![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওহে মায়াবিনী, যাাদুকরী তুমি কী যাদু করে গেলে
তোমায় আজও আমার নিরন্তর ভাবনার অন্তরালে
অদৃশ্য কিছু অস্তিত্ব সত্ত্বার মাঝে খুঁজে চলেছি।
এ যেন এক নিঃশব্দে শক্তি রুপান্তরের খেলা
তবুও তোমায় আজও বলা হল না ভালোবাসি।
তুমি আমার জীবনে এক অদৃশ্য আলোর আরেক নাম,
আবার করবে আমায় আলোকিত?
শুনবে আমার মনের অব্যক্ত যত কথা নীরবে
তোমার কি শোনার সময় হবে?
আমি অনন্ত প্রেমের নেশায় মগ্ন হয়ে
ডুবে আছি অন্ধকারের শঙ্খনীল কারাগারে।
ছবি” নেট।
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ,ভাই।
ভালো থাকুন সবসময়......
২| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালোবাসা মনের ভেতর আটকে রাখতে নেই, যথাসময়ে প্রকাশ করে দেয়া উচিত। অনন্ত প্রেমের নেশা পূর্ণতা পাক, ভালোবাসার রঙে রঙিন হয়ে উঠুক আপনার জগত।
প্লাস।
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
দেখি ব্লগার ধ্রুবক আলোর এলিয়েন নিয়ে পোষ্টে পড়ে। যদি দু-একটা এলিয়েন এর সন্ধান পেয়ে যাই ,তবে আমার মনে ভালবাসার যত অব্যক্ত কথা আছে। এলিয়েনকে বলে দিবো, তাতে আপনি কি বলেন?
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ,ভাই।
ভালো থাকুন সবসময়......
৩| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৬
এফ.কে আশিক বলেছেন: বেশ ভালো লিখেছেন কবি...+++
তিন নাম্বার হলে তো চা নাই তাই না...
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন:
অবশ্যই, চা হবে। আমার আগের পোষ্টে এখনো পানি সিদ্ধ আছে, সেখানে গিয়ে “এক কাপ চা” খেয়ে আসতে পারেন।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ,ভাই।
ভালো থাকুন সবসময়......
৪| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪১
ধ্রুবক আলো বলেছেন: অনন্ত প্রেম খুব পোড়ায়, ডুবায়।
২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: তাহলে তো দেখছি মহা বিপদ ;আমি সাতাঁর জানি না !!
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ,ভাই।
ভালো থাকুন সবসময়......
৫| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৭
উম্মে সায়মা বলেছেন: ভালো হয়েছে
২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৫
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ,সায়মা খাতুন।।
ভালো থাকুন সবসময়......
৬| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৯
উম্মে সায়মা বলেছেন: খাতুন কোত্থেকে পেলেন? এই নামে ডাকার কারণে ধন্যবাদ গ্রহণ করা হল না।
২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২১
শাহরিয়ার কবীর বলেছেন: মনে হয়, শরীরের ভিটামিন “এ” এর অভাব দেখা দিয়েছে।।
ঠিক!!! ঠিক !!! আপনার নামের শেষে খাতুন নেই ।। আমি বুড়া মানুষ ।। বুঝতে পাড়িনি।।
আবারও ধন্যবাদ।।
৭| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৫
জাহিদ অনিক বলেছেন:
ও বাবা! প্রেমে একেবারে ডুব দিয়েছেন !
মান্না দে'র মত করে,
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি
কবিতা ভালো লাগলো কবি।
২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা .... ডুব মুভি দেখেছেন?
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ,।।
ভালো থাকুন সবসময়......
৮| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৭
উম্মে সায়মা বলেছেন: বেশী বেশী ভিটামিন “এ” খান। রাতকানা রোগমুক্ত থাকুন।
২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩২
শাহরিয়ার কবীর বলেছেন:
হা. হা .হা....... ঠিক আছে।। যেদিন পিচ্চি পোলাপানদের ভিটামিন 'এ' ক্যপসুল খাওয়ানো হয়, তখন তাদের সাথে আমিও খেয়ে নেব।।
আবারও ধন্যবাদ।।
৯| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪২
মনিরা সুলতানা বলেছেন: এই ডুবে থাকার নেশায় এক ধরনের মাদকতা আছে !!
