![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজও তোমার ঠিকানা পড়ে রইল ধূসর কোন অজানায়
দূর থেকে দিয়ে গেলে নীরবে যন্ত্রণা
থাক পড়ে তোমার শহরটা আলোয় ঘিরে।।
এখন দেখি যা কিছু ছিল সবি আমার অলীক ধাঁ ধাঁ...
আজ আমার আশা জ্বলে নিভে গেছে নিরাশার অন্ধকারে
তুমি ভালবাসায় দিয়ে গেছো এক মুঠো ধূসর রঙের ছাই,
ভেবেছিলাম তুমি পাশে থেকে আমায় ভালবেসে রাখবে
আদরে-শাসনে, মাষ্টারনী বেশে।
আজ দেখি সে সব আশাগুলো আমার মিছে আশায়,
ঘূণে ধরা মরিচিকার রঙে রাঙিয়েছে
অবশেষে, ধুধু মরভূমিতে ভালবাসার আশাগুলোর অপমৃত্যু হয়েছে।
এ হৃদয়ে আর কোন আশা নেই
আর কোন ভালবাসা নেই ।
এবার চাই তোমার কাছে
শুধু কিছু কষ্ট
তুমি কি দেবে আমায়
লাল, নীল, ধূসর রঙের কষ্ট উপহার?
ছবিঃ নেট।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার বাড়ির কর্তা সহ এই নিন দু-কাপ চা ( যদি থাকে) !! খালি একা চা খাবেন, এটা ঠিক না।
২| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই,
পড়ে গেলাম সময় সল্পতার মধ্যেও।
সুপ্রিয় কবিবরের মনে হঠাৎ এত কষ্ট চাপলো কেন ভাবছি!
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৩
শাহরিয়ার কবীর বলেছেন:
কবির্ মনে কথা ভাবতে থাকুন !! কিছু খুঁজে পেলে জানিয়ে যাবেন। ততক্ষণে আমি আরেকটা কবিতা লেখার চেষ্টা করি।।
কবিতা পাঠে আপনাকে অংখ্য ধন্যবাদ, নয়ন ভাই ।
৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৮
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: ভালো লাগা।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১২
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
৪| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪
মিথী_মারজান বলেছেন: যেমন কুকুর, তেমন মুগুর।
ভালবাসা চেয়ে পাওয়া হয়নি বলে এখন কষ্ট চাওয়া।
এই রে!!!
এবার ভালবাসা ফেরত এল বলে!
হা হা হা।
(খুব হালকা মজা করলাম, রাগ করবেন না আশাকরি)
কবিতাটি বরাবরের মতই সুন্দর।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০০
শাহরিয়ার কবীর বলেছেন:
হাঃ হাঃ হাঃ..... আপনার মন্তব্য পড়ে এক মিনিট হেসে নিলাম !!! তার পরে প্রতিউত্তর লেখার জন্য স্থির হলাম।
কথায় আছে, কবি’র কবিতা দ্বারা পাঠক প্রেমে পড়ে কিন্তু কবি’র প্রেমে কেউ পড়ে না। কারণ, কবিতা দ্বারা জীবন চলে না।
এ কবি’র বয়স একটু কম ।তাই এখন একটু অমঙ্গল কাব্যে লেখার চেষ্টায় আছেন।যখন তাহার বয়স বাড়বে তখন সে মঙ্গল কাব্যে লেখার চেষ্টা করবে। আপনার কথা কিছু মনে করিনি, বরং মজা পেয়েছি ।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
৫| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি আম্রে ধোকা দিছেন। কাজটা ভাল করেন নাই।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন:
কষ্ট করে কবিতা লিখে কি ভুল করলাম !!!
৬| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি ১১ মাত্রার ভুল করছেন। শাস্তিস্বরূপ....
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪০
শাহরিয়ার কবীর বলেছেন:
ভুলের কথা পরে শুনি !!! আগে সাজার কথা বলুন .......
