপিঠ থাকলেই মুনে হয় ভালা হইতো!!! ডাবল স্বাদ চেখা যেত আরকি!!![]()
ঐ নীল আকাশের সবচেয়ে দূরের তারাটি,
নামটি কী তার, বলতে পারো ?
প্রতিটি রাতে কেন সে দিয়ে যায় আমাকে
নীরব যন্ত্রণা ?
তারার নাম দিয়া কাম কি মেয়াবাই!!! আর বর্তমান যুগে যখন ফ্রি পাওয়ার লাই যেখানে কিছু না কিছু কেনার দরকার হয় সেখানে তারাটা তো মহান রোজ রোজ আফনেরে কিছু কিছু সে ফ্রি ফ্রিই দিচ্ছে!! শোকর করেন!ে!!
এ জীবন একদিন ধুলায় মিশে যাবে
কোমল পরশ থাকবে স্পর্শহীন
আমি আর লিখবো না কষ্টের কাব্য
কিন্তু কষ্ট ছাড়া জীবনের কি মূল্য?
শেষের লাইনের আগের লাইনে ইতা কিতা কইলেন মেয়াবাই!! না লিখলে আপনের লেহা কপি করবাম কেমতে!!![]()
++
১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৫
কবীর বলেছেন:
.অনিবার্য কারণ বশত এ প্রতিউত্তরটি স্থগিতাদেশ জারি করা হইল।। ![]()
২০|
১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪
সুমন কর বলেছেন: কবিতায় ভালো লাগা রইলো।
১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৩
কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, দাদা
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
আপনি ভালো থাকুন সবসময়...
২১|
১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯
কামরুন নাহার বীথি বলেছেন:
ঐ নীল আকাশের সবচেয়ে দূরের তারাটি,
নামটি কী তার, বলতে পারো ?
প্রতিটি রাতে কেন সে দিয়ে যায় আমাকে
নীরব যন্ত্রণা ? ------
অসম্ভব সুন্দর নীরব যন্ত্রণার কবিতা!
অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম!!
১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৪
কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, আপা।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
আপনি ভালো থাকুন সবসময়...
২২|
১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: শূন্যতা? এবং মানুষ বা কিছু মানুষ।
দারুন শিরোনাম। দারুন কবিতা।
১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯
কবীর বলেছেন:
শূন্যতা হল এমন একটা অভাব!!!! যা কিনা মনের উপরে চলা বিপদজনক রেডিয়েশনের প্রভাবে,মানুষের আনুভূতিগুলোকে একদম ভোঁতা করে দেয়।
এখন যদি আরো শূন্যতার ভিন্ন কোন সংজ্ঞা থেকে থাকে। তাহলে একটু জানিয়ে হেল্প করবেন, কথা সাহিত্যিক কঙ্কাবতী রাজকন্যা দিদি।।
ধন্যবাদ।
২৩|
১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: কবি না হয় নাই হতে পারলাম তাই বলে এমন করে কথা সাহিত্যিক বলে ব্যাঙ্গ করছেন কিনা বুঝতে পারছি না।
১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০২
কবীর বলেছেন:
হরিশচন্দ্র মিত্র ওনার ছড়ায় তিনি লিখেছিলেন. . আপনারে বড় বলে, বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয়।
ব্লগে আপনার গল্প পড়ে মনে হয়েছে, তাই আমি আপনাকে কথা সাহিত্যিক বলেছি। এখন যদি এটাকে ব্যাঙ্গ হিসাবে দেখেন; তাহলে আমার মত নগন্য পাঠকের কিছু বলার নেই।
তবে আমি সবসময় একটা কথা বলব, আপনি অনেক ভাল গল্প লেখেন।
ধন্যবাদ।
২৪|
১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১০
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: জবাবে লাইক দিয়েছি। আমিও মন্তব্য রসিকতা করেই বলেছিলাম।
১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪
কবীর বলেছেন:
ঠিক আছে এখন !!! শূন্যতা নিয়ে কিছু আলোচনা করুণ ??? আমিও আপনার প্রথম মন্তব্যর প্রতিউত্তরটা একটু ““সায়েন্স ফিকশন” মত রসিকতা করে দিয়েছিলাম ।।
ধন্যবাদ ।।
২৫|
১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২১
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: শূন্যতা বা এমপটিনেস। আলোচনার জন্য খুব উপযোগী বিষয় নয়। এ শুধু অনুভব করা যায়। আর এই অনুভুতি নিয়েই লেখা যায় কবিতা।
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৪
কবীর বলেছেন:
এক কথায় সুন্দর উত্তর.....
আবারও আপনাকে ধন্যবাদ।।
২৬|
১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩
যূথচ্যুত বলেছেন: আম্মো কবি হতে চাই ![]()
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২১
কবীর বলেছেন:
হা, হা,হা, একটা কবিতা লিখে ফেলুন।
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
আপনি ভালো থাকুন সবসময়...
২৭|
১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
নীলপরি বলেছেন: অসাধারণ লাগলো । ++++++++
তবে আমি তো লাইন কোট করতে পারলাম না । ![]()
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২০
কবীর বলেছেন:
সখী, এই কপি-পেষ্ট বন্ধ করার জন্য
এতো আন্দোলন করলেন আবার কপি-পেষ্ট বা কবিতার লাইন কোট করতে চাচ্ছেন কেন?
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
আপনি ভালো থাকুন সবসময়...
২৮|
১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
উম্মে সায়মা বলেছেন: আহা চারদিকে কেবল শূণ্যতা......
ভালো লাগলো কবিতা ![]()
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১২
কবীর বলেছেন:
শূন্যতা নিপাত যাক.....
