![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধূসর জগতে এক অস্ফুট অন্ধকারে,
কবি সত্ত্বার মৃত্যু নিথর দেহটা এতোদিন পড়েছিল নিস্তব্ধ এক কফিনে,
কবির জীবনেও নেমে এসেছিল সীমাহীন অতলস্পর্শী অন্ধকারে,
সবকিছু কেমন যেন এক অবান্তর, আশাহীন।
যেন আমি হেঁটে যাচ্ছিলাম জ্বলন্ত কয়লার উপর দিয়ে।
এ হৃদয়টা জ্বলছিল বিষাদের অনলে....;
সবকিছু যেন এক শূন্য স্বপ্নের মত অবিশ্বাস্য ছিল।
বিরল এক শূন্যতায় আমি অবিরাম শূন্য ছিলাম
নীরবে কোন এক সংকীর্ণ পথের যাত্রার যাত্রী হয়ে!
অতঃপর,
কবি সত্ত্বার অসীম এক ভাল লাগার ঘোরে,
নিজেকে বিসর্জন দিয়েছি তার মাঝে।
তাতে তার কী রূপ, কী সৌন্দর্য...;
এতোদিন আমি কল্পনার স্থির শূন্য দৃষ্টিতে দেখেছি
তার দুটি উজ্জ্বল চোখ, দুটি গোলাপী গাল.....।
তাকে পেয়েছি যেন পরাবাস্তবতার জগত হতে বাস্তবতার জগতে।
সেদিন সে এসেছিল আমার কবিতার খাতাতে।
এখনো কী আমি নিঃসঙ্গ,শূন্য?
ছবিঃ নেট।
২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভায়া।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
হুম এখনও নি:সঙ্গই বটে শুন্য্ও
নতুন কাব্যকথার প্রসবকালে
এ যে নিত্য শুন্যতা অসীম শুন্যে মিলনের আগে পূর্ণ হবার নয়
+++
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো বলেছেন,আঁধার কেটে আলো আসবেই ।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
জনৈক অচম ভুত বলেছেন: ভাল লেগেছে। কবিতার খাতায় তার আনাগোনা চলুক।
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৫
শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা..... ঠিক আছে ভূত ভাই।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভায়া।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৭
সামিয়া বলেছেন: কবিতায় ভালোলাগা।।
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৪
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভালো লাগার শতভাগ।
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৩
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ সুজন ভাই।
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৭
আটলান্টিক বলেছেন: আজ সেই অস্ফুট অন্ধকার দূর হয়েছে ভাইয়া?
ছবিটা খুব সুন্দর হয়েছে।কবিতার সাথে একদম মানানসই। পোষ্টে প্লাস.....
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা.... যে অন্ধকার দূর করবে...
সে যদি নিরবিছিন্ন আলো দেয় তবেই সম্ভব, ভাইয়া।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ...
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৩
আটলান্টিক বলেছেন: আপনার গত পোষ্টে একটা মন্তব্য করেছি।সেটা দেখেন।
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: আচ্ছা,,, ঠিক আছে, দেখব ........ ধন্যবাদ ভাইয়া।
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৮
বিজন রয় বলেছেন: সত্ত্বা ও শূন্যতা বানান দুই জায়গায় দুই রকম কেন?
সত্ত্বার গভীরে শূন্যতা থাকা ভাল, বিশেষ করে কবিদের, তাহলে কবি নিজেকে খঁজে নিতে পারে।
শাহরিয়ার কেমন আছেন?
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৮
শাহরিয়ার কবীর বলেছেন: বানান দুটি ভুল ছিল দাদা,এডিট করে দিয়েছি।
সুন্দর মন্তব্য করেছেন।।
আমি ভাল আছি....... আপনি কেমন আছেন?
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।।
৯| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৭
ভ্রমরের ডানা বলেছেন:
এভাবেই প্রেম আসে জীবনে। রঙ বদলাতে। জীবনের খাতায় তবে রং ছড়াক আরেকটি বসন্ত কোকিল! শুভকামনা
!
কবিতায় গভীর প্রেমের প্রকাশ! কবি নিশ্চয় প্রেমেজর্জর!