৭| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার পোস্টে আর লাইক দিব না। আর বিলি ভাইকে বলব ভাল করে রোস্ট করতে আপনাকে।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫২
শাহরিয়ার কবীর বলেছেন:
লাইক জোড় করে নিবো !!!! আর, বিলি মেয়া-বাইয়ে, তারাতারি বলুন একটা রোষ্ট খাওয়ার পার্টির ব্যবস্থা করার জন্য।
৮| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি ভালো লাগল সাক ভাই।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৭
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভাল লেগেছে জেনে
আমারও ভীষণ ভাল লাগলো।।
অসংখ্য ধন্যবাদ সজুন ভাই ।
৯| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দেখলেন, ভুল করার শাস্তি কি? শেষ পর্যন্ত আপনি "সাক" ভাই হয়ে গেলেন। আর ভিতরে গেলাম না।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৫
শাহরিয়ার কবীর বলেছেন:
সব দেখি অশুভ শক্তি আমার পিছনে লেগেছে !!! শেষমেষ সুজন ভাইও আপনাদের দলে চলে গেল !!!
১০| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হঠাত করে শীতটা বেড়ে গেল!! তারমধ্য আবার দুদিন যাবত টিপটপ বৃষ্টি!!!
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৮
শাহরিয়ার কবীর বলেছেন:
আমার কাছে বৃষ্টির দিনগুলো একটু বেশি স্পেশাল। সময় পেলে,হয় মুভি দেখি ;আর না হয় বই পড়ি।কিন্তু বৃষ্টিতে এক মিনিটও ভিজতে পারিনা, কারণ ঠান্ডা লাগে।।
আবরও ধন্যবাদ নয়ন ভাই।
১১| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৪
আবু রায়হান ইফাত বলেছেন: কবিদের মন সর্বদাই নীলাচ্ছাদিত থাকে ।
ভালোলাগা রেখে গেলাম ।
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন:
আমার ব্লগে আপনাকে স্বাগতম।।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ, ভাই।।
১২| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৩
আখেনাটেন বলেছেন: সাদামাটা প্রেমের কাব্য। ভালো।
যদিও 'মাস্টারনী' শব্দটি কবিতাকে শাসন করার বদলে পেষণ করছে।
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন:
এরচেয়ে যুতসই শব্দ মনে আসছিলোনা ভাই। এটাই মাথায় আসছিলো তখন।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ, ভাই।।
১৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৮
নূর-ই-হাফসা বলেছেন: কি সাংঘাতিক ! ইচ্ছে করে কেউ কষ্ট চায় নাকি । কবিতা ভালো লেগেছে ।
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪২
শাহরিয়ার কবীর বলেছেন:
মানুষের নেগেটিভ কোন জিনিষে এর প্রতি একটু আগ্রহ থাকে, এ কবিতায় তেমন কিছু বলছে।।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ, আপু।
১৪| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৫
কথাকথিকেথিকথন বলেছেন:
'অনুভূতি'র রেশ তাহলে এখনো চলছে...
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা..... আবেগের কোন বয়স হয়না কবি, আবেগময় অনুভূতি যেন কোন সময় হতে পারে।।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।।
১৫| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৫
জাহিদ অনিক বলেছেন:
উম্মে সায়মা আপু বাণিজ্যিক মন্তব্য শিখে গেছে ! ঘোর বিপদ ! ! ! কলি যুগ! কলি যুগ !
কবিতার বক্তব্য বেশ ভালো লাগলো।
আশাগুলো মরে গেছে, একলা চলো একলা চলো। কাজ নেই আর আমার ভালবেসে, আমি তার ছলনায় ভুলব না।
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন:
সায়মা চা খেতে চেয়েছে, আর আমরা সবাই মিলে তার কাছে একটা মহা দাওয়াত খেতে চাই।। কি বলেন কবি?