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
২৯|
১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
ফাহমিদা বারী বলেছেন: শূণ্যতা অনুভব করলাম।
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১১
কবীর বলেছেন: শূন্যতা নিয়ে লেখা কবিতা পড়ে একদম শূন্য হয়ে গেলে চলবে না কিন্তুু.....
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
আপনি ভালো থাকুন সবসময়...
৩০|
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৪
আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,
শূন্যতা মানেই হাহাকার
সব চাওয়া পাওয়ার ওপার .................
২৫ নম্বর মন্তব্যে কঙ্কাবতী রাজকন্যার কথাটি ভালো লাগলো ।
মোটামুটি লেগেছে কবিতাটি ।
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৫
কবীর বলেছেন:
শূন্যতা নিয়ে লেখা কবিতায় কঙ্কাবতী রাজকন্যার ও আপনার, দুজনের মন্তব্য ভাল লাগলো, ভাই।
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
৩১|
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৬
নীলপরি বলেছেন: অলস তো । তাই ভালো লাগার লাইন গুলো কপি করে জানাতে চাই । ![]()
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫২
কবীর বলেছেন:
হুমম, কপি-পেষ্ট অপশন সামু কৃর্তপক্ষ বন্ধ করে দিয়েছেন।এখন আর আগের মত কবিতা চুরি হবে না ।।
আবারও ধন্যবাদ ।।
৩২|
১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৩
কামরুননাহার কলি বলেছেন: ঐ নীল আকাশের সবচেয়ে দূরের তারাটি,
নামটি কী তার, বলতে পারো?
পারি তো আমি বলতে কি নাম তার
..........তার নাম ............সুখ তারা........।
১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৫
কবীর বলেছেন:
আমার ব্লগে আপনাকে স্বাগতম।।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
৩৩|
১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৮
হাতকাটা হাকিমুল বলেছেন: ওস্তাদ দুঃখের কাব্য আর লিখ না
মনডা খারাপ হয়ে যায় ![]()
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২০
কবীর বলেছেন:
আচ্ছা।। আর এক বছর লিখুম তারপরে ভাল হয়ে যামু।। কথা দিলাম।। লুমান্টিক কবি।।।
৩৪|
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পীর সাহেব কিন্তু আগের মত আর সরব নেই। ![]()
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২
কবীর বলেছেন:
হা হা হা... বেচারা কই যে গেল ।।। ভ্রমরের ডানা ভাইয়েরও কোন খবর নাই।। সব মরে গেল নাকি।।
৩৫|
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বেচারা অনলাইনে আছে। ভ্রমরের ডানার কবিতাতে জিজ্ঞেস করব ভেবেছিলাম। কিন্তু আর করা হয়নাই। ফেবুতে জিগান ।
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১
কবীর বলেছেন:
আমি কারো ফেসবুক আইডি চাই না ; যদি সে না ইচ্ছাকৃত ভঅবে দেয়।। যদি প্রয়োজন হয় ,শুধু মেইল আইডি চাই।।কিন্তু তার আমি কিছু জানি না।।
৩৬|
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ঝুলিতে কোন কবিতা আছে?
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪
কবীর বলেছেন:
আপাতত নেই।। কিছুদিন একটু ব্যস্ততা কারনে।।মুক্ত চিন্তা থেকে বিরত আছি।
৩৭|
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৮
ফয়সাল রকি বলেছেন: কষ্টের কাব্য লিখুন, ভাগাভাগিতে আমাদের আপত্তি নেই।
১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯
কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।
৩৮|
১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪
ভ্রমরের ডানা বলেছেন:
কষ্ট ছাড়া জীবনের মূল্য নেই..
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৯
কবীর বলেছেন:
কষ্ট ছাড়া জীবন অচল কবি।।।
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
৩৯|
২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনে কই?
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৯
কবীর বলেছেন: আমি এসে পড়েছি।। নো চিন্তা ।।
৪০|
২৮ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:২৩
চানাচুর বলেছেন: ব্লগে কবিতা পড়তে আসলেই আজকাল "শাহরিয়ার" নামটা খুব চোখে লাগছে আর খালি নাজিম শাহরিয়ার জয়ের কথা মনে পড়ছে। কবিতা লেখা ছেড়ে দিবেন কবির ভাই?
![]()
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২১
কবীর বলেছেন: কবিতা লেখা ছেড়ে দিলে কি হবে? কবিতা লেখে আর সংসার চলে না যে।।
৪১|
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩
বিলিয়ার রহমান বলেছেন: অনিবার্য কারণ বশত এ প্রতিউত্তরটি স্থগিতাদেশ জারি করা হইল।
দেশে ন্যায় তন্ত্রের বড্ড অভাব দেখছি!!!
সামনের ঈদের পর এর বিরুদ্ধে আন্দোল ঘোষণা করলাম!!![]()
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৪
কবীর বলেছেন: আমি আপনার সাথে একমত !!!
হরতাল মেয়া বাই ।।
৪২|
৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬
খায়রুল আহসান বলেছেন: সুন্দর শিরোনামে, সুন্দর ছবির সাথে সুন্দর কবিতা। + +
কবিতার তিনটে স্তবক পৃথক পৃথক ভাবে তিনটে ছবি এঁকে গেল!
রাতের আকাশে তারা দেখার আনন্দ-ব্যাথাই আলাদা। ভাবুক মনের সাথে মিটিমিটি জ্বলা তারারা চুপিচুপি কথা বলে যায়। কখনো নীরব যন্ত্রণা দিয়ে যায়, কখনো যন্ত্রণায় নীরবে উপশমের প্রলেপ বুলিয়ে যায়।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০০
কবীর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সত্যিই লিখবেন না তো আর?