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২১
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা,,,,, বিরহী কবিতা তো অনেক হল; এবার একটু রোমান্টিক কবিতা লেখার চেষ্টামাত্র।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ, প্রিয় কবি।
১০| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৭
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ, দাদা।
১১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৮
শাহিন বিন রফিক বলেছেন: খুবই ভাল লাগল।
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ,ভাই।
১২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৩:৩১
নাগরিক কবি বলেছেন: হাই, কবির ভাই
৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১
শাহরিয়ার কবীর বলেছেন: হাই, কবি ভাই !!
ধন্যবাদ !!
১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০৭
রূপক বিধৌত সাধু বলেছেন: সে স্বপ্নে আসে তবু স্বপ্নের চেয়েও মধু।
৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ, দাদা।
১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: কবির জীবন পূর্ণতায় ভরে উঠুক।
অনেক শুভকামনা রইল।
কবিতায় +++
৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ,সোহেল ভাই।
১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানবাত্মার মাঝে সব সময় শূন্যতা বিরাজ করে।। সে হয়ত পরমত্মার সাথে মিলিত হওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে।।।
৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০০
শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর বলেছেন।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ,ভাই।
১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৫
করুণাধারা বলেছেন: এখনো কি আমি নিঃসংগ, শূন্য?
না, নিঃসংগ কেন হবেন, দেখুন আপনার পাশে আমরা কতজন!
কবিতায় ভাল লাগা।
৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিরা যতই বলুন না,কেন সে নিঃসঙ্গ কিন্তু কবিরা কখনো নিঃসঙ্গ না,কারণ কবির কল্পনার এক মহাজগৎ।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭
প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল কবিতা। ধন্যবাদ
৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৭
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ, প্রমাণিক ভাই।
১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৫
জাহিদ অনিক বলেছেন:
কে বলে আপনি এখন শূন্য নিঃসীম !
এভাবে যে নিজের কবি স্বত্তাকে ঢেলে দিতে জানে সে তো নিঃস্ব নয় !
সে তো পূর্ণ !
শূন্যরে তো আপনাকেই পুর্ণ করতে হবে
৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন: হুমম, এবার শূন্য থেকে পূর্ণতার দিকে গননা হোক শুরু!!
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ, প্রিয় কবি।
১৯| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৮
রাজীব নুর বলেছেন: অনুবাদ কবিতা।
৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫২
শাহরিয়ার কবীর বলেছেন: এটা অনুবাদ কবিতা নাহ, এটা আমারই লেখা কবিতা, রাজীব ভাই।
২০| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
তারেক_মাহমুদ বলেছেন: খুব ভাল লাগলো
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ,ভাই।
২১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩০
রিএ্যাক্ট বিডি বলেছেন: MOBILE CHOR (মোবাইল চোর) BANGLA NEW SHORT FILM 2018[Emotional] | Team Rohitpur
Watch Now:- https://youtu.be/kcJnjzeg-mA
Have made from a Story in SomewhereinBlog
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ।
২২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২০
নীলপরি বলেছেন: কবিতায় তার আনাগোনা মুগ্ধ করলো ।
শুভকামনা বন্ধু ।
৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ,বন্ধু !!
২৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'তাকে' পরাবাস্তবতার জগত হতে বাস্তবতার জগতে পাওয়ার পরে কবিকে নিঃসঙ্গ,শূন্য বলা যায়না ।
কবিতায় ভাল লাগা।
৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ,ভাই।
২৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩২
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: বিষাদ আর গভীর প্রেমের মেলবন্ধন।
অনেক সুন্দর কবিতা।
ধন্যবাদ শাহরিয়ার ভাই।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪১
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ,ভাই।
২৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০
শায়মা বলেছেন: পরা আর অপরা বাস্তবের মাঝে কবিতামালা!!!!!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪১
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ শায়মা আপা।
২৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
খায়রুল আহসান বলেছেন: অপরাবাস্তবতার কবিতা ভাল লাগলো।
শূন্যতা, নিঃসঙ্গতা, কবিদের নিত্যসঙ্গী।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর লিখেছেন +।