![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা-
আজ আমি যেন আমার কলমের মত নির্বাক
তবুও কিছু শব্দের উনুনে-বনুনে থাকবে
পরে ভালবাসার কিছু শব্দঋণ হয়ে!
আমার শত কল্পনায় ভিড়ে
এঁকেছে শুধু তোমার এক ছবি।
অথচ
সেই তুমিই,
আজ খুব সহজে সমস্ত প্রতিশ্রুতি ভেঙ্গে দিয়ে
হাতটা ছেড়ে চলে গেলে...
আর বারে বারে আমায় প্রশ্ন ছুঁড়ে দিলে
তোমায় আমি ভালবাসি কিনা বলে?
কবিতা-
আমি আজ বড়ই কল্পিত
আমার হৃদয় হয়েছে কলুষিত
শুধু থেকেছি মোহ গ্রস্ত নিষ্ফল অপেক্ষার মাঝে....
এবার শুধু একবার বল-
তোমার প্রতি আমার ভালবাসার মৌনতার আলিঙ্গন
কখনো কি তুমি অনুভব করতে পারনি?
আমি আপষহীন সময়ের সংগ্রামে
ফাঁসির এক মঞ্চের নিকটে দাঁড়িয়ে নিষ্প্রাণ থেকেও
তোমায় ভালবেসেছি।
ছবিঃ নেট।
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: নিষ্প্রাণ....... এডিট করে দিয়েছি .... বানানটা ভুল ছিল ।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৪
ধ্রুবক আলো বলেছেন: শব্দ ঋণ হয়ে থাকবে, ভালোবাসার দুয়ারে আঘাত হানবে
মাঝরাতে ঘুম ভাঙাবে কষ্ট দিবে...!
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: এতো কিছু জানলে তো কবিতা লিখতাম না... এই কথাটা সুন্দর করে আগে বলতেন?
অনেকদিন বাদে লিখতে বসলাম..... হয়ে গেল একখানা অকবিতা।
অকবিতা পাঠে ধন্যবাদ নিবেন ভাই।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মেয়েটা আগে ফুট ওভার ব্রিজে ছিল আর এখন ক্ষেতের মধ্যে নিয়া আসছেন!
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩২
শাহরিয়ার কবীর বলেছেন:
কথাটা আগে বলতেন,,,, তাহলে কবিতা না লিখি,,,, আরো সুন্দর সুন্দর ছবি দিয়ে, ছবি ব্লগ লিখতাম।
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আচ্ছা, আর বলব না এরকম কিছু।
০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪০
শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা.... সমস্যা নেই কইতে পারেন... আমিও একটু সুযোগ বুঝে মজা নিচ্ছিলাম। সবকিছু জানতে হলে, এখানে মুক্ত আলোচনার বিকল্প নেই।।
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৭
মনিরা সুলতানা বলেছেন: কঠিন ভালোবাসা !!!
০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৩
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে ধন্যবাদ আপা।
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৮
সুমন কর বলেছেন: ভালো লেগেছে।
০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৪
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ দাদা।
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:৫৩
নূর-ই-হাফসা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে । ভালো লাগলো
০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৪
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ।
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৫
শামচুল হক বলেছেন: কবিতা ভালো লেগেছে।
০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৫
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ ভাই।
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা-
সুন্দর ছবি।
০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৫
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ ভাই।
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩২
ধ্রুবক আলো বলেছেন: অকবিতা না, এটা সুন্দর কবিতা।
০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৭
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা লেখা কঠিন ব্যপার ভাই...
শখের বশে লিখি তাই...
কবিতা সুন্দর কথাটা শুনতে ভালো লাগলো.
আবারও ধন্যবাদ ভাই।
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০০
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।
০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৮
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ ভাই।
১২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯
নতুন নকিব বলেছেন:
সুন্দর কবিতা।
শুভকামনা অনেক।
০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ ভাই।
আপনার জন্যও শুভ কামনা রইল।
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই, এই হাহাকার কি কবিদের আজীবনের সঙ্গী হয়েই থাকবে?
