![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শত শতাব্দী ধরে,
সান্ত্বনাহীন বিষাদে নিম্মজ্জিত
তন্দ্রার মত আনমনা চিন্তার আচ্ছন্নতায়
আবেগ মাখা এ মন,প্রাণ ও আত্না বন্দী ছিল
পার্থিব এক সোনালি স্বপ্নে বিভরে
প্রতিটি শ্বাস-প্রশ্বাস আরাধনায় মত্ত ছিল
অাজন্ম এক ব্যথার উপশমের প্রতীক্ষায়...
অব্যক্ত অনুকম্পা
বুক ফাঁটা চোঁচির আর্তনাদ শুনে
তুমি এলে
দুটি কোমল চোখে দৃষ্টি মেলে
সোনালী রঙের এক গায়ে চাদর পরে
অন্য রকম অনুভুতি আর ভাবধারাতে
ঠুনকো এ জীবনে অসীম ভালবাসার দিবে বলে।
অসীম ছায়া পথে মিছিল চলছে...
তাকে পাওয়ার এক নেশার মাতাল আমি,
তাকে পাওয়ার উন্মদনায়
পাগল আমি...
স্তব্ধ নীরবতায় এ ব্যবধান নেমে
এসেছে শূন্য কোঠায়....
ছবিঃ নেট।
২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ, প্রিয় কবি ।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩
শায়মা বলেছেন: ছবিতা দেখেই মন ভরে গেলো। কবিতা তো তারপর!
২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০১
শাহরিয়ার কবীর বলেছেন: শায়মা আপা, তোমার এতো সুন্দর মন্তব্য দেখে আমারও মন ভরে গেল ।
ধন্যবাদ।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৫
জাহিদ অনিক বলেছেন:
চমৎকার কবিতা কবি।
অসীম বিহরের পর যেন পাওয়া- না পাওয়ার সমাপ্তে এসে ব্যবধান কমে এসে শূন্যের কোটায়; তবে শূন্যতা নয়।
বেশ। বেশ।
ছবিটা আসলেই সুন্দর। খুব সুন্দর। কবিতার মতই ছবিটা। দেখলে দেখতেই ইচ্ছে করে।
২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: শূন্যতা শেষ হোক আর না, হোক....
প্রিয় কবির সুন্দর মন্তব্য দেখে মন ভরে গেল...
ধন্যবাদ ।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৮
জনৈক অচম ভুত বলেছেন: ভাল লেগেছে।
২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৪
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ,ভাই।
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৬
শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।
২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৪
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ,ভাই।
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৭
দিলের্ আড্ডা বলেছেন: ভাল লিখেছেন।
২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৫
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ, ভাই।
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮
নীলপরি বলেছেন: কবিতা খুব ভালো হয়েছে । বিশেষ করে শেষের স্তবকটা মন ছুঁয়ে গেলো । +++++
একটা টাইপো আছে বন্দি < বন্দী
আর ছবিটাও বেশ ভালো লাগলো ।
শুভকামনা বন্ধু ।
২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক আছে সখী..
আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো।
কবিতা পাঠে ধন্যবাদ প্রিয় বন্ধু ।।
৮| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫০
সুমন কর বলেছেন: তাহলে, এবার দেখা মিলবে..........
ভালো লেগেছে। +।
২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৭
শাহরিয়ার কবীর বলেছেন: দেখা যাক, মনের আকাশে চাঁদ ওঠে কিনা....
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ,দাদা।
৯| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৪
ধ্রুবক আলো বলেছেন: তাহলে এবার মিলবে
যাক পাগল মন এবার শান্ত হবে!
২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: সবাই ছ্যঁকা খাওয়া কবি বলে জন্য
একটু লুমান্টিক কবিতা লেখার চেষ্টামাত্র !
ধন্যবাদ ভাই।
১০| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩১
মনিরা সুলতানা বলেছেন: এই রে আমরা মনে হয়
ব্লগের বিরহী কবি কে হারাতে বসেছি !!!!
বিরহ শূন্যের কোঠায় !!!!
আচ্ছা অসুবিধা নেই আনন্দ কাব্য পেলেই হয়
২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫১
শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা..... আপা, আপনরা যদি চান তবে, আবার আমি বিরহী কবিতা নিয়ে ব্লগে হাজির হবো।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ, আপা
ভাল থাকুন।
১১| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০২
কথাকথিকেথিকথন বলেছেন:
এই রাত্রিত্বে হাহাকার পড়ে বিষাদ জাগলো হৃদয়ে !
