![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে যারা এদিক-সেদিক বেকার ভাবে ঘুরাফেরা করছেন।তারা আর বেকার ভাবে ঘুরাফেরা না করে,এবার সরাসরি চলে আসুন আমাদের ““এক কাপ চা” আড্ডাতে।
এক কাপ চা নিয়ে আরো বিস্তারিত বলবেন কবি জাহিদ অনিক
১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯
শাহরিয়ার কবীর বলেছেন:
এক-চা নিয়ে আরো বিস্তারিত বলবেন কবি জাহিদ অনিক
আগে এক-কাপ চা পান করুন, জনাব!!!
২| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭
তারেক ফাহিম বলেছেন: আচ্ছা, তয় রং চা হবে কিন্তু, চিনি একটু কম লিকারটা একটু বেশি কেন জানেন জাহিদ ভাই যেখানে বিস্তারিত আলোচনা করবেন সেখানে কম লিকার প্রশ্নেই আসে না
১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৪
শাহরিয়ার কবীর বলেছেন:
গতকাল ছোট ভাই জাহিদ অনিকের কাছে এক-চা খেতে চেয়েছিলাম!!!!!
অতঃপর, আমি আর কিছু বলব না, সে এসে বিস্তারিত জানাবে..... তার সাপোর্টার হিসাবে মনিরা সুলতানা আপুও আছেন ।।
৩| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫
মৌমুমু বলেছেন: সামুতে ঢুকতেই আপনার পোষ্টটা চোখে পড়লো। এই মুহূর্তে অবশ্য আমার সামনেও চা! তাই ভাবলাম কবি ভাইয়ার সাথে আড্ডা শেয়ার করি!
১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২১
শাহরিয়ার কবীর বলেছেন:
শুধু কবি’র সাথে শেয়ার করা চলবে না ! তারাতারি,সবাই যাতে ““এক-কাপ চা”” করে খেতে পারে, এখন সে ব্যবস্থা করুন।।
৪| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এক-চা নিয়ে বিভ্রান্তিতে আছি !! কাপ উধাও শুধু চা !!
মানে কি? এক চা নিয়ে কবি কি হাওয়া হলে গেলো?
১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩
শাহরিয়ার কবীর বলেছেন:
বানান ভুল ছিল ।।।
হা, হা, হা,,,, ভাই, প্রথমে বলে নেই।
এটি একটি ফানি পোষ্ট।
গতকাল ছোট ভাই জাহিদ অনিকের কাছে এক-কাপ চা খেতে চেয়েছিলাম!!!!!
অতঃপর, আমি আর কিছু বলব না, সে এসে বিস্তারিত জানাবে..... তার সাপোর্টার হিসাবে মনিরা সুলতানা আপুও আছেন ।।
৫| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চা সেদ্ধ হয়নি। খেতে গিয়ে দেখি দাঁতে কেমন শক্ত শক্ত লাগছে।
১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
কবি মৌমুমু সবার জন্য আবার চা খাওয়াবেন । তাকে বলে দিয়েছি। লাইন ধরে বসে অপেক্ষায় থাকুন।।
৬| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এই যাহ্, ইমোটা দিতে খেয়াল ছিল না।
১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫
শাহরিয়ার কবীর বলেছেন:
৭| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নতুন করে দিলাম।
১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫
শাহরিয়ার কবীর বলেছেন:
৮| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এক কাপ চা- এখানে দুপাশে কোটেশন সমান হয় নাই। বিড়ি খেয়ে পোস্ট দিয়েছেন?
১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
হুমমম.... বিড়ি উপ্রে ওঠার সিড়ি ।।। সব তুলে দিলাম ।। একটু ব্যস্ত ছিলাম এখন ফ্রি.........
৯| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দ্বিতীয় লাইনে আরকি।
১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯
শাহরিয়ার কবীর বলেছেন:
জাহিদ অনিক কই গেল ।।।
১০| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অনিক অনিক ডাক পাড়ি,
অনিক মোদের কার বাড়ি,
আয়রে অনিক আড্ডায় আয়,
সবাই কথা শুনতে চায়।
জাহিদ ভাই, মাইন্ড করলে কবীর ভাইরে মারবেন। আমাকে না।
১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন:
এখন গাড়ী ভিতরে..... মোবাইল দিয়ে টাইপ করা বেশ ঝামেলা কাজ।। যাই রাতে কথা হবে।। আপনারা সবাই আড্ডা দিতে থাকুন।।
১১| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩
নূর-ই-হাফসা বলেছেন: আমি হাজির । আপনার পঁচা চা চাই না ।আমি এখোনি বানাবো আমার জন্য মজার এক কাপ চা । ১ঘন্টা আগেই চা খেলাম আপনার পোষ্ট দেখে আবার ইচ্ছা জাগল আর কি ।
১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক আছে, আপু ।আমার পচা খেতে হবে না ।। আর একা একা কোন চা’ও খাওয়া চলবে না। সবার জন্য চা বানিয়ে নিয়ে আসুন ।।
ধন্যবাদ।
১২| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫
নূর-ই-হাফসা বলেছেন: মৌমুমু আপি আপনার কোন পোষ্ট নেই কেন । মাত্র ঘুরে আসলাম ।
১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
শাহরিয়ার কবীর বলেছেন:
হুমম, মৌমুমুর সাথে এক ব্লগার খুব বাজে ব্যবহার করেছিল। তারপর থেকে মৌমুমু ব্লগ থেকে দূরে সরে আছে।।
মৌমুমু সবকিছু ভুলে গিয়ে, আপনি ব্লগে ফিরে আসুন এবং ব্লগিং করুন। সবাই আপনার অপেক্ষায় রইলাম।।
১৩| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪১
উম্মে সায়মা বলেছেন: আমিও জাহিদ অনিক ভাইয়ার দুইকাপ চায়ের অপেক্ষায়
১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
শাহরিয়ার কবীর বলেছেন:
আমিও জাহিদ অনিক ভাইয়ার অপেক্ষায় আছি ।।
১৪| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সবাই দেখি চা পাগলা! কেও জুস পাগলা নাই?
১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার মত ব্লগে কেউ পোলাপান নেই !!! যে জুস চাইবে ।। জুস হল পোলাপানদের খাবার !!!
১৫| ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন্ ভাই পঁচা ফলের জুস পাগলা হওয়ার চেয়ে চা অনেক ভালো
১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন:
আপু,জুস হল পোলাপানদের খাবার !!! আমাদের অয়ন ভাই এখনো পোলাপান আছে ।।
১৬| ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হাফসা আফা, মৌমুমুকে এক ফালতু ব্লগার আজাইরা আক্রমণ করেছিল কোন কারণ ছাড়াই। তাই সে মনে হয় রাগে সব পোস্ট সরায় ফেলছে। সেই ব্লগার গালাগালিতেও এক্সপার্ট। অসভ্য একটা ব্লগার।
১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন:
আশা করি,মৌমুমু তাকে ক্ষমা করে দিয়ে, আবার ব্লগে ফিরে আসবেন।। আমরা সবাই তার ফিরে আসার অপেক্ষায় রইলাম ।।
১৭| ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ইয়ে মানে চা পাতা নিয়েও অনেক কিছুই কিন্তু শোনা যায়।
১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন:
কি শোনা যায় !!! আজকে কোন কথা, শুনতে বা বলতে কোন বাধা নেই ।। আজকে পাগলামী ডে !!!
১৮| ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
মজার কাজকারবার!
১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন:
গেমু দাদা .....
আপনি কয় কাপ চা খাওয়ার যোগ্যতা রাখেন? এক কাপ না - দু কাপ ?
১৯| ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
আলো_ছায়া বলেছেন: বহুদিন পর লগইন করলাম মৌমুমু আপুর মন্তব্য দেখে আর অয়ন ভাই এর মন্তব্য পড়ে। মৌমুমু আপি, আপনার কষ্টের কবিতাগুলো অনেক ভাল লাগতো। ঐ অসভ্য ব্লগার অর্কের মিথ্যা আর ফালতু কথার কারনে ব্লগ থেকে দুরে থাইকেন না। ঐ টার কাজই হইলো মেয়ে পেলে চান্স খোজা আর চ্যান্স না পারলে ফালতু কথা বলা।
ফিরে আসুন আপি।
১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
শাহরিয়ার কবীর বলেছেন:
কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়, তা ব'লে কুকুরে কামড়ানো কি রে মানুষের শোভা পায় ?
