![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়াতে প্রেম নামক শব্দটা মাত্র
দুই বর্ণের শব্দ হলেও
আজ যেন এ শব্দটা মহান..;
আমি আমার প্রেয়সীর প্রেমের নেশায়
আমিও দেখেছি জাগ্রত নয়নে
তার রুপ..
অগ্নি শিখার মত দীপ্ত আরেক প্রতিমা,
ধূসর কোন পৃথিবীতে নয়,
আলোকবর্ষ দূরের কোন পৃথিবীতেও নয়,
আমি দেখেছি এ পৃথিবীতে..
শুধু তার রুপের যাদু ...
সেদিন প্রেয়সী দিয়ে গেছে আমায়
কিছু হৃদয় বিদারক শব্দের আঘাত
আকাশের বজ্রপাতের ন্যায়ে জ্বলে
পুড়ে ছাড়খার করে গেছে এ হৃদয়...
আজ সম্পর্কের কাঁটাতার উঠেছে
দুটি হৃদয়ের মাঝে...।
আমি যেন কি এক নেশায়,কি এক আশায়
আমার হৃদয়ে ভর করে আছে
স্পষ্ট বিষাদে ঘেরা
শূন্যতার বেদনার রঙে
কী যেন এক ভীষণ হাহাকারে....
ছবিঃ নেট।
১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন: লিখতে গিয়ে মনোযোগ কম ছিল; একারণে লেখায় প্যঁচটা লাগচ্ছে।
২| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৩
শায়মা বলেছেন: নো হাহাকার....
প্রেম থাকুক প্রেমের স্থানে .....
হাহাকার থাকুক দূরে....
১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন: হাহাকার নিপাত যাক..
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৭
ধ্রুবক আলো বলেছেন: প্রেম সত্য! কবিতা ভালো হয়েছে +।
১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাই।
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩২
আটলান্টিক বলেছেন: আহা ভাইয়া।কেন যে সব কবিতায় মেয়েরা হৃদয় জ্বালিয়ে পুড়িয়ে চলে যায় বুঝিনা।তবে প্লাস দিসি কিন্তু ভাইয়া
১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫০
শাহরিয়ার কবীর বলেছেন: কোন প্লাস এ্+ নাকি ০+ ?
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪২
শাহিন বিন রফিক বলেছেন: আমি প্রেম কিনব, আছে কারোর কাছে?
বড্ড প্রয়োজন।
১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন: ইডেন কলেজের সামনে গিয়ে,,
জোরে জোরে বলতে পারেন..
আমি প্রেম কিনব, আছে কারোর কাছে?
একটু চেষ্টা করে দেখতে পারেন.... মাইর একটাও মাটিরে পড়বে না। শুভ কামনা রইল।
৬| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৩
আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,
হুমমমমম ...........
যেখানে প্রেমে কাঁটাতারের বেড়া
যেখানে হয় শুধু হৃদয় ছেঁড়াখোড়া,
তবুও সেখানে কেন মাথা রেখে ঘুম ?
হাহাকার লাগলো মোটামুটি । বাক্য গঠনে সম্ভবত কিছু ত্রুটি রয়ে গেছে ।
১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২২
শাহরিয়ার কবীর বলেছেন: একটু অভিমান.... কাঁটাতারের বেড়াটা সাময়িক আবার খুলে যাবে ।।
আজকের লেখাটা একটু এলোমেলো ছিল। পরে ঠিক করে দিয়েছি ।।
ধন্যবাদ ভাই।
৭| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪
তারেক ফাহিম বলেছেন: প্রেমের হাহাকার
কবিতা ভালো লাগলো।
১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ তারেক ভাই।
৮| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৫
মিথী_মারজান বলেছেন: সুন্দর বিরহকাব্য।
হাহাকার দূর হয়ে পূর্ণতা পাক হৃদ্যতা।
১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০০
শাহরিয়ার কবীর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ মিথী আপু।
৯| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০১
সৈয়দ ইসলাম বলেছেন: সমবেদনা ভাই হাজারো সমবেদনা।
তবে কবিটা সেইরকম। বেচারি ভদ্র মহিলার কপাল মন্দ
১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৪
শাহরিয়ার কবীর বলেছেন: তার কপাল মন্দ নয়, বেচারি একটু অভিমান করে আছে।
ধন্যবাদ ভাই।
১০| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৪
জাহিদ অনিক বলেছেন:
জাগ্রত নায়নে প্রেয়সীর যে রূপ দেখেছেন
যে সুধা পান করেছেন আজলা ভরে
তাতে যে খেয়াল বেখেয়াল-
উথাল পাথাল প্রেম !
না জানি শরাবী আঁখি
গোলাবো ঠোঁট
কি মায়ায় রেখেছে ধরে আষ্টেপৃষ্টে
কি দারুণ হাহাকার লেগে আছে চোখেমুখে
কবিতায় মুগ্ধতা।
১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন প্রিয় কবি।
অনেক অনেক ধন্যবাদ ও ভালবাসা রইল।
১১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৫
আটলান্টিক বলেছেন: এ+ দিসি ভাইয়া।আমাকে পারলে কিছু টিপস দিয়েন।ইদানীং ভার্সিটির গেটে একটা রুপবতী প্রায় আমার দিকে তাকিয়ে থাকে
১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
টিপস হল-
ঐ লাইনে না,যাওয়াই ভাল ।
১২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০১
সুমন কর বলেছেন: কবিতা ভালো হয়েছে। +।
১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ দাদা।
১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
প্রেম পোড়াবে এটাই স্বাভাবিক! খাটি সোনা হতে হলে একটু পোড়া ভাল!
১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর বলেছেন...
অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি।
১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৯
নীলপরি বলেছেন: হুুম । হাহাকার - একটা শব্দ ,খুব নিষ্ঠুর ।
কবিতা খুবই ভালো লাগলো । +++++++++
শুভকামনা
১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৩
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: শুন্যতার বেদনার রঙ ।
দারুণ....................................................।
১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৭
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ ভাই।
১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২১
রূপক বিধৌত সাধু বলেছেন: ওরা বড় নির্দয়া; কিছুতেই মন বোঝে না।
১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২২
শাহরিয়ার কবীর বলেছেন: যাহা চাই তাহা ভুল করে চাই,. যাহা পাই তাহা চাই না
বাস্তবতা বড়ই কঠিন।
১৮| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৪
সামিয়া বলেছেন: আপনি কি বিষাদের ভেতরে আটকা পড়েছেন কবি??
১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩২
শাহরিয়ার কবীর বলেছেন: আমার ব্লগে সমস্ত কবিতা কাল্পনিক কিন্তু শুধুমাত্র একটি কবিতা একজনকে নিয়ে ভেবে ভেবে লেখা ।
যদি কখনো আপনার সময় হয়,নিচের লিংকে গিয়ে কবিতাটা পড়ে নিবেন..... আশা করি,আপনার প্রশ্নের উত্তর সেখানে পাবেন।
নিষ্ফল অপেক্ষা
১৯| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে কবি।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভালোই হয়েছে। অথচ আর তবুও এর ব্যবহার ভালো লাগল।