হা হা হা... গানে গানে দারুন মন্তব্য করছেন।।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।
১৬| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শাহরিয়ার কবীর ভাই, আমি কারো দলে নাই ভাই আমি শুধু সহজ করে টাইপ করার জন্য আপনার এমনটা করেছি। আপনার কমেন্ট বক্সে বিজয়ে টাইপ করতে পারছিলাম না শুধু ইউনিজয় দিয়ে করা লাগে তা আমার জন্য সুবিদা না।
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৮
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা..... আমি মজা করে বলেছি।।। তাগলে আপনি আমাদের নিরপেক্ষ সুজন।।
আবারও ধন্যবাদ ভাই।
১৭| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ছ্যাঁকা কবিতায় প্লাস। কষ্টগুলো জমিয়ে রাখুন। কোনদিন হয়ত ওগুলো পুড়িয়ে সুখের উত্তাপ খুঁজে পাবেন।
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৪
শাহরিয়ার কবীর বলেছেন:
ছেঁকা খেয়ে বেঁকা হয়েছেন যে বীর তার নাম-শাহরিয়ার কবীর।। দেখি কোন ব্যাংকে জমানো যায়....
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।
১৮| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪২
উম্মে সায়মা বলেছেন: বাড়ির কর্তা সহ
হায় হায় কর্তা কোথায় পাব শাহরিয়ার ভাই। আমার বাড়ির আমি নিজেই কর্তা আচ্ছা আমি একাই দু'কাপ চা পান করিলাম
বাণিজ্যিক মন্তব্য শিখে গেছে
হাহাহা জাহিদ অনিক ভাইয়া। যেকোন জায়গায় বেশ কিছুদিন থাকলে তার আদবকায়দা রপ্ত হয়েই যায়। এখন আমি সামুর নাগরিকত্ব পেতেই পারি, কি বলেন?
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১১
শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক আছে।। তাহলে, তারাতারি বাড়ির কর্তা বানিয়ে ফেলুন। শুভ কাজে দেরি করতে নেই।। তাতে আমরাও একটু ভাল মন্দ খাওয়া সুযোগ পাই। অনেকদিন ভালো মন্দ খাই না।আবার আমার কথা শুনে লজ্জা পেয়েন না।
আবারও ধন্যবাদ।
১৯| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৪
এফ.কে আশিক বলেছেন: কবি ছাড়া কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়...
এত কষ্ট দিয়ে কি হবে... শাহরিয়ার কবীর ভাই।
কবিতা ভলো লেগেছে...+++
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৫
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা.. সবাই তো সুখী হতে......
এখন একটু কষ্টের স্বাদ নিতে চাচ্ছি....
এটা কাল্পনিক কবিতা।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।
২০| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৪
উদ্বাস্তু মানুষ আমি বলেছেন: পুরুষের জীবনে মাস্টারনির শাসন না এসে নারী মাস্তানের শাসন আসে।
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১০
শাহরিয়ার কবীর বলেছেন:
এ বিষয়ে আমার কোন অভিজ্ঞতা নেই।।এই মাস্তানির বিষয়টা লোক মুখে শেনা যায়। কিন্তু শোনা কথায় কান দিতে নেই।। আসুক দেখি, তখন কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।।
ধন্যবাদ।
২১| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১৯
উদ্বাস্তু মানুষ আমি বলেছেন: আপনার জন্য শুভকামনা রইলো
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২১
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার জন্যও শুভ কামনা।
আবারও ধন্যবাদ
ভালো থাকুন সবসময়....
২২| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২৩
বানেসা পরী বলেছেন: আগের কষ্টেই যথেষ্ট সুন্দর কবিতা হয়েছে কবি সাহেব।
নতুন কষ্টের আর দরকার নাই।
মাষ্টারনী ম্যাডাাাাম,
ক্ষান্ত দেন এবার।
কবি সাহেব কে শাস্তি দিলে আপনার চাকরী থাকবেনা বলে দিচ্ছি।
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩২
শাহরিয়ার কবীর বলেছেন:
হুমম,তারাতারি তার চাকরি খাওয়ার ব্যবস্থা করুন।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।।
( বানেসা পরী শব্দগত দিক থেকে এর অর্থ একটু বুঝিয়ে দিবেন?)
২৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৮
বানেসা পরী বলেছেন: বাংলা সাহিত্যে লোকগাঁথা কাহিনী আছে গহর বাদশা ও বানেসা পরী কে নিয়ে।
অনেক মঞ্চ নাটক আর বাংলা সিনেমাও হয়েছে এই লোকগাঁথার কাহিনীরর উপর।
(আমি কোনটাই দেখি নাই)
এছাড়া স্পেসিফিক কোন অর্থ জানি না রে ভাই।
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন: আমার জানা ছিল না। এখন মনে হচ্ছে, সাহিত্য নিয়ে,এবার পড়ালেখা শুরু করে দেই।।
তা আপনার গহর বাদশার খবর কি? মজা করলাম।
আবারও ধন্যবাদ।।
২৪| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৪২
জাহিদ অনিক বলেছেন: উম্মে সায়মা আপু,
হাহাহা জাহিদ অনিক ভাইয়া। যেকোন জায়গায় বেশ কিছুদিন থাকলে তার আদবকায়দা রপ্ত হয়েই যায়। এখন আমি সামুর নাগরিকত্ব পেতেই পারি, কি বলেন?
অবশ্যই ব্লগে আপনার অনেক সময় হয়ে গেছে, এবার নাগরিকত্ব নিয়ে আবাস নিবাস গড়ে তুলুন।
১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৮
শাহরিয়ার কবীর বলেছেন:
হা.হা.হা....... কবি, ব্লগে নাগরিকত্ব পাওয়ার শর্তগুলো কি কি?
২৫| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৫২
মলাসইলমুইনা বলেছেন: আমার দোষ নাই আপনার ব্যাথায় বেদনায় কষ্টে নীল হওয়া কবিতা আমার ভালো লাগলো !
১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৬
শাহরিয়ার কবীর বলেছেন: শুভ সকাল !!!!
ঠিক আছে !!! তাহলে,আগামীতে আরো এমন কবিতার জন্ম হবে।কথা দিলাম।
ধন্যবাদ।
২৬| ১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫
ধ্রুবক আলো বলেছেন: না চাইলেও কষ্টটা নির্ঘাত দিবেই।
কবিতা খুব সুন্দর হয়েছে +++++
১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০০
শাহরিয়ার কবীর বলেছেন:
একটু প্রেম নিয়ে একটু গবেষণা করতে গিয়ে দেখি, এখন শুধু ভয়ংকর তথ্য উঠে আসছে।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ,ভাই।
২৭| ১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪
হাতকাটা হাকিমুল বলেছেন: ওহে কবি দুঃখ আর আশা ভাঙ্গার কাব্য ছেঁড়ে এবার তো
একটা ভালবাসার কাব্য লেখ
১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০১
শাহরিয়ার কবীর বলেছেন:
ভালবাসার কব্যে লিখতে যে পারি না,নেতা ভাই।
অসংখ্য ধন্যবাদ।
২৮| ১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩
জাহিদ অনিক বলেছেন:
ব্লগে নাগরিকত্ব পাওয়ার শর্তগুলো কি কি?
নিজেকেই প্রশ্ন করে দেখুন না ! আপনি নিজেই একজন হেভিওয়েট ব্লগ নাগরিক
১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৭
শাহরিয়ার কবীর বলেছেন:
নিজেকে এবার প্রশ্ন করলাম ; কিন্তু কোন উত্তর পেলাম না। শুধু শুধু কবি হতাশ হলেন। ট্রাকের গায়ে লেখা থাকে ৫ ট্রন।সমগ্র বাংলাদেশ।
এখন এমন কিছু লেখা আমার ব্লগে লিখে রাখব কিনা, তাই ভাবছি। কবি সাহেব।
আবারও ধন্যবাদ।
২৯| ১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৯
জাহিদ অনিক বলেছেন:
দুই চারটা বাংলাদেশ লটকে রাখেন নিজের ব্লগে !