মৌমুমু, সত্যেন্দ্রনাথ দত্ত এর ছড়ার উপরের লাইনটা কথা, নিশ্চয় আপনার মনে আছে? এখন পারলে ঐ ব্লগারকে ক্ষমা করুন। বিশেষ করে ঐ ব্লগারের মাথায় সমস্যা আছে, বিষয়টা সবাই জানে ,এটা নতুন কিছু না।। আবারও বলছি সবকিছু ভুলে যান।। আবার ব্লগে ফিরে আসুন।। ব্লগে কবিতা লিখুন।। আমরা সবাই আপনার ফিরে আসার অপেক্ষায় রইলাম ।।
আপনাকে ধন্যবাদ আলো ছায়া।।
২০| ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
নূর-ই-হাফসা বলেছেন: ব্লগেও দেখি আজকাল বাচ্চাদের মতো লড়াই লেগেই আছে । অচেনা মানুষ গুলোর সাথেই হয়তো ঝগড়া করতে বেশি মজা । যারা গালাগালি করে তাদের ব্লগ থেকে বের করে দেয়া উচিত । ঝগড়া তো ভদ্রভাবে ও করা যায় ।
অয়ন ভাই চা এর কথা বলা যাবে না । পোষ্ট দাতার আলোচ্য বিষয় তো চা নিয়েই শুরু ।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪২
শাহরিয়ার কবীর বলেছেন:
যারা গালাগালি করে তাদের ব্লগ থেকে বের করে দেয়া উচিত ।
আশা করি,যারা ব্লগে ভাষা খারাপ করে, কৃর্তপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।।
ধন্যবাদ আপা।
২১| ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ইস্ দেরি হয়ে গেল ভাই! বড্ড ক্লান্ত, সারাদিন খুবই ব্যস্ত সময় পার করে কেবল লঙ্গি পড়ে বেড-এ বসার সুযোগ পাইলাম।
এহন এক কাপ চা .... মন্দ লাগবে না
তাড়াতাড়ি দ্যান ভাই,
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন:
নয়ন ভাই ,
যত পারেন চা পান করতে থাকুন।। কোন সমস্যা নেই ।।
ধন্যবাদ ।।
২২| ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পোস্ট দাতা তো বিড়ি খেয়ে পোস্ট দিছে। তাই কি না কি লিখে ফেলছে।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা ..... কই গেলেন ??
২৩| ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
নূর-ই-হাফসা বলেছেন: ওহো ওই টা অর্ক দাদার কাজ । একজন ওনার চরিত্র খারাপ নিয়ে তো পোষ্ট দিয়েছিলেন । মৌমুমু আপু ওনি সত্যি তাহলে বদ্ধ পাগল । পাগলের কথায় কি কান দিতে হয় ? পাগলের কাজি তো পাগলামি করা । এরপর গালি দিলে আমাদের জানাবেন । পাবনায় পাঠানোর ব্যবস্থা করবো ।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন:
খারাপ ভাষার লোকদেরকে এড়িয়ে চলা ভাল !! আর এই বেচারা সবাইকে মানুষ মনে করে না। যাকে যা ইচ্ছা তাই বলে।।
ধন্যবাদ আপা।
২৪| ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চা টা খানা খাদ্যের পরে হইলে ভাল হইত না ?
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫০
শাহরিয়ার কবীর বলেছেন:
শুধু এক কাপ চা খাওয়ার ব্যবস্থা আছে।। খানা-খাদ্যর ব্যবস্থা নেই,ভাই।
ধন্যবাদ ভাই।।
২৫| ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জী কবীর ভাই, বিড়ি খেয়ে অনেক কিছুই বলা যায়।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫১
শাহরিয়ার কবীর বলেছেন:
কোনটা জুস খাওয়ার বিষয়টা ???
২৬| ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
আখেনাটেন বলেছেন: চা'র সাথে টাও আছে দেখছি। মেঘলা দিনে চা-টা মন্দ হবেক লয়।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫২
শাহরিয়ার কবীর বলেছেন:
খাওয়া শুরু করে দিতে পারেন,ভাই। তাতে কোন বাধা দেখছি না।।
ধন্যবাদ ।।
২৭| ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
জাহিদ অনিক বলেছেন:
এহেম এহেম এহেম! (গলা পরিষ্কার করে),
শুভ সন্ধ্যা।
কবি শাহরিয়ার কবীর ভাইয়ের ব্লগ বাড়িতে তারই দেয়া চায়ের নিমন্ত্রণে সাড়া দিতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। কবি আমাকে তার ছোট ভাইয়ের মতই দেখেন এটা জেনে ও বুঝতে পেরে নিজেকে তার বড্ড আপন বলে মনে হচ্ছে।
চা আড্ডার মূল আয়োজক অর্থাৎ হোষ্ট কবি শাহরিয়ার কবীর ভাই এবং এখানে যারা যারা উপস্থিত আছেন তাদের সবাইকেই কে আন্তরিক ও প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি । আজকের এই শীতের সন্ধ্যায় এমন একটি চায়ের আড্ডা আমাদের সত্যিই একটু দরকার ছিল। জরুরী ছিল চায়ের কাপে কাপ ঠুকিয়ে ঠুং ঠ্যাং শব্দ করে আদা জলে গলা ভিজিয়ে দুঃখ সুখের গল্প করা।
কবি শাহরিয়ার কবীর চা আড্ডার মত এমন একটি সুন্দর আয়োজনের কথা ভেবেছেন এজন্য তাকে আবারও ধন্যবাদ।
এই চা শব্দটা শুনলেই খেতে ইচ্ছে করে, চা লিখে লিখে ঠিক গলার তৃষ্ণা দূর করা সম্ভব নয়। তাই যদি সম্ভব হয় তাহলে কেন নয় ব্লগের এই চায়ের আড্ডাটি ভার্চুয়াল সীমানা ছাড়িয়ে হয়ে উঠতে পারে বাস্তব জীবনেও !
ব্লগারদের সাথে, কবিদের সাথে, গল্পকারদের সাথে অল্প অল্প কথা বলার ফাঁকে ফাঁকে চা খেতে খেতে জীবনের বাঁকে বাঁকে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আলোচনা করতে পারলে আমি বিশ্বাস করি সেই সান্ধ্য-কালীন আলোচনাটি হয়ে উঠতে পারত একটি সাহিত্য খনি ও জীবনকে উজ্জীবিত করার অমোঘ দাওয়াই।
তাই এরকম একটি চা আড্ডা সন্ধ্যা সত্যি সত্যি করা যায় কিনা তা আপনাদের ভেবে দেখবার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।
সদয় অবগতির জন্য অনুলিপি প্রেরণ করা হলঃ
১) নাঈম জাহাঙ্গীর নয়ন
২) উম্মে সায়মা
৩) বিলিয়ার রহমান
৪) মনিরা সুলতানা
৫) ইতি সামিয়া
৬) মোস্তফা সোহেল
৭) নাগরিক কবি
আপনাদের মনোযোগ আকর্ষণ করছি।
১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
শাহরিয়ার কবীর বলেছেন:
(আমি রাত ৯ টার পরে, আপনাদের সাথে আবারও যোগ দিচ্ছি)
২৮| ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
জাহিদ অনিক বলেছেন:
বেশ, আমিও ফ্রি হয়ে আসছি। আড্ডার মেজাজ নিয়ে আসছি।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন:
এসে পড়েছি !!!
২৯| ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
জাহিদ অনিক বলেছেন:
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অনিক অনিক ডাক পাড়ি,
অনিক মোদের কার বাড়ি,
আয়রে অনিক আড্ডায় আয়,
সবাই কথা শুনতে চায়।
জাহিদ ভাই, মাইন্ড করলে কবীর ভাইরে মারবেন। আমাকে না।
না না, অয়ন ভাই। আমি বরং এমন ছড়া দেখতে পেয়ে বেশ মুগ্ধ।
ধন্যবাদ রইলো
উম্মে সায়মা বলেছেন: আমিও জাহিদ অনিক ভাইয়ার দুইকাপ চায়ের অপেক্ষায়
আপনাদের ষড়যন্ত্রের কাছে মিরজাফর ডালভাত !
তারেক ফাহিম বলেছেন: আচ্ছা, তয় রং চা হবে কিন্তু, চিনি একটু কম লিকারটা একটু বেশি কেন জানেন জাহিদ ভাই যেখানে বিস্তারিত আলোচনা করবেন সেখানে কম লিকার প্রশ্নেই আসে না
ফাহিম ভাই আপনি আমার মনের কথাই বলেছেন, আম ঘন লিকার নেই তবে লেবু দেই।
লেবু দেয়াতে ঘনমাত্রা কমে যায় অবশ্য !
অনেক ধন্যবাদ ।
৩০| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০৬
মানিজার বলেছেন: বাচ্চা হবে না, বাচ্চা হবে না, বাচ্চা হবে না ।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন:
কিছু বুঝিনি .....
৩১| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৩
সাদা মনের মানুষ বলেছেন:
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ ভাই ।।
৩২| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৬
সাদা মনের মানুষ বলেছেন:
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ ভাই।।
৩৩| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন:
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ ভাই।।
৩৪| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫১
সাদা মনের মানুষ বলেছেন:
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ ভাই।।
৩৫| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫২
সাদা মনের মানুষ বলেছেন:
৩৬| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২১
ধ্রুবক আলো বলেছেন: চা সকালে খাবো, এখন ব্যস্ত।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০০
শাহরিয়ার কবীর বলেছেন:
আচ্ছা,সাকলে .... সকাল সকাল চলে এসেন ।।
ধন্যবাদ।।
৩৭| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: @সাদা মনে মানুষ, ছবিতে চা ঢালতেই আছে ঢালতেই আছে। পরিমাণ তো বাড়েও না কমেও না।
৩৮| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৩
মনিরা সুলতানা বলেছেন: ব্লগে ঢুকে টাশকিত
কি বিপদ কই যাই!!
