![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা-
রাত যত গভীর হয়--- এ বুকের ব্যথাটা তত বৃদ্ধি পায়,
আজ থাক না --- সে সব কথা।
তুমি পারলে একটি প্রেমের ছাড়পত্র দিয়ে যেও
আর সইতে পারছি না; এ হৃদয়ে যে ভীষণ ব্যথা....
কবিতা-
আমি কখনো কাঁদি না--- শুধু বুকটা খাঁ খাঁ করে,
আমার এ ব্যাথার বা তোমার কাছে কী মূল্য?
এতোটুকু আকুতি তোমায়---এ শেষ স্মৃতি নিয়ে বেঁচে থাকার।
সবশেষ করে দিয়ে--- এ ভালবাসার ইতিকথা বলে
কোন ইতিহাস রচনা করে যাও.....
তবে কোন কাব্যেতে নয়--- এ হৃদয়ের সাদা পৃষ্ঠাগুলোতে।
কবিতা-
আজ আর তোমার প্রতি নেই কোন অভিমান ও অভিযোগ
একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও
তোমার বিবেকের যে জামা গায়ে জড়িয়ে আছে,
সে জামার রঙ কি তুমি অনুভব করতে পারো?
ছবিঃ নেট।
১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা ...দারুণ বলেছেন !!!
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ, নয়ন ভাই।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
মনিরা সুলতানা বলেছেন: প্রিয় কবি শাহরিয়ার কবীর ...
আপনি কি সত্যিই ভাবেন সে আপনার প্রশ্নের উত্তর দিতে ফিরে আসবে ???
তার কাছে কি সত্যিই আছে তার হস্তাক্ষর সহ আপনার জন্য প্রেমের ছাড়পত্র !!!
ভালোলাগা ।
১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৭
শাহরিয়ার কবীর বলেছেন: আামদের প্রেমটা এতো রহস্যময়,ও এতো জটিল যা আপনি কল্পনাও করতে পারবেন না ; যা কিছু প্রশ্ন আছে তাকে ঘিরে তার পুরোটাই কাল্পনিক। এখন যদি কোন কবিতার প্রেত্ন আত্না এসে উত্তর দিয়ে যায়; তবে উত্তর মিলবে।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ, আপা।
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
সুমন কর বলেছেন: বেশ হয়েছে। +।
১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ,দাদা।
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
নীলপরি বলেছেন: মন্তব্য করতে পরে আবার আসছি ।
১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: হুমম, বন্ধু!!! আশা থাকিলাম.... আবার আসিবেন ফিরে!!!
ধন্যবাদ।
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,
বাহ... শেষের দু'টো লাইন চমৎকার ।
প্রেমের ছাড়পত্র লাগেনা - এমনি এমনিই প্রেম ছেড়ে যায় । কারন সাদাপৃষ্ঠায় কালির আঁচড়ে প্রেমের শুরু , কাগজের রং নীল হলে তা বাড়ে আর শেষ হয় চোখের জলের লেখায় !
১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর বলেছেন,ভাই।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
ফেরদৌসা রুহী বলেছেন: সবগুলিই ভালো লেগেছে।
১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ, আপা।
৭| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭
সামিয়া বলেছেন: ইদানীং কবিতা পড়লে মনেহয় কবিতার সিমিলার শব্দ হচ্ছে কষ্ট ।।
বলি কবিদের মনে আজকাল এত কষ্ট কেনো কেনো কেনো??
বরাবরের মত চমৎকার লিখেছেন ।।
১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন: আগে বলুন, আপনি কি আপনার নাম কবিদল থেকে বাদ দিয়েছেন? কবিদলে মনে হয়, আপনার নামখানাও আছে। একটু মনে করে দিলাম ।
কবিদের কষ্টের ব্যপারে বলতে গেলে; এ ভূমিকম্পের উৎপত্তি স্থল কোথাও না,কোথাও তো আছে । হয়তো,তাদের সেখান থেকে এ ভূমিকম্পের শুরু হচ্ছে।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
৮| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮
এফ.কে আশিক বলেছেন: বেশ ভালো হয়েছে কবি।
কবিতায় মুগ্ধতা...+++
১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ!!
৯| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০০
রাজীব নুর বলেছেন: কতদিন ধরে কবিতা লিখি না।।
১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: একটা কবিতা লিখে ফেলুল,,,,,!!