২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: মানুষ তার নেশার জন্য অনেক কিছু করতে পারে।এ নেশারও আবার অনেক ধরণ আছে....। এখানে কবিতায় পরাবাস্তব
অবচেতনমনের ক্রিয়াকলাপকে উদ্ভট ও আশ্চর্যকর সব রূপকল্প জন্ম দিয়েছে এ কবিতায়।।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ, আপু।।
ভালো থাকুন সবসময়......
১০| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৫
জাহিদ অনিক বলেছেন:
উহু, ডুব মুভি দেখি নাই।
হালদা দেখব আশা করি।
২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন:
আগে প্রচুর ইংলিশ মুভি দেখতাম।। এখন আর তেমন কোন মুভি দেখা হয় না ।।
১১| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আজও বলতে পারেন নাই ভালোবাসার কথা!
২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: বাংলার নবান্ন ধরা হয়, কোন মাসে ???
দেখি এবার কোন এক পিঠা উৎসবে
তারে ভালবাসার কথা বলে পিঠে
কিছু পড়ে কিনা ......
১২| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মনে হয় রিজেক্টেড হবেন।
২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন:
এ বুড়া বয়সে পাকে বসে বাদাম খাওয়ার বয়স কি আর আছে?? যদিও আবেগের কোন বয়স হয় না ।।
১৩| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা হ্যা , বিয়ের আগে তো আবেগ আসবেই।
২২ শে নভেম্বর, ২০১৭ রাত ২:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: বান্দরের গলায় কি আর মুক্তার মালা মানায়? কে দিবে বান্দরের গলায় মুক্তার মালা খানি
এ মরফতি কথা বাদ দেই।।
ব্লগে যতক্ষণ থাকি ততক্ষণ প্রেম-পিরিতির কথা মাথায় থাকে......। তবে কবিতা লিখলে চিন্তার ভাল ব্যয়াম হয়।। যদিও আমি অল্প কিছু শব্দ জানা কবি......
১৪| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ২:১১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পীর কিন্তু নতুন পোস্ট দিয়েছে। দেখেছেন?
২২ শে নভেম্বর, ২০১৭ রাত ২:১৮
শাহরিয়ার কবীর বলেছেন:
পীর সাহেব এর পোষ্ট আর পড়ি না; কারণ, সে একজন বিকৃত মস্তিষ্ক এর লোক। সে যা বললে সেটাই ঠিক, আর বাকি সবাই বেঠিক।
১৫| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ২:১১
ফেরদৌসা রুহী বলেছেন: যেভাবে প্রেমের নেশায় বুদ হয়ে আছেন সে অবশ্যই শুনবে।
২২ শে নভেম্বর, ২০১৭ রাত ২:১৫
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা.... এটা কাল্পনিক কবিতা।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ,আপু।।
ভালো থাকুন সবসময়......
১৬| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ২:২১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কখনো গল্প লিখার চেষ্টা করেছেন?
২২ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: আমি গল্প লিখতে পারি না।। আর চেষ্টাও করি না ।। কোন গল্প লিখতে হলে অনেক সময় নিয়ে, লিখতে হয়।। তবে “সায়েন্স ফিকশন” নিয়ে কিছু লেখার ইচ্ছা আছে,তাও অনেক পরে।। লেখক হতে চাইলে বই পড়ার কোন বিকল্প নেই ।।।
আজকের মত বিদায় .....
শুভ রাত্রি।
১৭| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পীর কিন্তু নতুন পোস্ট দিয়েছে। দেখেছেন?
অধমদের এভাবে অবহেলা করে বঞ্চিত করা ঠিক নয়। মাথার উপর দিয়ে গেল। বিস্তারিত ব্যাখ্যার দাবি রাখছি।
২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনি ব্লগে পীর মুরিদি করেন নাকি?? অয়ন সাহেব আপনি কোথায় ??? নতুর পীরের সন্ধান মিলেছে ব্লগে।।
১৮| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০১
মোস্তফা সোহেল বলেছেন: এত প্রেম কবির মনে ক্যামনে আসে জাতি জানতে চাই।
শাহরিয়ার ভাই আপনি গল্প লিখলে ভাল করবেন।
আপনার প্রতিটি কবিতায় একেকটি গল্পের প্লট!