কার সাপোর্টেতে আমি
ঠিকঠাক বুঝি নাই !!!!!!
শা কবির লিখলো যে
সাথে নাকি আছি আমি
কবে কোথা কার সনে
বুঝে নেয়া পাগলামি !!!
চাইলো চা দেখলুম
চাই চা ভেরী হট
সেইখানে দিয়েছিনু
কাপ দু’ই যটপট ।
দিয়েছিনু সোজা মনে
ছিল না তো গোঁজামিল
ও’মা সেকি ফিরে দেখি
এসে গেছে ঝিলমিল !!!!!
খিলখিল শুরু হলো সন্ধার আড্ডায়
শাকবির এসে বলে অন্যায় অন্যায়
প্রথমেই চা চাওয়া
তার নাকি অভ্যাস
সেই সুর কপি করে
নিলো কবি বেশ বেশ !!!!
এরি মাঝে চলে এলো
কার্ড লাল হলুদে
দেখে আমি ভচকাই
ডাকি জোরে মাবুদে !!!!
লতাপাতা ফুল আঁকা
চকচকে ছিলো কাপ
কবি এসে বল্লেন
সরি বাট নো লাক ।
ক্রিস্টাল চিনে মাটি
সব্বাই ডুবালো
শেষতক সস্তায়
মেলামাইন মাতালো ।
এর’ই মাঝে এলো গেলো
ব্লগার শতাধিক
কেউ দিলো কফি মগ
কেউ করে তথ্য লিক ।
শোন বাপু কই সব
ছবি , নয়ন , ইতি মনি
তোমাদের সব্বাইকে
আমি অতি ভালো জানি ।
সার কথা নিয়ে লিখেছিল
সুমন কর সেখানে
ফান কর ঠিক আছে
লিখোনা না সবখানে ।
আজ তক চলছে
কালকের বকবক
চাঁদগাজী থাকবেই
নিয়ে তার ডায়লগ
চা দিয়ে আভাজন
হয়েছিনু ধন্য
এই বেলা খুঁজি কান
ম’লে দেবার জন্য
যে মোরে নিয়ে এলো
এই চা আড্ডায়
সে থাকুক অতি সুখে
নিয়ে দশবিশ রাই !!!
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৭
শাহরিয়ার কবীর বলেছেন:
মনি আপা, বিরাট করে একটা অভিযোগ পত্র দিলেন।। এখন ভেবে দেখি।। এর প্রতিউত্তর কি দেওয়া যায়।।
৩৯| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আছি। জাহিদ ভাই নাকি ছড়া পছন্দ করছে। আপনার মাইর খাওয়া হইল না।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন:
কিসের মাইর ????
৪০| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কোনটা জুস খাওয়ার বিষয়টা ???
হ্যা, কোনটা ভাবছিলেন?
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন:
পোলাপানরা জুস খাওয়া পছন্দ করে ??? আমি কি ভুল বলেছি !!!
৪১| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ১০ আর ২৯ নং কমেন্ট দেখেন।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন:
আচ্ছা দেখছি ......
৪২| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জুস বলতে কি দোকানের ম্যাংগো জুস আর হাবিজাবি অখাদ্য পাওয়া যায় ওগুলা বুঝাচ্ছেন? ওগুলার কথা বলি নাই। নানান ফল দিয়া ফাটাফাটি কইরা ফলের শরবত বানাইয়া খামু।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন:
হুমমম....... কোন ফলের জুস হবে না।। এখানে শুধু চা খাওয়ার ব্যবস্থা আছে।।
৪৩| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৮
মনিরা সুলতানা বলেছেন: সম্রাট ইজ বেস্ট বলেছেন: চা সেদ্ধ হয়নি। খেতে গিয়ে দেখি দাঁতে কেমন শক্ত শক্ত লাগছে।
হাহাহাহাহা
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৪
শাহরিয়ার কবীর বলেছেন:
আপা,তখন আমিও অনেক হেসেছি।।
৪৪| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১২
সম্রাট ইজ বেস্ট বলেছেন:
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৮
শাহরিয়ার কবীর বলেছেন:
৪৫| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৯
শায়মা বলেছেন: চা নিয়ে এত কিছু !!!!!!!! হায়রে মনে হচ্ছে চায়ের জন্য জীবন দান!!!!!!!!
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫১
শাহরিয়ার কবীর বলেছেন:
আজকে সকাল থেকে চলছে; আমার ব্লগে পাগলামি ডে !!! এখন আপনার জন্য এক কাপ চা !!!! আমিও একদম শিশু হয়ে গেছি, মাষ্টার আপা
৪৬| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবীর ভাই, আপনেরা ফেবুতে আড্ডা দিচ্ছেন?
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৬
শাহরিয়ার কবীর বলেছেন:
না না না ... ফোনে কথা বলছিলাম ।।।
৪৭| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৩
নূর-ই-হাফসা বলেছেন: কবীর ভাই এক কাপ চা কি হবে ? আছে নাকি সব শেষ ?
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: শেষ !!!! এইমাত্র আমাদের মাষ্টার (শায়মা) আপা খেয়ে গেল!!!
৪৮| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৮
নূর-ই-হাফসা বলেছেন: সমস্যা নেই । আমি আবারও মজার চা খাবো
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২০
শাহরিয়ার কবীর বলেছেন:
অবশ্যই, আমাদের জন্য যেন চা খাওয়ার ব্যবস্থা থাকে!!!
৪৯| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৭
নূর-ই-হাফসা বলেছেন: আমার জন্য চা রাখেননি , আমি তাই একাই খাবো ।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪২
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা.... একা একা খেতে চান, খান কি আর করার আছে
৫০| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: শাবীবা, আমিও কিন্তু খেতে পারিনি। আমার জন্য এক কাপ সেদ্ধ চা হবে?
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: আমার জন্য এক কাপ সেদ্ধ চা হবে
হা হা হা ........ হবে!!! হবে!!!!! জলদি।। লাইনে খাড়ান মেয়া বাই।।
৫১| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩২
ভ্রমরের ডানা বলেছেন:
বেশ তো...
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন:
স্বাগতম আ্ড্ডায়, প্রিয় কবি।।
৫২| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪২
মনিরা সুলতানা বলেছেন: অভিযোগ কোথায় !!!!!!!
আমি তো আশীর্বাদ পত্র লিখলাম
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন:
তাহলে ঠিক আছে, আপা !!!
পুরোহিত মশাইকে এখন একটা খবর দেওয়া যাক!!!!
আমাদের কাজ আমরা করতে থাকি.... খুঁজতে থাকি !!! যদিও শেষে -মেষ।। আপনার আর আমার কপালে ভাঙ্গা ছাতা.... !!!
৫৩| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৩
নূর-ই-হাফসা বলেছেন:
সম্রাট ভাই এখান থেকে এক কাপ তুলে নিন । ভুলেও কবীর ভাই কে দিবেন না ।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫১
শাহরিয়ার কবীর বলেছেন:
আপা, রাত ১২টার পরে চা কপি খাওয়া ঠিক না ।।। আমি আর খাবো না !!! সম্রাট ভাই খেয়ে যাক ।।।
৫৪| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ নূর-ই-হাফসা, এক কাপ খেয়ে দেখলাম। খুব ভাল হয়েছে। শাকবীর ভাই চায়ে পানি মিশিয়েছিলেন, তাই খেতে গিয়ে...
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২১
শাহরিয়ার কবীর বলেছেন:
দাদা, আবার আসিবেন কিন্তু.....
৫৫| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৩
মনিরা সুলতানা বলেছেন: যে মোরে নিয়ে এলো
এই চা আড্ডায়
সে থাকুক অতি সুখে
নিয়ে দশবিশ রাই !!!
আমাকে যে এই আড্ডায় এনেছে তার জন্য তো বিশাল দোয়া করে দিলাম
আগে সেই মহাফিলের বাতাসা হোক ,তার পর পুরহিত ।
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৮
শাহরিয়ার কবীর বলেছেন: আপা, আগে দায়িত্ব পালন
তারপরে দায়িত্ব গ্রহণ।।
আপনার আর আমার কিন্তু একটা বিশাল দায়িত্ব আছে।।
পুরোহিত মশাই কিন্তু একজন আন্তজাতিক মানে লোক।। তার কাছে দেশী-বিদেশী ....... নিশ্চয় সুযোগ্য কারো সন্ধান পাওয়া যাবে।। আমি মানুষ চিনতে ভুল করেনি ।।
৫৬| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০২
নূর-ই-হাফসা বলেছেন: কবীর ভাই চা পাগলদের মাঝরাতে চা খেলেও ঘুম ভালো হয় । আমি কতবার ঘুমানোর আগে চা খেয়েছি হিসাব নেই ।
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২০
শাহরিয়ার কবীর বলেছেন:
আমার ঘুমের সমস্যা আছে, এটা বেশ পুরাতন।একারণে, আমি চা-কপি তেমন একটা খাই না।।
৫৭| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কেও চিনি ছাড়া চা খেতে পারেন?
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২২
শাহরিয়ার কবীর বলেছেন:
আমি পারি ......