ধন্যবাদ ভাই।
১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৬
মৌমুমু বলেছেন: কাছাকাছি নামে আমারও একটি লিখা আছে। " ভালোবাসার ছাড়পত্র"।
আপনি খুব সুন্দর লিখেছেন। তবে যে চলে যায় তার ভাবসাব দেখেই বোঝা যায় যে সে চলে গেছে বা চলে যাচ্ছে কোন পুরনো/ নতুনের খোঁজে। প্রেমের ছাড়পত্র দেয়ার প্রয়োজন হয়না তাদের। যাকে কখনো ছেড়ে যাবেনা বলে কথা দিয়েছিল সেই বিপরীতের মানুষটা বাঁচলো কি মরলো তাতে আর কিছুই যায় আসেনা তাদের।
তবুও ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো।
কবিতায়+++++++
ভালো থাকবেন শাহরিয়ার ভাইয়া।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫১
শাহরিয়ার কবীর বলেছেন: শুধু ভোটার কার্ড নয়, সবার সবকিছুতে একটা করে পরিচয় পত্র থাকা দরকার, কি বলেন? পরিচয় পত্র বিহীন কোন কিছু আসলে কোন কিছুর পরিচয় বহন করে না। একারণে,ভালোবাসার ছাড়পত্র চাওয়া।। আর জীবন চালাতে গেলে অপ্রয়োজনীয় অনেক কিছু বাদ দিতে হয়! এ কবিতায় এমন কিছুর ইঙ্গিত দিচ্ছে। আপানার লেখা কবিতা " ভালোবাসার ছাড়পত্র" আগে পড়েছিলাম মনে হয়,আপনিও অনেক ভালো লিখেছিলেন।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: শারিয়ার ভাই কবিতাটি অনেক ভাল লাগল।+++
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অফিশিয়াল ছাড়পত্র ও লাগবে!
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৭
শাহরিয়ার কবীর বলেছেন: অফি+শিয়াল = অফি বুঝলাম কিন্তু এখানে শিয়াল আসলো কই থেকে?
১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৩
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অনন্য প্রকাশ, একরাশ মুগ্ধতা রেখে গেলাম।
আমার পাতা থেকে ঘুরে আসবেন সময় পেলে।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম!
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি তো আবার অফি বুঝলাম না!!
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন:
১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪
ধ্রুবক আলো বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে। ++++
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬
ধ্রুবক আলো বলেছেন: @ইতি সামিয়া আপু,
এটা আজকালের কথা না, কবিরা আজন্ম কষ্ট বহন করে!
১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ কবি। প্রেমের কি সত্যিই ছাড়পত্র লাগে? আসলে মনের চাওয়াটাই আসল। সেখানে ছাড়পত্রের কোন ভূমিকা নেই।
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: ছাড়পত্র থাকলে মনে হয় ভাল হয়; না হলে, কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশি দিন খেলা করে।। হায় গো হৃদয় তবুও তোমার আশা কেন যায় না যতটুকু যায় কিছু তার পায় না কিছু তার পায় না কে জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ভরে।।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
১৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৫
অলিউর রহমান খান বলেছেন: অনেকেই কবিতা লিখেন কিন্তু কবি হয়ে উঠতে পারেন না।
এ কবিতাটি একজন কবির কবিতাই মনে হলে।
বেশ ভালো লেগেছে।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ... বেশি বলে ফেললেন মনে হয় ।। কবি হওয়া সে তো অনেক ভাগ্যার ব্যপার।। আর কবিতা লিখতে গেলে অনেক হিসাব নিকাষ কষতে হয়।। কবিতা ভালো লেগেছে জেনে ভাল লাগলো।।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
১৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৪
জাহিদ অনিক বলেছেন:
রাত বাড়ছে হাজার বছরের পুরানো রাত,
বুকের ব্যথাও যেন ক্রমশঃ বাড়ছে
ভারী হচ্ছে কবিতার অলংকার।
চমৎকার কবি, কবিতায় প্রেমের ছাড়পত্র।
প্রেম তাহলে এখন থেকে মুক্ত, কবিকে আর পোড়াবে না।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২১
শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ, প্রিয় কবি।
২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৬
খায়রুল আহসান বলেছেন: 'কবিতা' কি প্রেমিকার নাম? তা না হলে কবিতা কি করে প্রেমের ছাড়পত্র দিবে? বরং প্রেমই কবিকে দিতে পারে কবিতার ছাড়পত্র।
শেষের লাইনে 'যে' কথাটি কি সে হবে?
১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৩
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা নাম কাল্পনিক চরিত্র ।
একটু টাইপিং মিসটেক ছিল ।
সে হবে
অনেক অনেক ধন্যবাদ ভাই।
২১| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: শুধু ছাড়পত্র'য় কি হপে? সাথে প্রেসক্রিপশন চাইলেও চাইতে পারেন
১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ,,,
অপারেশন লাগবে ।
ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোই বলেছেন কবি, মুগ্ধ কাব্যের কথামালায়।
যে ভালোবাসা সময় অসময় কেবল পুড়ায়, জ্বালায়, কয়লা করে যায় ভেতর বাহির, সেই ভালোবাসার ছাড়পত্র চাওয়াই কাম্য