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৬
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা .... এই রাতের বেলায় মানুষকে বেশি দার্শনিক বানায়।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ, ব্রদার।
১২| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভালো লাগা নিরন্তন।
কেমন আছেন শাক ভাই?
ভালো থাকবেন সবসময়।
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৪
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ...
আমি ভাল আছি......
আপনি কেমন আছেন,সুজন ভাই?
১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৪
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল। ধন্যবাদ
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ, প্রামাণিক ভাই।
১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৫
সোহানী বলেছেন: সত্যিই ছবিটা অসাধারন! কবিতায় যথারীতি মুগ্ধ।+++
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ, সোহানী আপু।
১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ,সেলিম ভাই।
১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫০
আটলান্টিক বলেছেন: তাকে পাওয়ার এক নেশার মাতাল আমি
ভাইয়া পরে তাকে পেয়েছেন?
২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন: ভাইয়া,জানাটা কি খুব জরুরী ?
কবির কবিতার প্রেমে সবাই পড়ে কিন্তু কবির প্রেমে কেউ পড়ে না...... এটাই বাস্তবিক।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ!!
১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সে যে আসে যায়, তার জন্য চান্দে চান্দে চন্দ্রগ্রহণ হয়।
২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন: গানে গানে সুন্দর মন্তব্য করেছেন।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা পড়ে স্বপ্ন ভেলায় ভাসতে হয়, দারুণ উপহার ভাই।
অনেক অনেক ভালো লাগা রইল কাব্যরসেপূর্ণ কথামালায়।
শুভকামনা জানবেন
২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ
আপনারও জন্য শুভ কামনা রইল, নয়ন ভাই।
১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর+
২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
২০| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১
শুভ্র_সরকার বলেছেন: ভালো।
২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
২১| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবির সাথে কবিতার মিল আছে।
২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।
২২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৫
মিথী_মারজান বলেছেন: হুমমম!!!
ভাল ভাল।
ব্যবধান শূন্যের কোঠায় হবে- আমরাও এমনটা চাই।
আমরা কি অচিরেই কোন সুখবর পাচ্ছি নাকি কবি সাহেব?
ভালোলাগা সুন্দর কবিতায়।
শুভ কামনা আপনার জন্য।
২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা,,,, সুখবরে সুখ নেই ।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
২৩| ২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবিতার শব্দগুলো শক্তিশালী।
গাজী আংকেল দেখি মন্তব্য করলো না!
২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন: গাজী ভাই প্রেমের কবিতা পড়েন না ....
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
২৪| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০১
বিজন রয় বলেছেন: আমাদের জীবন অসীম ছায়াপথ।
++++
২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ,দাদা।
২৫| ২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১০
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।
২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৪
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ,সোহেল ভাই।
২৬| ২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯
আটলান্টিক বলেছেন: ভাইয়া কিছু মানুষ রবোটের মতো মন্তব্য করে কেন?যেমন আমাদের সেলিম আনোয়ার ভাই সব পোষ্টে শুধু 'সুন্দর +' লেখেন।এটা দেখে খুব খারাপ লাগে।মন্তব্য হচ্ছে পোষ্টের প্রাণ আর সেই মন্তব্য যখন রবোটিক ভাষা যেমন ভাল,সুন্দর,+++ এইসব ভাষায় করা হয় তখন কেমন লাগে বলেন দেখি?কালীদাস ভাইয়ের মতো যদি সবাই বিশ্লেষণী মন্তব্য করতো তাহলে বড় ভাল হতো ভাইয়া।
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৬
শাহরিয়ার কবীর বলেছেন: ভাইয়া, প্রতিটি মানুষের নিজস্বতা আছে..... আপনার এ প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে একদমই অসম্ভব।
তবে আশা করি, আপনি অন্যকে অনুকরণ না,করে আপনি আপনার মত সবাইকে বিশ্লেষণী মন্তব্য করবেন।।
ধন্যবাদ ।।।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫
ভ্রমরের ডানা বলেছেন:
বাহ! চমৎকার! ভাল লিখেছেন কবি!