৫৮| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৪
নূর-ই-হাফসা বলেছেন: আমার আপু পারে । আব্বুর ভাষ্যমতে চিনি ছাড়া চা বিষের মতো ।
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৩
শাহরিয়ার কবীর বলেছেন:
আমি চিনি ছাড়া চা খেতে পারি ।।
৫৯| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি খাই। মাঝে মাঝে জলপাই এর চা, তেতুল এর চা ও খেতে বের হই।
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
তেঁতুল আমার ভীষণ প্রিয়!!!
৬০| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩১
সচেতনহ্যাপী বলেছেন: সব ফেলে এখানেই চায়ের নেশায় বুদ হয়ে থাকা যায়।। হরেক রকম চা ই আছে ।।
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা........ ভাই,আজকে দিনটাকে একদম পাগলামী ডে বানিয়ে ফেলেছি। সবার সাথে একটু মজা করে নিলাম ।।
ধন্যবাদ ভাই।।
৬১| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৯
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই যতসব অখাদ্য আপনি ই তো খাবেন ।
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা ... অয়ন ভাই কই গেল ।। এতো বড় অভিযোগ !!!
৬২| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৭
সচেতনহ্যাপী বলেছেন: এটা ভালবাসারই বহিঃপ্রকাশ, ঠিক কবিতার ছন্দ আর সুরের মতই।।
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৫
শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক বলেছেন, ভাই।। ব্লগে কেউ কাউকে চিনি না, তবুও যেন অনেক ব্লগারের সাথে আন্তরিকতা অভাব নেই ।। বিষয়টা আমার ভীষণ ভাল লাগে।।
আবারও ধন্যবাদ ভাই।
৬৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৯
উদাস মাঝি বলেছেন: এত রাইতে চা পাওয়া যাইব ? ভায়া ?
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০০
শাহরিয়ার কবীর বলেছেন:
যাবে না কেন?? উপরে পানি সেদ্ধ: আছে !!! শুরু করে দেন।।।
৬৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৩
উদাস মাঝি বলেছেন: এতক্ষণ ধরে আড্ডা চলছে আর আমিই কিনা জানিনা ?
মিয়া আপ্নার মাথায় গরম চা ঢালা দরকার !
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৭
শাহরিয়ার কবীর বলেছেন:
ঢালেন !!! আজকে আমার পাগলামী ডে ছিল ।।
এতো দিন কই ছিলেন ??
৬৫| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৭
নূর-ই-হাফসা বলেছেন: কবীর ভাই আপনি ওনাকে ঠিক চা দিলেন ।
উদাস মাঝি আপনার জন্য ভালো চা আছে
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৯
শাহরিয়ার কবীর বলেছেন:
মাঝি ভাইয়ের অবশেষে গরম গরম চা !!! মজার ব্যপার ।।
৬৬| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৪
উদাস মাঝি বলেছেন: নূর-ই-হাফসা আপা, শরমের কথা আর কি বলব, লজ্জায় চা চাইতে পারছিলাম না।
আর কবির সাহেব খরচের ভয়ে কিনা কিছুই বলছিল না
নূর-ই-হাফসা আপা আপনাকে ধন্যবাদ, শাহরিয়ার ভাইকে ধিক্কার
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২২
শাহরিয়ার কবীর বলেছেন:
আমি খাল কেটে কুমির আনলাম..... আমার নামে বদনাম।।
৬৭| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৬
নূর-ই-হাফসা বলেছেন: আপনি আমার জন্য চা রাখেন নি তাই আর কি করব ।অন্য দের কে আপনার পঁচা চা থেকে বিরত রাখার জন্য এই ব্যবস্থা ।
৬৮| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৯
শাহরিয়ার কবীর বলেছেন:
৬৯| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২০
নূর-ই-হাফসা বলেছেন: উদাস ভাই অথবা আপা আপনাকেও ধন্যবাদ । কবীর ভাই বড়ই কৃপণ , সব চা একা খেয়ে ফেলেছে । আমাদের কে নিমন্ত্রন করে খালি মুখে বিদায় করেছে
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৩
শাহরিয়ার কবীর বলেছেন: আমি খাল কেটে কুমির আনলাম..... আমার নামে বদনাম।।
৭০| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৩
নূর-ই-হাফসা বলেছেন: কবীর ভাই বিদায় নিলাম । সত্যি সত্যি এক কাপ চা খাওয়া দরকার । সবাই কে শুভ রাত্রি ।আজাইরা অনেক প্যাচাল মারলাম । লেখক ক্ষমা দৃষ্টিতে দেখবেন ।
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৭
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা.... এখানে যত খুশি আড্ডা দিবেন।। কোন সমস্যা নেই।। তাতে বাংলা টাইপিং এর গতি বাড়বে।।
শুভ রাত্রি।।।
৭১| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৭
উদাস মাঝি বলেছেন: নাহ নাহ নাহ ! এভাবে যেতে পারেন না !
আপনি গেলেই শাহরিয়ার সাহেব আমাকে বাসি চা খাওয়াবে
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন:
আজ আর বাসি চা খাওয়াবো না ।।
আমি গেলাম ,,,,,
শুভ রাত্রি মাঝি ভাই।।
৭২| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৯
উদাস মাঝি বলেছেন: শাহরিয়ার ভাই, আপনার খবর কি ?
লেখালেখি কেমন চলছে ??
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩২
শাহরিয়ার কবীর বলেছেন:
বেশি ভাল না।।। কিছু ভীষন ব্যস্ততা মাঝে দিয়ে দিন কাটাচ্ছি।।
৭৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৩
নূর-ই-হাফসা বলেছেন: গতি বেড়ে লাভ নেই । স্কুল লাইফের মতো অনেক কিছু লেখার ইচ্ছে এখোন আর হয় না । আমার অধিকাংশ লেখা ক্লাস সেভেন থেকে ক্লাস টেনের ।
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন: ওহ আচ্ছা !!! আমার বাংলা লিখতে প্রচুর ভুল হয় এবং গতিকম।। একারণে, ব্লগিং করতে লজ্জা লাগে ।।
আপনার নিকটা বেশ পুরাতন ।।
৭৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৪
উম্মে সায়মা বলেছেন: জাহিদ অনিক ভাইয়া, আপনাদের ষড়যন্ত্রের কাছে মিরজাফর ডালভাত !
হাহাহা। মূল ষড়যন্ত্রকারী কিন্তু কবীর ভাই। আমি ইন্ধনদাতা
আপনার নেমন্তন্নের অনুলিপি বুঝিয়া পাইলাম। তার সহিত একখানা টু ওয়ে টিকেট পাঠাইয়া দিলে বাধিত হইতাম
মনিরা আপু, আপনার ছড়া ঠিকই তো। আপনার কোন দোষ নেই। চা চাইল আর আপনি দিলেন। এখন উদোর পিন্ডি বুূদোর ঘাড়ে
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন:
মূল ষড়যন্ত্রকারী কিন্তু কবীর ভাই।
যাক, হিটলার বেঁচে থাকলে।।এতোক্ষণে,আমাকে একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিতেন ।।
আজকে ব্লগে পুরোহিত মশাইকে দেখছি না।। থাকলে তাকে একটা নালিশ দিতাম।।
৭৫| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪২
নূর-ই-হাফসা বলেছেন: জি একদম প্রায় শুরু থেকেই আছি । ক্লাস সেভেন থেকেই ।তখোন সবচেয়ে পিচ্চি ব্লগার আমরা ২;ওর ৩ জন ছিলাম
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫১
শাহরিয়ার কবীর বলেছেন: বাহ !! ভালো তো!!! এখন আর পিচ্ছি নেই... ।। আপনিও অনেক ভাল কবিতা গল্প লিখতে পারেন।।। ব্লগ বেশি বেশি করে লিখুন।।
শুভ কামনা ।।
৭৬| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪৪
উদাস মাঝি বলেছেন: আপনাদের আলোচনা মাথার উপর দিয়ে যাচ্ছে , ক্যাচ করতে পারছিনা
খারান,আগের কমেন্ট গুলো দেখে আসি
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন:
এখানে কিছুৃ বুঝতে পারবেন না ।।কারণ,
টাইম ট্রাভেল করে অতীতে গিয়ে....... একটা ঘটনা নিয়ে, এক কাপ চা এর আয়োজন করা হয়েছে।
৭৭| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ২:০১
উদাস মাঝি বলেছেন: এক কাপ চা আয়োজনের উদ্দেশ্যেই টাইম ট্রাভেল ? নাকি টাইম ট্রাভেল শেষে ঘটনার
আলু ঘাটা করতে চায়ের আয়োজন বিষয়টা পরিস্কার নাহ
১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
টাইম ট্রাভেল করে ফিরে, এসে ব্লগ লিখেছি !!!
বিস্তারিত তথ্যর জন্য যোগাযোগ করুণ জাহিদ অনিক ভাইয়ার সাথে।।
৭৮| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ২:০২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার চায়ের পট আর কাপগুলো এতো সুন্দর যে চায়ের পানি গরম করতে দিয়ে আপনার এখানে কমেন্ট করতে বসলাম।
খুঁজে দেখি বিস্কিটও রেডি!!!