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
হাঃ হাঃ হাঃ ... সাথে আপনাকেও !!!
আবারও ধন্যবাদ,কবি।
৩০| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০২
তারেক ফাহিম বলেছেন: কষ্টের রং কেন নীল হলো কবি?
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৭
শাহরিয়ার কবীর বলেছেন:
এর পিছনে লম্বা ইতিহাস আছে !!! কোন বিষের প্রভাবে মানুষের দেহ নীল ধারণ করে। খুব সম্ভব এর কারণে বলা হয় বেদনার রঙ নীল ।।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
৩১| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। তবে, মোটামুটি লাগল !
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক আছে দাদা ।আগামীতে কবিতা আরো ভাল করার চেষ্টা থাকবে।।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
৩২| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৭
আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,
আশা ছিলো ভালোবাসা ছিলো
আজ আশা নেই , ভালোবাসাও নেই ..................
শুধু হাহাকারের কবিতা কেন ? কিছু সময় মিষ্টি মধুর কিছু কবিতা মনে আসেনা ?
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন:
বিরহ নিয়ে কবিতা লিখতে একটু ভাল লাগে। মিষ্টি মুধুর কবিতা লেখার চেষ্টা করি,কিন্তু কেন জানি পারি না।। তবে এ বিরহের ব্যপারটাতে এর পিছনে কোন দ্বিতীয় শক্তির হাত নেই। শুধুমাত্র কবি’র কল্পনা থেকে কবিতা লেখা।। আর সবাই সব বিষয়ে পারেও না।।
কবিতা পাঠে আপনাকে অসংখ্য ধন্যবাদ,ভাই।
৩৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৫
নীলপরি বলেছেন: আশা তো আপনার আছে কবি । তাই তো উপহার পাওয়ার আশা রেখেছেন!
জাস্ট জোকিং ।
কবিতার প্রতিটা লাইনই খুব ভালো হয়েছে । ++++++
শুভকামনা ।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
সখী,
ভালবাসায় এতো কষ্ট কেন !! এভাবে আর অনুভবের প্রেম কতদিন করে বেড়াব; এবার দেখি, কাউকে প্রেমের অফার দেওয়ার মত কাউকে খুজে পাই কিনা।।
এই দুঃখে আপনি আবার গালায় দড়ি নিয়েন না।। তাহলে কিন্তু সইতে পারবো না।।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।।
শুভ কামনা রইল।
৩৪| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৭
এবং শুভ্র সরকার বলেছেন: কবিতা একটা সরলরেখা বরাবর এগিয়েছে। একদিন বৃত্ত আঁকেন।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক আছে প্রিয় কবি ।।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।।
৩৫| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বিলি ভাই তো রোস্ট করল না কাওকেই। তার কি হইল, জানেন কিছু?
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৫
শাহরিয়ার কবীর বলেছেন:
বিলি যে কই গেল ??? বুঝতেছি না !!!
৩৬| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আজকে পীর কিন্তু একখান পোস্ট দিছে।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৭
শাহরিয়ার কবীর বলেছেন:
কই দেখি নাই !!! আজকে সারাদিন ব্লগে ছিলাম না।।
৩৭| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আলোচিত বিভাগে আছে। দেখে নিন।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১১
শাহরিয়ার কবীর বলেছেন:
আচ্ছা, দেখে নিবো !!!
৩৮| ১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভেবে কিছু পেলেন?
২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৬
শাহরিয়ার কবীর বলেছেন:
৩৯| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কই পোস্ট?
২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৬
শাহরিয়ার কবীর বলেছেন:
৪০| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৮
বিলিয়ার রহমান বলেছেন: লাল, নীল, ধূসর রঙের কষ্ট!!!
এসব দিয়ে কি হবে হে কবি???
++
২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৮
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা ....... দেখি কি করা যায় !!!
ধন্যবাদ ।।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২২
উম্মে সায়মা বলেছেন: প্রথম প্লাস। চা দেন
(কপি মন্তব্য
)