২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন:
একজন ব্যক্তিকে দিয়ে সবকিছু হয় না,
খালি ম্যও ম্যও, প্রেমে হতে হবে শান্ত দিঘির মত।, এ কথাটা বিভিন্ন জনকে উপদেশ দেন আমাদের সবার শ্রদ্ধেয় ব্লগার চাঁদ গাজী
ধন্যবাদ।।
১৯| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: লেখক বলেছেন:
আপনি ব্লগে পীর মুরিদি করেন নাকি?? অয়ন সাহেব আপনি কোথায় ??? নতুর পীরের সন্ধান মিলেছে ব্লগে।।
আপনি যদি কল্কির রাজা মুতু খাই এর কথা মীনিং না করে থাকেন তাহলে ব্যাখ্যার দাবীতে এখনও অটল।
২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন:
অয়ন সাহেব না আসার পযন্ত। আপনাকে অপেক্ষায় থাকার বিনত অনুরোধ জানা যাচ্ছে। তিনি এসে এ কথা ব্যখ্যা দিবেন।। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।। দ্য সম্রাট ব্রদার।।
আদেশ ক্রমে কৃতপক্ষ।
২০| ২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯
নতুন নকিব বলেছেন:
কবিতা দারুন।
সম্রাট এবং অয়ন ভাই, আপনারা যেভাবে পীর পীর শুরু করেছেন, বেচারা শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ব্লগটাই ছেড়ে যান কি না তাই চিন্তার বিষয়।
পীর মুরিদির মেলা চলছে আমার এলাকায় (মানে, ব্লগে)।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা ,,, বেচারা একটা পাগল টাইপের লোক কখন কি বলে সে নিজেও জানে না ।
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
২১| ২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: @সম্রাট ভাই, আস্তে। উনার নাম নিতে নাই। নতুন নকিব ভাই আজকে একখান পোস্ট দিয়েছে দেখলাম। পীর মনে হয় রেগে আছে।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা
২২| ২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: শেষের দু'লাইন অসাধারণ।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
২৩| ২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: সস্তা প্রেম ভালোবাসা নিয়ে কবিতা লেখা বাদ দেন।
নজরুল এর মতোন জ্বালাময়ী কবিতা লিখতে হবে।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
আরো একটু বয়স হলে লেখা চেষ্টা থাকবে রাজীব ভাই।।
২৪| ২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
মিথী_মারজান বলেছেন: আবেগের সুন্দর প্রকাশ।
ভাল লাগল।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪০
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
২৫| ২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: বলে ফেলেন তাকে মনের কথাটা। ভালো লেগেছে কবিতা।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪০
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, আপা ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
২৬| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৪
প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
২৭| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মায়াবিনীটা এসে অন্ধকারের শঙ্খনীল কারাগার থেকে আপনাকে উদ্ধার করুক।
কাব্যে ভাল লাগা।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
২৮| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১১
তুহেল আহমেদ বলেছেন: শঙ্খনীল কারাগারে! আহা!
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
২৯| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৬
Monkula বলেছেন: ভালই হয়েছে।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
৩০| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪০
ধ্রুবক আলো বলেছেন: ভাই প্রেম মানেই নেশা চরম খারাপ নেশা। আসুন নেশাকে না বলি
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা ... আমিও একমত ।।।
৩১| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৭
ধ্রুবক আলো বলেছেন: রাজীব ভাই তো দেখি খুব সিরিয়াস হয়ে গেছেন। রাজীব ভাই আপনি একটা টিপস আমার ভাইরে।
আমাকেও দিবেন একটা।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা
দিবে দিবে
সমস্যা নেই ।।
৩২| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৮
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, দাদা ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
৩৩| ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ওরে প্রেম রে...
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন:
প্রেম পিরিতি জিন্দাবাদ!!!
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
৩৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
নীলপরি বলেছেন: প্রতিটা লাইনই খুব সুন্দর । ++++++++
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, বন্ধু।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৪
পবন সরকার বলেছেন: দারুণ কবিতা।