১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬
শাহরিয়ার কবীর বলেছেন:
চা খাওয়া শুরু করে দেন ভাই।।
আগে চা পরে নাস্তা পানি ।।
ধন্যবাদ ভাই।।
৭৯| ১৯ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:২৯
মলাসইলমুইনা বলেছেন: বাস,ট্রেন,প্লেন সব ফেল করে আপনার চায়ের আড্ডায় আসতে আসতে দেখি সবাই বিদায় নিয়েছে | শব্দে আপনার ঘুম ভাঙলে চাতো জুটবেই না এই অবেলায় বরং আপনি বিরহী কবিতা লেখা বাদ দিয়ে আমার বিরুদ্ধে বিদ্রহী কবিতাও লেখা শুরু করতে পারেন ব্লগে | তাই মানে মানে কেটে পরলাম তাড়াতাড়ি ! ভালো থাকুন |
১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
কিছু দিন কবিতা তোমায় দিলাম ছুটি!!! আপনার জন্য চা আছে টেনশন নিয়ে না।।
গতকাল ছিল আমার পাগলামি ডে।।
৮০| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: আমিও চায়ে পরীক্ষা-নিরীক্ষা চালাই।
যেমন- মরিচ চা, মসলা চা, গুরের চা ইত্যাদি.......................।
ধন্যবাদ।
১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২২
শাহরিয়ার কবীর বলেছেন:
পরে আরো হরেক রকমের চা আছে ।।।
ধন্যবাদ ভাই।।
৮১| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শুনেছি এবং খবরেও দেখা যায় যে চিনিতে বহুত ভেজাল। তাহলে অখাদ্য কে খায়?
১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭
শাহরিয়ার কবীর বলেছেন:
কোন ধরণের বদনাম করাকে মেনে নেওয়া হবে না ।।
আদেশ ক্রমে কৃর্তপক্ষ।।
৮২| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মোহেবুল্লাহ অয়ন বলেছেন @সাদা মনে মানুষ, ছবিতে চা ঢালতেই আছে ঢালতেই আছে। পরিমাণ তো বাড়েও না কমেও না। কথা কিন্তু মিছা কয় নাই একদম খাঁটি সত্য কথা
১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১০
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা ....
হাসু মামা, চায়ের আড্ডায় আপনাকে স্বাগতম।।
৮৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৬
মোস্তফা সোহেল বলেছেন: গতকালের চা কি এখনও গরম আছে শহারীয়ার ভাই?
গরম থাকলে এককাপ খাইতাম।
পর সমাচার জাহিদ অনিক ভাই বলেছেন, ব্লগের এই চায়ের আড্ডাটি ভার্চুয়াল সীমানা ছাড়িয়ে হয়ে উঠতে পারে বাস্তব জীবনেও !
জাহিদ ভাই সেটি হলে তো খুব মজা হত।আমিও মাঝে মাঝে ভাবি বাস্তবে বসে যদি একদিন আপনাদের সাথে আড্ডা দিতে পারতাম।
এক সাথে বসে চা খেতে পারতাম তবে কতই না মজা হত।
তবে সবার সময় সুযোগ মেলা বলেও তো একটা কথা আছে।পরিকল্পনা করে এগিয়ে গেলে হয়তো একদিন প্রিয় কিছু ব্লগারদের সাথে নিশ্চয় একটা আনন্দময় আড্ডা হবে।আমি সেই দিনটির অপেক্ষায় রইলাম।
এখন উদ্যোগটা জাহিদ ভাই আপনাকেই নিতে বলছি।আপনি কি বলেন?
১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯
শাহরিয়ার কবীর বলেছেন:
এ ব্যপারে বিস্তরিত তথ্যর জন্য জাহিদ অনিকের সাথে যোগাযোগ করুন।। একদিন সবাই মিলে জমিয়ে আড্ডা দেওয়া যাবে।।
ধন্যবাদ সোহেল ভাই।।
৮৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবি (জাহিদ অনিক) এর প্রস্তাব সমর্থন করলাম,
কবে, কোথায় বাস্তব চা'য়ের আড্ডা হবে শিঘ্র জানান।
১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮
শাহরিয়ার কবীর বলেছেন:
ভাই, বাস্তবে একদিন সময় করে সবাই মিলে আড্ডা দেওয়া যাবে ।
৮৫| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭
নূর-ই-হাফসা বলেছেন: আমি খাই। মাঝে মাঝে জলপাই এর চা, তেতুল এর চা ও খেতে বের হই।
এগুলোর কথা বলেছি অয়ন ভাই ।
আর আপনি বললেন , শুনেছি এবং খবরেও দেখা যায় যে চিনিতে বহুত ভেজাল। তাহলে অখাদ্য কে খায়?
১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬
শাহরিয়ার কবীর বলেছেন:
এ সকাল বেলা এক চা পেতে পারি কি?
৮৬| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩
নূর-ই-হাফসা বলেছেন: কেন হবে না দাদা ।আমি কি আর আপনার মতো কৃপণ
কেন হবে না দাদা ।আমি কি আর আপনার মতো কৃপণ
১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯
শাহরিয়ার কবীর বলেছেন:
হায়!! হায়!!! ব্লগ বুড়ি আমায় বলে দাদা !!! িএখন আমি তারে কি বলি।। সকাল বেলায় মাথায় একটা তাল পড়লো ।।
৮৭| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯
সামিয়া বলেছেন:
১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০০
শাহরিয়ার কবীর বলেছেন:
গতকাল ছিল আমার পাগলামী ডে !!! তাই একটু সবার সাথে মজা করছিলাম।।যাক আপনার এক কাপ চা পেয়ে ভালো হল, এখন সাবাই মিলে এক কাপ করে খাওয়া যাবে।।
ধন্যবাদ ম্যাডাম ।।
৮৮| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩
উদাস মাঝি বলেছেন: মাথা ঠান্ডা করেন শাহরিয়ার ভাই, দাদা বললেই হবে নাকি ?
আমরা নূর-ই-হাফসা আপাকে দাদি বানিয়েই ছাড়ব
হাল্কা নাস্তা আপনাদের জন্য
১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০১
শাহরিয়ার কবীর বলেছেন:
হুমম,,,, ব্লগ বুড়ি আমারে দাদা বলেছে ।। এর একটা বিচার করুন।।
৮৯| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৯
নূর-ই-হাফসা বলেছেন: ভাইদেরকেই তো দাদা বলা চলে । দাদা কি কেবল বাবার বাবাকে বলে ? আমাকে দাদী বুড়ি দাদিমা যা ইচ্ছে বলতে পারেন ।
১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক আছে দাদী।।।
৯০| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২০
নূর-ই-হাফসা বলেছেন: উদাস ভাই চা খাওয়ান ।
৯১| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: "আমি খাই" বলতে চিনি ছাড়া চা খাই বুঝিয়েছি। আর জল্পাই তেতুল মাঝে মাঝে খাই। যেমন গত মাসে লাস্ট খেয়েছি। আর যারা নিয়মিত চা খায় তাদের কথা আর কি বলব!
৯২| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৫
উদাস মাঝি বলেছেন:
নূর-ই-হাফসা দাদি চা নেন
৯৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৮
উদাস মাঝি বলেছেন: মোহেবুল্লাহ অয়ন ভায়া আপনি তো আমারে ভুলেই গেছেন
খারান এইবার গুলিস্থান যাই খালি, ব্যবস্থা হবে আপনার
৯৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪০
মোস্তফা সোহেল বলেছেন: উমা ভাই কেমন আছেন?
আড্ডা পাইলে দেখি আপনার আর কিছু লাগে না।
পুরান আড্ডায় আর আসেন না কেন?
৯৫| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪২
নতুন নকিব বলেছেন:
আডডা তো বেশ জমে উঠেছে দেখছি! শাহরিয়ার ভাই, আডডায় অংশগ্রহনকারীদের জন্য খাবারের আয়োজন থাকা উচিত। সেটা করবে কে?
১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন:
নিশ্চয় হবে ভাই ।।
টেনশন নিয়েন না ।।
ধন্যবাদ ভাই।।
৯৬| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪
নূর-ই-হাফসা বলেছেন: মাঝি ভাই এ কি চা দিলেন ।আমি আপনাকে কত ভালো চা দিলাম ।র আপনি এই পঁচা চা টাই দিলেন ।
৯৭| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: @উদাস মাঝি, আপনে কবির ভাইকে জিজ্ঞেস করেন। আমি আপনার কথা জিজ্ঞেস করছিলা। সে কোন পাত্তাই দেয় নাই।
৯৮| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫০
উদাস মাঝি বলেছেন: মোস্তফা সোহেল ভাই কেমন আছেন ? ভাই আমি ছিলাম না। গতকাল রাতে
শাহরিয়ার ভাইয়ের কথায় আড্ডাতে আসলাম । তারপর কেমন চলছে আপনার ভাই ?
পুরানা আড্ডা কি এখনও চলে ?
৯৯| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩
উদাস মাঝি বলেছেন: নূর-ই-হাফসা আপা কি বলেন ! এইটা কিন্ত সাধারন চা নাহ। আরবের চা !