কবিতা ভাল হয়েছে। শুভেচ্ছা নিন। পুরনো একজনের মন্তব্য দেখে মুচকি হাসলাম।
০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবির কবিতা সবাই ভালোবাসে কিন্তু কবিকে কেউ ভালবাসে না..... মনে হয়, এটা জগতের নিয়ম।
কেউ যদি কবি ভালবাসতো তাহলে সুন্দর কবিতার সৃষ্টি হতো না।
মুচকি হাসি আমিও হেসেছিলাম.......থাক আর গভীরে গেলাম না।
কবিতা পাঠে ধন্যবাদ নিবেন ভাই।
১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল কথামালায়। দারুণ বলেছেন।
০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে ধন্যবাদ ভাই।
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালবাসা এমনই হয়
শুধু হারানোর ভয়।
০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন:
প্রেম-পিরিতির ক্ষেত্রে
কেউ হারে কেউ জিতে
এই আমাদের জীবন।
কবিতা পাঠে ধন্যবাদ ভাই।
১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৩
আটলান্টিক বলেছেন: শাহরিয়ার ভাই জীবনে কোন দিন প্রেম আসলে আপনার ব্লগে অবশ্যই আসবো।কিন্তু দু:খের কথা আপনার কবিতা পড়লেই প্রেম-ভালবাসা সব উবে যায়।
০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: আমি ভাই, লিখি ছেঁকা খাওয়াদের সচেতন মুলক কবিতা ! নিজেকে কষ্ট রেখে, একটা উদাহরণ টেনে কবিতা লিখি। যেন ভাই-ব্রদারা ছেঁকা না খায়, আর আমার সাথে কোন মেয়ে প্রেম করবে না। কারণ, আমার চেহারা খানা দেখতে ডাকতদের মত। এই চেহারা দেখলেই মেয়েরা দৌড় দিয়ে পালায় এবং আমি প্রেমের ক্ষেত্রে কারো যোগ্য না। আপনারা প্রেম করুন তবে, ছেঁকা খেয়েন না। যাইহোক,জীবনে যদি কোন দিন বিয়ে করি। তবে আপনার অবশ্যই দাওয়াত রইল। তখন আমার বউ নিয়ে আটলান্টিক এর উপরে দিয়ে হানিমুনে যাবো..... ।
কবিতা পাঠে ধন্যবাদ।
১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭
জাহিদ অনিক বলেছেন:
কবি যেন তার সব আক্ষেপ কবিতাকেই বলছেন, আর কে আছে কবিতার মত আপন!
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা...... কবির কবিতাই আপনজন ।।
ধন্যবাদ প্রিয় কবি।
১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কাব্য! ছবিও একখান দিছেন অসাধারণ !!!
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫০
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা.... কবিতা পাঠে ও ছবি দেখাতে ধন্যবাদ ভাই।
১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
তারেক ফাহিম বলেছেন: কবিরা শু্ধু বিরহ ছাড়া কিছু দেখেনা কী?
কবিতা পাঠে মুগ্ধতা জানবেন।
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন: কঠিন একখানা প্রশ্ন করেছেন ভাই,
সখী, ভালোবাসা কারে কয় ! সে কি কেবলই যাতনাময় ।
আশা করি, এখন প্রশ্নের উত্তর পেয়েছেন ।।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।
২০| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
সৈয়দ ইসলাম বলেছেন: ভাই, ভালই লাগলো। ধন্যবাদ জানবেন।
++++++++++++++++++++++++++
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০০
শাহরিয়ার কবীর বলেছেন: একখানা অকবিতা লিখি আমি ধন্য ; আমার জীবনেও কোন পরীক্ষার রেজাল্টে এতো প্লাস পাইনি।
কবিতা পাঠে ধন্যবাদ ভাই।
২১| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৮
কথাকথিকেথিকথন বলেছেন:
সীমানাহীন প্রেম..... সুনামী হয়ে আঘাত হানে !