ধুর আপনি তো খালি দেশি চা ছাড়া আর কিচ্ছু চেনেন নাহ
পরেরবার আপনার জন্য পুদিনা চা নিয়ে আসব ইনশাআল্লাহ্
১০০| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭
উদাস মাঝি বলেছেন: মোহেবুল্লাহ অয়ন ভাই কি বলেন ? আমার খোঁজ করেছেন অথচ শাহরিয়ার ভাই
আমাকে কিছুই বলেনি !! এ ভীষণ অন্যায় করেছে শাহরিয়ার ভাই। তীব্র প্রতিবাদ জানাই
ভাই আমি কিন্ত আপনার কথা শুনেই গত কাল মধ্য রাতে আড্ডা তে আসছিলাম , অথচ আপনার ই
খবর নাই
১০১| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: উমা ভাই এই তো ভালই আছি।চলছে দিন আর অন্য সব দিনের মতই।
পুরানা আড্ডা এখনও চলছে।সময় করে মাঝে মাঝে আসবেন।
১০২| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০০
উদাস মাঝি বলেছেন: মোস্তফা সোহেল ভাই অন্য নিক থেকে গেছিলাম একদিন/ কেউ পাত্তাই দিলনা
শেষে সম্মান বাঁচিয়ে কোনরকম পালিয়ে আসলাম ।
ওখানে শুধু সিনিয়রদের খাতির করা হয় যা বুঝলাম ।
১০৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: চা চাই, চা কোথায় শাহরিয়ার কবীর ভাই? গরম চা, আমাবশ্যা চাঁদের চেয়েও কালো আর করল্লার চেয়েও তিতা তা হল চা এমন চা চাই।
১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন:
সুজন ভাই, এখানে সকল প্রকার চা খওয়ার ব্যবস্থা আছে। এ নিয়ে আপনি কোন চিন্তা করবেন না।।
১০৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মাঝি ভাই, আপনি পালিয়ে আসছেন জেনে খুব খারাপ লাগল। তবে আড্ডাঘরে মানায় নিতে বেশি কমেন্ট করা লাগে। নাহলে কেও কাওকে পাত্তা দিবেও না।
১০৫| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: @উদাস মাঝি, পুরানা আড্ডার কথা বলছেন, এমনটা আমার মনে হয়না। আমি নিয়মিত আড্ডা পাগল প্রতি দিনি যাই ওখানে এমনতো হতে কখনো দেখিনি। আমিও আড্ডা শুরুর অনেক দিন পরে যোগদান করেছিলাম। সবাই সাদরে বরণ করে আপন করে নিল।
১০৬| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৫
তারেক ফাহিম বলেছেন: মশলা বাড়িয়ে দিয়ে এক কাপ সেদ্ধ পানির চা দেন তো।
মশলাতে অবশ্যই হলুদ আর মরিচ বেশি থাকা চাই, আদা কম হলেও চলবে।
আড্ডাতে কিন্তু প্রথম আমিই এসে বসে ছিলাম, কেউ আমায় চা দেয়নি, মন্তব্যটাও দেখতে পাচ্ছি না।
১০৭| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৯
ধ্রুবক আলো বলেছেন: এইসব আড্ডা ফাড্ডা সব বিরোধী দলের চক্রান্ত।
১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা ......
এর একটা ময়না তদন্ত করা হোক।।
১০৮| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৯
উদাস মাঝি বলেছেন: তারেক ফাহিম ভাই এই ভরদুপুরে চা খেতে চান !!
রহস্যজনক , খুবি রহস্যজনক
আড্ডাতে যেহেতু আপ্নিই প্রথম ব্যক্তি, সেহেতু আপনি আমাদের সবাইকে চা খাওয়াবেন, ঠিক আছে ?
১০৯| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: @তারেক ভাই আড্ডাতে বসে আছেন কেউ কিছু দিচ্ছেনাতো কি হইছে
এই লন নিজে শিখে নিজে বানায়ে খেয়ে নিন।
১১০| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আড্ডাতে গান হবেনা তা কি হয়? শুনান একটা গান। হিন্দি বাদে।
১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০২
শাহরিয়ার কবীর বলেছেন:
এক কাপ চা খাওয়ার আড্ডা স্থলে সব হবে ।। চলুক
১১১| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩১
উদাস মাঝি বলেছেন: ধ্রুবক আলো ভাই বলেন কি !!
২-৪টা থাপ্পড় খাইতে রাজি আছি তাও ভাই গান শুনব না
১১২| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩২
ধ্রুবক আলো বলেছেন: আমি আড্ডা দিতে ভালোবাসি তাই ব্লগের কাছে ছুটে আসি
১১৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩
উদাস মাঝি বলেছেন: @ অয়ন ভাই গান হুনান, বাংলা বাদে
১১৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন:
@অয়ন ভাই, শুনুন একটি গান
১১৫| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩
ধ্রুবক আলো বলেছেন: আরে @উদাস মাঝি ভাই, ভয়ের কি আছে।
একটা গানই যদি না শুনতে পারেন তাইলে কনসার্ট দেখবেন কেমনে!?
১১৬| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন:
@উদাস মাঝি গান শুনুন।
১১৭| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬
উদাস মাঝি বলেছেন: @ সুজন ভাই কি দিলেন কিছুই তো দেখিনা ।
নাকি আমার চোখের ই সমস্যা !
১১৮| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন:
রমাআ রনাসো লাংবা,
মিআ য়মাতো সিবালোভা
@মাঝি ভাই, বাংলা বাদেই শুনাইছি। এইটা কি ভাষা তা অবশ্য জানি না। কেমন লাগল?
১১৯| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯
উদাস মাঝি বলেছেন: ধ্রুবক আলো ভাই আপনি কি করেন ? স্টুডেন্ট নাকি চাকরি ?
বিবাহিত না ব্যাচেলর ?
যুবক নাকি বুইড়া ?
এড়িয়ে যাবেন নাহ,
১২০| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৩
উদাস মাঝি বলেছেন: @ অয়ন ভাই , ওয়াও !! ভাই আপনার কণ্ঠ তো না জাদুকরী এমন কণ্ঠ বহুদিন শুনিনি !
চালিয়ে যান ভাই, সঙ্গীত শিল্পে আপনার সাফল্য দেখতে পাচ্ছি
১২১| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ধ্রুবক আলো ভাই যেটাই করুক না কেন সে চিরজীবন ধ্রুবকই থাকবে। ইয়ে মানে ব্যাচেলর হলে আবার সমস্যা আছে।
১২২| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: [YT|https://www.youtube.com/watch?v=m839iiXto1Q]
১২৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫
অনিক_আহমেদ বলেছেন: এটা নতুন আড্ডা নাকি? গান আছে, চা আছে, আড্ডাবাজরা আছে...ভালোই তো।
১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০০
শাহরিয়ার কবীর বলেছেন:
এখানে শুধু এক কাপ চা পাওয়া যায়।। সবার সাথে আ্ড্ডা দিতে থাকুন।।
ধন্যবাদ ভাই।।
১২৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কোথাও কেও নেই।
১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০০
শাহরিয়ার কবীর বলেছেন:
আমি আছি .........
১২৫| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫
হাতকাটা হাকিমুল বলেছেন: ট্যান ট্যানা , ট্যানা ট্যানা ট্যানা
এসে গেছি , কেউ আমাকে চা দাও (হাল্কা চিনি,লিকার কড়া)
সাবধান চা খারাপ হলে কিন্তক খবর আছে !
১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার হাত কাটা কেন ভাই???
আপনার জন্যও থাকছে আমার বিশেষ রঙ চা ।।
১২৬| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯
তারেক ফাহিম বলেছেন: রমাআ রনাসো লাংবা,
মিআ য়মাতো সিবালোভা ।
শিভা লোভা কেমাতো মিআ। “নয়অ”
১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০১
শাহরিয়ার কবীর বলেছেন:
এটা কিসের মন্ত্র ....তারকে ভাই??
১২৭| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭
হাতকাটা হাকিমুল বলেছেন: মিআ ও রদেমাতো লভা সিবা (ধুশু য়েমে রদে)
১২৮| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই হাতকাটা হাকিমুল হইতাছে উদাস মাঝি । থাক আসল নাম কইলাম না।
১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
শাহরিয়ার কবীর বলেছেন:
বলেন কি ।। তাহলে উদাস মাঝির এই কাজ!!!
খাড়ান তার শাস্তির ব্যবস্থা করছি।।
১২৯| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪
অনিক_আহমেদ বলেছেন: সবাই দেখি মন্ত্র পড়ছে। ভূত প্রেত কিছু ডাকা হবে নাকি?
১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১
শাহরিয়ার কবীর বলেছেন:
এক কাপ চা আড্ডাতে কি ভূতের টিল দিচ্ছি নাকি ???
১৩০| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭
হাতকাটা হাকিমুল বলেছেন: শাহরিয়ার সাহেব আমার হাত কাটা নাহ,
আমি অন্যের হাত কাটি বলে জনগণ আদর করে আমাকে হাতকাটা বলে ডাকে
১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১
শাহরিয়ার কবীর বলেছেন:
বলেন কি তাহলে ।। আপনাকে থেকে ১০০ গজ দূরে থাকতে হবে ।।
১৩১| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
হাতকাটা হাকিমুল বলেছেন: @ অয়ন ভায়া মিথ্যে গুজব ছড়ানর অপরাধে
আপনার ডান হাত কাটা হবে (কেউ আমিন না বলে যাবেন নাহ)
২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০১
শাহরিয়ার কবীর বলেছেন: আমি লিখব না!!
১৩২| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: প্রতারকের আবার হুমকি!
১৩৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
হাতকাটা হাকিমুল বলেছেন: আমি প্রতারক নাহ
আমি মাস্তান , হাতকাটা মাস্তান
১৩৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবীর ভাই, কি শাস্তির ব্যবস্থা করছেন?
২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: কি বিচার করা যায়, একটু আইডিয়া দিয়ে যান।।
১৩৫| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
হাতকাটা হাকিমুল বলেছেন:
@ এই অয়ন ভয় লাগে না আমারে ?
১৩৬| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ডিপজলের বয়স কত হইছে?
১৩৭| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
হাতকাটা হাকিমুল বলেছেন:
১৩৮| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩০
নূর-ই-হাফসা বলেছেন: শাহরিয়ার ভাই চা দেন । মলাসইলমুইনা ভাই আপনাকে বলেছে আমাকে সবচেয়ে মজার চা দিতে । জলদি দিন । নাহলে ......
২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৩
শাহরিয়ার কবীর বলেছেন:
কয় কাপ খেতে চান??? তারাতারি বলুন?? আজকে অনলাইনে বেশিক্ষণ নেই!!!!
১৩৯| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৭
এফ.কে আশিক বলেছেন: ভাই একদিন সত্যি সত্যি বসার আয়োজন করেন
চা, পানির সাথে আড্ডা গল্পও হবে সবার সাথে দেখা হবে
কি বলেন...?
তাছাড়া আপনিও চা খাওয়ানো একটা সুযোগ পেলেন।
আমরাও না হয় সাথে থাকলাম...।
২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৫
শাহরিয়ার কবীর বলেছেন:
এখানে সব ব্যবস্থা আছে !!!! সমস্যা নেই ....
এখনে যত পারেন আড্ডা দেন ।। কোন সমস্যা নেই ।।
বাংলা টাইপিং এর গতি বাড়ান !!!!
ধন্যবাদ ।।
১৪০| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫২
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: কবির ভাই আমি তো চায়ের আড্ডা মিস করে ফেললাম।
একটু ব্যস্ত ছিলাম।অনেকদিন পর একটা পোষ্ট দিয়ে ঊধাও হয়ে গেছি।পরদিন অফিস।করার কিছু ছিলনা।
হবে কি এক কাপ চা?
২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: এখানে সব ব্যবস্থা আছে !!!! সমস্যা নেই .... কত কাপ চা চাই ???? বলুন ???
এখনে সবার সাথে যত পারেন আড্ডা দেন ।। কোন সমস্যা নেই ।।
বাংলা টাইপিং এর গতি বাড়ান !!!!
ধন্যবাদ ভাই।।
১৪১| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৮
হাতকাটা হাকিমুল বলেছেন: ব্রা দার পরিকল্পনা তো কাজ করল না মনে হয়
১৪২| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৫৫
গালিব আফসারৗ বলেছেন: ভাইয়া, আমার অন্নেককাপ চা লাগবো, ঘুম থেইকা উইঠা লাগাতার চা চাই
২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১১
শাহরিয়ার কবীর বলেছেন: এখানে সব ব্যবস্থা আছে !!!! সমস্যা নেই .... কত কাপ চা চাই ???
এখনে যত পারেন আড্ডা দেন ।।
বাংলা টাইপিং এর গতি বাড়ান !!!!
১৪৩| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫২
ধ্রুবক আলো বলেছেন: @উদাস মাঝি ভাই,, আমি চাকুরী খুজতেছি, পড়ালেখা শেষ। অবিবাহিত, খুব ভালো আছি এতে! এবং একজন ভবঘুরে।
আর ভাই আপনি কি করেন?
১৪৪| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪
শাহরিয়ার কবীর বলেছেন:
সবাই কেমন আছেন?
১৪৫| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৬
মোহাম্মদ গোফরান বলেছেন: চা দেন।
২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
১৪৬| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩০
মোহাম্মদ গোফরান বলেছেন: রং চা খাইনা।
২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩১
শাহরিয়ার কবীর বলেছেন:
রং চা ছাড়া নেই যে ......
১৪৭| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩
মোহাম্মদ গোফরান বলেছেন: মেনেজ করে দেন।
২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন: বাজারে গিয়ে কিনে খেতে পারেন ।।
১৪৮| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪০
মোহাম্মদ গোফরান বলেছেন: কিনে খাইলে দাওয়াত দিলেন কেন?
১৪৯| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪১
মনিরা সুলতানা বলেছেন: এদের মত মিলেমিশে থাকো । এক কাপ চা বলে কথা ।
১৫০| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪
মনিরা সুলতানা বলেছেন: এই নাও
১৫১| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৯
বিলিয়ার রহমান বলেছেন: এক কাপ চা নিয়ে এ দেখছি তো লঙ্কা কান্ড বাধালেন মেয়াবাই!!!!
!!!!
২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন:
কি চা খাবেন মেয়া-বাই??
১৫২| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৩
নূর-ই-হাফসা বলেছেন: শা কবীর ভাই চা খাওয়ান । আপনাদের আড্ডা দেখি থেমে গেছে
২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন: ব্লগ বুড়ি চার আড্ডায় না থাকলে কি আর আড্ডা জমে ??
১৫৩| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বাহুর জয়েন্টে ব্যাথা করতাছে।
২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন:
কেন কেন দাদা??? ব্লগ বুড়িকে একটা ভূতে গল্প শুনান !!!
১৫৪| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৮
নূর-ই-হাফসা বলেছেন: আগে মজার কোনো চা দেন । ভূতের গল্প থাকলে শুনান ভাই
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০০
শাহরিয়ার কবীর বলেছেন:
চা শেষ !!! এখন, আপনি চা খাওয়ান নানী??? আর আমি একটা ভূত !!!
১৫৫| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আজকে বাইরে ছিলাম। দৌড়ের উপ্রে। ঢাকার এক মাথা থেকে আরেক মাথায়।ঢাকায় সব জায়গায় ট্রেনে যাওয়া গেলে অনেক মজা হইত। কমলাপুর-উত্তরা ২৫ মিনিটে গেছি। বাসে কি তা ভাবা যায়?
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৫
শাহরিয়ার কবীর বলেছেন:
আমিও মাঝে মাঝে উত্তরা যাই ।। ট্রেনে ....... যাই ।। বাসে কখনো ভাবা যায় না ।।
ব্লগ বুড়িকে একটা ভুতে গল্প শোনান।।
১৫৬| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অশুভ সংকেত
এইটা পড়েন।
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১১
শাহরিয়ার কবীর বলেছেন: পরে পড়ে নিবো !!!
১৫৭| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নূর এর ন, ই-কার, হাফসার হা নিয়ে একটা সংক্ষিপ্ত নাম বানানো যায়।
নিহা আফা।
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৮
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর নাম !!!!
উদাস মাঝি কই গেল ????
১৫৮| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সে তো যখন তখন বিড়ি খায়।
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২২
শাহরিয়ার কবীর বলেছেন:
ধরে নিয়ে আসেন;ওকে ।।
১৫৯| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অনলাইনেই আছে দেখি।
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
ওকে ধরে নিয়ে আসেন ।। আমি কয়ডা ভাত খেয়ে আসি .........
১৬০| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৪
উদাস মাঝি বলেছেন: প্রেজেন্ট স্যার
অয়ন মিয়া আফনে ঢাকার এমাথা ওমাথা দৌড়াদৌড়ি করছেন কেন ?
ঘটনা কি
চুপি চুপি পাত্রি দেখছেন নাকি !
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন:
আমি ভাত খাই ...খেতে চাইলে চলে আসুন ????
১৬১| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৩
হাতকাটা হাকিমুল বলেছেন: আমি খাব আমি খাব
কিন্ত আইটেম কি ?
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫১
শাহরিয়ার কবীর বলেছেন:
বোয়াল মাছ দিয়ে !!!!
আর কমু না .....
১৬২| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবীর ভাই, মাঝি মিয়ে যতই ছদ্মবেশ নিক না কেন তাকে ধরার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সে কোন না কোন ভাবে এমন কিছু কথা বলবে যাতে মেয়ে নিয়ে কিছু থাকবেই। বুগলেন?
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৬
শাহরিয়ার কবীর বলেছেন:
তাই নাকি ???
১৬৩| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৮
হাতকাটা হাকিমুল বলেছেন: ভাই মাঝি কেডা ?
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৭
শাহরিয়ার কবীর বলেছেন:
মাঝি হল উদাস মাঝি !!! আপনি কেডা ভাই।।
১৬৪| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৬
নূর-ই-হাফসা বলেছেন: কেউ আছে নাকি সবাই ঘুম । অয়ন দাদা আমার নিহা নাম পছন্দ না
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১০
শাহরিয়ার কবীর বলেছেন:
আমি আছি !!!