কবিতা ভাল লেগেছে ।
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৪
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ,প্রিয় কবি।
২২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৬
সোহানী বলেছেন: এবারের ছবিটা ঠিক আছে, পড়ে যেয়ে মামলা খাবার ভয় নেই................
সত্যিই এতো প্রেম !!!!!!!! যাই হোক এক জায়গায় যেন থাকে.........................
+++++++++++++
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ,,, এখন কোন মামলা খেলে সহজে জামিন মেলে না।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ,আপা।
২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কয়েকবার নজরে পড়েও কবিতাটি পড়ার সুযোগ হয়নি সেই বেলা। এই বেলা কবিতাটি না পড়ে আর পারলামনা। একখানা লাইক ও দিতে হবে যখন সত্য কথাটিও বলে যাই তবে কানে কানে বলবো কথাটি ............. কেহ যেনো না শুনে।
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা... আপনি আমার অকবিতা যে পড়েছে তাতেই আমি ধন্য।
অসংখ্য ধন্যবাদ সুজন ভাই।
২৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১
অবনি মণি বলেছেন: ফিরে এসেছি প্রিয় নাম এর লেখা পড়তে .।।
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অনেক দিন পরে ব্লগে পেয়ে ভাল লাগলো।।
তা সাংবাদিক আপনি কেমন আছেন?
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
২৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঋন খেলাপী কাব্যে ভাললাগা
+++
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০০
শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা,.... ভাই, মাঝে মাঝে খুব উদ্ভুট চিন্তা-ভাবনা আমার মাথায় ঘুরপাক খায়।
তার প্রতিফলন এই ঋন খেলাপী কাব্যে। গতকাল লিখলাম এবং ব্লগে মুক্তি দিয়ে দিলা।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।
২৬| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: লাইক দিতে এসে কমেন্ট করে চলে গেছিলাম কবিবর। এবার এই ভুলটা করবো না।
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০১
শাহরিয়ার কবীর বলেছেন: হা,হা,হা,...... আচ্ছা... ঠিক আছে।
আবারও ধন্যবাদ সুজন ভাই।
২৭| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২০
রূপক বিধৌত সাধু বলেছেন: তীব্র শীতে ভালোবাসা বরফ হয়ে গেছে বোধহয়।
১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৬
শাহরিয়ার কবীর বলেছেন: ভালবাসার তাপমাত্রা এখন মাইনাসে আছে !!
২৮| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৪
নাগরিক কবি বলেছেন: মেবাই - কার হাত ধইরা টানাটানি করতাছেন? ভাবি জানে
১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৯
শাহরিয়ার কবীর বলেছেন: হাতের মালিককে খোঁজা হচ্ছে !!!! আর আপনার ভাবি এখনো, তার বাপের বাড়ীতে !
কবিতা পাঠে ধন্যবাদ।
২৯| ১৩ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৬
আটলান্টিক বলেছেন:
১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন:
৩০| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৪
খায়রুল আহসান বলেছেন: কবিতার সাথে কথকতা ভাল লেগেছে।
১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ ভাই।
৩১| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
বলেছেন: সুন্দর কবিতা !! ভালোই লাগলো.
বিশেষ করে এই তিনটি পংকী!!
তোমার প্রতি আমার ভালবাসার মৌনতার আলিঙ্গন
আমি আপষহীন সময়ের সংগ্রামে
তোমায় ভালবেসেছি।
১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো । ধন্যবাদ।
৩২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৬
নীলপরি বলেছেন: কবিতার কাব্যালাপ অনন্য লাগলো । শব্দ চয়ন খুব ভালো লাগলো +++++
শুভকামনা
১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪২
শাহরিয়ার কবীর বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইল।
৩৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
ঝাক্কাস কবিতা! ফিরিয়া আসিলেন তবে! শান্তি পেলুম!
২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ...... ধন্যবাদ প্রিয় কবি।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৪
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: কবিতা ভাল লেগেছে কবির ভাই।
সম্ভবত শব্দটা নিষ্প্রাণ হবে(টাইপিং মিস্টেক হতে পারে,এডিট করে নিয়েন)
ভাল থাকুন কবি।