আপনি কি দেশে বাহিরে থাকেন?
১৬৫| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তাহলে আর কি! ডাকা যাবে না এ নামে।
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৩
শাহরিয়ার কবীর বলেছেন: ব্লগ বুড়ি যখন বলেছেন আর ও নাকে ডেকেন না।।
১৬৬| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১২
নূর-ই-হাফসা বলেছেন: না ভাই । দেশেই থাকি । আমার রাত জাগার অভ্যাস কলেজ থেকে ।
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৮
শাহরিয়ার কবীর বলেছেন:
আমি আছি আপনার দলে////// এই রাত জেগে কাজ করছি... আর আড্ডা দিচ্ছি ।।
১৬৭| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৩
নূর-ই-হাফসা বলেছেন: জি ভাই ।আমার কি নামের অভাব আছে নাকি ।৪ টা নাম আমার
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২০
শাহরিয়ার কবীর বলেছেন:
আকাশী, বাতসী, বাকি দুইটা অয়ন ভাই বলুন ।।
১৬৮| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: @হাফসা, আপনি না কোন এক পোস্টে বলেছিলেন চলে যাচ্ছেন? ব্লগেই দেখি আছেন। কেম্নে কি?
১৬৯| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২০
নূর-ই-হাফসা বলেছেন: আপনাদের জন্য চা দিলাম ।
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২১
শাহরিয়ার কবীর বলেছেন:
রাতের বেলায় চা!!!! মন্দ না !!!!!
১৭০| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২১
হাতকাটা হাকিমুল বলেছেন: ইয়র অনার নূর-ই-হাফসা আপাকে ফর্সা আপা ডাকার জন্য
বিনিতভাবে অনুরোধ করছি
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৬
শাহরিয়ার কবীর বলেছেন:
হায় হায় .... বগ বুড়িকে ফর্সা আফা ।।। হা হা হা।।
১৭১| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৩
নূর-ই-হাফসা বলেছেন: এমনিতেই । ব্লগ কিন্তু মারাত্মক নেশা । তাই ভাবলাম আর আসবো না ।কিন্তু আমার গল্প পড়তে ভালো লাগে ।তাই যাওয়া হয়নি
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৭
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনি ব্লগ ছেড়ে চলে গেলে আমরাও চলে যাবো !!!! বলে দিলুম কিন্তু.......
১৭২| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৫
নূর-ই-হাফসা বলেছেন: মাঝি ওরফে হাতকাটা ভাই আমার ভালো নাম থাকতে কেন পঁচা নাম দিচ্ছেন ।
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন:
হুমমম,,, মাঝি ।। বাই আর বলিয়ে না।।
১৭৩| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি ব্লগ ছেড়ে চলে গেলে আমরাও চলে যাবো !!!! বলে দিলুম কিন্তু.......
কবীর ভাই, চাপা যে একটা মারলেন! বাস্তবে যদি আপনার সাথে দেখা হয় তাহলে শাস্তিস্বরূপ খাবার বিলটা আপনিই দিবেন।
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন:
চাপা ....না ।। ব্লগ বুড়ি , আমায় দাদা বলেছেন ।। তাহলে বুঝেন ........ আমার নানীডা যদি ব্লগে না থাকে ।। তাহলে আমি কিভাবে থাকি ।।
খামু তয়... দুইটা পরেটা ।।। দাম মাত্র ১০ দশ টাকা।।
১৭৪| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৫
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই ঠিক বলেছেন । মজা লাগল । অয়ন ভাই আপনার বিল দিলে আমার টাও যেন দেয়া হয় ।
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪০
শাহরিয়ার কবীর বলেছেন:
হায় !!! হায়!!!! কিসের বিল ??? কারেন্ট বিল ??? আমার তো এ মাসে কোন বেকেয়া নেই।।
১৭৫| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: @কবীর ভাই, আপনি দুইটা খান আর নাই খান, ১০ টাকাই আসুক আর ৯৯ টাকাই আসুক। আমি কি খাব সেটাই বিষয়।
@হাফসা আফা, আপনি তাকে অনুরোধ করলে অবশ্যই বিল দিবে আর পার্সেল করে আপনার ঠিকানায় পাঠিয়েও দিবে।
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন:
কোন প্রকার নগদ অর্থ প্রদান করা হইবে না।।
আদেশ ক্রমে
কৃর্তপক্ষ।।
১৭৬| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪৪
নূর-ই-হাফসা বলেছেন: আমাকে ভাই চা অথবা কফি খাওয়ালেই খুশি
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন: আপনার বাসায় গিয়ে
আমি আর অয়ন ভাই চা খেতে চাই ।। আপনার অফিস ছুটি কবে? বা আপনি ফ্রি কবে?
তারাতারি বলুন কবে আসব।।।
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা ..... ভালো থাকুন ।।। কাল কথা হবে ।। আমি আমার কাজ করছিলাম, আর আপনার সাথে গল্প ।।
ধন্যবাদ ।।
১৭৭| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সেরেছে!
১৭৮| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ২:০৩
নূর-ই-হাফসা বলেছেন: ভাই অফিস করি না তো । ইন্টার্নশিপ চলছে ।
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ২:১২
শাহরিয়ার কবীর বলেছেন:
বুঝলাম না। আপনার ব্লগে বয়স ..... ১১-১২ প্রায় । এখনও ........ বিস্বাস হয় না।।।। সঠিক..... যদি বলা যায় বলতে পারেন ।। আর না হলে থাক।।
১৭৯| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ২:১৯
নূর-ই-হাফসা বলেছেন: আমি ব্লগে আসি ক্লাস সেভেন এ ।ঐ সময় পিচ্চি ব্লগার আমরা ২ অথবা ৩ জন ছিল
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ২:২৫
শাহরিয়ার কবীর বলেছেন: সে হিসাবও মেলে না ।।। ...... থাক বলেতে হবে না ।। ওমেরা মত কথায় মিথ্য বলেন না ।।। আপনার উপরের তিনটা মন্তব্য মুছে দিচ্ছি ।। এ প্রসঙ্গে কথা না বলি ... আমার মিথ্য কথা শুনলে গা জ্বলে ... আমি যেমন ভাল তেমন খারাপ ।।।
আমি সবসময় চেষ্টা িকরি মিথ্য বলা থেকে বিরত থাকার ।।
ধন্যবাদ ।।
১৮০| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৩৬
নূর-ই-হাফসা বলেছেন: আপনার বিশ্বাস না হলে আমার ২০১১ আর 3২০১৩ এর পোষ্ট পড়তে পারেন ।তারপর কে মিথ্যা আর সত্যি বলছে ধরা পড়ে যাবে
১৮১| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৩৯
নূর-ই-হাফসা বলেছেন: Click This Link
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার লিংক গুলো কাল দেখবো .....
আজ বিদায় ..... ব্লগ বুড়ি ।।
১৮২| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৪২
নূর-ই-হাফসা বলেছেন: Click This Link
১৮৩| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৪৫
নূর-ই-হাফসা বলেছেন: দয়া করে এই এই পোষ্ট গুলো পড়ে নিবেন । আমি আপনার কোন পোস্টে আর মন্তব্য করব না ।আমাকে মিথ্যা বাদী বলার ক্ষমতা আপনি রাখেন না ।
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৫০
শাহরিয়ার কবীর বলেছেন:
আরে ভুল বুচ্ছেন কেন ।। হিসাব মিলতেছিল না ।। তাই বলেছি ......
এতো রাগ ভাল না মেয়ে ......
আমার পোষ্টে মন্তব্য করার দরকার নেই কিন্তু রাগ করে না।।
হা হা হা।।
১৮৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
নীলপরি বলেছেন: আরে বন্ধু , আমি যখন ব্লগে আসতে পারিনি তখনই দেখছি আপনি টি-পার্টি সেরে ফেলেছেন ।
আমি ভাঙা পার্টিই দেখে গেলাম ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৩
শাহরিয়ার কবীর বলেছেন:
কি আর করার আছে বন্ধু.........
তবে আপনাকে ভীষণ মিস করেছি পটিতে!!!!
১৮৫| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
ফারহানা শারমিন বলেছেন: ভাই বিস্কিটের জায়গায় পিঁয়াজু হলে আরো ভাল জমত।ভেবে দেখবেন।আইডিয়া পছন্দ হলে পিঁয়াজুর অর্ডার আমাকে দেবেন।
১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১২
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা... এখানে চায়ের আড্ডা ছিল !! অন্যকিছুর আবদার চলবে না ।
১৮৬| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:০৯
ভ্রমরের ডানা বলেছেন: চা খেলে আমার মন ফ্রেশ হয়। কিন্তু কফি খেলে হয় না। কারণ টা বুঝলাম না?
২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন: এখানে শুধু চা ব্যবস্থা .... কপি খেতে চাইলে নিজের পয়সা দিয়ে কিনে খেতে হবে।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬
তারেক ফাহিম বলেছেন: আড্ডায়তো কাউকে দেখছিনা, আমি কোন নির্দিষ্ট সময়ের আগে চলে আসলাম নাকী?